দুজন একই সময়ে নাম লিখিয়েছিলেন পিএসজিতে। ফলে শুরু থেকেই নেইমার ও কিলিয়ান এমবাপের মাঝে গড়ে ওঠে দারুণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এরপর সেখানে যোগ দেন ব্রাজিল তারকার প্রিয় বন্ধু লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা তারকার সাথেই বেশি ঘনিষ্ঠতা হয় তার। আর সেটাই নাকি ভালো লাগেনি এমবাপের। নেইমার বলেছেন, মেসি দলে আসায় রীতিমত ঈর্ষাকাতর হয়ে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড!
২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত পিএসজিতে নেইমার ও এমবাপেই ছিলেন সবচেয়ে বড় তারকা। তবে মেসির আগমনে তার দিকেই চলে যায় গোটা বিশ্বের মনোযোগ। আর প্রিয় বন্ধুকে আরও একবার সতীর্থ হিসেবে পেয়ে নেইমার হন ভীষণ খুশি। এই তিনজনের পিএসজিতে দুই বছরের অধ্যায়ে প্রায় খবরে আসত ক্লাবের ভেতর দলাদলির খবর। সেটা যে পুরোটা ভুল ছিল না, নেইমারের কথায় তার প্রমাণ মিলছে।
আরও পড়ুন
এমবাপে যেন অফ সাইডের অন্ধ প্রেমিক |
![]() |
গত বৃহস্পতিবার ব্রাজিল কিংবদন্তি রোমারিওর সাথে এক পডকাস্টে নেইমার তুলে ধরেন মেসির ক্লাবে আগমনের পর এমবাপের নেতিবাচক প্রতিক্রিয়া। “আমরা বেশ কিছু বছর জুটি বেধে খেলেছি, কিন্তু মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্বিত ছিল। সে আমার অন্য কারও সাথে সময় কাটানো ভালোভাবে নিতে পারেনি। আমাদের এসব নিয়ে কথা কাটাকাটি ও হয়েছে। এরপর তার আচরণে পরিবর্তন আসে।”
বার্সেলোনা থেকে নেইমারকে পিএসজি দলে টেনেছিল ট্রান্সফার ফি-এর রেকর্ড গড়ে। ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় তারকা হিসেবে তাকে তুলে ধরার পাশাপাশি শুরু থেকেই দেওয়া হয়েছিল বেশ কিছু অবিশ্বাস্য সুযোগ সুবিধা, যা এর আগে কেউই পাননি। এমনকি এমবাপেও নন। রোমারিও তাই নেইমারের কাছে জানতে চান, তার প্রতি ফরাসি অধিনায়ক বিরক্ত ছিলেন কিনা।
জবাবে এমবাপেকে প্রশংসায় ভাসান নেইমার। “না, তার মাঝে এসব ছিল না। মাঝে আমাদের একটু ঝগড়া হয়েছিল, কিন্তু সে যখন ক্লাবে আসল, আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম। আমি সবসময় বলতাম যে, সে সেরাদের একজন হতে চলেছে। আমি সবসময় তাকে সাহায্য করেছি, তার সাথে কথা বলেছি, সে আমার বাড়িতেও এসেছে, আমরা একসাথে ডিনারও করেছি।”
আরও পড়ুন
এমবাপের সেরাটা বের করার পথ বাতলে দিলেন ভালভের্দে |
![]() |
২০২৩ সালে পিএসজি ছাড়েন নেইমার। এরপর তাকে অনুসরণ করেন মেসিও। আরও এক মৌসুম খেলে গত বছর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। এই মুহূর্তে নেইমার খেলছেন আল হিলালে, আর মেসি ইন্টার মায়ামিতে। গুঞ্জন রয়েছে, দুই প্রিয় বন্ধুকে আবার যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে একসাথে দেখা যেতে পারে এই বছর।
No posts available.
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ এম
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৯ পিএম
গত ১০ সেপ্টেম্বর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রেফারি লাঞ্ছিত হওয়ার ঘটনায় রাজশাহী দলের চার ফুটবলার ও তিন কর্মকর্তাকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আজ রাজশাহীকে শাস্তি দিয়েছে।
গোলাম রাব্বি, জমজম, জনি ও রনি- রাজশাহী জেলার এই চার ফুটবলার বাফুফের আওতাভুক্ত পরবর্তী চার ম্যাচে নিষিদ্ধ থাকবেন। টিম ম্যানেজার রতন, কোচ মাহবুব আলম ও সহকারী কোচ আলমও বাফুফে আয়োজিত ৬ ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না। ব্যক্তিগত শাস্তির পাশাপাশি রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মেজবাহ উদ্দিনের নেতৃত্বাধীন ডিসিপ্লিনারি কমিটি।
আরও পড়ুন
ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান |
![]() |
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নিয়ে বাফুফে সদস্য সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন মিডিয়াকে বলেন,
'রেফারিদের নিরাপত্তা, রেফারিং মানসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে অবগত রয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’
তিনি আরও বলেন,
'রেফারি ম্যাচ কমিশনারকে খেলার পর পরই রিপোর্ট দেবে। ম্যাচ কমিশনার ফেডারেশনকে এরপর দুই রিপোর্টের ভিত্তিতে ফেডারেশন পদক্ষেপ নেবে। সভাপতির নির্দেশনায় আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটি সবকিছু গুরুত্বসহকারে দেখভাল করছি।'
বাফুফের জাতীয় পর্যায়ের ফুটবলের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। ইতোমধ্যে পাঁচ কোটি টাকা পেয়েছে বাফুফে। জেলা ফুটবল এসোসিয়েশন ৬০ হাজার টাকা পাচ্ছে প্রথম ধাপে। পরের ধাপে প্রতি ম্যাচে দলগুলা পাবে ১৫ হাজার টাকা করে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরে আজ মঙ্গলবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দপ্তরের পরিচালক মোস্তফা জামান জানিয়েছেন,
‘২০২৩ সালের কোনো একটা বিষয় নিয়ে দুদক তদন্ত করেছে। সে কারণেই তারা এসেছিল। তবে আমি সে সময়ে অফিসে ছিলাম না। তারা অফিসের কাউকে কিছু বলেওনি, অপেক্ষা করে চলে যায়।’
আরও পড়ুন
ইয়ামালকে নিয়ে তথ্য লুকিয়েছে স্পেন, গণমাধ্যমের প্রতিবেদন |
![]() |
অভিযান পরিচালনাকারী দুদকের সহকারী পরিচালক জুয়েল হাসান জানিয়েছেন,
‘২০২৩-২৪ অর্থ বছরে প্রতিটা জেলাকে সাড়ে তিন লাখ টাকা করে অর্থ বরাদ্দ করা হয়েছিল ক্রীড়া কর্মসূচী করার জন্য। অভিযোগ আছে ভুয়া কাগজপত্রের মাধ্যমে সেই টাকা তুলে নেওয়া হয়েছে। আমরা অফিসে গিয়ে পরিচালককে পাইনি। তবে কিছু কাগজপত্র দেখিছি। তাতে অনিয়ম আছে। সব পরীক্ষা নীরিক্ষা করে প্রতিবেদন জমা দেব।’
হোটেল রুম ছাড়তে চাননি, খেলতে চাননি ম্যাচ । জোর জবরদস্তি ও অনিচ্ছা সত্ত্বেও ব্যথানাশক ইনজেকশন দিয়ে নামানো হয়েছে মাঠে। স্পেন ফরোয়ার্ড লামিন ইয়ামালের ইনজুরি এবং চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ১৮ বর্ষী তারকার অনুপস্থিতি নিয়ে ভীষণ বিরক্ত বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক।
এরই মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া-সংবাদভিত্তিক ওয়েবসাইট গোল ডট কম তাদের প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কের বিপক্ষে ম্যাচের আগে থেকেই ব্যাক পেইনে ভুগছিলেন ইয়ামাল। পিঠের নিচের অংশে (কোমর) তীব্র ব্যথা ছিল তার। তা সত্ত্বেও কোচ তাকে খেলিয়েছেন এবং মাঠে দীর্ঘক্ষণ রেখেছেন।
আরও পড়ুন
বসুন্ধরা কিংসে ফিরলেন ট্রেইনার খলিল |
![]() |
স্পেনের জনপ্রিয় রেডিও কাদেনা এসইআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন দাবি করেছিল ইয়ামাল কোনোপ্রকার শারীরিক সমস্যায় ভুগছেন না। তারা বার্সেলোনাকে জানিয়েছিল, ব্যথার কারণে ইয়ামালের মেরুদণ্ডে ইনজেকশন দিতে হয়েছে। যদিও পরিবর্তে জানা যায়, ইয়ামাল খেলতে চাননি তুরস্কের বিপক্ষের ম্যাচ।
আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলার পর ক্লাবের হয়ে সহসা নামা হচ্ছে না ইয়ামালের। চ্যাম্পিয়নস লিগের নিজেদের প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়েছেন তিনি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও অংশ নেওয়া হয়নি তার। সবমিলিয়ে স্পেন ফুটবল ফেডারেশনের ওপর চড়া ফ্লিক।
আরও পড়ুন
জাতীয় ফুটসালে আইইউবির দুই সাবেক শিক্ষার্থী |
![]() |
৬০ বছর বয়সী স্পেন কোচ বলেছেন,
"ইয়ামালকে আমরা পাচ্ছি না। সে ব্যথা নিয়ে জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছিল, সেখানে তার দেখভাল ঠিকমতো হয়নি। তারা তাকে পেইন কিলার খাইয়ে খেলিয়েছে। দুটি ম্যাচের একটিতে ৭৩ মিনিট পর্যন্ত অন্যটিতে ৭৯ মিনিট পর্যন্ত খেলেছে সে। অথচ দুটি ম্যাচে স্পেন ভালো ব্যবধানে এগিয়ে ছিল।"
ইয়ামাল বার্সেলোনার বর্তমান ও ভবিষ্যৎ। তার ব্যাপারে একটু বেশিই সচেতন কাতালুনিয়ারা। ন্যু ক্যাম্প কর্তৃপক্ষ চাচ্ছে স্পেন ফুটবল ফেডারেশনের সঙ্গে তাদের চলমান বিরোধ কমিয়ে আনতে। মার্কা জানিয়েছে, বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর আইতোর কারাঙ্কার সঙ্গে শিগগিরই বৈঠক করবেন। এই বৈঠকে বেশ কিছু ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
ফিফায় অভিযোগ তুলে বসুন্ধরা কিংসেই ফিরলেন ট্রেইনার খলিল চাকরৌন। তিন দিন আগে ঢাকায় পৌঁছে দ্বিতীয় মেয়াদে কিংসের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার টি-স্পোর্টসকে বিষয়টি নিশ্চিত করেছেন খলিল নিজেই।
ফিফায় অভিযোগ জানিয়ে ফের কোনো বিদেশি কোচ কিংবা ফুটবলারের বাংলাদেশে ফিরে আসা অত্যন্ত বিরল ঘটনা। খলিল চাকরৌন সেই ব্যতিক্রমদের একজন হয়ে ইতিহাস গড়লেন।
খলিল বলেন,
‘‘দু’পক্ষের মধ্যে নতুন চুক্তি হয়েছে। বিগত সমস্যা নিয়ে একটা মধ্যস্থতায় পৌঁছেছি। আমার আইনজীবীকে ফিফায় অভিযোগ প্রত্যাহারের জন্য বলেছি। তিনি ইতোমধ্যে ফিফায় অবহিত করেছেন।’’
আরও পড়ুন
জাতীয় ফুটসালে আইইউবির দুই সাবেক শিক্ষার্থী |
![]() |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। যদিও সর্বশেষ মৌসুমে তারা লিগ শিরোপা হারায়। তবে আবাহনীকে হারিয়ে জিতে নেয় ফেডারেশন কাপের ট্রফি। এছাড়া মৌসুমের শুরুতে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়ে শিরোপা উল্লাস করে বসুন্ধরা কিংস।
এছাড়া, এএফসি চ্যালেঞ্জ লিগে প্রিলিমিনারি রাউন্ড পার করে বসুন্ধরা কিংস এখন গ্রুপ পর্বে খেলার অপেক্ষায়।
আগামী শুক্রবার ঘরোয়া মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে কুমিল্লায় কিংসকে মোকাবিলা করবে মোহামেডান।
প্রথমবারের মতো এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬-এর বাছাই পর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্নযাত্রায় জায়গা করে নিয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) দুই সাবেক শিক্ষার্থী-ইনতিশার মোস্তফা চৌধুরী ও ফয়েজ আহমেদ পিয়াস। দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইনতিশার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে তিন ধাপে অনুষ্ঠিত জাতীয় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬৩০ জনের বেশি খেলোয়াড়ের মধ্য থেকে ১৪ জনের চূড়ান্ত স্কোয়াড গঠন করা হয়েছে। মিডফিল্ডার ইনতিশার আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের এবং ফরোয়ার্ড পিয়াস ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী। আইইউবির অ্যাকাউন্টিং বিভাগের বর্তমান শিক্ষার্থী মেহরাব হোসেন অপি বাছাইয়ের দ্বিতীয় ধাপ পর্যন্ত পৌঁছালেও মূল দলে সুযোগ পাননি।
আরও পড়ুন
পর্তুগাল কোচের বার্তা, ‘যত দিন ইচ্ছা, খেলে যাবে রোনালদো’ |
![]() |
ইনতিশার, পিয়াস ও অপি-তিনজনই আইইউবির অধীনে দেশ-বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং সাফল্য অর্জন করেছেন। এর মধ্যে অন্যতম বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ, ফুটসাল প্রিমিয়ার লিগ, ফিফকো কর্পোরেট প্রিমিয়ার লিগ, এনএসইউ স্পোর্টস কার্নিভাল, উইংস ইউনিভার্সিটি ফুটসাল ও আইইউটি ওআইসি ফুটবল টুর্নামেন্ট। ২০২৪ সালে ইংল্যান্ডের ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যানচেস্টার সিটি কর্পোরেট কাপে রানার্স আপ হয়েছিলেন ইনতিশার ও পিয়াস। এছাড়া, তিনজনই বাংলাদেশ ফুটসাল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।
অর্জন নিয়ে ইনতিশার বলেন,
“বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট পর্যায়ে বছরের পর বছর ধরে খেলা ও অভিজ্ঞতা অর্জনের ফল এই সাফল্য।”
পিয়াস বলেন,
“আইইউবি ফুটবল ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ, টুর্নামেন্টে অংশগ্রহণ এবং সুযোগ-সুবিধার ব্যবস্থা – সব মিলিয়ে আইইউবির সহযোগিতা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ অনেকটা পথ সহজ করেছে।”
আরও পড়ুন
৩১ বছরেই অবসরে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা |
![]() |
আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন,
“জাতীয় ফুটসাল দলে সুযোগ পাওয়ায় ইনতিশার ও পিয়াসকে আন্তরিক অভিনন্দন। এই অর্জন তাদের পরিশ্রম ও খেলাটির প্রতি ভালোবাসার ফসল। একটি বিশ্ববিদ্যালয় মানে শুধু তো পড়াশোনা নয়, বরং শেখা, খেলা এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের সেরাটা দেওয়ার একটা সুযোগ। আইইউবিতে আমরা চেষ্টা করি যাতে প্রতিটি শিক্ষার্থী ক্লাসরুমের বাইরেও নিজের প্রতিভা বিকাশের সব রকমের সুযোগ পায়।”
উল্লেখ্য, এএফসি ফুটসাল বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়, ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর। গ্রুপ ‘জি’-তে বাংলাদেশের সঙ্গী ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।