৩১ ডিসেম্বর ২০২৪, ৯:২৫ পিএম
আরও একবার টপ অর্ডার ব্যাটাররা পারলেন না রংপুর রাইডার্সকে ভালো সূচনা এনে দিতে। টানা দ্বিতীয় ম্যাচে হাল ধরলেন ইফতেখার আহমেদ। শেষের দিকে নেমে ক্যামিও ইনিংসে দলকে লড়িয়ে স্কোর এনে দিলেন নুরুল হাসান সোহান। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের সামনে খেই হারানো সিলেট স্ট্রাইকার্স ম্যাচের প্রায় পুরোটা সময় হয়ে থাকল দ্বিতীয় সেরা হয়ে। শেষ পর্যন্ত তাতে দলটির সঙ্গী হল হারই। আর রংপুর পেল টানা দ্বিতীয় জয়।
মিরপুরে মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ ম্যাচে রংপুর জিতেছে ৩৪ রানে। আগে ব্যাটিং করে দলটি করেছিল ৬ উইকেটে ১৫৩ রান। রান তাড়ায় সিলেট ২০ ওভারে করেছে ১২১।
আরও পড়ুন
ইফতেখার-সোহানের দৃঢ়তায় রংপুরের ১৫৩ |
![]() |
মাঝারি স্কোর ডিফেন্ড করতে রংপুরের বল হাতে দরকার ছিল ভালো একটা শুরু। নিজের করা প্রথম ওভারের প্রথম বলে জর্জ মুনসিকে বোল্ড করে সেই কাজটা শুরু করেন কামরুল ইসলাম রাব্বি। তবে ওই ওভারেই রনি তালুকদারের হাতে দুই চার সহ ১৫ রান হজম করে বসেন অভিজ্ঞ এই পেসার।
অন্যপ্রান্তে শেখ মাহেদি হাসানকে দুটি বাউন্ডারি মেরে ভালো সূচনা হয় জাকির হাসানেরও। তবে আক্রমণে এসেই সিলেট শিবিরে ভীতি সঞ্চার করেন নাহিদ রানা। গতিময় বোলিংয়ের জন্য অল্প সময়েই খ্যাতি পেয়ে যাওয়া এই পেসার প্রথম বলেই বোল্ড করে দেন জাকিরকে।
No posts available.
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৭ পিএম
টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত করে দেওয়া হলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এনসিএলের আর কোনো খেলা মাঠে গড়াবে না।
টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে বিবৃতিতে মঙ্গলবার দুপুরে জানানো হয়েছে এই খবর।
“প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি–টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে নতুন সূচি ঘোষণা করবে।”
আরও পড়ুন
বৃষ্টিতে কপাল পুড়ল বগুড়ার |
![]() |
এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে এনসিএল টি-টোয়েন্টির অফিসিয়াল ফেইসবুক পেজ থেকে জানানো হয়েছিল, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সব খেলা হবে রাজশাহীতে। কিন্তু আবহাওয়ার কোনো উন্নতি না দেখায় সেই সিদ্ধান্ত থেকেও সরে এলেন আয়োজকরা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন থেকেই দেখা দিচ্ছে বৃষ্টির বাগড়া। প্রথম দিন কোনোমতে ৫ ওভার করে খেলা হয় দুই ইনিংসে। এরপর বাকি তিন ম্যাচে আর টসই করা যায়নি। আবহাওয়া অনুকূলে না আসা মঙ্গলবার দুই ম্যাচ বুধবারে নেওয়া হয়েছিল। এখন সেটিও আর সম্ভব হলো না।
সব প্রস্তুতি নিয়ে রাখার পরেও প্রকৃতির কাছে হার মানল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির এবারের আসরে কোনো ম্যাচ আয়োজন করতে পারল না বগুড়ার মাঠ।
টানা বৃষ্টিতে উইকেট ও আউটফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় বগুড়ার সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। এছাড়া এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে সব খেলা।
এনসিএল টি-টোয়েন্টির অফিসিয়াল ফেইসবুক পেজে মঙ্গলবার দুপুরে জানানো হয়েছে এই খবর।
বৃষ্টির বাগড়া এড়াতে মঙ্গলবার ম্যাচগুলো 'বডিলি শিফট' করা হয়েছে বুধবারে। একইভাবে পরের তিন দিনের ম্যাচও এক দিন করে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ই আফগানদের শক্তি |
![]() |
রাজশাহীতে দিনের প্রথম ম্যাচ হবে সকাল ১০টায়। আর দুপুরের খেলা শুরু হবে ২টায়। তবে প্রকৃতির বিরুপ আচরণের কারণে রাজশাহীতেও সব খেলা আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় থাকছেই।
এনসিএল টি-টোয়েন্টির পরিবর্তিত সূচি
১৭ সেপ্টেম্বর
সকাল ১০টা: রাজশাহী বনাম খুলনা
দুপুর ২টা: ঢাকা বনাম রংপুর
১৮ সেপ্টেম্বর
সকাল ১০টা: সিলেট বনাম বরিশাল
দুপুর ২টা: ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর
সকাল ১০টা: ঢাকা মেট্রো বনাম খুলনা
দুপুর ২টা: ঢাকা বনাম সিলেট
২০ সেপ্টেম্বর
সকাল ১০টা: রংপুর বনাম বরিশাল
দুপুর ২টা: রাজশাহী বনাম চট্টগ্রাম
চলতি বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ভিক্টোরিয়ার হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলবেন তিনি। অবসর ঘোষণার পর প্রথমবার ওয়ানডে খেলতে নামবেন এই অলরাউন্ডার।
মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ঘরোয়া ওয়ানডে দলে ফিরেছেন ম্যাক্সওয়েল। ডিন জোন্স ট্রফির প্রথম দুই ম্যাচের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে ভিক্টোরিয়া। কুইন্সল্যান্ড ও তাসমানিয়ার বিপক্ষে খেলবেন তিনি। ২০২২ সালের মার্চের পর থেকে ভিক্টোরিয়ার হয়ে ম্যাক্সওয়েল খেলেছেন লিস্ট 'এ' ম্যাচ। সেটি ছিল গত বছরের অক্টোবরে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ই আফগানদের শক্তি |
![]() |
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকে প্রাধান্য দিতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন।
এদিকে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডের আরেক সদস্য ম্যাথু শর্টও ভিক্টোরিয়া দলে রয়েছেন। জুলাইয়ে মেজর লিগ ক্রিকেটে খেলার পর থেকে চোটের কারণে কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারেননি শর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েন তিনি। ম্যাক্সওয়েলের মতো তিনিও চ্যাম্পিয়নস ট্রফির পর আর কোনো ৫০ ওভারের ম্যাচ খেলেননি।
ভিক্টোরিয়া দল:
উইল সাদারল্যান্ড, পিটার হ্যান্ডসকম্ব, ব্লেক ম্যাকডোনাল্ড, ক্যালাম স্টো, ক্যাম ম্যাকক্লুর, ডেভিড মুডি, গ্লেন ম্যাক্সওয়েল, হ্যারি ডিক্সন, মার্কাস হ্যারিস, ম্যাথু শর্ট, মিচ পেরি, স্যাম এলিয়ট, স্যাম হারপার, টম রজার্স।
এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচের আগে আফগান কোচ জনাথন ট্রট জানালেন, বাংলাদেশ সফরে প্রথমবার সিরিজ জয় তাঁদের দলের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছিল। এবারও দারুণ কিছু করতে প্রত্যয়ী তাঁরা।
আবুধাবিতে আজ মাঠে নামার আগে অতীতের সুখস্মৃতি চারণ করে ট্রট বলেন, 'যখন থেকে এই দলের সঙ্গে আছি, আমরা অনেক স্মরণীয় মুহূর্ত উপভোগ করেছি। আমি মনে করি, ২০২৩ সালে বাংলাদেশে গিয়ে ওদের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতা ছিল এক বড় অর্জন। বাংলাদেশ ঘরের মাঠে খুব শক্তিশালী দল, তাই সেখানে গিয়ে সিরিজ জেতাটা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিল।'
বাংলাদেশ এশিয়া কাপ অভিযান শুরু করেছিল হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হোঁচট খেয়েছেন লিটন দাসরা- হেরেছেন ৬ উইকেটে। বিপরীতে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে দারুণ শুরু করেছে। গ্রুপ 'বি' তে দুই ম্যাচে দুই জয়ে শ্রীলঙ্কা এখন শীর্ষে। তাই আবুধাবির এই ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
শ্রীলঙ্কার জয়ে কঠিন সমীকরণে বাংলাদেশ |
![]() |
চ্যালেঞ্জে পড়লে রশিদ খানরা নিজেদের সেরাটা দেন বলে মন্তব্য ট্রটের, 'এই আফগান দল যখনই কোনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বা নতুন কিছু করার সুযোগ আসে, তারা নিজের সেরাটা দেয়। শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যতের খেলোয়াড়দের জন্যও নতুন পথ তৈরি করে দিচ্ছে তারা।'
টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ ও আফগানিস্তান দেখা হয়েছে ৯ বার। এর মধ্যে ৫ ম্যাচে জিতেছে আফগানিস্তান, আর ৫ ম্যাচে জয় বাংলাদেশের। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।
ম্যাচের আগে তাই ট্রটের আত্মশ্বাসী কণ্ঠ, 'বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আমরা জয়ের দিকে পুরোপুরি মনোযোগ দিচ্ছি।' আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপে হংকংয়ের শুরুটা বাজে হলেও পরের দুই ম্যাচে লড়াকু পুঁজি পায় তারা। দুটি ম্যাচই ফসকে যায় বাজে ফিল্ডিংয়ের কারণে। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ১৪৯ রান সংগ্রহ করে হংকং। সেই রান তাড়া করতে নেমে খাদের কিনারায় পৌঁছে চারিথ আসালাঙ্কারা। যদিও শেষ পর্যন্ত হাসারাঙ্গার বদৌলতে ফল নিজেদের পক্ষে নেয় শ্রীলঙ্কা।
হংকংয়ের ম্যাচ নাগাল থেকে বের হয়ে যাওয়ার মূলে ক্যাচ মিস। আজ মোট ছয়টি ক্যাচ মিস করেছে তারা। যা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। কুড়ি কুড়ি ক্রিকেটে এমন আরও চারটি ঘটনা আছে। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি ক্যাচ ছেড়েছিল ভারত। ২০১৭ সালে একই দলের বিপক্ষে ৬টি ক্যাচ ছাড়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। আর ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে একই সংখ্যক ক্যাচ মিস করে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
শ্রীলঙ্কার জয়ে কঠিন সমীকরণে বাংলাদেশ |
![]() |
টুর্নামেন্টে মোট ১২টি ক্যাচ তালুবন্দি করতে পারে হংকং। ১১টি ক্যাচ মিস করে তারা। আর এই ক্যাচ মিস কাল হয়ে দাঁড়িয়েছে তাদের। বেজেছে বিদায়ঘণ্টাও। ক্যাচ মিস নিয়ে দলটির অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেছেন,
"আমরা কয়েকটি ক্যাচ ফেলেছিলাম এবং তাতে খেলাটা হাতছাড়া হয়ে যায়। ইতিবাচক দিক হলো (আমরা) বড় মঞ্চে খেলছি, (এটা) স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমরা (ফিরে যাওয়ার পর) অনেক কিছু ভাবব এবং সেগুলো নিয়ে কাজ করব।"