এই মৌসুমে এরই মধ্যে চোটের কারণে মিস করেছেন কিছু ম্যাচ। টানা কয়েকটি ম্যাচ খেলে যখন একটু একটু করে নিজেকে ফিরে পাচ্ছিলেন, ঠিক সেই সময়ে আবারও চোট পেলেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে তাই জিরোনা ম্যাচের জন্য শেষ সময়ে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় রোববার রাত ২টায় লা লিগায় জিরোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচের কয়েক ঘণ্টা আগে দলটি পেয়েছে দুঃসংবাদ। বাম পায়ের পেশীতে অস্বস্তি অনুভব করায় ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
আরও পড়ুন
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে রদ্রিগো |
![]() |
ফলে এই ম্যাচে আক্রমণে নতুন কাউকে খেলানোর বিকল্প নেই কার্লো আনচেলত্তির জন্য। আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র আগে থেকেই আছেন মাঠের বাইরে। এই সময়ে পজিশন বদলে কিলিয়ান এমবাপে খেলছেন লেফট উইংয়ে। আর রদ্রিগো স্ট্রাইকার হিসেবে। গোল না পেলেও ফরাসি তারকার সাথে ভালোই জমে যাচ্ছিল তার জুটি।
চলতি মৌসুমে লা লিগায় ১৩টি ম্যাচ খেলেছেন রদ্রিগো। গোল করেছেন ৩টি আর করিয়েছেন একটি।
জিরোনা ম্যাচে তার জায়গাটা নিতে পারেন রদ্রিগোর স্বদেশী এন্দ্রিক। তরুণ এই স্ট্রাইকার এই মৌসুমে এখন পর্যন্ত সেভাবে খেলারই সুযোগ পাচ্ছেন না। লা লিগায় ১০টি ম্যাচ খেললেও বেশিরভাগই বদলি হিসেবে। গোল করেছেন মাত্র একবার।
আরও পড়ুন
ভিনি-নেইমার অনুপস্থিত, রদ্রিগোর সামনে বড় সুযোগ! |
![]() |
পয়েন্ট টেবিলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।
No posts available.
১৪ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম
বার্সেলোনার তারকা স্ট্রাইকার
রবার্ট লেভানদোভস্কি হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। চলতি মাসের শেষদিকে রিয়াল মাদ্রিদের
বিপক্ষে এল ক্লাসিকোতে এই পোলিশ তারকার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আজ এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে,
‘রবার্ট লেভানদোভস্কি বাঁ ঊরুর হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত। তিনি কিছুদিন মাঠের বাইরে থাকবেন। তার ফেরার সময় নির্ভর করবে চোটের অগ্রগতির ওপর।’
স্প্যানিশ গণমাধ্যমের খবরে
বলা হয়েছে, লেভানদোভস্কি অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। ফলে ২৬ অক্টোবর
বার্নাব্যুতে অনুষ্ঠাতব্য এল ক্লাসিকোতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
এর আগে বার্সেলোনা জিরোনার
বিপক্ষে মাঠে নামবে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ৪ গোল করেছেন লেভানদোভস্কি।
লেভানদোভস্কিই নন শুধু,
দলের বাইরে রয়েছেন রাফিনিয়া, গাভি, দানি ওলমো, মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং গোলরক্ষক
জোয়ান গার্সিয়াও। এদের মধ্যে ওলমো প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে ধারণা করা
হচ্ছে।
স্বস্তির খবরও আছে বার্সেলোনার
জন্য। তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও ফারমিন লোপেজ চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে
হংকং, চায়নার বিপক্ষে ফিরতি লেগেও জয়বঞ্চিত বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে
সন্তুষ্ট থাকতে হয়েছে হাভিয়ের কাবরেরার দলকে। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে আজ ম্যাচ
ঘড়ির ৩৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা, ৮৪ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। একের পর এক সুযোগ
নষ্টের কারণে ১-১ ড্র নিয়েই দেশে ফিরতে হচ্ছে জামাল ভূঁইয়াদের।
ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে কাবরেরা বলেন,
‘খুবই টাইট একটা ম্যাচ হয়েছে। আমরা জানতাম শুরু থেকেই এটি খুব কঠিন হবে। বিশেষ করে প্রথম কয়েক মিনিট মাঠের অবস্থা আর দর্শকদের আবহের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছিল। আমি মনে করি, বাংলাদেশ আবারও দুর্দান্ত খেলেছে। স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে, আমরা ৩ পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম। কিন্তু এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে। তবে পয়েন্টের হিসাবের বাইরে গিয়ে বললে, ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।’
এদিন একটা পর্যায়ে ১০ জনের
দলে পরিণত হয় হংকং, চায়না। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। বেশকিছু সহজ সুযোগ
মিস করে সফরকারীরা। এতে এশিয়ান কাপে খেলার আশাও শেষ লাল-সবুজ দলের। তারপরও কাবরেরা
মনে করেন, জয়টা তার দলেরই প্রাপ্য ছিল।
তিনি বলেন,
‘দ্বিতীয়ার্ধেও আমরা প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেছি। আমার মনে হয়, আমরাই জয়ের দাবিদার ছিলাম। আমাদের দলের পরিচয় এখন স্পষ্ট। দলটা ক্রমাগত উন্নতি করছে। যখন মনে হয়েছিল আগের ম্যাচের পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়া কঠিন, তখনও ছেলেরা ভালো ফুটবল খেলেছে। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা সত্যিই মানসম্পন্ন ফুটবল খেলেছি।’
সর্বোপরি ভক্তদের প্রতি অনুরোধ করে কাবরেরা বলেন,
‘আমরা আবার বলব, বিশ্বাস রাখুন। এই বিশ্বাসের পথটা সার্থক। আমরা সবাই একই লক্ষ্যে একতাবদ্ধ। আমরা জানি আমরা খুব ভালো খেলছি, পারফর্ম করছি, কিন্তু তিন পয়েন্টটাই আমাদের অভাব। একবার সেই তিন পয়েন্ট আমরা পেলে নিশ্চিতভাবেই পরবর্তী ধাপে পৌঁছাতে পারব। আশা করি, ভারতের বিপক্ষে পরের ম্যাচেই সেটা হবে।’
হংকং,
চায়নার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর অনেক যদি-কিন্তুর ওপর টিকে ছিল বাংলাদেশের ভাগ্য।
তবে সিঙ্গাপুরের কাছে ভারতের পরাজয়ে নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের বিদায়। এএফসি এশিয়ান
কাপ বাছাই থেকে মূল পর্বের টিকেট পাওয়া হবে না হামজা চৌধুরি, জামাল ভূঁইয়াদের।
বাংলাদেশের
ম্যাচ শেষ হওয়ার পর ঘরের মাঠে সিঙ্গাপুরকে স্বাগত জানায় ভারত। ম্যাচের ১৪ মিনিটে গোল
করে এগিয়ে গেলেও, শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় তারা। সিঙ্গাপুরের হয়ে জোড়া গোল
করেন সং উই-ইয়ং।
বাছাইয়ের
'সি' গ্রুপে চার ম্যাচে ভারত ও বাংলাদেশের নামের পাশে সমান ২ পয়েন্ট। তাদের পক্ষে আর
হংকং, চায়না বা সিঙ্গাপুরকে টপকে গ্রুপের শীর্ষস্থান দখল করা সম্ভব নয়।
এই
গ্রুপ থেকে মূল পর্বের লড়াই এখন মূলত হংকং, চায়না আর সিঙ্গাপুরের মধ্যে। দুই দলই ৪
ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। সামনে মুখোমুখি লড়াইয়ে নামার কথা তাদের। সেই ম্যাচেই নির্ধারণ
হয়ে যেতে পারে, সি গ্রুপ থেকে মূল পর্বে যাওয়া দলের নাম।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের
ফিরতি লেগে পিছিয়ে পড়ার পর রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর অপেক্ষা ছিল
জয়সূচক গোলের। ১০ জনের হংকং, চায়নার বিপক্ষে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি লাল সবুজেরা।
শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় হাভিয়ের কাবরেরার দলকে।
জাতীয় দলের জার্সিতে রাকিবের
গোলসংখ্যা দাঁড়াল ৬। দেশের জার্সিতে সমপরিমাণ গোল করেছেন শেখ মোরছালিন ও তপু বর্মন।
হংকংয়ের বিপক্ষে গোলের পর রাকিব কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। ম্যাচ শেষে তিনি বলেন,
‘বাংলাদেশের জার্সি পরাটাই অনেক গর্বের। আজকে জার্সি পরতে পেরেছি, দেশের হয়ে গোল করতে পেরেছি— আসলে সত্যিই অনেক ভালো লাগছে। আমার এবং দলীয় প্রচেষ্টায় আজ গোলটা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।’
রাকিব জানিয়েছেন, শেষ ১৫ দিন তারা যে কষ্ট করেছেন, তার সুফল পেয়েছেন। তিনি বলেন,
‘শেষ ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি। এটা সেই কষ্টের ফল। আমরা ম্যাচটা অনেক ভালো খেলেছি। প্রতিটা খেলোয়াড় অনেক পরিশ্রম করেছে। যার কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি।’
হংকংয়ের বিপক্ষে ড্রয়ের
পরও আক্ষেপ রাকিবের। গোলমুখে কিছু ভুল না হলে দল জিততে পারত বলে মনে করেন অভিজ্ঞ এই
ফুটবলার। তিনি বলেন, ‘আমরা আজকের ম্যাচটা জিততে পারতাম। কিন্তু অনেক সুযোগ
নষ্ট করেছি।’
সাম্প্রতিক সময়ে ইসরায়েলের যে কোনো ম্যাচ মানেই মাঠের বাইরের উত্তেজনা। ইতালিতে মঙ্গলবার তাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্টেডিয়ামের বাইরে রয়েছে প্রো-ফিলিস্তিনি বিক্ষোভ। স্টেডিয়ামের বাইরে এই বিক্ষোভে অংশগ্রহণ করছে প্রায় দশ হাজার মানুষ।
এই ম্যাচ ঘিরে উত্তর-পূর্ব ইতালির শহর উদিনে পুরো শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। স্নাইপার মোতায়েন করা হয়েছে ইসরায়েল টিম হোটেলের ছাদে।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা। এরই মধ্যে ম্যাচটি সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতালির উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে স্টেডিয়ামের ছাদেও মোতায়েন থাকবে স্নাইপার।
পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ ও সামরিক বাহিনী। ইসরায়েলের টিম বাসকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। বন্ধ রাখা হয়েছে বেশ কিছু দোকানপাট ও রেস্তোরাঁ। যেসব দোকানপাট খুলেছে তাদের জন্য দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা।
উদিনে গত বছরও ইতালি-ইসরায়েল ম্যাচ হয়েছিল। ওই ম্যাচের আগে প্রো-ফিলিস্তিন বিক্ষোভ হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল প্রায় এক হাজার মানুষ। ম্যাচের জন্য এই শহরটি বেছে নেওয়া হয়েছে মূলত এর ভৌগোলিক অবস্থানের কারণে।
স্লোভেনিয়া সীমান্তের কাছে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন এলাকায় অবস্থিত হওয়ায় নিরাপত্তা নিয়ন্ত্রণ সহজ। স্টেডিয়ামের আশপাশে ব্যারিকেড বসিয়ে এলাকাটিকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
২৫ হাজার আসনবিশিষ্ট ব্লুনার্জি স্টেডিয়ামে মাত্র ৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। ধারণা করা হচ্ছে, স্টেডিয়ামে দর্শকের সংখ্যা বিক্ষোভকারীদের চেয়ে কম হতে পারে।
শুধুমাত্র টিকিটধারী দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং প্রত্যেককেই কঠোর তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে।
গ্রপ 'আই'য়ে ৬ ম্যাচের সবকটি জিতে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ইতালি। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইসরায়েল। সমান সংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এস্তোনিয়া। ৫ ম্যাচে কোন পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে মলদোভা।