৮ জানুয়ারি ২০২৫, ১:৩৩ পিএম

নিষেধাজ্ঞা যে ভিনিসিয়ুস জুনিয়র পাবেন তা নিশ্চিতই ছিল। তবে সেটা কয় ম্যাচের জন্য হয় সেদিকেই ছিল নজরটা। গেল শুক্রবার লা লিগায় ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কিকে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। যার শাস্তি হিসেবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল ফরোয়ার্ড। সেই সাথে গুনতে হচ্ছে জরিমানাও।
মঙ্গলবার ভিনিসিয়ুসকে এ শাস্তি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুনতে হচ্ছে ভিনিসিয়ুসকে। তবে জরিমানার পরিমাণটা ভিনিসিয়ুসের চেয়ে রিয়ালেরই বেশি। মাদ্রিদের ক্লাবটিকে জরিমানা করা হয়েছে ৭০০ ইউরো আর ভিনিসিয়ুসের ক্ষেত্রে সেটা ৬০০ ইউরো।
আরও পড়ুন
| শীতকালের দলবদলে রিয়াল মাদ্রিদের যত পরিকল্পনা |
|
রিয়াল সমর্থকরা অবশ্য শঙ্কার সঙ্গেও স্বস্তি পাবেন এটা জেনে যে, ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞাটা কেবল লিগ ম্যাচের ক্ষেত্রেই রেখেছে আরএফইএফ। তাতে বৃহস্পতিবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়ার্কোর সাথে খেলতে বাধা নেই ব্রাজিলিয়ান তারকার। তবে লা লিগায় লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না ভিনিকে।
এই শাস্তিতে একদম খুশি নয় রিয়াল। স্প্যানিশ গণমাধ্যমগুলো দাবি করছে ভিনিসিয়ুসের শাস্তির বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে লাল কার্ড নিয়ে অসুন্তুষ্টি প্রকাশ করেছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এটি যে লাল কার্ড ছিল না সেটাই বারবার সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিয়েছিলেন তিনি।
অবশ্য নিজের এমন কর্মকাণ্ডের জন্য ভিনিসিয়ুস ম্যাচ শেষে দুঃখিত হয়েছিলেন সমর্থকদের কাছে। তবে তাতে খুব একটা লাভ হয়নি। শাস্তিটা শেষ পর্যন্ত পেতেই হয়েছে ২৪ বছর বয়সী এই তারকাকে।
আরও পড়ুন
| সবচেয়ে বেশি খেলেছেন কুন্দে, তালিকায় আছেন রিয়াল-লিভারপুল ফুটবলারও |
|
No posts available.
২৪ অক্টোবর ২০২৫, ৩:২২ পিএম
২৪ অক্টোবর ২০২৫, ৯:১৫ এম
২৪ অক্টোবর ২০২৫, ১২:১৮ এম

এল ক্লাসিকো ঘিরে বার্সেলোনায় ছিল অনিশ্চয়তা—বিশেষ করে রাফিনিয়ার ফিটনেস নিয়ে। চোটের কারণে কয়েক সপ্তাহ অনুশীলনের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার, যা দল নির্বাচনে কোচ হান্সি ফ্লিকের জন্য ছিল বড় দুশ্চিন্তা।
তবে অবশেষে সুখবর মিলেছে সমর্থকদের জন্য। স্প্যানিশ দৈনিক দিয়ারিও স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, রাফিনিয়া এখন পুরোপুরি ফিট এবং এল ক্লাসিকোতে মাঠে নামার অনুমতি পাচ্ছেন। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেই সতীর্থদের নজর কাড়েন তিনি—জিমে কঠিন সেশনে ‘দুর্দান্ত পারফরম্যান্স’ দিয়ে কোচিং স্টাফদেরও মুগ্ধ করেছেন।
আরও পড়ুন
| ‘রিয়াল চুরি করে এরপর অভিযোগও করে’ এল ক্লাসিকোর আগেই আক্রমণে ইয়ামাল |
|
অনুশীলনে এমন পারফরম্যান্সের পর রিয়ালের বিপক্ষে মাঠে নামার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন রাফিনিয়ার। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড এই মৌসুমে একাধিক ম্যাচ মিস করেছেন। তাই রিয়ালের বিপক্ষে তাঁর ফেরা বার্সার জন্য বড় স্বস্তি। লামিন ইয়ামাল ও ফারমিন লোপেজের সঙ্গে রাফিনিয়ার উপস্থিতি কাতালানদের আক্রমণভাগে আরও গতিময় করে তুলতে পারে।
রাফিনিয়া রিয়ালের বিপক্ষে ম্যাচের শুরু থেকে মাঠে নামবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। স্পোর্তের প্রতিবেদন, রাফিনিয়া এখন ১০০ শতাংশ ফিট হলেও, কোচ ফ্লিক ঝুঁকি নিয়ে তাঁকে একাদশে রাখবেন কি না—সে সিদ্ধান্ত আসবে ম্যাচের আগমুহূর্তে।

অনেকের কাছেই ক্লাব ফুটবল ইতিহাসে সেরা দ্বৈরথ এল ক্লাসিকো। চিরপ্রতিদ্বন্দ্বি দুই ক্লাব মুখোমুখি হলে কার্যত দু’ভাগ হয়ে পড়ে ফুটবলবিশ্বে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীরা। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের পাশাপাশি চলে মুখের লড়াইও। সেই লড়াইয়ে অনেক সময় যোগ দেন সাবেক কিংবা বর্তমান ফুটবলাররাও।
এবার চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে মাঠে নামার আগে রীতিমতো বোমাই ফাটালেন বার্সার তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদ রেফারিদের সিদ্ধান্তের সুবিধাভোগী বলে অভিযোগ করেন কাতালান ক্লাবটির এই উইঙ্গার । রিয়ালকে ইয়ামাল এমন এক দল হিসেবে আখ্যা দিয়েছেন যারা ‘চুরি করে, আবার অভিযোগও করে।’
কিংস লিগের এক ‘স্ট্রিম’-এ ইয়ামাল বিন্দুমাত্র দ্বিধা না করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে সরাসরি খোঁচা দেন। মজার ছলে তিনি অভিযোগ তোলেন, ‘তারা চুরি করে’। দ্রুতই সেই মন্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। জনপ্রিয় ‘স্ট্রিমার’ ও স্পেনের কিংস লিগের ক্লাব পোরসিনোস এফসির সভাপতি ইবাই ইয়ানোসের সঙ্গে কথপোকথনে ইয়ামাল মজা করে তাঁর ক্লাবের সঙ্গে রিয়ালের তুলনা করেন।
আরও পড়ুন
| ফরাসি লিগে নতুন চমক এক আর্জেন্টাইন ফরোয়ার্ড |
|
শুরুটা হয় যখন ইয়ামালকে জিজ্ঞেস করা হয়, ‘পোরসিনোস এফসি কি রিয়াল মাদ্রিদের সমতুল্য দল?’ উত্তরে ইয়ামাল হেসে বলেন, ‘হ্যাঁ, তারা চুরি করে, অভিযোগ করে, আরও নানা কিছু করে যা আমি জানি না...।’ ইবাই ইয়ানোস তখন অবাক হয়ে প্রশ্ন করেন, ‘রিয়াল মাদ্রিদ চুরি করে?’ জবাবে বার্সেলোনার এই তরুণ তারকা খানিকটা হাসি চেপে বলেন, ‘আচ্ছা, দেখা যাক, দেখা যাক...’। পাশে বসেছিলেন বার্সার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে। ইয়ামালকে সমর্থন দিয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে তর্ক করার কিছু নেই।’
রিয়ালের কথিত ‘চুরি’ নিয়ে খোঁচার পাশাপাশি ইয়ামাল স্মরণ করিয়ে দেন সবশেষ সান্তিয়াগো বার্নাব্যু সফরে নিজের পারফরম্যান্সের কথাও। ইবাই যখন মজা করে বলেন, “বার্নাব্যুতে কিন্তু গোল করতে হবে তোমাকে,।’ তখন ইয়ামাল দৃঢ়ভাবে জবাব দেন, ‘আমি তো ইতোমধ্যেই সেটা করেছি, মনে নেই?’
আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।। কাকতালীয়ভাবে গত মৌসুমের প্রথম এল ক্লাসিকোর মতো এই মৌসুমের ম্যাচটিও একই তারিখ এবং রিয়ালের মাঠেই হবে। ব্লকবাস্টার সেই ম্যাচের আগে খোঁচা দেওয়া মন্তব্য করে হয়তো রিয়ালের উপর খানিকটা চাপ সৃষ্টি করার চেষ্টাই করেছেন স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল।
লা লিগার ম্যাচটিতে জয় পেলেই রিয়ালকে হটিয়ে আবার শীর্ষস্থান দখলে নিতে পারবে বার্সেলোনা। বিপরীতে ঘরের মাঠে কিলিয়ান এমবাপে-ভিনিসিয়াস জুনিয়রদের জয় ক্লাবটিকে শীর্ষে পোক্ত করবে। লিগে নয় ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। দুই পয়েন্ট কম নিয়ে এরপরই আছে বার্সা।

স্প্যানিশ ক্লাব ডেপোর্তিভো আলাভেস থেকে গ্রীষ্মে দল বদলের মৌসুমে ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গে যোগ দেওয়ার আগ পর্যন্ত নামটা অনেকের কাছেই অপরিচিত ছিল। তবে লিগ ওয়ানের ক্লাবটিতে যোগ দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই হইচই রটিয়ে দিয়েছেন ২৩ বছর বয়সী জোয়াকিন পানিচেল্লি। ক্লাবটির হয়ে মাঠে নেমেই আর্জেন্টাইন এই ফরোয়ার্ড করছেন গোলের পর গোল।
কনফারেন্স লিগে গতকাল রাতে দল যখন ০-১ গোলে পিছিয়ে তখনই সমতাসূচক গোলটি আসে পানিচেল্লির একক নৈপুণ্যে। পোল্যান্ডের ক্লাব যাগিয়েলোনিয়া বিয়ালিস্টকের বিপক্ষে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে জাল কাঁপান তিনি।
আরও পড়ুন
| বার্সার আপিল খারিজ, এল ক্লাসিকোতে নিষিদ্ধই থাকছেন ফ্লিক |
|
কোচ লিয়াম রোসেনিওর তরুণ দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন পানিচেল্লি। লিগ ওয়ানে ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচে সাত গোল করেছেন। ফরাসি লিগটির এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রিভার প্লেটের যুবদলের সাবেক এই স্ট্রাইকার। ১৯৬২–৬৩ মৌসুমের পর স্ট্রাসবুর্গের প্রথম খেলোয়াড় হিসেবে লিগের প্রথম আট ম্যাচে সাত গোল করলেন তিনি।
পানিচেল্লির দুর্দান্ত ছন্দে তার দল স্ট্রাসবুর্গসও পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আছে। লিগ ওয়ানে শীর্ষে থাকা মার্শেই থেকে মাত্র দুই পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে স্ট্রাসবুর্গস। ৮ ম্যাচে তাদের অর্জন ১৬ পয়েন্ট। দুইয়ে থাকা প্যারিস সেন্ট জার্মেই থেকে মাত্র এক পয়েন্ট কম পানিচেল্লির স্ট্রাসবুর্গের।
লিগের শীর্ষ গোলদাতা পানিচেল্লি সবশেষ ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির এর বিপক্ষে ৩–৩ ড্র ম্যাচে পানিচেল্লি কাছ থেকে আসে জোড়া গোল। আন্তর্জাতিক বিরতির আগে আঁজে-র বিপক্ষে দলের ৫–০ গোলের জয়েও দু’বার বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
পিএসজির বিপক্ষে প্রথমে দারুণ এক হেডে দলের সমতাসূচক গোলটি করেন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে স্ট্রাসবুর্গের লিড দ্বিগুণ করেন। ‘ওটা আমার দেখা সেরা হেডগুলোর একটি’। ম্যাচ শেষে পানিচেল্লির প্রথম গোলের প্রশংসা এভাবেই করেন কোচ রোসেনিওর।
স্ট্রার্সবুগের কোচ আরও যোগ করেন, ‘আজ (গত শনিবার) রাতে একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে ওর পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। যেভাবে গোলগুলো করেছে, যেভাবে নেতৃত্ব দিয়েছে — অবিশ্বাস্য!
স্ট্রাসবুর্গের খেলায় পানিচেল্লির প্রভাব কতটা সেটা পরিসংখ্যানেই স্পষ্ট। ক্লাবটির হয়ে প্রতি ৮৯ মিনিটে এক গোল দিচ্ছেন তিনি। আটটি ম্যাচের সবকটিতেই খেলেছেন (এর মধ্যে সাতটিতে শুরুর একাদশে)। স্ট্রাইকার হিসেবে যেমন স্বচ্ছন্দ, তেমনি সতীর্থ এমানুয়েল এমেগা-র সঙ্গেও দারুণ জুটি গড়েছেন।
পানিচেল্লির পারফরম্যান্সে অবশ্য একেবারেই অবাক হচ্ছেন না কোচ রোনেনিওর। কঠিন পরিশ্রমের ফলই নাকি পাচ্ছে শিষ্য, ‘আমি মোটেও অবাক হইনা। কারণ সে প্রতিদিন অনুশীলনে নিজের সর্বোচ্চটা দেয়। সে কঠোর পরিশ্রম করে, আর ওর সঙ্গে কাজ করাটা সত্যিই আনন্দের।’
২০২৩ সাল থেকে ইংলিশ ক্লাব চেলসির মালিকানা গ্রুপ ব্লু-কো (ব্লুকো) এর নিয়ন্ত্রণে থাকা স্ট্রাসবুর্গ তরুণ প্রতিভা দিয়ে নতুন দল গঠন করছে। আর সেই দলের হয়ে ইতিহাস লিখতেই যেন যোগ দিয়েছেন পানিচেল্লি।
ফুটবলার পরিবারের সন্তান পানিচেল্লি। বেড়ে উঠেছেন আর্জেন্টিনায়। সাবেক ক্লাব রিভার প্লেট-এ তেমন প্রভাব ফেলতে না পারলেও, পরবর্তীতে লা লিগার ক্লাব ডিপোর্তিভো আলাভেস-এ যোগ দেন। সেখানেই হাঁটুর (এসিএল) ইনজুরি তার ক্যারিয়ারে সাময়িক বাধা হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন
| আফগানিস্তানের বিপক্ষে হামজাদের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে |
|
চোট থেকে সেরে উঠে পানিচেল্লি স্পেনের দ্বিতীয় সারির লিগের ক্লাব মিরান্দেস-এ ধারে যোগ দেন। এই ক্লাবেই নিজেকে পুরোপুরি মেলে ধরেন। করেন ২০টিরও বেশি গোল পাশাপাশি আটটি অ্যাসিস্ট।
স্ট্রাসবুর্গে যোগ দেওয়ার পর থেকেই যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন পানিচেল্লি। ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই করেন গোল, সেই ধারাই বজায় রেখেছেন এখনো। তাঁর সঙ্গে ফরাসি ক্লাবটি চুক্তি রয়েছে ২০৩০ সাল পর্যন্ত।
দুর্দান্ত এই ছন্দ ধরে রাখলে হয়তো আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির নজরে পড়তে পারেন পানিচেল্লি। কে জানে হয়তো লিওনেল মেসি-জুলিয়ান আলভারেজের সঙ্গে ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ পেতেও পারেন।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে প্রধান কোচ হান্সি ফ্লিককে ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে। আগামীকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে থাকতে পারবেন না কাতালান ক্লাবটির কোচ।
গত সপ্তাহে লা লিগায় জিরোনার বিপক্ষে দু’বার হলুদ কার্ড দেখে ডাগ-আউট ছাড়তে হয় বার্সা কোচেকে। লিগের পরের ম্যাচেও নিষিদ্ধ হন তিনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নূ ক্যাম্পের ক্লাবটি। কিন্তু ডিসিপ্লিনারি কমিটি ওই সিদ্ধান্তকে সঠিক বলে গণ্য করেছে এবং একটি ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
এরপর বার্সেলোনা আবারও আপিল করলেও অ্যাপিলস কমিটি তাও খারিজ করে দিয়েছে। ফলে এল ক্লাসিকোতে দর্শক হয়েই থাকতে হবে ফ্লিককে। অভিজ্ঞ জার্মা কোচের অনুপস্থিতি প্রধান সহকারী কোচ মার্কাস সর্গকে ডাগ-আউটে দেখা যেতে পারে। গত মৌসুমে লেগানেস এবং আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুইবার দলের দায়িত্ব নিয়েছিলেন সর্গ।
বার্সার জন্য চিন্তার বিষয় হলো ফ্লিকের সহকারীর দায়িত্ব নেওয়া দুটি ম্যাচেই হেরে যায় তারা। ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে ০-১ গোলে হারের পর অ্যাতলেটিকোর বিপক্ষে ১-২ ব্যবধানে হারে বার্সা। তাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফ্লিকের অনুপস্থিতি জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদকে খানিকটা এগিয়ে রাখল।
সবশেষ চারটি এল ক্লাসিকোতে ফল এসেছে বার্সার পক্ষে। গত মৌসুমে প্রতিবারই চিরপ্রতিদ্বন্দ্বিদের মুখোমুখি হয়ে হাসিমুখে মাঠ ছাড়ে লামিনে ইয়ামাল-রাফিনিয়ারা। এবার আলোনসোর নতুন রিয়াল কি বার্সার টানা পাঁচ জয় ঠেকাতে পারে কিনা সেটাই দেখার।

নভেম্বরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় আসবে ভারত। একই সময়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় মিয়ানমারের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ খেলবে আফগানিস্তান। দুটি ম্যাচই হবে ১৮ নভেম্বর।
তার আগে ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। সেই ম্যাচে খেলবেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা।
এএফসি এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বাকি দুই ম্যাচ লাল সবুজ দলের জন্য এক অর্থে নিয়মরক্ষার। চার ম্যাচে দুটিতে ড্রয়ের সুবাদে ২ পয়েন্ট হাভিয়ের কাবরেরার দলের। ভারতের বিপক্ষেই শিলংয়ে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ।
এরপর হংকং, চায়নার বিপক্ষে ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট লাভ করে লাল-সবুজেরা। এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী বছরের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।
আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে কিছুটা শঙ্কটে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সময়ে জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা আর্চারির এশিয়ান চ্যাম্পিয়নশিপ। ৮-১৪ নভেম্বর পর্যন্ত হওয়া এই প্রতিযোগিতায় ৩০টির বেশি দেশ অংশ নেবে।
একই সময়ে জাতীয় স্টেডিয়ামে আর্চারির প্রতিযোগিতা থাকায় বিষয়টি কিছুটা সাংঘর্ষিক। তবে দুই পক্ষ আলোচনায় বসে সমঝোতার পথ খুঁজে নেওয়ার কথা জানিয়েছে।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস টি-স্পোর্টসকে বলেন,
‘ম্যাচের অনেক দিন বাকি। এর মধ্যে আমরা আর্চারি ফেডারেশনের সঙ্গে বসে একটা সুন্দর সমাধানের পথ বের খুঁজে নেবো।’
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন,
‘আমরা জাতীয় স্টেডিয়ামেই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেদিন যদি ফুটবলের ম্যাচ থাকে আমরা চাইব একটু আগেভাগে খেলা শেষ করতে। বিকেলের মধ্যে স্টেডিয়াম খালি করে দিলে বাফুফে রাতে ম্যাচ আয়োজন করতে পারবে।’
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি মাঠে গড়াবে ১৩ নভেম্বর রাত ৮টায়।