৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৩১ পিএম
একেতো চোট-আঘাত সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়া দল, এর ওপর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মরার উপর খাড়ার ঘা। এবার নতুন সমস্যায় পড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া। হঠাৎ করেই ওয়ানডে ছাড়ার ঘোষণা দিলেন তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। অথচ তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন না তিনি, যেকারণে ঘোর বিপাকে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের বিশ্বকাপজয়ী অজি দলের সদস্য ছিলেন স্টয়নিস। এখন তিনি অবসর নেওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে আরও একটি পরিবর্তন করতে হবে অস্ট্রেলিয়াকে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। এমন সময় ওয়ানডে থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। অথচ স্টয়নিসকে রেখেই গত ১৩ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিয়েছিল অস্ট্রেলিয়া। প্রস্তুতি হিসেবে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে দেশটি। সেই স্কোয়াডেও ছিলেন তিনি।
যদিও দেশের হয়ে টি-২০ খেলা চালিয়ে যাবেন মার্কাস। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, টি-টোয়েন্টিতে মনোযোগী হতে ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টয়নিস। সবশেষ ডারবানস সুপার জায়ান্টসের হয়ে এসএ-20'তে মাঠে নামেন। টুর্নামেন্টে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে হালকা চোটও পান তিনি। ওয়ানডর ছাড়ার ঘোষণায় স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা ছিল আমার জন্য একটি অবিশ্বাস্য যাত্রা, দলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ ও ধন্য।‘ ওয়ানডে ছাড়লেও দেশের হয়ে টি-টোয়েন্টি খেলবেন তিনি।
মার্কাস স্টয়নিস অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন। ৬৪টি ইনিংসে ব্যাট করে ২৬.৬৯ গড়ে ১৪৯৫ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৬টি। পেয়েছেন ৪৮টি উইকেট। অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন স্টয়নিস। ওয়ানডে বিশ্বকাপজয়ী স্টয়নিস সম্পর্কে দারুণ বলেছেন কোচ ম্যাকডোনাল্ড, ‘সে শুধু দারুণ একজন খেলোয়াড়ই নয়, ব্যক্তি হিসেবেও অসাধারণ। সে একজন ব্যতিক্রমী জনপ্রিয় খেলোয়াড় এবং বড় মাপের মানুষ।‘
স্টয়নিসের আকস্মিক অবসরে জর্জ বেইলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির কাজ আরও কঠিন করে দিয়েছে। পিঠের চোটে ইতিমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছেন মিচেল মার্শ। চোটের শিকার হয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড, তাদের খেলা নিয়েও আছে সংশয়। কামিন্স, মার্শ ও হ্যাজলউডের জায়গায় স্পেনসার জনসন, ফ্রেজার-ম্যাগার্ক ও শন অ্যাবট দলে ঢুকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। আর স্টয়নিস অবসর নেওয়ায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে পারেন মিচেল ওয়েন। ২২ বছর বয়সী ওয়েন সম্প্রতি বিগ ব্যাশ ফাইনালে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন, আসরের সর্বোচ্চ রানও এই ওপেনারের।
২৫ মার্চ ২০২৫, ২:৫৩ পিএম
২৪ মার্চ ২০২৫, ৫:১৭ পিএম
অনেকটা সময় ধরেই নিয়মিতভাবে স্বাধীনতা দিবসের প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারায় এবারও সাবেক ক্রিকেটারদের নিয়ে এই ম্যাচটি আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি ঘোষণা করেছে ম্যাচের সময়সূচী ও স্কোয়াড। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ওভারের ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
বাংলাদেশ লাল একাদশ:
আকরাম খান, হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার, সজল চৌধুরী, সানোয়ার হোসেন, মেহরাব হোসেন অপি, ফয়সাল হোসেন ডিকেন্স, মোহাম্মদ সেলিম, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, নিয়ামুর রাসুদ রাহুল, আবদুর রাজ্জাক, গোলাম ফারুক সুরু, সাজ্জাদ আহমেদ শিপন, এএসএম রকিবুল হাসান।
বাংলাদেশ সবুজ একাদশ:
মিনহাজুল আবেদীন নান্নু, জাবেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, আতাহার আলী খান, শাহরিয়ার নাফীস আহমেদ, এহসানুল হক সিজান, মোহাম্মদ রফিক, হারুন অর রশিদ লিটন, তালহা জুবায়ের, হাসিবুল হোসেন শান্ত, হাসানুজ্জামান, মুশফিকুর রহমান বাবু, জাকির হোসেন, জামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ আলী।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালকে নিয়ে সোমবার দিনভর ছিল উৎকণ্ঠা। দেশের ও দেশের বাইরের অনেক খেলোয়াড়ের মত জাতীয় দলের সাবেক অধিনায়কের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন অনেকেই। দূর থেকে সাকিব আল হাসানও ছিলেন সেই দলে। আর দেশে থাকা তার মা-বাবা স্বশরীরে হাজির হলেন হাসপাতালে তামিমকে দেখতে।
সাকিবের মা শিরিন রেজা ও বাবা খন্দকার মাসরুর রেজা মঙ্গলবার দুপুরে হাজির হন সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। গতকাল গুরুতর অসুস্থ অবস্থায় এখানে ভর্তির পর হার্টে রিং পরানো হয় তামিমের।
তামিমের জীবনের কঠিন এই সময়ে সাকিবের মা-বাবার হাসপাতাল পরিদর্শনই বলে দেয়, স্রেফ খেলোয়াড় হিসেবেও সাবেক সতীর্থের পরিবারের কাছে কতোটা আপন তিনি।
গত কয়েক বছরে কিছু ঘটনায় সাকিব ও তামিমের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হলেও, দুজন বরাবরই পাশে থেকেছেন একে অন্যের খারাপ সময়ে। সাকিব যখন ব্যাট হাতে কঠিন সময় পার করছিলেন, তখন তামিম বারবার বলেছেন ফর্মে ফিরবেনই সাকিব।
এর এবার বিকেএসপিতে ডিপিএলে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়া তামিমের পাশে থাকছেন সাকিবও। প্রথমে এক ভিডিও বার্তায় তামিমের জন্য দোয়া প্রার্থনা করেন। এরপর অফিশিয়াল ফেসবুক পেজে লম্বা এক পোস্টে জানান, নিজের জন্মদিনে তামিমের সুস্থতার তার জন্য সেরা উপহার। এরপর ভাই তামিমের জন্য দোয়া চান দেশবাসীর কাছে।
চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তামিমকে। তিনি এখন ভালো আছেন এবং অল্প হাঁটাচলাও করতে পারছেন। তবে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে তিন মাসের মত সময় লাগতে পারে উল্লেখ করেছেন তারা।
বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল দিনের এই পর্যায়ে এসে আছেন ভালো অবস্থায়। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া জাতীয় দলের সাবেক ওপেনারের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের টসের পর প্রথমবার বুকে হালকা ব্যথা অনুভব করেন তামিম। ফিল্ডিংয়ের সময় আবারও বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথেই মাঠ ছাড়েন তিনি। ঢাকায় এসে চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সের ব্যবস্থাও করা হয় দ্রুত।
তবে তামিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডাক্তাররা ভ্রমণ করার মত অবস্থানে নেই বলে জানান। এরপর তামিমকে সাভার বিকেএসপির নিকটবর্তী কেপিজে স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তরিত করার পর তাৎক্ষণিক জরুরি চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার হৃদপিণ্ডের একটি ব্লকেজ দূর করার জন্য তার সফল এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিবৃতিতে বিসিবি দেশবাসীর কাছে তামিমের আরোগ্য লাভের জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে, তামিমের ভক্তরা তামিমের অবস্থা জানার জন্য হাসপাতালে ভিড় করা থেকে যেন বিরত থাকুন, যাতে এটা হাসপাতালের চিকিৎসা এবং পরিষেবাগুলিকে ব্যাহত না করে।
বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিকেএসপি এবং কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল টিমদের সময়োপযোগী এবং বিশেষজ্ঞ হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। “এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সকল চিকিৎসক এবং বিশেষজ্ঞদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তামিমের জন্য সবার উদ্বেগই বলে দেয় যে তিনি জাতির কাছে কতটা ভালোবাসা এবং প্রশংসার পাত্র।”
ফারুক আহমেদ আরও বলেছেন, তাদের ও সরকারের তরফ থেকেও সব তামিমের সুস্থতার জন্য সব রকম সাহায্য করা হবে। “প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং তাদের কাছে তামিমের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট পাচ্ছে। বিসিবি তামিমের স্বাস্থ্যের দিকে নিবিড় নজর রাখছে এবং হাসপাতালের মেডিকেল টিমের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। তামিমের দ্রুত আরোগ্য নিশ্চিত করতে বোর্ড সকল ধরণের সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
সকালের দিকে এসেছিল দুঃসংবাদটি। তবে বেলা গড়ানোর সাথে সাথে এসেছে ভালো খবর। বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের টসের পর বুকে হালকা ব্যথা অনুভব অনুভব করেন তামিম৷ এরপর ফিল্ডিংয়ের সময় আবারও বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথেই মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ওপেনার।
তামিমের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত একটি হেলিকপ্টারও আনা হয় বিকেএসপিতে, যাতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া যায়। তবে ডাক্তাররা জানান, হেলিকপ্টার ভ্রমণে শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।
এরপর দেরি না করে বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তামিমকে।
হাসপাতালের সূত্রের বরাত দিয়ে বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী নিশ্চিত করেন, তামিমের দুই বার হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার অবস্থা এখন উন্নতির দিকে।
তামিমের অফিশিয়াল ফেসবুক পেজে এডমিন প্যানেল থেকে একটি দীর্ঘ পোস্টে তুলে ধরা হয়েছে পুরো ঘটনাটি।
“সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় (তামিম ইকবাল) বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।”
“এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”
তামিমের অসুস্থতার খবরে বিসিবি শেষ মূহুর্তে বাতিল করেছে পূর্ব ঘোষিত বোর্ড মিটিং। দুপুরে ১২টায় এটি হওয়ার কথা ছিল। সেটা না হওয়ায় তামিমকের দেখতে বিসিবি পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা ছুটে গেছেন হাসপাতালে।
সেখানে পৌঁছে গেছেন তামিমের পরিবারের সদস্যরাও, যেখানে আছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালরা।
মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ককে।
বিকেএসপির ৩ নম্বর চলমান ম্যাচের টসের পরই অসুস্থতা দেখা দেয় তামিমের। এরপর ফিল্ডিংয়ের সময় বুকে ব্যথা অনুভব করার সাথে সাথেই মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ওপেনার।
তামিমের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত একটি হেলিকপ্টারও চলে আসে বিকেএসপিতে, যাতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে আসা যায়। তবে ডাক্তাররা জানান, হেলিকপ্টার ভ্রমণে শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।
এরপর তামিমের অসুস্থতার তীব্রতা দেখে দেরি না করে বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়েছে। এর আগ পর্যন্ত বিকেএসপির মেডিকেল সেন্টারে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
হাসপাতালে মোহামেডানের কর্মকর্তারা আছেন তামিমের সাথে। অন্যদিকে মিরপুরে হতে যাওয়া বিসিবির আজকের বোর্ড মিটিং বাতিল করা হয়েছে।
৪ দিন আগে
৪ দিন আগে
১৭ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে
২৪ দিন আগে
২৮ দিন আগে
২৮ দিন আগে