
এই মৌসুমে এরই মধ্যে চোটের কারণে মিস করেছেন কিছু ম্যাচ। টানা কয়েকটি ম্যাচ খেলে যখন একটু একটু করে নিজেকে ফিরে পাচ্ছিলেন, ঠিক সেই সময়ে আবারও চোট পেলেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে তাই জিরোনা ম্যাচের জন্য শেষ সময়ে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় রোববার রাত ২টায় লা লিগায় জিরোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচের কয়েক ঘণ্টা আগে দলটি পেয়েছে দুঃসংবাদ। বাম পায়ের পেশীতে অস্বস্তি অনুভব করায় ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
আরও পড়ুন
| লম্বা সময়ের জন্য মাঠের বাইরে রদ্রিগো |
|
ফলে এই ম্যাচে আক্রমণে নতুন কাউকে খেলানোর বিকল্প নেই কার্লো আনচেলত্তির জন্য। আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র আগে থেকেই আছেন মাঠের বাইরে। এই সময়ে পজিশন বদলে কিলিয়ান এমবাপে খেলছেন লেফট উইংয়ে। আর রদ্রিগো স্ট্রাইকার হিসেবে। গোল না পেলেও ফরাসি তারকার সাথে ভালোই জমে যাচ্ছিল তার জুটি।
চলতি মৌসুমে লা লিগায় ১৩টি ম্যাচ খেলেছেন রদ্রিগো। গোল করেছেন ৩টি আর করিয়েছেন একটি।
জিরোনা ম্যাচে তার জায়গাটা নিতে পারেন রদ্রিগোর স্বদেশী এন্দ্রিক। তরুণ এই স্ট্রাইকার এই মৌসুমে এখন পর্যন্ত সেভাবে খেলারই সুযোগ পাচ্ছেন না। লা লিগায় ১০টি ম্যাচ খেললেও বেশিরভাগই বদলি হিসেবে। গোল করেছেন মাত্র একবার।
আরও পড়ুন
| ভিনি-নেইমার অনুপস্থিত, রদ্রিগোর সামনে বড় সুযোগ! |
|
পয়েন্ট টেবিলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।
No posts available.
১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
১৩ ডিসেম্বর ২০২৫, ৯:৩৪ পিএম
১৩ ডিসেম্বর ২০২৫, ৯:১৪ পিএম

শুরুর একাদশে জায়গা হারিয়েছে আগেই। ছন্দহীনতার সঙ্গে মুখ ফসকে বিতর্কিত কথা বলে আলোচনায় ছিলেন। সবকিছু মিলিয়ে তীব্র হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ সালাহ।
আজও ইংলিশ প্রিমিয়ার লিগে তাকে বেঞ্চে রেখে মাঠে নামে আর্নে স্লটের দল। তবে ব্রাইটনের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে চোট পেয়ে জোসেফ গোমেজ মাঠ ছাড়লে বদলি নামেন সালাহ। এরপর দলের দ্বিতীয় গোলে করেছেন অ্যাসিস্ট। আর তাতেই দারুণ এক রেকর্ডের মালিক বনে গেলেন মিশরীয় ফরোয়ার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে এখন নির্দিষ্ট কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা ফুটবলার সালাহ। সর্বাধিক গোল-ইনভলভমেন্টের রেকর্ড নিজের নামে লেখেন। অ্যান ফিল্ডের ক্লাবটির হয়ে ২৭৭টি গোলে অবদান রেখেছেন সালাহ। ১৮৮ গোল এবং ৮৯ অ্যাসিস্ট করে এই তারকা ফরোয়ার্ড ছাড়িয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনিকে। সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড ম্যান ইউনাইটেডের জার্সিতে ১৮৩ গোল ও ৯৩টি অ্যাসিস্ট করেছেন।
ব্রাইটনের বিপক্ষে আজ বদলি নেমে গোলের সহায়তা ছাড়াও ম্যাচের বাকি সময় দারুণ খেলেছেন সালাহ। গোলের লক্ষ্যে তিনটি শট নিয়েছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। এছাড়া পাঁচটি সুযোগ তৈরি করেছেন।
শেষ দিকে গোলও পেতে পারতেন সালাহ। কিন্তু ফেদেরিকো চিয়েসার পাস ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন গত মৌসুমের গোল্ডেন বুট জয়ী।
গোল না পেলেও ম্যাচ শেষে সালাহর মুখে দেখা যায় স্বস্তির হাসি। দর্শকসারি থেকেও দারুণ সমর্থন পান তিনি। গ্যালারিতে অনেকের হাতে ছিল তার নামের জার্সি, কারো হাতে ব্যানার। গ্যালারির কাছে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে সমর্থকদের ভালোবাসার জবাবে হাততালি দেন সালাহ।
সবশেষ লিভারপুলের হয়ে পুরো ৯০ মিনিট খেলেছেন গত ২৭ নভেম্বর পিএসভি আইন্দোভেনের বিপক্ষে। ওই ম্যাচে তাঁর দল হারে ৪-১ গোলে। সালাহ নিজেও ছিলেন নিষ্প্রভ। এরপর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে ছিলেন না স্কোয়াডেই। সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে বদলি নামেন।
লিগে লিডসের মুখোমুখি হওয়া লিভারপুল দল থেকে আবার জায়গা হারান। পরে চ্যাম্পিয়ন্স লিগেও সালাহকে ছাড়া ইতালি সফর করে স্লটের দল। অবশেষে আজ বদলি নেমে অন্তত গোলে অবদান রাখার স্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে বড় জয়ের পর হঠাৎ খেই হারায় চেলসি। কাতালান ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলে সেই জয়ের পর টানা চার ম্যাচে জয় পায়নি ব্লুজরা। অবশেষে ঘুরে দাড়াল চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ এভার্টনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কোল পালমারের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুন করেন মালো গুস্তো।
একই সময়ে ব্রাইটনকে হারিয়েছে লিভারপুল। চরম সংকটের মধ্য দিয়ে যাওয়া অল রেডরা ঘরের মাঠ অ্যান ফিল্ডে জয় পেয়েছে ২-০ গোলে। জোড়া গোল করে লিভারপুলের জয়ের নায়ক হুগো একিতিকে।
এই জয়ের পর পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল লিভারপুল। ১৬ ম্যাচে আট জয়, দুই ড্র ও ছয় হারে আর্নে স্লটের দলের পয়েন্ট ২৬। আর লিগে তিন ম্যাচ পর তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া এঞ্জো মারেস্কার চেলসির পয়েন্ট টেবিলের অবস্থান চার নম্বরে, পয়েন্ট ২৮।
ঘরের মাঠের চেলসি ২১ মিনিটে প্রথম গোল করে। দারুণ এক দলগত প্রচেষ্টায় এগিয়ে যায় চেলসি। গুস্তোর অসাধারণ এক পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে লিগ মৌসুমের নিজের দ্বিতীয় গোল করেন পালমার।
পিছিয়ে পড়ে কিছুটা আক্রমণাত্বক দেখা যায় এভারটনকে। তবে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে শুরুর অর্ধেই ব্যবধান বাড়িয়ে নেয় চেলসি। আগের গোলে সহায়তা করা গুস্তো এবার গোলদাতার ভূমিকায়। দ্রুত এক পাল্ট আক্রমণে পেদ্রো নেতোর পাস থেকে ব্যবধান ২-০ করেন ফরাসি রাইট-ব্যাক।
এদিকে অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহকে বেঞ্চে রেখেই মাঠে নামে লিভারপুল। দলের সবশেষ ম্যাচে তো স্কোয়াডেই ছিলেন না আলোচনায় থাকা মিশরীয় ফরোয়ার্ড। অবশ্য সতীর্থের চোটে সৌভাগ্যবশত ২৬ মিনিটে মাঠে নামেন সালাহ। এরপর লিভারপুলের দ্বিতীয় গোলে অ্যাসিস্টও করেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
বল দখলে লিভারপুলের সঙ্গে সমানে সমানে টেক্কা দিয়েছে ব্রাইটন। ৫০ শতাংশ বল নিজেদের কাছে রাখা স্বাগতিকরা গোলের লক্ষ্যে শট নেয় ১৮টি, যার মধ্যে লক্ষ্যে ছিল চারটি। আর ১৩টি শট নেওয়া সফরকারীরা মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে।
অ্যান ফিল্ডে বল মাঠে গড়াতে না গড়াতেই লিড নেয় লিভারপুল। ৪৬ সেকেন্ডেই ব্যবধান ১-০ করেন একিতিকে। জোসেফ গোমেজের হেডে বাড়ানো বল থেকে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের দ্রুততম গোল এটি।
এরপর প্রথামার্ধে পাল্টা আক্রমণে লিভারপুল বেশ কয়েকবার ব্রাইটনের রক্ষণে ভয় ধরিয়ে দেয়। তবে সমতায় ফেরার বড় দুটি সুযোগ হাতছাড়া করে ব্রাইটনই। মিনতেহ ও দিয়েগো গোমেজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন।
২৬ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন লিভারপুলের ডিফেন্ডার গোমেজ। বদলি নামেন বহুল আলোচিত সালাহ। মিশরের তারকা ফরোয়ার্ডকে মাঠে দেখে অ্যানফিল্ডের দর্শকরা বেশ উচ্ছাস দেখা যায়।
বিরতির পর ৬০ মিনিটে জোড়া গোল পূর্ণ করে লিভারপুলের লিড আরেক দফা বাড়ান একিতিকে। ডান দিক থেকে সালাহর নেওয়া কর্নার লাফিয়ে হেডে জালে জড়ান একিতিকে। এরপর ম্যাচের বাকি সময় রক্ষণভাগে কোনো ভুল না করে তিন পয়েন্ট নিয়েই হাসিমুখে মাঠ ছাড়ে লিভারপুল। লিগে তাদের পরের ম্যাচ টটেনহ্যামের বিপক্ষে। আগামী ২০ ডিসেম্বর টটেনহ্যামের মাঠে আতিথেয়তা নেবে স্লটের দল।

বিশ্বকাপের আগে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ অনেকটাই নিশ্চিত। আগামী মার্চে ফিনালিসিমাতে দেখা যাবে লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামালের লড়াই। এই ম্যাচটি ছাড়াও ২০২৬ বিশ্বকাপের আগে একাধিক প্রীতি ম্যাচ খেলতে পারে আলবিসেলেস্তারা।
আর্জেন্টিনার সংবাদমাদ্যম মুন্ডো আলবিসেলেস্তা জানিয়েছে আগামী মার্চে আফ্রিকার দেশ সেনেগালের মুখোমুখি হতে পারে লিওনেল স্কালোনির দল।
সেনেগালের একটি সংবাদমাধ্যম ‘ইকুইপ দু সেনেগাল’-এর বরাত দিয়ে আলবিসেলেস্তা জানিয়েছে, সেনেগালের ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা জাতীয় দল ও সৌদি আরব জাতীয় দলের সঙ্গে খেলার প্রস্তাব পেয়েছে।
আগামী মার্চে আর্জেন্টিনা ফাইনালিসিমা-তে স্পেনের বিপক্ষে খেলবে। লা রোজাদের বিপক্ষে ম্যাচের দিনক্ষণ যদিও এখনো চূড়ান্ত হয়নি। তবে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে অ্যাঙ্গোলা ও পুয়ের্তো রিকো ও ভেনেজুয়েলার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তিনটি ম্যাচেই জয় পেয়েছে মেসিরা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা আছে গ্রুপ জে-তে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।
অপরদিকে, সেনেগাল গ্রুপ আই-এ রয়েছে। এই গ্রুপে সাদিও মানেদের প্রতিপক্ষ ফ্রান্স, নরওয়ে এবং একটি প্লে-অফ বিজয়ী দল।

ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের মনোনয়ন তালিকায় ছিলেন তিন সিনিয়র ক্রীড়া সাংবাদিক— বদিউজ্জামান মিলন, আরাফাত জোবায়ের ও রিফাত মাসুদ। শেষ পর্যন্ত পুরস্কারটি জিতেছেন টি-স্পোর্টসের সিনিয়র রিপোর্টার ও ফুটবল ধারাভাষ্যকার রিফাত মাসুদ।
পল্টনের ফার্স হোটেলে শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যে আটটি ক্যাটাগরিতে ক্রীড়া সাংবাদিকদের পুরস্কার প্রদান করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)।
পুরস্কার জেতার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে রিফাত মাসুদ বলেন,
'আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। টি-স্পোর্টসকে বিশেষ করে ধন্যবাদ। টি স্পোর্টসে আমি কাজের যে পরিবেশ পেয়েছি আমাকে সেটা অনেক বেশি সাহায্য করেছে। আমার সহকর্মী যারা আছেন, আমার বস যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি সামনের দিনগুলোতে তাঁরা আমার উপরে যে আস্থা রেখেছেন, যে বিশ্বাস রেখেছেন সেগুলো আগামী দিনে রাখতে পারবেন এবং আমিও ইনশাল্লাহ কাজে আরও বেশি উন্নতি করতে পারবো।'
বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার ছাড়াও রিফাত মাসুদ আরও দুই ক্যাটাগরিতে চ্যাম্পিয়নের পুরস্কার পেয়েছেন। টিভি রিপোর্টিংয়ে সেরা ইন্টারভিউ ক্যাটাগরিতে জিতেছেন 'আতাউল হক মল্লিক' ট্রফি। এছাড়া ডকুমেন্টারি বিভাগেও সেরা হয়েছেন রিফাত। এই ক্যাটাগরিতে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল নিয়ে টি-স্পোর্টসের জনপ্রিয় অনুষ্ঠান 'দ্য ফুটবল শো'-এর নাভিল খান।
'রনজিৎ বিশ্বাস ট্রফি' জেতাকে বিশেষ উল্লেখ করেছেন জনপ্রিয় এই ক্রীড়া সাংবাদিক,
'এই পুরস্কার সব সময় অনুপ্রেরণার। বিএসপি'র এই এই স্বীকৃতির জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। আমিও তাঁদের মধ্যে একজন। বেশ ভালো লাগছে। আমার সঙ্গে নাভিল খান একই বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছেন, ওটা একটা বিশেষ মুহূর্ত ছিল। আমি আর নাভিল খান একই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছি। তাঁর কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা আছে। তিনি থাকেন বলেই আমরা দু'জন মিলে একটা টিম। এই টিম গেমটা চালিয়ে নিয়ে যেতে চাই ভবিষ্যতে, ইনশাল্লাহ।'
টিভি ডকুমেন্টারি বিভাগে প্রথম রানার্সআপ হয়েছেন নাভিল খান। তবে প্রিয় সহকর্মীর মধ্যে কার কাছে প্রথম পুরস্কার, আর কার কাছে দ্বিতীয় পুরস্কার গেছে এটা মুখ্য নয় বাংলাদেশের ফুটবলের কন্ঠস্বরজুটির একজন রিফাতের কাছে। প্রিয় সহকর্মীর কাছ থেকে এমন কিছু শুনে নাভিল খানও উচ্ছ্বসিত,
'আমি আর রিফাত তো আসলে নিজেদেরকে একই মনে করি। সুতরাং ফার্স্ট, সেকেন্ড যেইটাই হইছে ওইটা টি-স্পোর্টসের কাছে গেছে, মানে হচ্ছে যে আমাদের কাছে গেছে, দ্য ফুটবল শো'র কাছে গেছে। এইটাই হচ্ছে বিশেষ ভালো লাগা।'
'এইটা অবশ্যই অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের জন্য, দুইজনের জন্যই। আর সেইটা হচ্ছে যে ফুটবলটা এভাবেই আসলে ছড়িয়ে যাক, কারণ ফুটবল এভাবেই যদি ছড়ায় আমাদের কাজ করার ইন্সপারেশনটাও আসলে বাড়বে।' যোগ করেন নাভিল খান।
ধানমন্ডি স্পোর্টস ক্লাবের মাঠে গোল্ডেন ফিউচার একাডেমি নিয়ে 'সুবিধাবঞ্চিতদের স্বপ্নের বাহন ফিউচার একাডেমি' শিরোনামে রিপোর্ট করে পুরস্কার জেতেন নাভিল খান। সেটা নিয়ে তিনি বলেন,
'আমার রিপোর্টটা আসলে ছিল সমাজের সুবিধাবঞ্চিত শিশু যারা আছে তাঁদের নিয়ে। ধানমন্ডিতে একটা ফুটবল একাডেমি আছে— গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি। মানে ওদের বিষয়টা আসলে খুব আকর্ষণ করেছিল, যে একটা একাডেমি যারা সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল খেলার সুযোগ করে দিচ্ছে। রিপোর্ট হওয়ার পর প্রভাব হচ্ছে তাঁদের পড়াশোনার দায়িত্বটাও নিয়েছে একাডেমি।'
এই ক্যাটাগরিতে 'গোল করো না, গোল করো না' শিরোনামের রিপোর্ট করে চ্যাম্পিয়নের পুরস্কার জেতেন রিফাত মাসুদ।

ফুটবলে ইতিহাসে অনেক আগেই নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মাঠ কাঁপানোর পর এবার কী ভিন্ন এক জগতে মাতাতে আসছেন পর্তুগিজ মহাতারকা? ফুটবল ক্যারিয়ারের গৌধূলিলগ্নে থাকা ‘সিআর সেভেনকে’ এবার দেখা যেতে পারে চলচ্চিত্রে।
সম্প্রতি জনপ্রিয় সুপারস্টার ভিন ডিজেলের সঙ্গে দেখা গেছে রোনালদোকে। হলিউডের বিখ্যাত মুভি সিরিজ ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ এর অভিনেতা রোনালদোর সঙ্গে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘সবার প্রশ্ন, সে কি ফাস্টের কিংবদন্তিতে থাকবে… বলতে হচ্ছে, সে আসলেই দারুণ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছি..।’ এরপর রোনালদোকে পোস্টে ম্যানশনও করেন তিনি।
এর আগেও চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন রোনালদো। আল নাসরের এই ফরোয়ার্ড হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন প্রোডাকশন হাউস যার নাম ইউআরমার্ভ। ভন এর আগে 'লক, স্টক অ্যান্ড টু স্মোকিং বেরেলস', 'এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস' এবং 'কিংসম্যান' সিরিজের মতো বহু জনপ্রিয় সিনেমা পরিচালনা করে দর্শকদের উপহার দিয়েছেন।
সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রোনালদো নিজেই এই নতুন উদ্যোগের কথা জানিয়ে রোনালদো লিখেছিলেন,
'এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি।'
এবার ফাস্ট এন্ড ফিউরিয়াসের তারকা ভিন ডিজেল কি মজার ছলে রোনালদোকে নিয়ে পোস্ট করেছেন কিনা সেটা স্পষ্ট নয়।তবে যদি রোনালদো সত্যিই উপস্থিত হন, তবে তিনি প্রথম ফুটবলার হবেন না যিনি সিনেমা জগতে পা রেখেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগ সাবেক ফুটবলার ভিনি জোন্স একাধিক সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে আছে ‘স্ল্যাচ’, ‘লক এন্ড স্টক’ এবং ‘টু স্মোকিং ব্যারেলস’। রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এরিক ক্যান্টোনাও অভিনয় জগতে পা রেখেছেন। এমনকি রোনালদো নিজেও ২০১৮ সালের অ্যানিমেটেড সিরিজ ‘স্ট্রাইকার ফোর্স ৭’-এ প্রযোজক এবং ভয়েস কনট্রিবিউটরের ভূমিকায় ছিলেন।
অবসরের পর নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মাঝেমধ্যেই কথা বলেন রোনালদো। ফুটবলের পাশাপাশি পর্তুগালের এই মহাতারকা এরমধ্যেই একাধিক ব্যবসায়ের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। বর্তমানে ফুটবলারদের মধ্যে সবচেয়ে ধনীও ৪০ বছর বয়সী। ভবিষ্যতে কোচিং নয়, বরং কোনো ক্লাবের মালিক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।