
দীর্ঘমেয়াদী চোট থেকে সেরে ওঠার পর ফুটবলারদের প্রায়ই দেখা যায় নতুন চোটে পড়তে। নেইমারের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এক বছর পর মাঠে ফেরার কিছুদিন বাদেই আবার চোটের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। স্বাভাবিকভাবেই তাতে জোড়াল হচ্ছে সংশয়ের মেঘ। আল হিলাল ফরোয়ার্ড মনে করেন, যথেষ্ট সাবধানতা বজায় রেখে খেলতে হবে তাকে।
গত বছর অক্টোবরে এসিএল চোট পান নেইমার। ফেরেন গত মাসের শেষের দিকে, আল হিলালের জার্সিতে। সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের এলিট ম্যাচে এস্তেগলালের বিপক্ষে নামেন ৫৮তম মিনিটে। ৩০ মিনিটেরও কম সময় খেলার তার তাকে তুলে নেওয়া হয়। ডান পায়ের পিছনের অংশটি চেপে ধরেন নেইমার। চোখেমুখে অস্বস্তি ছিল স্পষ্ট। ডাগআউটে বসে রাগে বুট ছুঁড়ে মারতে দেখা যায় তাকে।
ম্যাচের পর নেইমার অবশ্য সমর্থকদের প্রতি দিয়েছেন ইতিবাচক বার্তা।
“এটা একটা ক্র্যাম্পের মতো মনে হয়েছিল, তবে এটা খুব তীব্র ছিল! আমি কিছু পরীক্ষা করব এবং আশা করি এটি গুরুতর কিছু নয়। ১ বছর পর মাঠে ফিরে এমন কিছু হওয়া স্বাভাবিক, ডাক্তাররা ইতিমধ্যে আমাকে সতর্ক করেছেন এই ব্যাপারে। আমাকে সতর্ক থাকতে হবে এবং আরও মিনিট খেলতে হবে।”
গত মৌসুমে পিএসজি থেকে আল হিলালে যোগ দেন নেইমার। চোটে পড়ার আগে খেলতে পারেন মাত্র পাঁচটি ম্যাচ। এই মৌসুমেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। আগামী জানুয়ারির আগ পর্যন্ত সৌদি প্রো লিগ ম্যাচগুলোর জন্য তাকে নিবন্ধন করতে পারবে না ক্লাবটি। ফলে আপাতত খেলে যেতে হবে স্রেফ অন্য প্রতিযোগিতায়।
ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারকে নিয়ে খুব তাড়াহুড়া করার ইচ্ছা নেই আল হিলালের। একই অবস্থান ব্রাজিলেরও। চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সাবেক বার্সেলোনা তারকাকে দলে রাখেননি দরিভাল জুনিয়র। তিনিও বলেছেন, নেইমারকে শতভাগ ম্যাচ ফিটপেস ফিরে পেতে সময় দিতে চান তারা।
No posts available.

মৌসুমের শুরু থেকে চোট সমস্যায় ভুগছে বার্সেলোনা। একের পর এক আক্রমণভাগের খেলোয়াড়কে পাচ্ছে না দলটি। এবার খেল বড় ধাক্কা—হ্যামস্ট্রিং চোট থেকে ফেরার পথে নতুন করে ব্যথা অনুভব করেছেন রাফিনিয়া।
প্রায় এক মাস ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান এই উইঙ্গার সম্প্রতি সীমিত অনুশীলনে ফিরেছিলেন। লক্ষ্য ছিল এল ক্লাসিকোয় অন্তত কিছুটা সময় খেলা। কিন্তু দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন, অনুশীলনের সময় আবারও চোটের ঝুঁকিতে পড়েছেন রাফিনিয়া। অন্তত আরও এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
বার্সেলোনার সহকারী কোচ মার্কুস সর্গ সংবাদ সম্মেলনে বলেন, 'রাফিনিয়ার মতো একজন খেলোয়াড়কে যেকোনো দলই মিস করবে। তবে যা হয়েছে, তা মেনে নিয়ে আমাদের সামলাতে হবে।'
আরও পড়ুন
| আল নাসরকে জিতিয়ে রোনালদোর ‘৯৫০’ |
|
চোটের কারণে দানি ওলমো ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনও নেই দলে। দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে রয়েছেন গাভি, টের স্টেগেন, লেভানদভস্কি ও হোয়ান গার্সিয়া।
ফেরান তোরেস সপ্তাহজুড়ে অনুশীলনে ছিলেন, তবে সতর্কতার কারণে জিরোনার বিপক্ষে খেলানো হয়নি। সর্গ জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাঁকে দেখা যেতে পারে সীমিত সময়ের জন্য। লামিন ইয়ামালও চোট থেকে ফিরেছেন।
জুলেন কুন্দেও রয়েছেন দলে, যদিও সপ্তাহের শুরুতে তার চোট নিয়ে শঙ্কা ছিল। তবে সবচেয়ে বড় অনুপস্থিতি ডাগআউটে—টাচলাইন নিষেধাজ্ঞার কারণে এল ক্লাসিকোয় থাকতে পারবেন না প্রধান কোচ হান্সি ফ্লিক।
বার্সেলোনার চোট সংকটের এই সময় এল ক্লাসিকোতে মাঠে নামা দলের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। কোচ নিষিদ্ধ, চোটের কারণে নেই তারকা খেলোয়াড়দের অনেকে। বলাই তো যায়, রিয়ালের বিপক্ষে আজ 'আহত' বার্সেলোনা খেলবে!

ধীরে ধীরে হাজার গোলের কাঙ্খিত মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরই মধ্যে তিনি পৌঁছে গেছেন ৯৫০ গোলের চূড়ায়। আল নাসরকে এনে দিয়েছেন টানা ষষ্ঠ জয়।
সৌদি প্রো লিগের ম্যাচে শনিবার রাতে আল হাজমকে ২-০ গোলে হারায় আল নাসর। প্রতিপক্ষের মাঠে দলের জয়ে একটি করে গোল দেন হোয়াও ফেলিক্স ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
এ নিয়ে লিগের শুরুর ছয় ম্যাচই জিতল আল নাসর। পূর্ণ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে তারা। সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট পাওয়া আল হাজমের অবস্থান ১৪তম।
আরও পড়ুন
| সালাহর গোলের পরও টানা ৪ ম্যাচ হারল লিভারপুল |
|
প্রতিপক্ষের মাঠে পূর্ণ আধিপত্য দেখিয়েই খেলে আল নাসর। ম্যাচের প্রায় ৬৪ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। গোলের জন্য করে মোট ১২টি শট। যার মধ্যে ৭টিই ছিল লক্ষ্য বরাবর। তবে দুটির বেশি গোল তারা পায়নি।
ম্যাচের ২৫ মিনিটে বাম পাশ দিয়ে এগিয়ে দিয়ে দারুণ ক্রস দেন আয়মান ইয়াহিয়া। ডি-বক্সের মাঝে থেকে বেশ খানিকটা লাফিয়ে চমৎকার হেডে বল জালে জড়ান ফেলিক্স।
প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি আল নাসর।
দ্বিতীয়ার্ধে ফিরে ৬০ মিনিটের সময় গোলরক্ষককে একা পান রোনালদো। তবে গোল করতে পারেননি। উল্টো পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন পর্তুগিজ মহাতারকা। ভিএআর দেখে তার আবেদন নাকচ করে দেন রেফারি।
তবে ৮৮ মিনিটে আর ভুল হয়নি রোনালদোর। কিছুক্ষণ আগে বদলি নামা ব্রাজিলিয়ান তরুণ ওয়েসলি গাসোভার পাস থেকে বাম পায়ের টোকায় জালের ঠিকানা খুঁজে নেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। পেশাদার ক্যারিয়ারে এটি তার ৯৫০তম গোল।
ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছে না লিভারপুল। একের পর এক পরাজয়ের ধাক্কায় উল্টো জর্জরিত অবস্থায় পড়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নরা। সবশেষ তারা হেরে গেল ব্রেন্টফোর্ডের কাছে।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতের ম্যাচে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ৪ ম্যাচ হারল তারা।
৯ ম্যাচে ৪ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে নেমে গেছে লিভারপুল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশে ব্রেন্টফোর্ড। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
নিজেদের ঘরের মাঠে দাপুটে ফুটবলই খেলেছে ব্রেন্টফোর্ড। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও গোলের জন্য মোট ১৭টি শট করে ৮টিই লক্ষ্যে রাখে তারা। বিপরীতে লিভারপুলের ১৫টি শটের মধ্যে লক্ষ্য বরাবর ছিল ৫টি।
ম্যাচের পঞ্চম মিনিটেই স্বাগতিক দলকে এগিয়ে দেন ড্যাঙ্গো আউত্তারা। এর পাঁচ মিনিট পর দারুণ সুযোগ হাতছাড়া করেন মোহামেদ সালাহ। পরে ২০ মিনিটের মাথায় ফ্লোরিয়ান ভার্টজও হতাশ করলে সমতা ফেরান হয়নি লিভারপুলের।
উল্টো ম্যাচের ৪৫ মিনিটে স্কোরলাইন ২-০ করে দেন ব্রেন্টফোর্ডের জার্মান উইঙ্গার কেভিন শ্যাড। তবে অতিরিক্ত যোগ করা সময়ে মিলোস কার্কেজের গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায় অল রেডরা।
দ্বিতীয়ার্ধে ফিরে ভুল করে বসেন ভার্জিল ফন ডাইক। ডি-বক্সের মধ্যে তিনি ড্যাঙ্গোকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ব্যবধান ৩-১ করে দেন ইগোর থিয়াগো।
ম্যাচে ফিরতে মরিয়া লিভারপুল বেশ কিছু জোরাল চেষ্টা চালায়। তবে তেমন সফল হয়নি। ম্যাচের ৮৯ মিনিটে মোহামেদ সালাহ গোল করলে ম্যাচে ফেরার আভাস দেয় লিভারপুল। কিন্তু এরপর আর জালের দেখা পায়নি তারা।

তবে কি অনামিশার রাতের অবসান ঘটল ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্যে ? ভোরের আলো বুঝি উঁকি দিতে শুরু করেছে বনেদি ক্লাবটির দুয়ারে। হারতে হারতে ক্লান্ত বিধ্বস্ত ক্লাবটি যে টানা তৃতীয় জয়ের দেখা পেল।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ব্রাইটনের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাথিউস কুনহা ও কাসেমিরোর গোলের পর ব্রায়ান এমবুয়েমোর জোড়া গোলে দারুণ এক জয় পায় রেড ডেভিলরা। ব্রাইটনের হয়ে ব্যবধান কমানো দুটি গোল করেন ড্যারি ওয়েলব্যাক ও চারালাম্পোস কোস্তুলাস।
সান্ডারল্যান্ড ও লিভারপুলের বিপক্ষে জয়ের পর ব্রাইটনের বিপক্ষে দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নয় ম্যাচে ৫ জয়, এক ড্র ও ৩ হারে রুমেন আমোরিমের দলের অর্জন ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে ম্যানচেস্টার সিটি। ১২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ব্রাইটন।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ২৪ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। কাসেমিরোর পাস থেকে প্রায় ২০ গজ দূর থেকে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন কুনহা। মিনিট দশেক পরই ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। এবার গোলদাতার ভূমিকায় কাসেমিরো। লুক শ’ এর অ্যাসিস্ট থেকে বুলেট শট নেন কাসেমিরো। বল ব্রাইটনের মিডফিল্ডার আয়ারির পিঠে লেগে দিক পরিবর্তন করে, তাতে সফরকারী দলের গোলকিপার বার্ট ভারব্রুগেনকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে।
ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধে এগিয়ে থেকে কখনও প্রিমিয়ার লিগ হারের অভিজ্ঞতা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। ৩২৬টি ম্যাচের মধ্যে তারা জিতেছে ৩০১ বার, আর ২৫টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। দুর্দশার মধ্য দিয়ে যাওয়া ক্লাবটি হয়তো এই পরিসংখ্যানেও নির্ভার থাকতে পারছিল না।
৬১ মিনিটে ব্যবধান ৩-০ করেন এমবুয়েমা। বেঞ্জামিন সেস্কোর কাছ থেকে বল পেয়ে দারুণ ড্রিবলিংয়ের পর প্রতিপক্ষের একজনের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে দেন ক্যামেরুনের এই মিডফিল্ডার।
৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর সহজ এক জয়ই দেখছিল ইউনাইটডে। তবে ৭৪ মিনিটে ব্যবধান কমানোর পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেক গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ব্রাইটন। শেষ পর্যন্ত যোগ করা সময়ের সপ্তম মিনিটে জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ৪-২ করেন এমবুয়েলা। কেটে যায় সব শঙ্কা। আর তিন পয়েন্ট অর্জনের স্বত্বি নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

দুই দলের সবশেষ ২২ দেখায় ২০টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তো দুই লেগ মিলিয়ে ১০-০ ব্যবধানের জয়ে এই প্রতিপক্ষকে রীতিমতো তুলোধুনো করে ইউরোপ চ্যাম্পিয়নরা। এবার লিগ ওয়ানে ২০২৫-২৬ মৌসুমেও ব্রেস্টের বিপক্ষে হেসেখেলেই জয় পেয়েছে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে আজ ব্রেস্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি। সহজ জয়ের ম্যাচে জোড়া গোল করেন ফরাসি চ্যাম্পিয়নদের রাইট-ব্যাক আশরাফ হাকিমি। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে শেষ গোলটি আসে দেসিরে দুয়ের নৈপুণ্যে।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে এখন পিএসজি। নয় ম্যাচে ৬ জয়, ২ ড্র ও এক হারে ২০ পয়েন্ট অর্জন লুইস এনরিকের দলের। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্শেই। আজ রাতে লেনসের বিপক্ষে জিতলে পিএসজিকে টপকে শীর্ষে চলে যাবে ক্লাবটি। নয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ব্রেস্ট।
ম্যাচের সব সমীক্ষাতেই দাপট ছিল পিএসজির। ৭৫ শতাংশ বল নিজেদের কাছে রেখে ১৮টি শট নিয়ে আটটি লক্ষ্যে রেখেছে তারা। যেখানে মোট আটটি শট নিয়ে মাত্র দু’টি গোলমুখে রাখতে পেরেছে স্বাগতিক ব্রেস্ট।
প্রধামার্ধের ধীরগতি ছিল দুই দলের খেলাতেই। প্রথম গোলটি আসে ২৯তম মিনিটে। দুর্দান্ত এক ভলিতে জালের বাম কোণে বল পাঠান হাকিমি। দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন মরক্কোর তারকা রাইট-ব্যাক। কাভারাস্কেলিয়ার পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক শটে বল জালে জড়ান হাকিমি।
বিরতির পরও কিছুটা নিস্তেজ মনে হচ্ছিল পিএসজির আক্রমণ। তবে কিছুক্ষণ পরই ম্যাচে ব্যবধান কমানোর সুযোগ পায় ব্রেস্ট। স্বাগতিকদের একটি ক্রস পিএসজির বক্সে ক্যাং ইন-লির হাতে লাগে। রেফারির কাছে পেনাল্টির আবেদন জানায় ব্রেস্ট। প্রায় সাত মিনিট ভিএআর চেকের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে ব্যবধান ২-১ করার সুযোগ হাতছাড়া করেন ব্রেস্টের মিডফিল্ডার ডেল কাস্তিয়ো। স্পট কিকটি নিতে দৌড় শুরুর সময় পা পিছলে যায় তাঁর, বল চলে যায় গোলপোস্টের ওপরে।
এরপর আক্রমণের বেগ বাড়ায় পিএসজি। শেষ পর্যন্ত তৃতীয় গোলটিও পেয়ে যায় তারা। বদলি ফরাসি উঙ্গার দেসিরে দুয়ে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর ব্যবধান ৩-০ করেন। জায়ের-এমেরির দারুণ পাসে থেকে ব্রেস্টের রক্ষণকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন দুয়ে।