N/A

অস্ট্রেলিয়ান ওপেন শেষ নাদালের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৭ জানুয়ারি ২০২৪, ১:৩১ পিএম

news-details

অবশেষে শঙ্কাটাই সত্যি হলো। ব্রিসবেন ওপেনের তৃতীয় রাউন্ডের খেলার সময়েই কিছুটা অস্বস্তিতে ছিলেন রাফায়েল নাদাল। মাংসপেশিতে চিড় ধরা পড়ায় বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে মিস করতে চলেছেন স্পেনের এই টেনিস কিংবদন্তি। 


প্রায় এক বছর পর সদ্যই ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন নাদাল। ফিরে এসে প্রথম টুর্নামেন্ট শেষ না করতেই আবারও হার মানতে হলো সেই ইনজুরির কাছেই। ফলে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার ঘোষাণা দিয়েছেন তিনি।


সোশ্যাল মিডিয়াতে এক পোস্টের মাধ্যমে স্প্যানিশ এই টেনিস প্লেয়ার জানান বিষয়টি। “বর্তমান অবস্থায় পাঁচ সেটের ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থায় আমি নেই। আর তাই ডাক্তার দেখানোর পাশাপাশি চিকিৎসা ও বিশ্রামের জন্য স্পেনে ফিরে যাচ্ছি।”

 

Download Now

অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েমকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেন নাদাল। পরের দুই ম্যাচেও জয় তুলে নেন এই স্প্যানিয়ার্ড। তবে ইনজুরির কারণে আগেভাগেই এই আসরে শেষ হয়ে গেল তার পথচলা।


৩৭ পেরুনো নাদালের বর্তমান অবস্থা বিবেচনায় হয়তো শেষবারের মতো অংশগ্রহণ করে ফেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনে। দীর্ঘ ক্যারিয়ারে এই টুর্নামেন্ট দুইবার শিরোপা জিতেছেন নাদাল। 


দেশে ফিরে নাদাল এখন ফ্রেঞ্চ ওপেনের জন্য নিজেকে প্রস্তুত করবেন। আগামী ২০ মে থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। এই টুর্নামেন্ট নাদাল রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন।


দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

No posts available.

bottom-logo