সোমবার দুপর পর্যন্ত ব্যালন ডি’অর জেতার দিক থেকে এগিয়ে রাখা হচ্ছিল ভিনিসিয়ুস জুনিয়রকে। তবে সন্ধ্যা হতেই পাল্টে যায় চিত্র। চারদিকে রব উঠে এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। শেষ পর্যন্ত অবশ্য সেই খবরই হয়েছে সত্য। তাতে তৃতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অরের সোনালী ট্রফিটা ঘরে তুলেছেন রদ্রি।
এসিএল চোটে পড়ে মৌসুম প্রায় শেষ হয়ে গেছে রদ্রির। কয়েকদিন আগেই হয়েছে অস্ত্রোপচার। তাই ব্যালন ডি’অর যখন নিতে এলেন, তখন ক্রাচে ভর করেই এসেছেন। ব্যালন ডি’অরের শিরোপা হাতে পেতেই অবশ্য সেই স্মৃতি ভুলে চওড়া হাসির দেখা মিলেছে রদ্রির মুখে।
গেল মৌসুমে সিটি মিডফিল্ডার ক্লাব ও জাতীয় দল দুই জায়গায়ই ছিলেন সফল। সিটির হয়ে ৪৫ ম্যাচে ৯ গোলের পাশাপাশি করেছেন ১২ অ্যাসিস্ট। জিতেছেন প্রিমিয়ার লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, এবং ইউয়েফা সুপার কাপের শিরোপা।
স্পেনের জার্সিতেও রদ্রি কাটিয়েছেন দারুণ সময়। ১৪ ম্যাচে ৩ গোলের পাশাপাশি করেছেন একটা অ্যাসিস্ট। সেই সাথে জিতেছেন ইউরোর শিরোপা। হয়েছিলেন ইউরোর সেরা ফুটবলারও। তাতে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়ুস জুনিয়রকে টপকে জিতে নিয়েছেন গেল মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার।
২০২২/২৩ মৌসুমেও রদ্রির নাম এসেছিল ব্যালন ডি’অর জয়ের দৌড়ে। সিটির হয়ে সেবার জিতেছিলেন ট্রেবল। তবে সেই মৌসমে শেষ পর্যন্ত ছয়ে থেকে শেষ করেছিলেন রদ্রি। এবার অবশ্য তাকে আর হতাশ হতে হয়নি। প্যারিসের থিয়েটার দু শাতলে করতালির মধ্য দিয়েই ব্যালন ডি’অরটা উঁচিয়ে ধরেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
১৮ জানুয়ারি ২০২৫, ১:১৪ পিএম
১৭ জানুয়ারি ২০২৫, ৮:৫০ পিএম
সেরা ছন্দে থেকে চোটের কারণে ম্যাচটা দেখতে হয়েছিল বেঞ্চে বসে। ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনালে নেইমারকে ছাড়া মাঠে নামা ব্রাজিল স্বাদ পায় তাদের ইতিহাসের অন্যতম বাজে এক হারের। জার্মানি তাদের নিয়ে রীতিমত ছেলেখেলা করে উড়িয়ে দেয় ৭-১ গোলে। ১১ বছর কেটে গেলেও সেই ক্ষত এখন এখনও ভুলতে পারছেন না বলেই জানিয়েছেন নেইমার।
সেই বিশ্বকাপে নেইমার ছিলেন ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে। ব্রাজিলও খেলছিল দারুণ। তবে জার্মানির সাথে লড়াইয়ের আগেই বড় ধাক্কা হয়ে আসে শেষ আটে নেইমারে চোটে ছিটকে যাওয়াটা। দলের সেরা খেলোয়াড়কে হারানোর শোকেই কিনা, ব্রাজিল সেমিতে দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষের সামনে। দ্বিতীয়ার্ধে জার্মানি কিছু সুযোগ মিস করলে অনায়াসেই হতে পারত আরও কিছু গোল। সেদিন চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানায় ব্রাজিলের খেলোয়াড়, দর্শকরা।
সাবেক ব্রাজিল গ্রেট রোমারিওর সাথে এক পডকাস্টে ২০১৪ প্রসঙ্গে নেইমার তুলে ধরেন তার কষ্টের গল্প।
“আমি আসলেই ৭-১ গোলের সেই হার নিয়ে অনেক হতাশ ছিলাম। এটা অনেক কষ্ট দিয়েছিল। একটা প্রজন্মের এমন কিছু খেলোয়াড়কে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, যারা সেটার প্রাপ্য ছিল। পরাজয় নিয়ে আমার হতাশা নেই। হারজিত থাকবেই। তবে ৭-১ গোলে হেরে যায়, তাও ঘরের মাঠে বিশ্বকাপে… এটা অনেক কষ্টের।”
অনেকেই মনে করেন, নেইমারের না থাকাটা সেমিতে মানসিকভাবে ব্রাজিল দলকে গুঁড়িয়ে দিয়েছিল। সেই আক্ষেপটা এখনও সাবেক বার্সেলোনা তারকাকে পোড়ায় বেশ।
“চোট পাওয়ার পাঁচ মিনিট আগে কোচ আমাকে বলেছিল তুলে নেওয়ার কথা। আমি বললাম, ‘না, কেনো? ২-০ গোলে এগিয়ে আছি, আমি আরও একটা গোল করতে চাই। এর পাঁচ মিনিট পরই চোট পেলাম। তাই মনে হয়, আমার তখনই মাঠ ছাড়া উচিত ছিল।”
তিনটি বিশ্বকাপ খেললেও এখনও সেরার স্বাদ পাওয়া হয়নি নেইমারের। ২০২২ বিশ্বকাপে ব্রাজিল দল দুর্দান্ত খেলেও শেষ আট থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়ার কাছে হেরে। ম্যাচের পর অঝোরে কাঁদা নেইমারের কাছে এটাই তার সবচেয়ে হতাশাজনক বিশ্বকাপ অভিযান মনে হয়।
“আমার খেলা ব্রাজিলের সেরা বিশ্বকাপ দল ছিল ২০২২ সালে। আর যে বিদায়টা আমাকে সবচেয়ে বেশি তাড়িয়ে বেড়ায়? এটাও ২০২২ বিশ্বকাপই।”
চোটের কারণে এখন মাঠের বাইরে আছেন নেইমার। আল হিলালের সাথে চুক্তি বাতিলের আছেন বেশ কাছাকাছি। আর জাতীয় দলে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে যখন বার্সেলোনা থেকে নেইমারকে দলে নেয় পিএসজি, তখন থেকেই আলোচনায় তার ঠিকানা বদলের মূল কারণটি। এতে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে ব্রাজিলিয়ান তারকার লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে বিশ্ব সেরা হওয়ার আকাঙ্ক্ষার কথা। তবে এতগুলো বছর পর এসে নেইমার জানিয়েছেন, ব্যক্তিগত কোনো অর্জনের ইচ্ছা থেকে তিনি স্পেন ছাড়েননি।
সান্তোসে প্রতিভার ঝলক দেখিয়ে বার্সেলোনায় যখন নেইমার যোগ দেন, তখন তার মাঝে দেখা হচ্ছিল ভবিষ্যৎ সেরা হওয়ার সব রসদ। কাতালান ক্লাবটিতে মেসির সাথে জুটি বেধে সেই পথেই ছিলেন। তবে পিএসজির অবিশ্বাস্য এক প্রস্তাবে বদলে যায় চিত্রপট। ক্যারিয়ারে সেরা সময়ে বার্সেলোনা ছাড়েন ৩২ বছর বয়সী এই ফুটবলার। চোট জর্জর ক্যারিয়ারে সেখানে সাফল্য পেলেও সেরাদের কাতারে আর যেতে পারেননি নেইমার।
আরও পড়ুন
পিএসজিতে মেসির আগমনে ঈর্ষান্বিত ছিলেন এমবাপে! |
প্রশ্নটা তাই থেকেই যায়, কেন বার্সেলোনা ছেড়েছিলেন আল হিলাল তারকা। সাবেক ব্রাজিল গ্রেট রোমারিওর সাথে এক পডকাস্টে নেইমার শুনিয়েছেন এর পেছনের গল্প। “পিএসজিতে গিয়ে বিশ্ব সেরা হওয়ার জন্য আমি বার্সা ছাড়িনি। মেসি আমাকে বলেছিল, ‘তুমি কেন ক্লাব ছাড়তে চাচ্ছো? তুমি বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাও? আমি তোমাকে বিশ্ব সেরা বানাতে পারি।’ আমি তাকে এতে না করলাম। কারণ, ব্যাপারটা এমন ছিল না। এটা একেবারেই ব্যক্তিগত বিষয়। অর্থের দিকটাও ছিল, কারণ বার্সেলোনার চেয়ে পিএসজির প্রস্তাবটা ভালো ছিল। তাছাড়া সেখানে ব্রাজিলিয়ানরাও ছিল। আমি ব্রাজিলিয়ানদের সাথে খেলতে চেয়েছিলাম। সেখানে থিয়াগো সিলভা, দানি আলভেস, মারকুইনোস, লুকাস মউরারা ছিল। তারা সবাই আমার বন্ধু।”
নেইমার যখন বার্সেলোনায় খেলেছিলেন, সেই সময়ে তিনি ছাড়া দলটিতে ছিলেন না ব্রাজিলের আর কেউ। তবে মেসি ও লুইস সুয়ারেজের সাথে গড়ে উঠেছিল দারুণ এক বন্ধুত্ব। সেটা বেশ উপভোগ করলেও অনেকেই মনে করেন, আর্জেন্টিনা তারকার সাথে একই দলে খেলে সেরাদের পর্যায়ে যাওয়া সম্ভব নয়, এটা অনুধাবন করেই পিএসজিতে গিয়েছিলেন নেইমার।
আরও পড়ুন
২০৩৪ পর্যন্ত সিটিতেই হলান্ড |
তবে সেটা যে ঠিক নয়, তা স্পষ্ট নেইমারের কথায়। “(পিএসজিতে যোগ দেওয়ার সময়) আমি নিজেকে বললাম, ‘আমার আশেপাশে কিছু ব্রাজিলিয়ান লাগবে। কারণ, বার্সেলোনায় ব্রাজিলের আর কেউই ছিল না। তাই আমাকে সেখানে যেতে হবে। আমাকে একটা সুযোগ নিতে হবে।’ আর সেটাই হয়েছে। তবে আমি পিএসজিতে বিশ্বের সেরা হওয়ার জন্য যাইনি আমি।”
দুজন একই সময়ে নাম লিখিয়েছিলেন পিএসজিতে। ফলে শুরু থেকেই নেইমার ও কিলিয়ান এমবাপের মাঝে গড়ে ওঠে দারুণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এরপর সেখানে যোগ দেন ব্রাজিল তারকার প্রিয় বন্ধু লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা তারকার সাথেই বেশি ঘনিষ্ঠতা হয় তার। আর সেটাই নাকি ভালো লাগেনি এমবাপের। নেইমার বলেছেন, মেসি দলে আসায় রীতিমত ঈর্ষাকাতর হয়ে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড!
২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত পিএসজিতে নেইমার ও এমবাপেই ছিলেন সবচেয়ে বড় তারকা। তবে মেসির আগমনে তার দিকেই চলে যায় গোটা বিশ্বের মনোযোগ। আর প্রিয় বন্ধুকে আরও একবার সতীর্থ হিসেবে পেয়ে নেইমার হন ভীষণ খুশি। এই তিনজনের পিএসজিতে দুই বছরের অধ্যায়ে প্রায় খবরে আসত ক্লাবের ভেতর দলাদলির খবর। সেটা যে পুরোটা ভুল ছিল না, নেইমারের কথায় তার প্রমাণ মিলছে।
আরও পড়ুন
এমবাপে যেন অফ সাইডের অন্ধ প্রেমিক |
গত বৃহস্পতিবার ব্রাজিল কিংবদন্তি রোমারিওর সাথে এক পডকাস্টে নেইমার তুলে ধরেন মেসির ক্লাবে আগমনের পর এমবাপের নেতিবাচক প্রতিক্রিয়া। “আমরা বেশ কিছু বছর জুটি বেধে খেলেছি, কিন্তু মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্বিত ছিল। সে আমার অন্য কারও সাথে সময় কাটানো ভালোভাবে নিতে পারেনি। আমাদের এসব নিয়ে কথা কাটাকাটি ও হয়েছে। এরপর তার আচরণে পরিবর্তন আসে।”
বার্সেলোনা থেকে নেইমারকে পিএসজি দলে টেনেছিল ট্রান্সফার ফি-এর রেকর্ড গড়ে। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় তারকা হিসেবে তাকে তুলে ধরার পাশাপাশি শুরু থেকেই দেওয়া হয়েছিল বেশ কিছু অবিশ্বাস্য সুযোগ সুবিধা, যা এর আগে কেউই পাননি। এমনকি এমবাপেও নন। রোমারিও তাই নেইমারের কাছে জানতে চান, তার প্রতি ফরাসি অধিনায়ক বিরক্ত ছিলেন কিনা।
জবাবে এমবাপেকে প্রশংসায় ভাসান নেইমার। “না, তার মাঝে এসব ছিল না। মাঝে আমাদের একটু ঝগড়া হয়েছিল, কিন্তু সে যখন ক্লাবে আসল, আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম। আমি সবসময় বলতাম যে, সে সেরাদের একজন হতে চলেছে। আমি সবসময় তাকে সাহায্য করেছি, তার সাথে কথা বলেছি, সে আমার বাড়িতেও এসেছে, আমরা একসাথে ডিনারও করেছি।”
আরও পড়ুন
এমবাপের সেরাটা বের করার পথ বাতলে দিলেন ভালভের্দে |
২০২৩ সালে পিএসজি ছাড়েন নেইমার। এরপর তাকে অনুসরণ করেন মেসিও। আরও এক মৌসুম খেলে গত বছর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। এই মুহূর্তে নেইমার খেলছেন আল হিলালে, আর মেসি ইন্টার মায়ামিতে। গুঞ্জন রয়েছে, দুই প্রিয় বন্ধুকে আবার যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে একসাথে দেখা যেতে পারে এই বছর।
ক্লাব ফুটবলে সাধারণত দেখা মেলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের চুক্তি। তবে সময়ের অন্যতম সেরা ফুটবলার আর্লিং হলান্ডকে লম্বা সময়ের জন্যই ধরে রাখার পথেই হাঁটল ম্যানচেস্টার সিটি। সাড়ে ৯ বছরের জন্য নরওয়ে স্ত্রাইকারের চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
শুক্রবার প্রিমিয়ার লিগ ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে। হলান্ডের আগের চুক্তির মেয়াদ শেষ হত ২০২৭ সালের জুনে। তবে সেটা শেষ হওয়ার বেশ আগেই তাকে লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ করে ফেলেছে সিটি।
আরও পড়ুন
এমএলএসের ৩ ক্লাবের সাথে আলোচনায় নেইমার |
২৪ বছর বয়সী হলান্ড ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন। গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বাধিক গোল করে গোল্ডেন বুট জেতার পথচলায় ১২৬ ম্যাচে করেছেন ১১১ গোল। পেপ গার্দিওলার দলের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা এরই মধ্যে জেতা হয়ে গেছে তার।
সিটিতে ক্যারিয়ারের আরও দীর্ঘ একটা সময় পার করার সিদ্ধান্ত নিয়ে রোমাঞ্চিত। বিবৃতিতে ফুটে উঠেছে সেই প্রতিক্রিয়ার।
“আমি খুব খুশি আর গর্বিত। আমি এখানে দীর্ঘ সময়ের জন্য থাকার জন্য উন্মুখ হয়ে আছি। এখন আমি আরও ভালো খেলার দিকে মনোনিবেশ করতে পারি, কারণ আমি এখানে এত লম্বা সময় থাকতে যাচ্ছি।”
সিটিতে প্রথম মৌসুমেই ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন হলান্ড। করেন সব মিলিয়ে ৫২ গোল। গত মৌসুমে তার নামের পাশে ছিল ২৭টি লিগ গোল। আর এই মৌসুমে এরই মধ্যে করে ফেলেছেন ১৬ গোল।
সামগ্রিক বাস্তবতায় আল হিলাল অধ্যায় প্রায় শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে জোরাল হচ্ছে নেইমারের পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেই বিষয়টি। শুরু থেকেই তাতে আলোচনায় রয়েছে মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামির নাম। তবে বাতাসে ভাসছে গুঞ্জন, ব্রাজিল তারকাকে দলে টানার লড়াইয়ে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আরও দুই ক্লাবও।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, মায়ামি সহ অন্য দুটি মেজর লিগ সকারের (এমএলএস) আগ্রহী দলের সাথে প্রাথমিক আলোচনা করছেন নেইমার। এর মধ্যে একটি ক্লাব হল শিকাগো ফায়ার।
তবে ইএসপিএন এটাও দাবি করেছে যে, বর্তমানে নেইমারের জন্য বিড করা দলগুলোর মধ্যে মায়ামি নেই। দলটির কোচ হাভিয়ের মাসচেরানো সম্প্রতি বলেছেন যে, এমএলএসের বিধিনিষেধ মেনে সাবেক বার্সেলোনা তারকার মায়ামিতে যোগ দেওয়া ‘অসম্ভব’ হবে।
আরও পড়ুন
‘নেইমারের জন্যই ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হবে’ |
তবে ব্রাজিল ইএসপিএন-এর সূত্রগুলো নেইমারের এমএলএস-এ চলে যাওয়ার ব্যাপারে এখনও বেশ আশাবাদী। সেই সূত্রগুলো আরও যোগ করেছে যে, যুক্তরাষ্ট্রে পাড়ি জমালে দুই প্রিয় বন্ধু লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সাথে খেলার জন্য মায়ামিতে যোগ দেওয়ার আশা এখনও ছেড়ে দেননি নেইমার।
৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালের গ্রীষ্মে বার্ষিক ৯৭.৬ মিলিয়ন ডলার পারিশ্রমিকে পিএসজি থেকে আল হিলালে নাম লেখান। তবে সৌদি আরবের ক্লাবটিতে যোগদানের পরপরই বাম হাঁটুতে এসিএলে চোটের শিকার হয়ে এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে।
সেটা কাটিয়ে নেইমার গত অক্টোবরে মাঠে ফিরেছিলেন, তবে কয়েকটি ম্যাচ খেলে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে ফের ছিটকে গেছেন। এখনও আছেন মাঠের বাইরেই। নেইমারের অবদান ছাড়াই আল হিলাল গত মৌসুমে সৌদি প্রো লিগ জিতেছে। ফলে ক্লাবটি তাকে আর ধরে রাখার পক্ষে নয়।
আরও পড়ুন
নেইমারকে দলে পেতে আশাবাদী সুয়ারেজ, নিরাশায় মায়মি কোচ |
সাবেক বার্সেলোনা তারকার চুক্তিত মেয়াদ শেষ জুন পর্যন্ত। ফলে, তিনি ক্লাব বদলের লক্ষ্যে অন্য দলের সাথে আলোচনা শুরু করতে পারবেন। মাঝে নেইমারের তার শৈশবের ক্লাব সান্তোসে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও, বর্তমানে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
২১ ঘণ্টা আগে
৫ দিন আগে
৫ দিন আগে
১০ দিন আগে
১১ দিন আগে
১২ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে
২৮ দিন আগে