৫ জানুয়ারি ২০২৫, ৫:২৯ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হওয়ায় দলের বড় প্রত্যাশা ছিল দুজনের ওপর। অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটার বিরাট কোহলি দুজনই সেই দায়িত্ব সামলাতে ব্যর্থ হয়েছে পুরোপুরিভাবে। ব্যাট হাতে তাদের ছন্দহীনতা ভারতের সিরিজ হারে রেখেছে বড় অবদান। সমালোচনাও তাই ধেয়ে আসছে তাদের দিক বেশ। এর মাঝেও উঠছে প্রশ্ন, অবসর নেওয়ার কি এটাই সময় দুজনেরই? কোচ গৌতম গম্ভীর মনে করেন, এই সিদ্ধান্তটা নিতে হবে রোহিত ও কোহলির নিজেদেরকেই।
সেই বাংলাদেশ সিরিজ থেকেই রানের মধ্যে না থাকা রোহিত এই সিরিজ শুরুর আগে সমালোচনায় পড়েন ছুটি নিয়ে প্রথম টেস্ট মিস করে। তবে তার জায়গায় জাসপ্রিত বুমরাহর নেতৃত্বে ভারত সেই ম্যাচ জিতে যায়। পরের তিন টেস্ট অধিনায়ক হয়ে ফিরলেও ব্যাট হাতে অচেনা রোহিত নেতা হিসেবেও ছিলেন মলিণ। আর কোহলি সিরিজে একটি সেঞ্চুরি ও কয়েকটি ভালো ইনিংস খেললেও দৃষ্টিকটুভাবে বারবার আউট হয়েছেন অস্ট্রেলিয়ার পাতা ফাঁদে পা দিয়ে। তরুণ প্রতিভাবানদের বসিয়ে এই দুজনকে বয়ে নেওয়া ঠিক কিনা, এই প্রশ্ন তাই জোরেশোরেই চলছে ভারতীয় ক্রিকেটে।
৩-১ ব্যবধানে সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এসে গম্ভীর এই প্রসঙ্গে স্পষ্ট করে কিছু বলা থেকে বিরতই থেকেছেন। “আমি একজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না। এটা তাদের ব্যাপার। তবে হ্যাঁ, আমি যা বলতে পারি তা হল তাদের মাঝে সেই তাড়নাটা আছে। তাদের সেই নিবেদন আছে। তারা শক্ত মানসিকতার ব্যক্তি। আশা করি তারা ভারতীয় ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে দিন শেষে, আমরা সবাই জানি যে তারা সেই পরিকল্পনাই করুন না কেন, সেটা ভারতের ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো কিছুই হবে।”
টেস্ট ক্রিকেটে ব্যাট হতে লম্বা সময় ধরে রোহিত গত আট টেস্টে রান করেছেন মাত্র ১০.৯৩ গড়ে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরলেও ব্যাটিং করেছেন ওপেনিং ছেড়ে মিদল অর্ডারে। সেখানেও সুবিধা না করতে পেরে চতুর্থ টেস্টে ফেরেন ওপেন করতে। তবে মেলেনি সাফল্য। পঞ্চম টেস্টে তাই নিজেকে দল থেকেই সরিয়ে নেন। বিপরীতে পাঁচ টেস্টই খেলা কোহলি সিরিজে সাতবার আউট হয়েছেন ২০ বা তার কম রানে। মাত্র ২৩.৭৫ গড়ে ৯ ইনিংসে নামের পাশে রয়েছে মাত্র ১৯০ রান, যা তার মাপের একজন ব্যাটারের জন্য ভীষণ বেমানানই।
গম্ভীর মনে করেন, অভিজ্ঞতা ছাপিয়ে দল থাকতে দলে সবাইকে নিয়মিত অবদান রেখে নিজেকে প্রমাণ করতেই হবে। “এটা আপনি ভালো করার জন্য কতোটা ক্ষুধার্ত, কতোটা নিবেদন দেখাচ্ছেন এবং আপনাকে নিয়ে দল কতোটা উন্নতি করতে পারছে, সেটার ব্যাপার। কারণ, শেষ পর্যন্ত কিন্তু এটা আপনারও দল নয়, আমারও নয়। এটা দেশের দল। তাই আমার কাজ হল একটা খেলোয়াড় যার অভিষেক হয়নি এবং যে ১০০টা ম্যাচ খেলে ফেলেছে, সবার প্রতিই নিরপেক্ষ থাকা।”
আগামী জুনের আগ পর্যন্ত ভারতের আর টেস্ট ম্যাচ নেই। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সেই সিরিজের দলে ৩৮ বছর বয়সী রোহিত ও ৩৭ বছর বয়সী কোহলি থাকবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।
No posts available.
২৯ অক্টোবর ২০২৫, ১১:৫২ এম
২৮ অক্টোবর ২০২৫, ১১:৩১ পিএম
২৮ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ক্রিকেটারদের ২০২৪-২৫ মৌসুমের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। নতুন মৌসুম শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত ২০২৫-২৬ মৌসুমের চুক্তিতে সই করেননি মোহাম্মদ রিজওয়ান।
পিসিবির নতুন বেতন কাঠামোতে ক্যাটাগরি বি-তে আছেন রিজওয়ান। তবে নতুন চুক্তিতে সই করতে রাজি নন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার। পিটিআইয়ের (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) প্রতিবেদন জানিয়েছে, পাকিস্তানের ৩০ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের মধ্যে একমাত্র রিজওয়ানই এখনও সই করেননি।
ক্যাটাগরি ‘এ’ থেকে ‘বি’তে অবনমনে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন রিজওয়ান। সিনিয়র খেলোয়াড়দের জন্য আবার ক্যাটাগরি ‘এ’ প্রতিষ্ঠা করার পাশাপাশি অধিনায়কদের জন্য স্পষ্ট মেয়াদ ও পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন রিজওয়ান, যাতে বোর্ডের হস্তক্ষেপ ছাড়া তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন।
আরও পড়ুন
| কোহলি-কেনের পর বাবরের 'ডাক', হার পাকিস্তানের |
|
সম্প্রতি পাকিস্তানের ওয়ানডে নেতৃত্ব থেকে রিজওয়ানকে সরিয়ে দেয় দেশটির বোর্ড। তার স্থলাভিষিক্ত হন শাহিন শাহ আফ্রিদি। ছন্দহীনতার কারণে ২০২৪ সালের ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি দলেরও বাইরে আছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। ব্যাট হাতে ছন্দহীনতার সঙ্গে দলের ব্যর্থতা মিলিয়ে গত আগস্টে এলিট ক্যাটাগরি ‘এ’ থেকে ‘বি’ তে অবনমন হয় তাঁর। রিজওয়ানের সঙ্গে অন্য দুই সিনিয়র খেলোয়াড় বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরও অবনমন ঘটে।
পিসিবির নতুন বেতন কাঠামোর আওতায় ক্যাটাগরি বি-তে আছেন ১০ জন ক্রিকেটার। রিজওয়ান বোর্ডকে জানিয়েছে, যতক্ষণ না তার দাবিগুলো মেনে নেওয়া হবে, সে চুক্তিতে সই করবেন না। মূলত অবনমন আর ওয়ানডের অধিনায়কত্ব চলে যাওয়াতেই ক্ষুদ্ধ তিনি।
অবশ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পিসিবি রিজওয়ানের দাবি মেনে নিতে নারাজ। কর্মকর্তারা জানিয়েছেন, এই পুনর্গঠন একটি বৃহত্তর নীতি পরিবর্তনের অংশ। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের পুরস্কৃত করা এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিতর্কের মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে রিজওয়ানকে রেখে পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি।

নিজ নিজ দেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা তাঁরা। মাঠে নামলে তাদের ব্যাটের পানে চেয়ে থাকেন ভক্ত সমর্থকরা। আর দীর্ঘ অপেক্ষার পর এই তারকাদের খেলতে দেখলে তো স্বাভাবিকভাবেই ভক্তকূলের আবেগ উথলে পড়ে। তবে উচ্ছাসে কিছুটা ভাটা পড়ে যদি প্রিয় ক্রিকেটার প্রত্যাবর্তনের ম্যাচেই খালি হাতে ফেরেন।
কদিন আগে দীর্ঘ বিরতির পর ভারতের জার্সিতে মাঠে ফেরেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ‘গোল্ডেন ডাক’ মেরে সাজঘরের পথ ধরেন ভারতের কিংবদন্তি ব্যাটার। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসনেরও। সবশেষ গতকাল পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফেরা বাবর আজমও শুন্য রানে আউট হলেন।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই বল খেলে শূন্য রানে কাভারে ধরা পড়েন বাবর আজম। পুরো গ্যালারিতে তখন নেমে আসে হতাশার ছায়া। ৩১৯ দিন পর ফেরার ম্যাচ রাঙাতে ব্যর্থ বাবর। দলের অন্যতম সেরা ব্যাটারের ব্যর্থতার ম্যাচে জয় পেল না পাকিস্তানও। রিজা হেনড্রিকসের ফিফটি, কর্বিন বশের ক্যারিয়ার সেরা বোলিং ও জর্জ লিন্ডার অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচের কুড়ি ওভারের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
আরও পড়ুন
| বিপিএল ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন বিসিবিতে |
|
প্রথম টি-টোয়েন্টিতে গতকাল ৫৫ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৯৪ রানের পুঁজি গড়ে পাকিস্তানকে ১৩৯ রানে গুটিয়ে দিয়েছে সফরকারীরা। ম্যাচ সেরা হন ২২ বলে ৩৬ রান করার পর বল হাতে তিন উইকেট নেওয়া স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডা।
টসে হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ব্যাটিং সহায়ক উইকেটে পাওয়ার প্লেতেই ৭৪ রান তোলে। প্রথম ১০ ওভারে ৩ উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে ১১১ জমা করে প্রোটিয়ারা। দুইশো রান তখন সহজই মনে হচ্ছিল প্রোটিয়াদের কাছে। তবে শেষদিকের ব্যাটারদের ব্যর্থতায় দুইশোর আগেই থামে সফরকারীদের ইনিংস।
বড় সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার হেনড্রিকস। ৫ চার ও এক ছক্কায় ৪০ বলে ৬০ করেন ডান হাতি ব্যাটার। তিনে নামা টনি ডি জর্জি খেলেন ১৬ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস। শেষ দিকে ঝড় তুলেন লিন্ডা। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ নেওয়াজ।
রান তাড়ায় নেমে শূন্য রানে জীবন পান পাকিস্তানের ওপেনার সায়েম সাইম। জীবন পেয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন সাইম আইয়ুব। বল হাতে তিন উইকেট নেওয়া নেওয়াজের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ৩৬ রান। বাকিরা ছিল কেবলই আসা-যাওয়ার মধ্যে।
৩১ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকরা ১০০ রান করার আগেই ৭ ব্যাটার ড্রেসিংরুমে ফেরেন। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৯ রানে থামে পাকিস্তান। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট নেন পেসার করবিন বশ। ৩১ রান দিয়ে তিনটি শিকার অলাউন্ডার লিন্ডার।
আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে।

পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার গতির তারকা আনরিখ নরকিয়া। ঘরোয়া প্রতিযোগিতা সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ দিয়েই মাঠে ফেরার অপেক্ষায় তিনি। চলতি বছরের মে মাসে আইপিএলে খেলার পর থেকেই মাঠের বাইরে নরকিয়া।
স্ট্রেস রিঅ্যাকশনের কারণে জুনে মেজর লিগ ক্রিকেটে খেলতে পারেননি নরকিয়া। একই কারণে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন না দলের সঙ্গে। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন ৩১ বছর বয়সি এই পেসার।
টি-টোয়েন্টি চ্যালেঞ্জের নতুন আসরে ডলফিনসের হয়ে খেলবেন নরকিয়া । শনিবার কিংসমিডে টাস্কার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে। তাঁর। দীর্ঘ পুনর্বাসনের পর মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত ডান হাতি এই পেসার বলেছেন, ‘পুনর্বাসনের শেষ সময়টা সবচেয়ে কঠিন মনে হয়েছে। কারণ তখন মাঠে ফেরার আগ্রহ আরও বেড়ে যায়। এখন আবার খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত।’
টি-টোয়েন্টি চ্যালেঞ্জ শুরু হবে ২৯ অক্টোবর এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আটটি দল একবার করে একে অপরের বিপক্ষে খেলবে। এরপর এলিমিনেটর ও কোয়ালিফায়ারের মাধ্যমে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আগস্টে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয় তিন সদস্যের তদন্ত কমিটি। আজ মঙ্গলবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনও তাদের কাছে জমা পড়েছে।
বিসিবিকে দেওয়া প্রতিবেদনের আকার প্রায় ৯০০ পৃষ্ঠা। এতে বিপিএলের দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালি ও পরিচালনাগত ত্রুটি তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া, খেলোয়াড়দের সুরক্ষা বাড়ানো, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য যোগাযোগ কাঠামো আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।
তদন্ত কাজ শেষ হলেও এখনই বিসিবি সব তথ্য প্রকাশ করবে না। চলমান প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়ে মন্তব্যও করেনি দেশের নিয়ন্ত্রক সংস্থা। স্বাধীন তদন্ত কমিটির সুপারিশগুলো বিসিবি বিবেচনায় নেবে এবং আইসিসির দুর্নীতি দমন কোড অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনে আরও তদন্ত করবে।
দেশীয় ক্রিকেটকে নিরাপদ রাখতে বিসিবি একটি স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট গঠন করেছে। ইউনিটটির নেতৃত্বে থাকবেন একজন স্বাধীন চেয়ারম্যান, যা বোর্ডের স্বচ্ছতা ও নিয়মভিত্তিক সংস্কারের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।

ইংল্যান্ড ক্রিকেটে বিশেষ অবদানের জন্য জেমস অ্যান্ডারসনকে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছে। আজ উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস অ্যানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন দেশের কিংবদন্তি পেসার।
ইংল্যান্ডের সর্বোচ্চ গর্বের উপাধি নাইটহুড। বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সম্মাননা তালিকায় একমাত্র খেলোয়াড় হিসেবে নাম ছিল অ্যান্ডারসনের। পুরস্কার গ্রহণের পর থেকে তার নামের আগে ‘স্যার’ যুক্ত হলো।
অ্যান্ডারসনের শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে,
"স্যার জেমস অ্যান্ডারসন! আজ উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস অ্যানের কাছ থেকে নাইটহুড গ্রহণ করেছেন। সর্বকালের সেরা ফাস্ট বোলার।"
২২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া অ্যান্ডারসন ২০২৪ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসর নেন। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ এবং বিশ্বে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তাঁর সামনে কেবল মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন।
২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে ইতিহাস গড়েন অ্যান্ডারসন, টেস্টে প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।
অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের জুটি টেস্ট ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা। দুজন মিলে নেন ১২শর বেশি উইকেট এবং ইংল্যান্ডকে উপহার দেন চারটি অ্যাশেজ সিরিজ।