
ওপেনাররা আরও একবার পারলেন না রংপুর রাইডার্সকে ভালো সূচনা এনে দিতে। অল্পে বিদায় নিলেন দুজনই। খুশদিল শাহ ও ইফতেখার আহমেদ রান করলেন বটে, তবে রান তোলার গতি তাতে কমে গেল কিছুটা। শেষ দিকে নুরুল হাসান সোহান খেললেন মহাগুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস, যা তার দলকে এনে দিল লড়াকু পুঁজি।
মিরপুরে মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ ম্যাচে আগে ব্যাটিং করা রংপুর ২০ ওভারে করেছে ৬ উইকেটে ১৫৩ রান।
তানজিম হাসান সাকিবের করা ইনিংসের প্রথম বলেই চার মেরে রংপুর রাইডার্সকে দারুণ সূচনা এনে দেন স্টিভেন টেলর। আল-আমিন হোসেনের করা দ্বিতীয় ওভারটি ছিল ব্যয়বহুল। দুটি বাউন্ডারি আসে টেলরের ব্যাট থেকে। তবে ওপেনিং জুটি বেশিদূর এগোতে পারেনি। অ্যালেক্স হেলসকে ৬ রানে সাজঘরে ফেরান তানজিম।
আরও পড়ুন
| নাহিদের গতির ঝড় বিপর্যস্ত সিলেট, রংপুরের দুইয়ে দুই |
|
আল-আমিন এরপর জোড়া আঘাতে চাপে ফেলে দেন রংপুরকে। সাইফ হাসানের পর তার শিকার হন টেলরও। ৫ ওভার দলতির রান ৩ উইকেটে মাত্র ২৮। আগের ম্যাচে দুটি দারুণ ইনিংস খেলা ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ বিপদের সময়ে দলের হাল ধরেন।
সুযোগ বুঝে কিছু বড় শট মারেন দুজনই। তবে তবে রানের গতিও কমে যায় বেশ কিছুটা। সিলেতের বোলাররাও করেন আঁটসাঁট বোলিং। চাপ সরাতে বড় শট খেলতে গিয়ে সামিউল্লাহ শিনওয়ারির বলে খুশদিল আউট হয়ে যান ২১ রানে।
একপ্রান্তে সেট ইফতেখার ১০০ স্ট্রাইক রেটে ব্যাট করায় রানের চাকা সচল করার জন্য দরকার ছিল আগ্রাসী ব্যাটিং। ক্রিজে নেমেই সেই কাজটা করে দেন সোহান। রংপুর অধিনায়ক চড়াও হন রিস টপলির ওপর। ইংলিশ পেসারের এক ওভারে দুটি চারের পাশাপাশি মারেন একটি ছক্কাও।
তানজিমের করা ১৮তম ওভারে একটি করে চার ও ছক্কা আসে সোহানের ব্যাট থেকে। তার ক্যামিও ইনিংসের শেষটা হয় টপলির বলে। ব্যাটে-বলে না হওয়ায় বল চলে যায় লং-অনে থাকা আরিফুল হকের হাতে, যিনি ঝাঁপিয়ে ক্যাচ নিতে ভুল করেননি। মাত্র ২৪ বলে ৪১ রান করেন সোহান।
আরও পড়ুন
| বিফলে গেল শামিম ঝড়, উড়ন্ত সূচনা খুলনার |
|
এরপর শেষের দিকে নামা শেখ মাহেদি হাসান খেলেন ৮ বলে ১৮ রানের ইনিংস, যা রংপুরকে ১৫০ পার করতে সাহায্য করে। ইফতেখার অপরাজিত থাকেন ৪২ বলে ৪৭ রানে। তানজিম ২ উইকেট নিয়েছেন ২৭ রানে।
No posts available.
৮ জানুয়ারি ২০২৬, ৩:৫৪ পিএম
৮ জানুয়ারি ২০২৬, ২:৪১ পিএম
৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

১৫ জানুয়ারি শুরু আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুইজন। আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল এবং ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।
বিশ্বকাপের জন্য আজ ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৩টি দেশের মোট ১৭ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন এবারের বিশ্বকাপে।
আম্পায়ারদের তালিকায় স্বাগতিক জিম্বাবুয়ে থেকে আছেন দুজন। তাদের একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ফস্টার মুতিজওয়া, যিনি জিম্বাবুয়ের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২১টি ম্যাচ খেলেছেন। তার সঙ্গে থাকছেন একই দেশের আইকনো চাবি।
অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে রয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডেইটন বাটলার এবং ইংল্যান্ডের গ্রাহাম লয়েড।
টুর্নামেন্টে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন ইংল্যান্ডের ডিন কসকার, ভারতের প্রকাশ ভাট, শ্রীলঙ্কার গ্রেম ল্যাব্রুয় এবং বাংলাদেশের নিয়ামুর রহমান।
যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি, প্রতিপক্ষ প্রতিবেশি ভারত। তিনদিন পর নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে তারা। তৃতীয় ম্যাচ তামিমদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২৩ জানুয়ারি মাঠে গড়াবে ওই ম্যাচ।
আম্পায়ার: আহমাদ শাহ দুররানি (আফগানিস্তান), আইডান সিভার (আয়ারল্যান্ড), কোরি ব্ল্যাক (নিউজিল্যান্ড), ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ),ফয়সাল আফ্রিদি (পাকিস্তান), ফস্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে), গ্রাহাম লয়েড (ইংল্যান্ড), ইকনো চাবি (জিম্বাবুয়ে), লুবাবালো গকুমা (দক্ষিণ আফ্রিকা)
মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), নীতিন বাথি (নেদারল্যান্ডস), প্রগীথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা), রাসেল ওয়ারেন (ইংল্যান্ড), শন হেইগ (নিউজিল্যান্ড), শন ক্রেগ (অস্ট্রেলিয়া), বীরেন্দ্র শর্মা (ভারত), জাহিদ বাসারাথ (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ রেফারি:
ডিন কসকার (ইংল্যান্ড), শ্রীলঙ্কার গ্রেম ল্যাব্রুয় (শ্রীলঙ্কা), নিয়ামুর রশিদ রাহুল (বাংলাদেশ), প্রকাশ ভাট (ভারত)

সিডনি টেস্টের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে ২০২৫/২৬ অ্যাশেজ সিরিজ। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে অ্যাশেজের ছাইদানি নিজেদের ঘরে রেখেছে অস্ট্রেলিয়া। সিরিজ শেষে অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার ক্যারি ও’কিফ তাঁর অ্যাশেজ একাদশ সাজান। যেখানে ৭৬ বছর বয়সী ও’কিফের দলে জায়গা হয়নি কোন ইংলিশ ক্রিকেটারের।
ও’কিফের পুরো দলই গড়া অস্ট্রেলিয়ানদের নিয়ে। ইংল্যান্ডের শোচনীয় পরাজয়ের পর মজার ছলে ইংল্যান্ডকে ব্যঙ্গ করে দল সাজান এই ধারাভাষ্যকার।
ওপেনিংয়ে ও’কিফ রেখেছেন ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে। তিন ও চার নম্বরে খেলবেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। স্মিথকে অধিনায়কও করা হয়েছে, যদিও এই একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের।
পাঁচ নম্বরে উসমান খাজা, ছয় নম্বরে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। উইকেটকিপার হিসেবে সাত নম্বরে আছেন অ্যালেক্স ক্যারি। বোলিং আক্রমণে কোনো স্পিনার না রেখে পুরোপুরি পেস নির্ভর দল সাজিয়েছেন ও’কিফ।
বাকি চার বোলার হিসেবে আছেন বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড। ফলে বেন স্টোকস, জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুক কিংবা জ্যাকব বেথেলের মতো তারকা ইংলিশ ক্রিকেটাররা সবাই বাদ পড়েছেন।
তবে পারফরম্যান্সের বিচারে ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের জায়গা পাওয়ার দাবিদার ছিলেন বলাই যায়। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৪০০ রান করেন জো রুট। তৃতীয় সর্বোচ্চ ৩৫৮ রান করেন আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক।
স্ট্রাইক রেটে ট্রাভিস হেডকে (৮৭.৩৬) টপকে যান বেন ডাকেট (৯১.৪০)। বোলিংয়ে মিচেল স্টার্কের (৩১ উইকেট) পরেই ছিলেন ইংল্যান্ডের ব্রাইডন কার্স (২২ উইকেট)।
কেরি ও’কিফের একাদশঃ
ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাওয়াজা, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার),বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক,মাইকেল নেসার,স্কট বোল্যান্ড।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রেকর্ড মূল্যে দল পাওয়ার পরও ২০২৬ সালের আইপিএল খেলা হবে না মোস্তাফিজুর রহমানের। তার আইপিএল খেলা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যা করা হয়েছে, তা খুবই হতাশাজনক বললেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার।
আইপিএলের নিলামে বাংলাদেশের রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির অজুহাত দিয়ে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এরপর গড়িয়েছে বহু জল। সেই ঘটনার জের ধরে ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা এখন ঝুলে আছে আইসিসির কাছে। চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে দুই-এক দিনের মধ্যে।
এর মাঝেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যস্ত মোস্তাফিজ। রংপুরের জার্সিতে দুর্দান্ত বোলিং করছেন বাঁহাতি কাটার মাস্টার। তবে বিষয়টি যে হতাশাজনক, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটিই বললেন আর্থার।
আরও পড়ুন
| অদেখা জয়ের খোঁজে নোয়াখালী দলে একগাদা পরিবর্তন |
|
“ফিজ পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। সে আমাদের জন্য দুর্দান্ত, অসাধারণ। আমরা জানি, বোলার হিসেবে তার কোয়ালিটি কতটা। বিশ্বের যে কারও সমানে সমান সে, যদি না তাদের চেয়ে ভালো হয়ে থাকে। সে খুব ভালো টিম ম্যান এবং খুব নম্র-ভদ্র ছেলে। তাই ওকে সামলানো সহজ।”
“সে প্রতিদিন মাঠে আসে এবং নিজের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে কাজটা করে দেয়। তো তার সঙ্গে যেমন হয়েছে, এটা আসলে সত্যিই হতাশাজনক। কলকাতা নাইট রাইডার্সে সে খুব ভালো একটা (৯ কোটি ২০ লাখ রুপি) চুক্তি পেয়েছি। এখন এটা খুবই হতাশাজনক।”
আইপিএল থেকে বাদ দেওয়ার ওই ঘটনার পর মোস্তাফিজের সঙ্গে আলাপ হয়েছে বলেও জানালেন রংপুরের প্রধান কোচ।
“তার সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের মধ্যে খুবই দ্রুত অল্প কিছু কথা হয়েছে। আমার সঙ্গে ওর ভাষাগত একটা বাধা আছে। তো, সে জানে আমি কী বলতে চেয়েছি, আমিও বুঝেছি সে কী বলতে চেয়েছে। দ্রুতই সেই কথা শেষ করে আমরা সামনে এগিয়ে গেছি।”

বেশ হুমকি-ধমকি দিয়েই অস্ট্রেলিয়ায় পা রেখেছিলেন বেন স্টোকস। দিন বদলের গল্প শুনয়েছিলেন সমর্থকদের। অজিদের ডেরায় ইংলিশ লায়নের হুঙ্কার শোনার অপেক্ষায়ও ছিলেন অনেকে। তবে মাঠের লড়াইয়ে বিন্দু পরিমাণ কথার ঝাঁঝের ছাপ পাওয়া গেল না। মাত্র ১১ দিনেই সিরিজ অ্যাশেজ খোঁয়ানোর পর শেষ টেস্টেও আত্মসমর্পন করেছে স্বাগতিকরা। চতুর্থ টেস্টে পাওয়া একমাত্র স্বান্ত্বনার জয় নিয়েই মলিন মুখে ঘরে ফিরতে হচ্ছে ইংল্যান্ডকে।
মর্যাদার লড়াই অ্যাশেজে এমন ভরাডুবির পর ‘বাজবল’ দর্শন নিয়েও সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম-বেন স্টোকস জুটি। তবে চারদিক থেকে ধেয়ে আসা ঝড়ের মধ্যেও নতুন করে আশার বাণী শোনালেন স্টোকস। ৩৪ বছর বয়সী অলরাউন্ডারের মতে অস্ট্রেলিয়ায় ‘৩/১০ ধরনের ক্রিকেট’ খেলেছে ইংল্যান্ড। কিন্তু নিজের ‘নির্দয় আর নির্মম’ দিক দেখাতে নাকি তিনি ভয় পাননা।
পুরোদস্তর ব্যর্থ একটি অ্যাশেজ সিরিজের পর ইংল্যান্ড টেস্ট দলকে নেতৃত্ব দিয়ে পুরো ঢেলে সাজানোর বার্তা দেন স্টোকস, ‘আমরা যতটা এগোতে চাই, তার জন্য আমাদের সরল ও খোলামেলা হতে হবে। আমিও যুবক বয়সে কিছু শিখেছি যা আমার তখন ভালো লাগত না, কিন্তু এখন পেছনে তাকালে বুঝতে পারি, তা আমাকে সঠিক কারণেই বলা হয়েছিল। আমি কেবল ড্রেসিং রুমের ছেলেদের জন্য সেরাটা চাই এবং তাদের আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার সেরা সুযোগ দিতে চাই, যা তারা করতে পারে। আমাদের কেবল একটি পুনঃগঠন দরকার।’
নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পরই বদলে যায় ইংল্যান্ড। ‘বাজবল’ নামের দর্শনে টেস্ট খেলে প্রথমদিকে বেশ সাফল্যও পায় তারা। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে এই কৌশলের সাফল্য নিয়ে এখনও দৃঢ় আছেন ইংল্যান্ডের অধিনায়ক। আগের সেই ধারাই বজায় রাখতে চান তিনি, ‘আমরা প্রথম কয়েক বছরে (ম্যাককালামের অধীনে) অসাধারণ কিছু করেছি—শুধু ফলাফলের দিক থেকে নয়, বরং এমন খেলোয়াড়দের সেরাটা বের করেছি যারা হয়তো জানত না তারা কতটা ভালো। এখন বিষয় হলো, সেটা নিয়মিতভাবে করা।’
স্টোকস আরও যোগ করেন, “এখানেই দায়িত্ব আসে আমার, ব্রেন্ডন ও রবের ওপর—যারা খেলোয়াড়দের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা। আমরা এমন কিছু তৈরি করব যা দেখাবে, “এটাই আমাদের চেয়েছিলাম”।
পুরো সিরিজে নিজের করা ভুলও মাথা পেতে স্বীকার করেছেন স্টোকস, ‘আমি একজন নেতা ও অধিনায়ক হিসেবে আরও ভালো করতে পারি। আমরা খেলোয়াড় হিসেবে বড় ভুল করেছি, আমি ক্যাপ্টেন হিসেবে বড় ভুল করেছি, আর আমাদের সাহসী হতে হবে এবং নিজেকে ব্যক্তিগতভাবে তা স্বীকার করতে হবে। এটা কোনো ‘ভুল চাপিয়ে দেওয়া সংস্কৃতি’ নয়। যদি এটা একবার শুরু হলে, তবে সবকিছু ধ্বংস হয়ে যাবে।’

প্রথমবার বিপিএল খেলতে এসে একদম সুবিধা করতে পারছে না নোয়াখালী এক্সপ্রেস। পরপর পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে তারা। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাকি পাঁচ ম্যাচেই জিততে হবে তাদের।
সেই আশায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের একাদশে ৪টি পরিবর্তন এনেছে নোয়াখালী। বাদ পড়েছেন হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার, আবু হাশিম ও রেজাউর রহমান রাজা। তাদের জায়গায় এসেছেন শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, আবু জায়েদ রাহি ও মেহেদি হাসান রানা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরের এই ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নামবে নোয়াখালী। টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন
| চোট কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন সাদাব খানের |
|
রাজশাহী একাদশে বদলে গেছে তিন বিদেশি ক্রিকেটার। সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ ও হুসাইন তালাতের জায়গায় এসেছেন মোহাম্মদ ওয়াসির, রায়ান বার্ল ও হাসান মুরাদ। এই ম্যাচে মোট তিন বিদেশি নিয়েই খেলছে তারা।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ
মোহাম্মদ নবী, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দীপু, হায়দার আলি, মেহেদি হাসান রানা, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, হাসান মাহমুদ, আবু জায়েদ রাহি, মাজ সাদাকাত
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ
মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, রায়ান বার্ল, এসএম মেহেরব হাসান, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, বিনুরা ফার্নান্দো, হাসান মুরাদ