৩০ অক্টোবর ২০২৪, ৭:৪৭ পিএম
সম্প্রতি ঘোষিত হয়ে যাওয়া ব্যালন ডি’অর বিজয়ীদের নিয়ে আলোচনা এখনও বেশ চলমান। তবে বছরের পর বছর ধরে এই খেতাবটি নিয়ে লড়ে গেছেন যে দুজন, তারা যেন না থেকেও চলে আসছেন কথার প্রসঙ্গে। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো যে ব্যালন ডি’অরকে একরকম নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা দুজনকেই কিংবদন্তি মানলেও সেরার ভোটে এগিয়ে রেখেছেন সাবেক শিষ্য মেসিকেই।
পেশাদার ফুটবলে মেসি ও গার্দিওলার শুরুটা প্রায় হাত ধরাধরি করে। একজন খেলোয়াড় ও আরেকজন কোচ হিসেবে। বার্সেলোনার সোনালি সময়ে গার্দিওলার দুর্দান্ত সব অর্জনে বড় ভূমিকা রাখা মেসি তিনি ক্লাব ছাড়ার পরেও ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। এখন পর্যন্ত রেকর্ড ৮ বার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক। গত প্রায় ২০ বছরে তার সাথে টেক্কা দিয়ে এই খেতাব জয়ে লড়ে গেছেন কেবল রোনালদো। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এটি জিতেছেন পাঁচবার।
টটেনহ্যামের বিপক্ষে লিগ কাপের রাউন্ড অফ ১৬ ম্যাচের আগে গার্দিওলার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল সর্বকালের সেরা দুই ফুটবলার সম্পর্কে। দুজনকে প্রশংসায় ভাসান এই স্প্যানিয়ার্ড। “কেউই মেসিকে হারাতে পারেনি, শুধুমাত্র ক্রিস্তিয়ানো ছাড়া। ক্রিস্তিয়ানো একটা দানব ছিল। আর সেই দানবের ওপরে অবস্থান মেসির। দুজনেই গত ২০ বছরে অবিশ্বাস্য কিছু করেছে।”
গতবার ব্যালন ডি’অর জয়ী মেসি এবার পাননি মনোনয়নও। আর বেশ আগে থেকেই এই বিবেচনার বাইরে আছেন সৌদি ক্লাব আল নাসরে খেলা রোনালদো। তাদের অনুপস্থিতিতে এবার বর্ষসেরার এই খেতাব জিতেছেন সিটি ও স্পেনের মিডফিল্ডার রদ্রি।
নিজের ক্লাবের খেলোয়াড় হওয়ার পাশাপাশি রদ্রির এই জয় গার্দিওলার কাছে আরও বিশেষ কারণ, অবশেষে একজন স্প্যানিশ ফুটবলার যে জিতলেন ব্যালন ডি’অর। মেসি-রোনালদোদের রাজত্বের সময়ে সেরা ফুটবল খেলেও যা জেতার সুযোগ হয়নি দুই সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেসজ ও আন্দ্রেস ইনিয়েস্তা।
যদিও এবার প্রায় সবাই ধরেই নিয়েছিলেন, এটি জিততে যাচ্ছেন রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে এটি গেছে রদ্রির হাতে। তাতে বেশ খুশি গার্দিওলা। “হয়ত জাভি ও ইনিয়েস্তাও এটার প্রাপ্য ছিল। তাই আমি মনে করি গতকাল রদ্রি স্প্যানিশ ফুটবলের বিশ্বব্যাপী যা প্রাপ্য, সেটাই পেয়েছে। পেয়েছেন।
১৯৯০ সালের পর প্রথম ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এবার ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। তার আগে শেষবার এই পজিশনে যারা খেলেন, তাদের মিধ্যে এটি জিতেছিলেন জার্মানির লোথার ম্যাথাউস। আর আলফ্রেডো ডি স্টেফানো ও লুইস সুয়ারেজের পর তৃতীয় স্প্যানিশ খেলোয়াড় হিসেবে কাঙ্ক্ষিত এই পুরস্কার জিতেছেন রদ্রি।
No posts available.
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ এম
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৯ পিএম
চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ মৌসুমে শেষ চারে জয়রথ থেমেছিল আর্সেনালের। শক্তিশালী আক্রমণভাগ ও ওয়েল ব্যালেন্সড দল নিয়েও কূলে গিয়ে পিএসজির ধাক্কায় গানার্সদের তরী ডুবে। তবে নতুন মৌসুমের আগে ইতিহাস বদলানোর উচ্চাশা ব্যক্ত করেছিলেন কোচ মিকেল আর্তেতা। সে স্বপ্নযাত্রার শুরুটা হয়েছে আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও লিয়ান্দ্রো ট্রোসার্ড গোল দুটি করেন।
এস্তাদিও দে সান মামেসে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটের ম্যাচে শুরু থেকেই রক্ষণভাগ জমাট রেখে আক্রমণ শানায় আতলেতিকো ও আর্সেনাল। প্রথমার্ধে প্রায় ৬৬ শতাংশ বল দখলে রাখে অতিথিরা। ৩৪ শতাংশ বল দখলে ছিল স্বাগতিকদের। যদিও এ সময় আতলেতিকোর দিকে মাত্র ৪টি শট নিতে পেরেছেন ভিক্টর ইয়াকেরেসরা। বিপরীতে সাতটি শট ছিল ইনাকি উইলিয়ামসদের। এ সময় আর্সেনাল বার লক্ষ্য করে শট নিতে পেরেছে একটি। বড় সুযোগ তৈরি করতে পারেনি।
আরও পড়ুন
রেফারিদের ওপর হামলায় রাজশাহী জেলা দলকে শাস্তি |
![]() |
দীর্ঘ ১০ বছর পর চ্যাম্পিয়সনলিগে ফেরা আতলেতিকো প্রথমার্ধে ভালোই জবাব দিয়েছে। এই অর্ধ গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধও এই রকমে চলতে থাকে। একটা সময় মনে হচ্ছিল, ড্রয়ে শেষ হবে হাই-ভোল্টেজ ম্যাচটি। তবে ৭২ মিনিটে ডেডলক ভাঙেন মার্টিনেল্লি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র ৬০ সেকেন্ডের মধ্যেই গোল আদায় করেন ব্রাজিলের এই লেফট উইঙ্গার।
ট্রোসার্ড চমৎকারভাবে ভিভিয়ান ও পারেদেসের পেছনে বল ফ্লিক করে দেন। এরপর পুরো দৃশ্যটাই হয়ে ওঠে মার্টিনেল্লির একক প্রদর্শনী। তিনি তার দুর্দান্ত গতি ব্যবহার করে ডিফেন্ডারদের পেছনে ছুটে যান এবং বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথায় গোল আদায় করেন।
আরও পড়ুন
ইয়ামালকে নিয়ে তথ্য লুকিয়েছে স্পেন, গণমাধ্যমের প্রতিবেদন |
![]() |
৮৭তম মিনিটে আর্সেনালের লিড দ্বিগুণ করেন ট্রোসার্ড। এবারের আক্রমণেও মূল ভূমিকায় দুই বদলি খেলোয়াড়। ডিক্লান রেইস বল বাড়ান মার্টিনেল্লির কাছে। তিনি গোরোসাবেলকে কাটিয়ে বাইলাইনে গিয়ে বলটি কাটব্যাক করেন ট্রোসার্ডের জন্য। ট্রোসার্ডের শটটি ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে, পোস্টে লেগে বারে ঢুকে পড়ে বল।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বলের পজিশনে এগিয়ে ছিল আর্সেনাল। ম্যাচে মোট ৬২ শতাংশ বল অতিথিদের দখলে ছিল। তারা মোট ১১টি শট নেয় আতলেতিকো মুখে। যার ৬টি ছিল অন টার্গেট।
গত ১০ সেপ্টেম্বর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রেফারি লাঞ্ছিত হওয়ার ঘটনায় রাজশাহী দলের চার ফুটবলার ও তিন কর্মকর্তাকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আজ রাজশাহীকে শাস্তি দিয়েছে।
গোলাম রাব্বি, জমজম, জনি ও রনি- রাজশাহী জেলার এই চার ফুটবলার বাফুফের আওতাভুক্ত পরবর্তী চার ম্যাচে নিষিদ্ধ থাকবেন। টিম ম্যানেজার রতন, কোচ মাহবুব আলম ও সহকারী কোচ আলমও বাফুফে আয়োজিত ৬ ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না। ব্যক্তিগত শাস্তির পাশাপাশি রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মেজবাহ উদ্দিনের নেতৃত্বাধীন ডিসিপ্লিনারি কমিটি।
আরও পড়ুন
ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান |
![]() |
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নিয়ে বাফুফে সদস্য সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন মিডিয়াকে বলেন,
'রেফারিদের নিরাপত্তা, রেফারিং মানসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে অবগত রয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’
তিনি আরও বলেন,
'রেফারি ম্যাচ কমিশনারকে খেলার পর পরই রিপোর্ট দেবে। ম্যাচ কমিশনার ফেডারেশনকে এরপর দুই রিপোর্টের ভিত্তিতে ফেডারেশন পদক্ষেপ নেবে। সভাপতির নির্দেশনায় আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটি সবকিছু গুরুত্বসহকারে দেখভাল করছি।'
বাফুফের জাতীয় পর্যায়ের ফুটবলের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। ইতোমধ্যে পাঁচ কোটি টাকা পেয়েছে বাফুফে। জেলা ফুটবল এসোসিয়েশন ৬০ হাজার টাকা পাচ্ছে প্রথম ধাপে। পরের ধাপে প্রতি ম্যাচে দলগুলা পাবে ১৫ হাজার টাকা করে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরে আজ মঙ্গলবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দপ্তরের পরিচালক মোস্তফা জামান জানিয়েছেন,
‘২০২৩ সালের কোনো একটা বিষয় নিয়ে দুদক তদন্ত করেছে। সে কারণেই তারা এসেছিল। তবে আমি সে সময়ে অফিসে ছিলাম না। তারা অফিসের কাউকে কিছু বলেওনি, অপেক্ষা করে চলে যায়।’
আরও পড়ুন
ইয়ামালকে নিয়ে তথ্য লুকিয়েছে স্পেন, গণমাধ্যমের প্রতিবেদন |
![]() |
অভিযান পরিচালনাকারী দুদকের সহকারী পরিচালক জুয়েল হাসান জানিয়েছেন,
‘২০২৩-২৪ অর্থ বছরে প্রতিটা জেলাকে সাড়ে তিন লাখ টাকা করে অর্থ বরাদ্দ করা হয়েছিল ক্রীড়া কর্মসূচী করার জন্য। অভিযোগ আছে ভুয়া কাগজপত্রের মাধ্যমে সেই টাকা তুলে নেওয়া হয়েছে। আমরা অফিসে গিয়ে পরিচালককে পাইনি। তবে কিছু কাগজপত্র দেখিছি। তাতে অনিয়ম আছে। সব পরীক্ষা নীরিক্ষা করে প্রতিবেদন জমা দেব।’
হোটেল রুম ছাড়তে চাননি, খেলতে চাননি ম্যাচ । জোর জবরদস্তি ও অনিচ্ছা সত্ত্বেও ব্যথানাশক ইনজেকশন দিয়ে নামানো হয়েছে মাঠে। স্পেন ফরোয়ার্ড লামিন ইয়ামালের ইনজুরি এবং চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ১৮ বর্ষী তারকার অনুপস্থিতি নিয়ে ভীষণ বিরক্ত বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক।
এরই মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া-সংবাদভিত্তিক ওয়েবসাইট গোল ডট কম তাদের প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কের বিপক্ষে ম্যাচের আগে থেকেই ব্যাক পেইনে ভুগছিলেন ইয়ামাল। পিঠের নিচের অংশে (কোমর) তীব্র ব্যথা ছিল তার। তা সত্ত্বেও কোচ তাকে খেলিয়েছেন এবং মাঠে দীর্ঘক্ষণ রেখেছেন।
আরও পড়ুন
বসুন্ধরা কিংসে ফিরলেন ট্রেইনার খলিল |
![]() |
স্পেনের জনপ্রিয় রেডিও কাদেনা এসইআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন দাবি করেছিল ইয়ামাল কোনোপ্রকার শারীরিক সমস্যায় ভুগছেন না। তারা বার্সেলোনাকে জানিয়েছিল, ব্যথার কারণে ইয়ামালের মেরুদণ্ডে ইনজেকশন দিতে হয়েছে। যদিও পরিবর্তে জানা যায়, ইয়ামাল খেলতে চাননি তুরস্কের বিপক্ষের ম্যাচ।
আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলার পর ক্লাবের হয়ে সহসা নামা হচ্ছে না ইয়ামালের। চ্যাম্পিয়নস লিগের নিজেদের প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও অংশ নেওয়া হয়নি তার। সবমিলিয়ে স্পেন ফুটবল ফেডারেশনের ওপর চড়া ফ্লিক।
আরও পড়ুন
জাতীয় ফুটসালে আইইউবির দুই সাবেক শিক্ষার্থী |
![]() |
৬০ বছর বয়সী স্পেন কোচ বলেছেন,
"ইয়ামালকে আমরা পাচ্ছি না। সে ব্যথা নিয়ে জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছিল, সেখানে তার দেখভাল ঠিকমতো হয়নি। তারা তাকে পেইন কিলার খাইয়ে খেলিয়েছে। দুটি ম্যাচের একটিতে ৭৩ মিনিট পর্যন্ত অন্যটিতে ৭৯ মিনিট পর্যন্ত খেলেছে সে। অথচ দুটি ম্যাচে স্পেন ভালো ব্যবধানে এগিয়ে ছিল।"
ইয়ামাল বার্সেলোনার বর্তমান ও ভবিষ্যৎ। তার ব্যাপারে একটু বেশিই সচেতন কাতালুনিয়ারা। ন্যু ক্যাম্প কর্তৃপক্ষ চাচ্ছে স্পেন ফুটবল ফেডারেশনের সঙ্গে তাদের চলমান বিরোধ কমিয়ে আনতে। মার্কা জানিয়েছে, বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর আইতোর কারাঙ্কার সঙ্গে শিগগিরই বৈঠক করবেন। এই বৈঠকে বেশ কিছু ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
ফিফায় অভিযোগ তুলে বসুন্ধরা কিংসেই ফিরলেন ট্রেইনার খলিল চাকরৌন। তিন দিন আগে ঢাকায় পৌঁছে দ্বিতীয় মেয়াদে কিংসের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার টি-স্পোর্টসকে বিষয়টি নিশ্চিত করেছেন খলিল নিজেই।
ফিফায় অভিযোগ জানিয়ে ফের কোনো বিদেশি কোচ কিংবা ফুটবলারের বাংলাদেশে ফিরে আসা অত্যন্ত বিরল ঘটনা। খলিল চাকরৌন সেই ব্যতিক্রমদের একজন হয়ে ইতিহাস গড়লেন।
খলিল বলেন,
‘‘দু’পক্ষের মধ্যে নতুন চুক্তি হয়েছে। বিগত সমস্যা নিয়ে একটা মধ্যস্থতায় পৌঁছেছি। আমার আইনজীবীকে ফিফায় অভিযোগ প্রত্যাহারের জন্য বলেছি। তিনি ইতোমধ্যে ফিফায় অবহিত করেছেন।’’
আরও পড়ুন
জাতীয় ফুটসালে আইইউবির দুই সাবেক শিক্ষার্থী |
![]() |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। যদিও সর্বশেষ মৌসুমে তারা লিগ শিরোপা হারায়। তবে আবাহনীকে হারিয়ে জিতে নেয় ফেডারেশন কাপের ট্রফি। এছাড়া মৌসুমের শুরুতে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়ে শিরোপা উল্লাস করে বসুন্ধরা কিংস।
এছাড়া, এএফসি চ্যালেঞ্জ লিগে প্রিলিমিনারি রাউন্ড পার করে বসুন্ধরা কিংস এখন গ্রুপ পর্বে খেলার অপেক্ষায়।
আগামী শুক্রবার ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে কুমিল্লায় কিংসকে মোকাবিলা করবে মোহামেডান।