২৩ জানুয়ারি ২০২৫, ১২:০২ পিএম

ক্রিসমাসের পর থেকে টানা ছয় জয়ে অনেকেই দেখছিলেন ছন্দে ফেরার আভাস। তবে চ্যাম্পিয়ন্স লিগে আসতেই ফের খেই হারিয়েছে ম্যানচেস্টার সিটি। পিএসজির সাথে এগিয়ে গিয়েও মাঠ ছাড়তে হয়েছে হার নিয়েই। তাতে নকআউট পর্বে সিটির জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। শেষ ম্যাচ হারলেই ফিরতে হবে বাড়ি, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে পেপ গার্দিওলার দলে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সিটির জন্য এটিকে শেষ সুযোগ হিসেবেই দেখছেন এই স্প্যানিয়ার্ড।
পার্ক দে প্রিন্সেসে ৫৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সিটি। এরপরই পথ হারানোর শুরু তাদের। তাতে অবশ্য পিএসজির কৃতিত্বকে খাটো করে দেখার নেই সুযোগ। শেষ ৩৫ মিনিটে তারা লিখেছে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প। যার শুরুটা করেন ওসমান দেমবেলে, মিনিট চারেক পর পিএসজিকে সমতায় ফেরান বারকোলা। ৭৮ মিনিটে পিএসজিকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন জোয়াও নেভেস, আর যোগ করা সময়ে গিয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন গঞ্জালো রামোস।
ভালো অবস্থায় থেকেও ৪-২ গোলের এই হার মেনে নেওয়াটা কষ্টেরই সিটির জন্য। তবে কৃতিত্ব দিতে ভোলেননি প্রতিপক্ষকেও।
“তারা আমাদের চেয়ে সব দিক থেকে ভালো খেলেছে। তারা মোমেন্টামটা ভালোভাবে কাজে লাগিয়েছে, যেখানে আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। আমি হারটা মেনে নিয়েছি, কারণ সেরা দলই ম্যাচটা জিতেছে।”
এই হারে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সিটি আছে টেবিলের ২৫ নম্বরে। শেষ ম্যাচ তারা খেলবে ক্লাব ব্রুগার বিপক্ষে শেষ ম্যাচ। সেই ম্যাচটা গার্দিওলার কাছে পাচ্ছে ফাইনালের মর্যাদা।
“ক্লাব ব্রুগার বিপক্ষে আমাদের শেষ সুযোগ আছে, যদি আমরা ম্যাচটা জিততে না পারি তাহলে আমরা পরের পর্বে যাওয়ার যোগ্য না।”
অন্যদিকে এমন প্রত্যবর্তনের গল্পের পরও পিএসজি কোচ লুই এনরিকে খুব একটা উদযাপনে মাতেননি। ম্যাচ শেষে জানিয়েছেন কারনটাও।
“এই ম্যাচে উদযাপনে করা আমার জন্য বেশ কঠিনই ছিল, কারণ অন্য ডাগআউটে আমার বন্ধু ছিল। গার্দিওলার দল আমাদের উপর চাপ তৈরি করেছিল। তবে আমাদের তরুণ দল সেই চাপ সামলাতে পেরেছে। ফলাফলই তার প্রমাণ দেয়।”
No posts available.
৭ জানুয়ারি ২০২৬, ৪:৩২ পিএম
৭ জানুয়ারি ২০২৬, ৪:১২ পিএম
৭ জানুয়ারি ২০২৬, ৩:৪৪ পিএম

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের প্রাণভোমরা এখন তিনি। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে এ মৌসুমে সর্বোচ্চ গোল এসেছে ফরাসি তারকা ফরোয়ার্ডের নৈপুণ্যেই। আর মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসেই নিজেদের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপেকে হারাতে হলো তাদের। তবে চোটে পড়ে রিয়ালের স্কোয়াড থেকে ছিটকে পড়লেও সতীর্থদের জন্য দিয়ে রাখলেন প্রেরণামূলক বার্তা।
গতকালই আনুষ্ঠানিকভাবে হয়, স্প্যানিশ সুপার কাপের সেমি ফাইনালে খেলা হচ্ছে না এমবাপের। হাঁটুর চোটের কারণে ফরাসি ফরোয়ার্ড সৌদি আরব সফরে যাননি। তাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ ছাড়াও সম্ভাব্য ফাইনালেও তাঁর মাঠে নামার সুযোগ নেই।
মাঠের বাইরে থাকলেও দলকে সমর্থন ও উৎসাহ দিতে সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে রাখেন এমবাপে, `শুভকামনা দলকে। তোমাদের ওপর আমার এক হাজার শতাংশ বিশ্বাস আছে। আমরা জিতবই। এগিয়ে চলো মাদ্রিদ! সুপার কাপ জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ি।’
২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ২৪ ম্যাচেই এমবাপে করেছেন ২৯ গোল ও ৫টি অ্যাসিস্ট। এরমধ্যে লা লিগায় ২৭ বছর বয়সী ফরোয়ার্ড করেছেন ১৮ ম্যাচে ১৮ গোল।
এ মৌসুমে রিয়ালের সবচেয়ে বাজে হার ছিল দিয়েগো সিমিওনেল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেই। ‘মাদ্রিদ ডার্বিতে’ নগরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয় ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি। চলতি মৌসুমে তারাই প্রথম দল, যারা প্রকৃত অর্থে মাদ্রিদের দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল।
মেট্রোপলিতানোতে ৫-১ গোলের সেই হারের দুঃস্বপ্ন ভুলে শোধ তুলতে হলে পুরো স্কোয়াডকেই ঝাপিয়ে পড়েত হবে। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে কৌশলগত শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টার ওপরই বেশি ভরসা রাখবেন কোচ জাবি আলোনসোও।
সবশেষ লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে এমবাপেকে ছাড়াই ৫-১ গোলের বড় জয় পায় রিয়াল মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ডের জায়গায় নেমে ২১ বছর বয়সী গঞ্জালে গার্সিয়া হ্যাটট্রিক করেন। এবার আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় দলের মধ্যমণিকে ছাড়া আরও একটি কঠিন পরীক্ষা দিতে হবে লস ব্লাঙ্কোসদের।

‘আর্মির বিপক্ষে হারের অন্যতম কারণ ছিল আমরা সেভাবে প্রস্তুত ছিলাম না। দলের মধ্যেও বোঝাপড়া তৈরি হয়নি তখনও। তবে এখন মেয়েরা ছন্দে আছে। এভাবে খেললে আমরা যে কাউকে হারাতে পারি।’ বলছিলেন বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের অধিনায়ক সানজিদা আক্তার।
বাংলাদেশ নারী ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাবের কাছে ০-২ গোলে হারের পর টানা দুই ম্যাচ জেতে পুলিশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার ১৫-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছেন সানজিদা-সাগরিকারা। সাগরিকার ৫ গোলের দিনে জোড়া গোল পেয়েছেন অধিনায়ক সানজিদা।
ম্যাচ শেষে ক্লাবে ফেরার পথে সানজিদা বলেন, ‘দল জিতলে কার না ভালো লাগে। আর আমি তো এই দলের অধিনায়ক। জিতে ভালোই লাগছে। আমার দলের মেয়েরাও ভালো খেলছে। আমি ওদের পারফরম্যান্স এবং নিবেদনে খুশি।’
আরও পড়ুন
| সাগরিকার ৫ গোলে পুলিশের দ্বিতীয় জয় |
|
তিন খেলায় ৬ পয়েন্ট পেয়ে পুলিশ আছে টেবিলের তিনে। তাদের ওপরে বাংলাদেশ আর্মি এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। এক ম্যাচ খেলে জয় তুলে নেওয়া রাজশাহী স্টার্সের ম্যাচ আছে আজ রাতেই। এরপর নিজেদের তৃতীয় ম্যাচে আগামী শনিবার পুলিশকে মোকাবিলা করবে মাহমুদা শরীফা অদিতির দল।
এবারের লিগে অন্যতম শক্তিশালী দল রাজশাহী। তারকাসমৃদ্ধ দল গড়ার পাশাপাশি নেপাল থেকে দুজন ফুটবলার উড়িয়ে এনেছে তারা। ওই দলে আছেন জাতীয় দলের একঝাক তারকা ফুটবলার- শিউলি আজিম, ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকাররা।
তবে এক সময়ের সতীর্থ ঋতুপর্ণা, শিউলিদের মোকাবিলার আগে নিজেরাও প্রস্তুত বলে জানান পুলিশ অধিনায়ক সানজিদা, ‘রাজশাহী ভালো দল এবার। সেখানে আমাদের জাতীয় দলের অনেক ফুটবলার আছে। তবে আমরা তো আর ছেড়ে দেবো না। সব ম্যাচেই জয়ের জন্য মাঠে নামবো। এরপর দেখা যাবে।’
এদিন আনসার ও ভিডিপির বিপক্ষে পুলিশের জেতা ম্যাচে সাগরিকা ও সানজিদা ছাড়াও জোড়া গোল পেয়েছেন আইরিন খাতুন, রোজানা বিনতে রিজবি এবং সাবিনা আক্তার রুবি। একবার করে জালের দেখা পেয়েছেন সুরমা জান্নাত ও কোহাতি কিসকু।

সান্তোসের সঙ্গে প্রত্যাশার চেয়েও দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাবটি নিশ্চিত করেছে, ৩৩ বছর বয়সী তারকা ফরোয়ার্ড ২০২৬ সালের শেষ পর্যন্ত সান্তোসেই থাকছেন।
আগের আলোচনা ছিল, চলতি বছরের বিশ্বকাপ পর্যন্তই চুক্তি বাড়াবেন নেইমার। নতুন এই চুক্তির মাধ্যমে নিজের শৈশবের ক্লাবে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি—চোখে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার স্বপ্ন।
আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর ২০২৫ সালের শুরুতে সান্তোসে ফেরেন নেইমার। ঘরে ফেরায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল ক্লাব কর্তৃপক্ষ। গত মৌসুমে সান্তোসের পারফরম্যান্সে ওঠা-নামা থাকলেও শীর্ষ লিগে টিকে থাকার লড়াইয়ে বড় ভূমিকা রাখেন নেইমার। চুক্তি ২০২৫ সালের শেষেই শেষ হওয়ার কথা ছিল, যা নিয়ে ফ্লামেঙ্গোসহ একাধিক ক্লাবের সঙ্গে তাঁর নাম জড়ায়। তবে ক্লাব সভাপতি মার্সেলো তেইশেইরা শুরু থেকেই স্পষ্ট করে দেন, নেইমারকে ধরে রাখাই তাদের মূল লক্ষ্য।
গত ডিসেম্বরে তেইশেইরা বলেছিলেন, নেইমারের প্রকল্প মূলত আগামী বিশ্বকাপকে সামনে রেখেই। তিনি যেকোনো জায়গায় যেতে পারতেন, কিন্তু নিজের ঘর সান্তোসেই ফিরতে চেয়েছেন। মাঠে এবং মাঠের বাইরে—দুই জায়গাতেই নেইমারের ভূমিকা সান্তোসের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তখনই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন ক্লাব সভাপতি।
আরও পড়ুন
| কোচ নয়, অবসরের পর ক্লাবের মালিক হতে চান মেসি |
|
অবশেষে মঙ্গলবার সান্তোস ঘোষণা দেয়, নেইমারের নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পথে থাকা এই ফরোয়ার্ড জানান, সান্তোসের প্রতি তা*র ভালোবাসা ‘তীব্র ও গভীর’। অন্য কোথাও নয়, এখানেই তিনি নিজেকে সবচেয়ে নিরাপদ ও সুখী মনে করেন।
নতুন চুক্তির পর নেইমার বলেন, ‘২০২৫ সাল আমার জন্য বিশেষ ও চ্যালেঞ্জিং ছিল। আনন্দের মুহূর্ত ছিল, ছিল অনেক বাধা পেরোনোর গল্প—যা সম্ভব হয়েছে সমর্থকদের ভালোবাসার কারণে। সান্তোসই আমার জায়গা। এখানেই আমি ঘরে আছি, নিরাপদ ও সুখী। এখান থেকেই আমি অপূর্ণ থাকা স্বপ্নগুলো জয়ের চেষ্টা করতে চাই।’
ব্রাজিল জাতীয় দলে ফেরা অবশ্য সহজ হবে না। কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র সুনাম বা অতীত কীর্তির ভিত্তিতে কাউকে দলে নেওয়া হবে না। গত বছর তিনি বলেছিলেন, ব্রাজিল নেইমারকে নিয়ে বা তাকে ছাড়াই খেলতে পারে। বিশ্বকাপের চূড়ান্ত দল গঠন হবে মে মাসে, আর ফিট ও যোগ্য হলেই কেবল নেইমার সুযোগ পাবেন—এ নিয়ে কারও কাছে কোনো ‘ঋণ’ নেই বলে স্পষ্ট করেন আনচেলত্তি।
২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে ঐতিহাসিক স্বর্ণ জেতানো নেইমার সর্বশেষ ২০২৩ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন। হাঁটুর পুনর্বাসন শেষ করে মাঠে ফিরলে খুব বেশি সময় পাবেন না নিজেকে প্রমাণের। এর মধ্যেই সান্তোস ক্যাম্পেও তার প্রত্যাবর্তনের অপেক্ষা। আর সবকিছুর কেন্দ্রে রয়েছে একটাই লক্ষ্য—ফর্মে ফিরে ২০২৬ বিশ্বকাপে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামা।

প্রথম ম্যাচে ০-২ গোলে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব; জিতে নিয়েছে পরপর দুই ম্যাচ। চলমান নারী ফুটবল লিগের ১১তম ম্যাচে মোসাম্মৎ সাগরিকার দারুণ নৈপুণ্যে পুলিশের মেয়েরা বিশাল ব্যবধানে হারিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমিকে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ১৫-০ গোলে জয় পেয়েছে পুলিশ। হ্যাটট্রিকসহ ৫ গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অনূর্ধ্ব-২০ দলের তারকা ফুটবলার সাগরিকা।
এদিন জোড়া গোল পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সানজিদা আক্তার, আইরিন খাতুন, রোজানা বিনতে রিজবি এবং সাবিনা আক্তার রুবি। একবার করে জালের দেখা পেয়েছেন সুরমা জান্নাত ও কোহাতি কিসকু।
এরপর দিনের দ্বিতীয় ম্যাচে আনসার ও ভিডিপি ফুটবল ক্লাবকে ৫-১ ব্যবধানে হারায় বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব। আর্মির পক্ষে জোড়া গোল করেন মোসাম্মৎ সুলতানা ও তনিমা বিশ্বাস। এক গোল পেয়েছেন শিখা আক্তার। আনসারের হয়ে ব্যবধান কমানো গোলটি আসে বয়সভিত্তিক দলের উইঙ্গার মামনি চাকমার কাছ থেকে।
নারী ফুটবল লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল আর্মির মেয়েরা। ৯ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট পেয়ে দুইয়ে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। তিনে থাকা পুলিশের পয়েন্টও সমান ৬। তিন ম্যাচ খেলে একটিতে জিততে না পারা বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন পয়েন্ট টেবিলের তলানীতে।

দিয়াগো ম্যারাডোনা, জিনেদিন জিদান বা ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তিই বুট জোড়া তুলে রাখার পর কোচ হিসেবে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অবশ্য তেমন ইচ্ছা নেই।
মেসির অবসর পরবর্তী জীবন নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি নিজেই জানিয়েছেন ভবিষ্যৎ ভাবনার কথা।
আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজু টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘কোচ হওয়ার বিষয়টি আমার পছন্দ, তবে আমি মালিক হতে চাই। নিজের একটি ক্লাব থাকবে, নিচের স্তর থেকে শুরু করব এবং সেটাকে বড় করব- এই ভাবনাটাই আমাকে বেশি আকর্ষণ করে।’
২০২৮ মৌসুম পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। মাঠে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্লাব মালিকানার দিকেও ধীরে ধীরে পা বাড়াচ্ছেন।
আরও পড়ুন
| এনজো ও আমোরিম শীর্ষ মানের কোচ, বললেন গার্দিওলা |
|
দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে মিলে গতবছর উরুগুয়ের চতুর্থ বিভাগের ক্লাব ডিপোর্তিভো এলএসএম চালু করেছেন মেসি। ক্লাবটির নাম দেওয়া হয়েছে লুইস সুয়ারেজ ও মেসির আদ্যক্ষর থেকে।
বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা ৩ হাজারের বেশি, যুক্ত আছেন প্রায় ৮০ জন পেশাদার কর্মী।
এ ছাড়া তরুণদের জন্য ‘মেসি কাপ’ নামে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টও চালু করেছেন মেসি। বিশ্বের বিভিন্ন একাডেমির দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম টুর্নামেন্ট জিতেছে আর্জেন্টিনার রিভার প্লেট।
তবে এখনও মাঠের ফুটবলেই মনোযোগী মেসি। বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির হয়ে আগামী ২১ ফেব্রুয়ারি এলএএফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ মৌসুম শুরু করবেন। জুনে ২০২৬ ফুটবল বিশ্বকাপেও দেখা যেতে পারে মেসিকে।