ওপেনাররা আরও একবার পারলেন না রংপুর রাইডার্সকে ভালো সূচনা এনে দিতে। অল্পে বিদায় নিলেন দুজনই। খুশদিল শাহ ও ইফতেখার আহমেদ রান করলেন বটে, তবে রান তোলার গতি তাতে কমে গেল কিছুটা। শেষ দিকে নুরুল হাসান সোহান খেললেন মহাগুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস, যা তার দলকে এনে দিল লড়াকু পুঁজি।
মিরপুরে মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ ম্যাচে আগে ব্যাটিং করা রংপুর ২০ ওভারে করেছে ৬ উইকেটে ১৫৩ রান।
তানজিম হাসান সাকিবের করা ইনিংসের প্রথম বলেই চার মেরে রংপুর রাইডার্সকে দারুণ সূচনা এনে দেন স্টিভেন টেলর। আল-আমিন হোসেনের করা দ্বিতীয় ওভারটি ছিল ব্যয়বহুল। দুটি বাউন্ডারি আসে টেলরের ব্যাট থেকে। তবে ওপেনিং জুটি বেশিদূর এগোতে পারেনি। অ্যালেক্স হেলসকে ৬ রানে সাজঘরে ফেরান তানজিম।
আরও পড়ুন
নাহিদের গতির ঝড় বিপর্যস্ত সিলেট, রংপুরের দুইয়ে দুই |
![]() |
আল-আমিন এরপর জোড়া আঘাতে চাপে ফেলে দেন রংপুরকে। সাইফ হাসানের পর তার শিকার হন টেলরও। ৫ ওভার দলতির রান ৩ উইকেটে মাত্র ২৮। আগের ম্যাচে দুটি দারুণ ইনিংস খেলা ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ বিপদের সময়ে দলের হাল ধরেন।
সুযোগ বুঝে কিছু বড় শট মারেন দুজনই। তবে তবে রানের গতিও কমে যায় বেশ কিছুটা। সিলেতের বোলাররাও করেন আঁটসাঁট বোলিং। চাপ সরাতে বড় শট খেলতে গিয়ে সামিউল্লাহ শিনওয়ারির বলে খুশদিল আউট হয়ে যান ২১ রানে।
একপ্রান্তে সেট ইফতেখার ১০০ স্ট্রাইক রেটে ব্যাট করায় রানের চাকা সচল করার জন্য দরকার ছিল আগ্রাসী ব্যাটিং। ক্রিজে নেমেই সেই কাজটা করে দেন সোহান। রংপুর অধিনায়ক চড়াও হন রিস টপলির ওপর। ইংলিশ পেসারের এক ওভারে দুটি চারের পাশাপাশি মারেন একটি ছক্কাও।
তানজিমের করা ১৮তম ওভারে একটি করে চার ও ছক্কা আসে সোহানের ব্যাট থেকে। তার ক্যামিও ইনিংসের শেষটা হয় টপলির বলে। ব্যাটে-বলে না হওয়ায় বল চলে যায় লং-অনে থাকা আরিফুল হকের হাতে, যিনি ঝাঁপিয়ে ক্যাচ নিতে ভুল করেননি। মাত্র ২৪ বলে ৪১ রান করেন সোহান।
আরও পড়ুন
বিফলে গেল শামিম ঝড়, উড়ন্ত সূচনা খুলনার |
![]() |
এরপর শেষের দিকে নামা শেখ মাহেদি হাসান খেলেন ৮ বলে ১৮ রানের ইনিংস, যা রংপুরকে ১৫০ পার করতে সাহায্য করে। ইফতেখার অপরাজিত থাকেন ৪২ বলে ৪৭ রানে। তানজিম ২ উইকেট নিয়েছেন ২৭ রানে।
No posts available.
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচে ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। এর যথেষ্ট কারণও আছে বৈকি। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠবে দুটি দল। আজ যে দল জিতবে তারা সরাসরি পা রাখবে সুপার ফোরে। হারলে যদি-কিন্তু আর সমীকরণের মারপ্যাঁচ।
আজ আবু ধাবিতে শেষ দুই ওভারে মোহাম্মদ নবির ভেলকিতে শ্রীলঙ্কাকে ১৭০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। বাংলাদেশকে সুপার ফোরে তুলতে এই চ্যালেঞ্জিং রান টপকাতে হবে শ্রীলঙ্কাকে। হেরে গিয়েও অবশ্য লিটনদের শেষ চারে উঠিয়ে দিতে পারে লঙ্কানরা। শ্রীলঙ্কা ১০০ বা এর কম রানে আটকে গেলেই আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। আফগানিস্তানকে নিয়ে উঠে যাবে সুপার ফোরে।
আরও পড়ুন
শেষ ওভারে হিসাব নিকাশ বদলে দিলেন নবি |
![]() |
এদিন শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক তুলেছেন নবি। তা না হলে ১৫ রানের বেশি তোলাই হতো না আফগানদের। ইনিংসের শেষ দুই ভারে মূলত বানের পানির মতো রান যোগ হয় স্কোরবোর্ডে। ওভারে দুনিথ ভেল্লালাগকে ৫ ছক্কা মারেন নবি। শেষ ওভারে দলের স্কোরবোর্ডে যুক্ত হয় ৩২ রান। এর আগের ওভারে দুশমন্থ চামিরাকে টানা তিন চার মারেন নবি। অথচ ইনিংসের ১৮ ওভারকালীন মনে হচ্ছিল সাদামাটা পুঁজি গড়তে যাচ্ছে আফগানরা। এক নবিই সব হিসেব বদলে দিলেন। ১৭তম ওভারের সময় আফগানদের রানরেট ছিল ৬.৬৬। পূর্ণাঙ্গ ইনিংস শেষে সেটি দাঁড়ায় ওভারপ্রতি ৮.৪৫ রান।
আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ২০ বলে ফিফটি তুলেছিলেন আজমতউল্লাহ ওমরজাই। এক ম্যাচ বিরতিতেে একই মাঠে ব্যাটিং ঝড় তুললেন মোহাম্মদ নবি। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক তুলেছেন এই স্পিন অলরাউন্ডার। তার ৬ ছক্কা ও ৩ বাউন্ডারির ওপর ভর করে লঙ্কানদের ১৭০ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
আরও পড়ুন
রশিদ বললেন ‘জিততেই হবে’ |
![]() |
এদিন ইনিংসের শেষ ওভারে দুনিথ ভেল্লালাগকে ৫ ছক্কা মারেন নবি। শেষ ওভারে দলের স্কোরবোর্ডে যুক্ত হয় ৩২ রান। এর আগের ওভারে দুশমন্থ চামিরাকে টানা তিন চার মারেন নবি। অথচ ইনিংসের ১৮ ওভারকালীন মনে হচ্ছিল সাদামাটা পুঁজি গড়তে যাচ্ছে আফগানরা। এক নবিই সব হিসেব বদলে দিলেন। ১৭তম ওভারের সময় আফগানদের রানরেট ছিল ৬.৬৬। পূর্ণাঙ্গ ইনিংস শেষে সেটি দাঁড়ায় ওভারপ্রতি ৮.৪৫ রান।
বাংলাদেশকে সুপার ফোরে তুলতে ১৭০ করে জিততে হবে শ্রীলঙ্কাকে। হেরে গিয়েও অবশ্য বাংলাদেশকে শেষ চারে উঠিয়ে দিতে পারে লঙ্কানরা। শ্রীলঙ্কা ১০০ বা এর কম রানে আটকে গেলেই আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। আফগানিস্তানকে নিয়ে উঠে যাবে সুপার ফোরে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের কাউন্সিলর মনোনয়নের সময় দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। প্রথমে কাউন্সিলর মনোনয়নের সময় বেধে দেওয়া হয়েছিল ১৭ সেপ্টেম্বর। গত ১৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সীমা দেওয়া হয় ১৯ সেপ্টেম্বর। আজ পুনরায় মনোনয়নের তারিখে পরিবর্তন এনেছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
আজ সন্ধ্যা ৬টায় বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৫ সালের বিসিবি কাউন্সিলর মনোনয়ন ফর্ম জমার সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২২ সেপ্টেম্বর। পাশাপাশি নির্ধারিত সময়সীমায় ফর্ম জমা দেওয়ার অনুরোধ জানায় বিসিবি।
আরও পড়ুন
ফ্রাইলিংকের রেকর্ডময় দিনে জয় নামিবিয়ার |
![]() |
প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি কাউন্সিলর নির্বাচন। বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালকরা নির্বাচিত হন এই কাউন্সিলরদের ভোটে। এমনকি কাউন্সিলররাই দাঁড়ান নির্বাচনে।
বিসিবি সংবিধান অনুযায়ী, ক্যাটাগরি-১ থেকে ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক। তাদের ভোট দেন ৭৬ জন ক্লাব কাউন্সিলর। আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকেন ক্যাটাগরি-২ এ, যেখানে দেশের ৬৪ জেলা ও ৮টি বিভাগের কাউন্সিলরদের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হন।
এছাড়া ক্যাটাগরি-৩ এ 'অন্যান্য প্রতিনিধি' হিসেবে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন বোর্ড পরিচালক মনোনীত হন। ২৫ জন পরিচালক পরবর্তীতে বেছে নেন বোর্ড সভাপতি।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল জিম্বাবুয়ে। ফলে নামিবিয়ার বিপক্ষে সিকান্দার রাজাদের শেষ টি-টোয়েন্টি রূপ নেয় নিময় রক্ষার ম্যাচে । বুলাওয়ের হাইস্কোরিং ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেনি সফরকারীরা। স্বাগতিকরা তাদের ২৮ রানে হারিয়ে দিয়েছে।
আজ টসে জিতে ব্যাট করতে নেমে ফ্রাইলিংকের ৩১ বলে ৭৭ রানের রেকর্ডময় ইনিংসের ওপর ভর করে অতিথিদের ২০৫ রানের টার্গেট দেয় নামিবিয়া। জবাবে ১৭৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। শেন উইলিয়ামস ৪৫ বলে ৭৭ রানের ইনিংস উপহার দিলেও টপঅর্ডারের ব্যর্থতায় লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। ফলে ২-১ ব্যবধানে শেষ হলো টি-টোয়েন্টি সিরিজ।
আরও পড়ুন
রশিদ বললেন ‘জিততেই হবে’ |
![]() |
নামিবিয়ার দুই ওপেনার-ফ্রাইলিংক ও লরেন স্টেইনক্যাম্প শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। প্রথম ৫ ওভারে ৭৪ রানের জুটি গড়েন দু’জন। ইনিংসের মাত্র ৪ ওভারের মধ্যে ফ্রাইলিংক ১৩ বলে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম রেকর্ড। শেষ পর্যন্ত ৩১ বলে ৭৭ রান করেন, যার মধ্যে ছিল ৬টি ছক্কা ও ৮টি চার। শেষদিকে রুবেন ট্রাম্পেলম্যানের ২৪ বলে ৪৬ রানের ক্যামিও ইনিংসের সুবাধে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ২০৪ রান।
জবাবে জিম্বাবুয়ে শুরুতেই চাপে পড়ে। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে জমা করতে পারে ৪৪ রান। এরপর পঞ্চম উইকেটে শেন উইলিয়ামস ও রায়ান বার্ল জুটি গড়েন। বার্ল ২৪ বলে ৩২ রান করে ফেরেন। উইলিয়ামস একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৭৭ রানের ইনিংস উপহার দেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত জিম্বাবুয়ে অলআউট হয় ১৭৬ রানে।
ঢিমেতালে চলার সুযোগ নেই। পা ফসকালেই সবশেষ। এমন এক স্নায়ুক্ষয়ী লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি আফগানিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান কাপ্তান রশিদ খান। আজ ম্যাচ শুরুর আগে মুদ্রা নিক্ষেপণের সময় তিনি জানালেন, আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়াম তাদের অতি পরিচিত। জানাশোনার দিক থেকেই টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
লম্বা সময় ধরে আবু জায়েদ স্টেডিয়াম হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছেন রশিদ খানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও এমিরেটস ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তির ফলে সংযুক্ত আরব আমিরাতে হোম ম্যাচ আয়োজন করছে আফগানরা। তাই লঙ্কানদের চেয়ে একটু বেশিই জানাশোনা তাদের।
আরও পড়ুন
ব্যাটিংয়ে আফগানিস্তান |
![]() |
বাঁচা-মরা ম্যাচের আগে আফগান অধিনায়ক রশিদ বলেছেন,
‘‘এই উইকেটে বোর্ডে রান তোলা গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমাদের জিততেই হবে। তাই বাড়তি চাপ না নিয়ে পরিকল্পনাটা সহজ রাখতে হবে এবং মৌলিক বিষয়গুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আমরা আবুধাবিতে অনেক খেলেছি। এখানে ১৬৫+ একটি ভালো স্কোর হবে।’’
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে এর আগে দুইবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে আফগানিস্তান। ২০২২ সালে হওয়া সেই টুর্নামেন্টে একটিতে জিতেছে শ্রীলঙ্কা, একটিতে আফগানিস্তান। আজ পরিসংখ্যানে এগিয়ে যাওয়ার দিন।