৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৩ পিএম
গত সেপ্টেম্বরে এসিএল চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার রদ্রি। ধারণা করা হচ্ছিল এই মৌসুমে আর ফেরা হচ্ছে না তার। অবশ্য মৌসুমের মাঝপথে এসে সিটি ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী পর্বের জন্য তাকে রেজিস্টার করা হয়েছে। এছাড়াও শীতকালীন দলবদলের চার সাইনিংয়ের তিনজনকেই যুক্ত করা হয়েছে স্কোয়াডে। তবে জায়গা হয়নি ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতর রেইসের।
মূলত নকআউটের শেষ দিকের কথা মাথায় রেখেই রদ্রিকে যুক্ত করা হয়েছে দলের সাথে। সিটি সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত যেতে পারলে তৈরি হতে পারে স্প্যানিশ এই ডিফেন্ডারের খেলার সম্ভাবনা। সে কথা মাথায় রেখেই তাকে স্কোয়াডে যুক্ত করেছে সিটিজেনরা।
অন্যদিকে জানুয়ারিতে ১৮০ মিলিয়ন ইউরো খরচা করে সিটি দলে যুক্ত করেছে চার নতুন ফুটবলার। ইউয়েফার নিয়ম অনুযায়ী তারা কেবল তিনজনকেই চ্যাম্পিয়নস লিগের পরবর্তী পর্বের জন্য যুক্ত করতে পারবে। তিনজনের সেই তালিকায় সিটি বেছে নিয়েছে ডিফেন্ডার খুশানভ, ফরোয়ার্ড হিসেবে সিটি দলে অন্তর্ভুক্ত করেছে ওমর মারমুশকে, আর মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন শেষ মুহূর্তে পোর্তো থেকে উড়িয়ে আনা নিকো গঞ্জালেজ।
বেশ কাঠ-খড় পুড়িয়ে সিটি এবার জায়গা করে নিয়েছে নকআউটে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদকে। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদে প্রথম লেগে তারা আতিথিয়তা দেবে লস ব্লাঙ্কোসদের। আর ১৮ তারিখ দ্বিতীয় লেগ খেলতে তারা যাবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
No posts available.
১৫ অক্টোবর ২০২৫, ৪:৩৮ পিএম
১৫ অক্টোবর ২০২৫, ২:৫০ পিএম
১৫ অক্টোবর ২০২৫, ১১:৫২ এম
১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এম
এএফসি এশিয়ান কাপের মূল পর্বের আশা শেষ বাংলাদেশ ফুটবল দলের। গতকাল হংকং-চায়নার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর অনেক যদি-কিন্তুর ওপর টিকে ছিল জামাল ভূঁইয়াদের ভাগ্য। তবে সিঙ্গাপুরের কাছে ভারতের হারে নিশ্চিত হয় বাংলাদেশের বিদায়।
বাছাইপর্বে সব ম্যাচে ভালোই খেলেছে বাংলাদেশ। দক্ষ ফিনিশিংয়ের অভাব আর ভঙ্গুর রক্ষণের কারণে পয়েন্ট হারিয়েছে তারা। আন্তর্জাতিক বিরতিতে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও ৪-৩ গোলে হারে হাভিয়ের কাবরেরার দল। সেই হারে এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার পথ সংকুচিত হয়। গতকালের ড্র ও আরেক ম্যাচে ভারতের হারে সেই পথ রুদ্ধ হয়ে যায়।
হংকংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলে আজ ঢাকায় পা রেখে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে আক্ষেপের সুর। জানিয়েছেন, প্রথম ম্যাচে চার গোলের মধ্যে তিনটি তাঁরা উপহার দিয়েছেন হংকং-চায়নাকে। জামাল বললেন, ‘চার গোলের মধ্যে তিনটি আমরা উপহার দিয়েছি তাদের, এটা আমি দলে সরাসরি বলেছি।’
গতকালের ম্যাচেও প্রথমার্ধ ভালো খেলেনি বলে মনে করেন জামাল। তবে কিছুটা হতাশ দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েও কাজে না লাগাতে পারায়, ‘প্রথমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন বদলি করা হয় খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।’
দ্বিতীয়ার্ধে যাঁরা মাঠে নেমেছেন, তাঁরা ভালো খেলেছে বললেন জামাল, ‘আমি ফাহমিদুলকে বলেছি, আমরা যখন নামব তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ দল এখন ভালো খেলছে না। ফাহমিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা ভালো করেছে।’
বাংলাদেশের পরের ম্যাচ ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে। এই ম্যাচে ঘিরে ভক্ত-সমর্থকদের থাকে তীব্র আগ্রহ। জামাল বললেন, ‘পরের ম্যাচটা ভারতের বিপক্ষে। এটা একটা ঐতিহাসিক দ্বৈরথ, এখানে গোলহজম করলে সমস্যা হয়। আগে দুইটা লিগ ম্যাচ খেলার পর চিন্তা করব কীভাবে ভারতের বিপক্ষে খেলব।’
ফুটবলে নতুন এক অধ্যায় শুরু করছেন লিওনেল মেসি। নিজের নামে এবার একটি টুর্নামেন্টেই আয়োজন করতে যাচ্ছেন ইন্টার মায়ামি তারকা। বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ইন্টার মায়ামি সহ বিশ্বের সেরা আটটি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল খেলবে ‘মেসি কাপ’ নামের টুর্নামেন্টে। আর এই ক্লাব নির্বাচনের কাজটা করেছেন মেসি নিজেই।
টুর্নামেন্টটি মূলত অনূর্ধ্ব-১৬ দল নিয়ে একটি আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতা। মেসির নিজস্ব উদ্যেগে শুরু হচ্ছে ‘মেসি কাপ’। আর্জেন্টাইন মহাতারকার প্রযোজনা প্রতিষ্ঠান ৫২৫ রোসারিওর সহযোগিতায় আয়োজিত প্রথম আসরটি অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৪ ডিসেম্বর।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে হতে যাওয়া এই প্রতিযোগিতার মূল লক্ষ্য যুব ফুটবলে এক বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করা। যেখানে তরুণ খেলোয়াড়রা ফুটবলের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হবে। আর পুরো আয়োজন মিশে যাবে ক্রীড়া, সংস্কৃতি ও উদ্ভাবনের এক নতুন সংমিশ্রণে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়ে মেসি বলেন,
‘অবশেষে তোমাদের সঙ্গে এটি ভাগাভাগি করতে পারছি। এই ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠিত হবে এক বিশেষ যুব ফুটবল টুর্নামেন্ট। যেখানে অংশ নেবে বিশ্বের শীর্ষ ক্লাবগুলো। ভবিষ্যতের ফুটবলাররা এখানে নিজেদের মেলে ধরবে, আর ম্যাচের বাইরেও থাকছে অনেক দারুণ আয়োজন। এটি শুধুই খেলা নয়, এটি পরবর্তী প্রজন্মের ব্যাপার। আশা করি, তোমরা ভালোবাসবে—এই হলো মেসি কাপ।’
টুর্নামেন্টটিতে অংশ নেবে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৬ দলসহ বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিউওয়েলস ওল্ড বয়েজ, আতলেতিকো মাদ্রিদ এবং চেলসির অনূর্ধ্ব-১৬ দল। যেসব ক্লাবের একাডেমিগুলো বিশ্বজুড়ে প্রতিভা গড়ার জন্য পরিচিত। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৮টি ম্যাচ হবে। ইন্টার মায়ামির ভেন্যু চেজ স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে হবে পুরো টুর্নামেন্ট।
প্রতিযোগিতার কাঠামো অনুযায়ী, আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। যেখানে প্রথম তিন দিনে রাউন্ড-রবিন ভিত্তিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সেরা দলগুলো যাবে প্লে-অফ পর্বে। শেষ দিনে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল।
এ ছাড়া মাঠের বাইরেও থাকবে নানা আয়োজন। ফায়না ফোরামে অনুষ্ঠিত হবে স্পোর্টস, সংস্কৃতি ও বানিজ্য বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সম্মেলন। আর পাও বাই পল কুই-তে হবে আনুষ্ঠানিক মেসি কাপ সামিট পার্টি, যা এই ইভেন্টকে একসঙ্গে পরিণত করবে এলিট ফুটবল ও সাংস্কৃতিক উৎসবে।
সমর্থকরা অফিসিয়াল ওয়েবসাইট মেসি কাপ ডট কম থেকে টিকিট কিনতে পারবেন। বিশ্ব যুব ফুটবলের এক ঐতিহাসিক আয়োজন হিসেবে মনে করা হচ্ছে ‘মেসি কাপকে’।
২০১০ বিশ্বকাপের আয়োজক হওয়ার পর আবার বিশ্বকাপে ফিরল দক্ষিণ আফ্রিকা। আর বিশ্বসেরার টুর্নামেন্টের গত আসরের আয়োজক কাতার এবার বাছাই পর্ব উতরে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল।
আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে মোট নয়টি দেশ। ৯ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করা দলগুলোর সঙ্গে সেরা চার রানার্সআপ দলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন দল খেলতে পারে ২০২৬ বিশ্বকাপ।
আরও পড়ুন
ইসরায়েলকে বিদায় করে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি |
![]() |
গতকাল রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে মাউরিতানিয়ার বিপক্ষে সাদিও মানের জোড়া গোলে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল সেনেগাল। আর আইভেরি কোস্টও একই পথের পথিক হয়ে কেনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে।
এই তিন দল যুক্ত হলো আগেই বিশ্বকাপের টিকিট কাটা আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর,ঘানা, মরক্কো, তিউনিশিয়ার সঙ্গে। ক্যামেরুন, কঙ্গো প্রজাতন্ত্র, গ্যাবন এবং নাইজেরিয়া চার সেরা রানার-আপ হিসেবে আফ্রিকান প্রতিনিধিত্ব বাড়ানোর দৌড়ে আছে। মরক্কোতে নভেম্বরে সেমিফাইনাল ও ফাইনাল জয়ী দল মার্চে আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলে বিশ্বকাপে পৌঁছাতে পারবে।
আরও পড়ুন
রোনালদোর জোড়া গোলে রেকর্ড গড়া ম্যাচে পর্তুগালের হোঁচট |
![]() |
এশিয়া অঞ্চলে বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলা নিশ্চিত করে কাতার। আগের আসরে আয়োজক দেশ হিসেবে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও এবার বাছাইপর্বের বাধা পেরিয়েই টুর্নামেন্টে যোগ দিতে মধ্যপ্রাচ্যের দেশটি।
ইরাকের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের পৌঁছে গেল সৌদি আরবও। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করল সৌদি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে থেকে শেষ হলো ইরাকের।
আরও একবার বিশ্বকাপে দর্শক হয়ে পড়ার শঙ্কায় থাকা ইতালি স্বস্ত্বির এক জয় পেল। এবার ইসরায়েলকে উড়িয়ে অন্তত প্লে-অফের জায়গা নিশ্চিত হলো আজ্জুরিদের। আর ১৯৭০ সালের পর বিশ্বচ্যাম্পিয়নদের আসরে টিকিট না পাওয়া ইসরায়েলের স্বপ্ন এবারও শেষ হলো।
নিজেদের মাঠে গতকাল রাতে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে ইতালি। ম্যাচে জোড়া গোল করেন মাতেও রেতেগুই। যোগ করা সময়ে ইসরায়েলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জিয়ানলুকা মানচিনি।
এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘আই’ এ ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে ইতালি। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে গ্রুপের শীর্ষে আর্লিং হলান্ডের নরওয়ে। আর এক ম্যাচ বেশি খেলে ৯ পয়েন্ট নিয়ে তিনে ইসরায়েল। তাতে বাকি থাকা একটি ম্যাচে জয় পেলেও কাজ হবে না তাদের।
আরও পড়ুন
রোনালদোর জোড়া গোলে রেকর্ড গড়া ম্যাচে পর্তুগালের হোঁচট |
![]() |
ইতালির উদিনের ব্লুয়েনার্জি স্টেডিয়াম নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। ম্যাচের আগে শহরের সড়কে প্রো-প্যালেস্টাইনরা সভা করে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শুরুতেই অবশ্য গোলের দারুণ সুযোগ তৈরি করে ইসরায়েল। তবে তাদের উইঙ্গার ম্যানর সোলোমনের শট রুখে দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। বিরতির ঠিক আগ মুহূর্তে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিকরা। রেতেগুইকে বক্সে ফাউল করেন ইসারায়েলের ডিফেন্ডার মাতান বালতাক্সা। তার ট্যাকল চোখ এড়ায়নি রেফারির, বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে ব্যবধান ১-০ করতে কোনো ভুল করেননি সৌদি ক্লাব আল-কাদাইসার ফরোয়ার্ড রেতেগুই।
বিরতির পর ৭৪ মিনিটে ব্যবধান ২-০ করা গোলটি পেয়ে যায় ইতালি। বাঁ দিক থেকে বল দখলে নিয়ে ভিতরে কাট করে ডান পায়ে নিখুঁত শটে জালের ডান কোণায় বল পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন রেতেগুই।
আরও পড়ুন
পুয়ের্তো রিকোর জালে হাফ-ডজন গোল আর্জেন্টিনার |
![]() |
ম্যাচের শেষ গোলটি আসে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তিন মিনিটে। ডিমারকোর নেওয়া কর্ণার কাজে না লাগলেও, পরে ইন্টার মিলানের এই মিডফিল্ডারের ক্রস পৌঁছ যায় ঠিক মানচিনির মাথায়। সহজ হেডে জালের বাঁ কোণায় বল পাঠিয়ে দেন রোমার ডিফেন্ডার।
সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে হলে বাকি দুটি ম্যাচে জিততেই হবে ইতালিকে। আগামী ১৪ নভেম্বর মলদোভার বিপক্ষে ম্যাচের পর তাদের পরের ম্যাচ নরওয়ের বিপক্ষে। এই দুই ম্যাচের জয়ে সঙ্গে নরওয়ের পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বিশ্বকাপ বাছাইপর্বের আরেক ম্যাচে বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। নিজেদের মাঠে মিকেল মেরিনোর জোড়া গোলের সঙ্গে মিকেল ওইয়ারজাবালের এক গোল ও আত্মঘাতি গোলে হালি গোল পূর্ণ করে লুইস দে লা ফুয়েন্তের দল।
দলকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করলেন। ম্যাচে জোড়া গোল করেছেন। গড়েছেন নতুন রেকর্ডও। দলও এগিয়ে যায় ২-১ ব্যবধানে। তবে ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়ে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে।
ঘরের মাঠে ইউরোপিয় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল। শুরুতেই গোলে খেয়ে পিছিয়ে পড়ার পর রোনালদোর দুই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। জোড়া গোল করে রেকর্ড গড়েন আল নাসর ফরোয়ার্ড। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতা এখন ৪০ বছর বয়সী মহাতারকা। রোনালদোর গোলসংখ্যা এখন ৪১। তিনি পেছনে ফেলেছেন ৩৯ গোল নিয়ে এতদিন শীর্ষে থাকা গুয়াতেমালার কিংবদন্তি স্ট্রাইকার কার্লোস রুইজকে।
আরও পড়ুন
পুয়ের্তো রিকোর জালে হাফ-ডজন গোল আর্জেন্টিনার |
![]() |
রোনালদোর রেকর্ডের ম্যাচে পর্তুগালের কপাল পোড়ে ম্যাচের অন্তিম মুহূর্তে। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে হাঙ্গেরির লিভারপুলের মিডফিল্ডার দমিনিক সোবোস্লাইয়ের গোলে নিশ্চিত হয় পয়েন্ট ভাগাভাগি।
এই ড্রয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটা বিলম্বিত হলো পর্তুগালের। হাঙ্গেরির বিপক্ষে জয় পেলেই সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করত রোনালদোরা। অবশ্য আয়ারল্যন্ডের বিপক্ষে পরের ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চলবে তাদের।
বাছাইপর্বে গ্রুপ ‘এফ’ থেকে ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পর্তুগাল। দুইয়ে থাকা হাঙ্গেরির সংগ্রহ ৫ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তিনে আয়ারল্যান্ড।
লিসবনে স্তাদিও হোসে আলভালাদেতে ৮ মিনিটে সোবোস্লাইয়ের দারুণ অ্যাসিস্টে হাঙ্গেরিকে এগিয়ে দেন আতিলা সালাই। ম্যাচে হাঙ্গেরির প্রথম কর্ণার থেকে নিখুঁত ক্রস করেন লিভারপুল মিডফিল্ডার। সেখান থেকে হেডে বল জালে পাঠান সফরকারী দলের ডিফেন্ডার।
আরও পড়ুন
লেভানদোভস্কির চোটে বড় ধাক্কায় বার্সেলোনা |
![]() |
২২ মিনিটে সমতায় ফিরে পর্তুগাল। নেলসন সেমেদোর ডান দিক থেকে নিচু ক্রসে ছয় গজ দূর থেকে লক্ষ্যভেদ করে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো।
বিরতির ঠিক আগে নুনো মেন্ডেসের ক্রস থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ক্যারিয়ারের ৯৪৮তম ও আন্তর্জাতিক ফুটবলে ১৪৩তম গোল এটি।
পর্তুগালকে হতাশ করে যোগ করা সময়ের প্রথম মিনিটেই গোল করে এক পয়েন্ট ছিনিয়ে নেয় হাঙ্গেরি। দানিয়েল লুকাচসের ক্রস থেকে বল জাল কাঁপান সোবোস্লাই। এর আগে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালায়। তবে দুই দলের গোলকিপারই দারুণ কিছু সেভে সেসব শট রুখে দেন।