৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৩ পিএম

গত সেপ্টেম্বরে এসিএল চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার রদ্রি। ধারণা করা হচ্ছিল এই মৌসুমে আর ফেরা হচ্ছে না তার। অবশ্য মৌসুমের মাঝপথে এসে সিটি ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী পর্বের জন্য তাকে রেজিস্টার করা হয়েছে। এছাড়াও শীতকালীন দলবদলের চার সাইনিংয়ের তিনজনকেই যুক্ত করা হয়েছে স্কোয়াডে। তবে জায়গা হয়নি ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতর রেইসের।
মূলত নকআউটের শেষ দিকের কথা মাথায় রেখেই রদ্রিকে যুক্ত করা হয়েছে দলের সাথে। সিটি সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত যেতে পারলে তৈরি হতে পারে স্প্যানিশ এই ডিফেন্ডারের খেলার সম্ভাবনা। সে কথা মাথায় রেখেই তাকে স্কোয়াডে যুক্ত করেছে সিটিজেনরা।
অন্যদিকে জানুয়ারিতে ১৮০ মিলিয়ন ইউরো খরচা করে সিটি দলে যুক্ত করেছে চার নতুন ফুটবলার। ইউয়েফার নিয়ম অনুযায়ী তারা কেবল তিনজনকেই চ্যাম্পিয়নস লিগের পরবর্তী পর্বের জন্য যুক্ত করতে পারবে। তিনজনের সেই তালিকায় সিটি বেছে নিয়েছে ডিফেন্ডার খুশানভ, ফরোয়ার্ড হিসেবে সিটি দলে অন্তর্ভুক্ত করেছে ওমর মারমুশকে, আর মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন শেষ মুহূর্তে পোর্তো থেকে উড়িয়ে আনা নিকো গঞ্জালেজ।
বেশ কাঠ-খড় পুড়িয়ে সিটি এবার জায়গা করে নিয়েছে নকআউটে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদকে। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদে প্রথম লেগে তারা আতিথিয়তা দেবে লস ব্লাঙ্কোসদের। আর ১৮ তারিখ দ্বিতীয় লেগ খেলতে তারা যাবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
No posts available.
১৪ ডিসেম্বর ২০২৫, ৭:৪৭ পিএম
১৪ ডিসেম্বর ২০২৫, ৬:৪৫ পিএম
১৪ ডিসেম্বর ২০২৫, ৬:৩৯ পিএম

অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের লড়াই শেষ হওয়ার কথা এ মাসেই। ওই প্রতিযোগিতা শেষ হতে না হতেই বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলারদের জন্য আরেকটি নতুন মঞ্চ প্রস্তুত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ৬৪টি জেলার অংশগ্রহণে ৮টি ভিন্ন ভেন্যুতে শুরু হতে যাচ্ছে ‘অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘তারুণ্যের উৎসব’ প্রকল্পের আওতায় আগামী ২২ ডিসেম্বর ঝিনাইদহ ভেন্যু থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ঝিনাইদহ ছাড়া টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হলো— রাজবাড়ী, রংপুর, পিরোজপুর, সিরাজগঞ্জ, জামালপুর এবং সিলেট। অষ্টম ভেন্যু হিসেবে ফেনী অথবা চট্টগ্রামের নাম বিবেচনায় রয়েছে, যা এখনও চূড়ান্ত হয়নি।
টুর্নামেন্টের অংশ নেওয়া ৬৪টি জেলাকে ৮টি জোনে ভাগ করা হয়েছে। জোনগুলোর নাম দেওয়া হয়েছে- চিত্রা, ধলেশ্বরী, কর্ণফুলী, তিস্তা, কীর্তনখোলা,পদ্মা, শীতলক্ষ্যা ও সুরমা। প্রতিটি জোনে ৮টি দলকে চারটি করে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জোনাল সেমিফাইনাল ও ফাইনালে খেলার সুযোগ পাবে। পরবর্তীতে ৮টি জোনের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
আজ রোববার বাফুফে ভবনে আয়োজিত টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে জানানো হয়, দুই মাসব্যাপী এই টুর্নামেন্টে শুধুমাত্র নতুন খেলোয়াড়রা (যাদের নাম এখনও ফিফা কানেক্ট সিস্টেমে নিবন্ধিত হয়নি) অংশ নিতে পারবেন।
অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফে নির্বাহী সদস্য সাঈদ হাসান কানন বলেন,
‘তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সহযোগিতায় আমরা ইতোমধ্যে অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেছি। অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ সেই উৎসবেরই ধারাবাহিকতা।’
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম ৫-৬ বছর বয়সী শিশুদের ফুটবলে সম্পৃক্ত করার ওপর জোর দেন,
‘ভবিষ্যতে আমরা যদি এএফসি এশিয়ান কাপ খেলতে চাই, তবে আমাদের ৫-৬ বছর বয়সী শিশুদের নিয়ে কাজ করতে হবে। এর মাধ্যমে শক্তিশালী ভিত্তি তৈরি হলে ভবিষ্যতে আমরা দক্ষিণ এশিয়া এবং এশিয়ার ফুটবলে আধিপত্য বিস্তার করতে পারব।’
অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ, নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন এবং মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বহুল আলোচিত, সমালোচিত লাতিন-বাংলা সুপার কাপ শেষ পর্যন্ত রূপ নিয়েছে বিব্রতকর বিশৃঙ্খলায়। মাঝপথে বাতিল হওয়া টুর্নামেন্টটির রেশ এখনো কাটেনি। কাটবেই বা কী করে, অব্যবস্থাপনা যে এর সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। দেশের ফুটবল ইতিহাসকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে তা। কালকের মধ্যে সবকিছু ঠিকঠাক না হলে আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশনের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার আতলেতিকো চার্লোন ও ব্রাজিলের সাও বের্নার্দোর মধ্যকার নির্ধারিত ম্যাচটি বাতিল হওয়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। টুর্নামেন্ট স্থগিতের পর দুই বিদেশি দলই ১২ ডিসেম্বর নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরতে পারেনি। অভিযোগ রয়েছে, আয়োজকেরা বিমান টিকিট ও হোটেল বিল পরিশোধ না করায় এই বিপত্তি ঘটে। আর্জেন্টিনার ক্লাবকে গতকাল হোটেল পরিবর্তন করতে হয়। এখন পর্যন্ত হোটেলেই আটকে আছে তারা। কাল তাদের সম্ভাব্য ফ্লাইট।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) রোববার একটি সংবাদ সম্মেলন শেষে এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম আজ সংবাদমাধ্যমকে বলেন,
‘একটা দেশের খেলোয়াড়দের ডেকে এনে এভাবে আপনি রাস্তায় ছেড়ে দেবেন, টিকিট দেবেন না, এইটা তো আপনার ছেলে-খেলা নয়। আমরা তাদেরকে সময় দিয়েছি যে আজকের টিকিটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই টিকিটের ব্যবস্থা যদি উনারা না করে দেয়, উপদেষ্টা মহোদয় আছেন, সচিব মহোদয় আছেন, তাঁদের সঙ্গে আলাপ করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
গতকাল ব্রাজিলিয়ান ক্লাব সাও বের্নার্দোর কোচ এদসনও ক্ষোভ প্রকাশ করেন। জানিয়েছেন বাংলাদেশের আসার আগে এরপর দুবার ভাববেন তারা। এদসনের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরে চেক–ইনের সময়ই ব্রাজিলিয়ান দল জানতে পারে তাদের ফেরার টিকিট বাতিল করা হয়েছে। কোনো সমাধান না পেয়ে ক্লাবটিকে অতিরিক্ত খরচে নতুন করে টিকিট কিনতে বাধ্য হতে হয়।
গত ৫ ডিসেম্বর শুরু হয় লাতিন বাংলা সুপার কাপ। ব্রাজিল-আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে খেলার জন্য বাফুফে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার নামে একটি দল পাঠায়। টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্লাব ও দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে শুরু থেকেই। পল্টনের জাতীয় স্টেডিয়ামে বিশৃঙ্খলা এবং বেসরকারি নিরাপত্তাকর্মীদের (এলিট সিকিউরিটি ফোর্স) দ্বারা সাংবাদিকদের ওপর শারীরিক লাঞ্ছনার ঘটনার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিল করে দেয়।

কয়েক সপ্তাহ আগেও বলা হচ্ছিল—এই বুঝি পথ হারাল বার্সেলোনা। অথচ কাতালান ক্লাবটি এখন স্বপ্নের মতো সময় পার করছে। লা লিগার চ্যাম্পিয়নরা সবশেষ ওসাসুনাকে ২–০ গোলে হারিয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৭ পয়েন্ট এগিয়ে হ্যান্সি ফ্লিকের দল ।
শনিবার ক্যাম্প ন্যুতে ওসাসুনাকে বাস্তবতা দেখানোর দিনে শুরুতে কিছুটা হাপিত্যেশে ভুগেছে বার্সা। সবকিছুর পরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার জোড়া গোল দলকে এনে দেয় স্বস্তির জয়।
লা লিগায় ১৭ ম্যাচে বার্সেলোনার জয় ১৪টি। কাতালানরা একটি ম্যাচ ড্র করেছে এবং হেরেছে দুটিতে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ একটি ম্যাচ কম খেলে হেরেছে দুইটিতে এবং ড্র করেছে তিনটিতে।
ওসাসুনার বিপক্ষে এই জয়ে যারপরনাই খুশি হ্যান্সি ফ্লিক। পূর্ণ তিন পয়েন্টের পাশাপাশি তরুণদের গোছানো পারফরম্যান্স তাঁকে তৃপ্ত করেছে।
ম্যাচ পরবর্তী ফ্লিক বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো তিন পয়েন্ট অর্জন। ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল, বিশেষ করে ডিফেন্সে আমরা চমৎকার খেলেছি। সম্ভবত খুব বড় কোনো সুযোগ আমরা পাইনি, তারপরও তিন পয়েন্ট আদায় করতে পেরেছি।’
কয়েকদিন লিগের ২০২৪-২৫ আসরের চ্যাম্পিয়নদের নিয়ে কানাঘুষা তৈরি হয়। তবে ঠিকই দলটি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আরও সুসংহত করেছে।
স্প্যানিশ কোচ বলেন, ‘কয়েক সপ্তাহ আগে আমরা বেশ ভুগেছি। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। সব খেলোয়াড় প্রায় শতভাগ ফিট থাকলে তখনই দলের সক্ষমতা বোঝা যায়।’
ম্যাচে এরিক গার্সিয়ার পাসের প্রায় ৯৪ শতাংশ ছিল নিখুঁত। মিডফিল্ড থেকে স্প্যানিশ তারকা দুটি সুযোগ তৈরি করেন। গার্সিয়ার চেয়েও বেশি নিখুঁত পারফরম্যান্স দেখিয়েছেন বালদে—তাঁর পাসের ৯৬ শতাংশই ছিল সফল। মার্টিন পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন, ১১২ বার বল স্পর্শ করেছেন এবং তার ৯৩টি পাস ছিল একুরেট।
হ্যান্সি ফ্লিক বলেন, ‘এরিক তাঁর সক্ষমতা দেখিয়েছে। সে অসাধারণ খেলেছে। মার্টিন অনেক উন্নতি করেছে। কুবার্সিকে নিয়ে আমি আগেও অনেক কথা বলেছি।’
এই সাফল্যের পেছনে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার অবদান স্মরণ করে ধন্যবাদ জানান ফ্লিক। তিনি বলেন,
‘তরুণ খেলোয়াড়দের নিয়ে তারা যা করেছে, তার জন্য আমাকে লা মাসিয়াকে অভিনন্দন জানাতে হবে। এটা সত্যিই দারুণ।’
বার্সেলোনার খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর লা মাসিয়াকে ধন্যবাদ দেওয়ার বিশেষ কারণও রয়েছে। এই একাডেমি থেকেই পেদ্রি, কুবার্সি, গার্সিয়া, বালদে ও মার্টিনের মতো খেলোয়াড় উঠে এসেছে—যাদের প্রত্যেকের বয়স ২৩ বছরের নিচে। সবাই এখন মিডফিল্ড ও ডিফেন্সে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন।

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে ধাক্কা খেতে বসেছিল আর্সেনাল। তবে যোগ করা সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোল আবার ফিরিয়ে দেয় স্বস্তি। গত ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হারের পর জয়ের ধারায় ফিরেছে মিকেল আর্তেতার দল।
প্রিমিয়ার লিগে শনিবার রাতে শেষ স্থানে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে (ওলভস) ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। দুই গোলই আসে ওলভসের আত্মঘাতী ভুলে।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে বাড়িয়েছে আর্সেনাল। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে, এক ম্যাচ কম খেলা ম্যান সিটির পয়েন্ট ৩১। ১৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ওলভস।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথময়ার্ধে গোল করতে পারেনি কেউই। মাঝমাঠ থেকে বল এগিয়ে নিয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন হোয়াং হি-চ্যান। তবে ডেভিড রায়ার কাছে সুযোগ নষ্ট করেন। একাধিক সুযোগ নষ্ট করেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
আরও পড়ুন
| রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালের চেয়ে আরও এগিয়ে বার্সেলোনা |
|
৭০তম মিনিটে ওলভস গোলকিপার স্যাম জনস্টোনের গায়ে লেগে বল জালে জড়ায়। বুকায়ো সাকার কর্নার শট সোজা পোস্টে লেগে ফেরত আসে, ফিরতি বল জনস্টানের গায়ে লেগে গোল হলে এগিয়ে যায় আর্সেনাল।
৯০ মিনিটে টোলু আরোকোদারে গোল করলে সমতায় ফেরে ওলভস। ম্যাচ যখন ড্রয়ের দিকে, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সাকার ক্রসে হেড করতে গিয়ে নিজের জালেই বল পাঠান ইয়ারসন মোসকুয়েরা।
বদলি নামা গ্যাব্রিয়েল জেসুসের চাপেই এই ভুল করেন ওলভস ডিফেন্ডার। ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
রোববার রাত ৮টায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। তারা জিতলে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হবে দুই পয়েন্ট।

টানা দুই ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছেন আঁতোয়া গ্রিজমান।
ঘরের মাঠে শনিবার রাতে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল। আতলেতিকোর হয়ে প্রথম গোলটি করেন কোকে। আর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি আসে গ্রিজমানের পা থেকে। ভ্যালেন্সিয়ার একমাত্র গোলটি করেন লুকাস বেলত্রান।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে আতলেতিকো। প্রথম মিনিটেই হুগো দুরোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে স্বাগতিকরা।
১৭ মিনিটে কর্নার থেকে আসা বল গোলকিপার ঠিকমতো সামলাতে না পারায় সুযোগ পেয়ে যান কোকে, তার নিচু শটে এগিয়ে যায় আতলেতিকো।
আরও পড়ুন
| রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালের চেয়ে আরও এগিয়ে বার্সেলোনা |
|
৩৪ মিনিটে গোল করে ভ্যালেন্সিয়া, তবে পেপেলুর গোলটি ভিএআরের সিদ্ধান্তে অফসাইডে বাতিল হয়।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে ভ্যালেন্সিয়া। ৬৩ মিনিটে দলীয় আক্রমণ থেকে দুর্দান্ত শটে লুকাস বেলত্রান গোল করে ম্যাচে সমতা ফেরান।
আতলেতিকোর ওপর চাপ বাড়লেও অভিজ্ঞ গ্রিজমান ম্যাচের নিয়ন্ত্রণ ফেরান। ৭৪ মিনিটে মার্ক পুবিলের লম্বা পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
এই জয়ে আবারও শিরোপা দৌড়ে ফিরল আতলেতিকো। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে ভ্যালেন্সিয়া।