N/A

১৬ উইকেট হারানোর দিনে বিব্রতকর হার বাংলাদেশের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩১ অক্টোবর ২০২৪, ৫:০৬ পিএম

news-details

টেস্টের আরেকবার হতাশার গল্প বাংলাদেশের। আগেরদিন চার আর টেস্টের তিন নম্বর দিনে ১৬ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানেই সাউথ আফ্রিকার সাথে হার বাংলাদেশের। পাকিস্তানে ইতিহাস গড়ে আসা দলটা ভারতের পর আফ্রিকা, হেরেছে টানা চার টেস্ট। 


৩৮ রান করতেই ২য় দিনের বিকেলে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে বাকি ৪ উইকেট হারাতে অত সময় নেয়নি দল। ৩য় দিন সকালে মাত্র ১০ রান বোর্ডে যোগ করতেই সবাই যাওয়া আসার মিছিলে। 


কাগিসো রাবাদার বাইরে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে ৯ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ক্রিজে টিকে থাকতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ড্যান প্যাটারসনের বলে মিড উইকেটে ক্যাচ দেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ফেরেন কোনো রান না করেই।


মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে মাত্র এক রান। আর অভিষিক্ত অঙ্কন ফেরেন শূন্যতে। দুজনকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৬ তম ফাইফার পূরণ করেন রাবাদা। মাত্র ১ ঘন্টাতেই তছনছ বাংলাদেশের ব্যাটিং। ৪৮ রানে দলের ৮ উইকেট নাই। ম্যাচ জেতা বা ড্রয়ে আশা সর্ম্পূর্ণ বাদ। দল কাঁপছে তখন ফলো অন এড়াতে বাংলাদেশকে।


এত না পারার মাঝেও ক্রিজে মাটি কামড়ে পড়ে ছিলেন মুমিনুল হক আর তাইজুল ইসলাম। কেশভ মহারাজের বলে একবার রিভিউ নিয়ে অবশ্য বাঁচতে হয় মুমিনুলকে। এরপর মুমিনুল রান করে গেছেন আর তাইজুল দিয়েছেন তাকে সমর্থন। অবশেষে এই দুই ব্যাটারের ধৈর্য্যৈময় ৮৯ রানের জুটিতে শেষ হয় প্রথম সেশন। মুমিনুলের ব্যাটে ৭৪ আর তাইজুলের ১৮। ৮ উইকেটে ১৩৭ করে লাঞ্চে যায় বাংলাদেশ। 


তবে লাঞ্চের পর আর বেশিক্ষণ টিকতে পারেনি তাদের জুটি। মুমিনুল-তাইজুলের ২৭ ওভারে করা ১০৩ রানের জুটি ভাঙেন মুথুসামি। ১১২ বলে ৮২ রানে আউট হন মুমিনুল। বন্দরনগরীর ৮ নম্বরের সেঞ্চুরিটা আর পাওয়া হয়নি তার। ৩০ রান করে মাহারাজের বলে আউট হন তাইজুল। ১৫৯ রানে অলআউট ফলো অনে পড়ে বাংলাদেশ।

 

ফলো অনে পড়ে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বোধ করি আলাদা করে আর ব্যাখ্যার দরকার নাই পরের গল্পটা। ১ম ইনিংসের গল্পটাই আরো একবার আপনি শুনে নিতে পারেন। আবারও ব্যাটিং ধ্বস। আউটের ভিন্নতা থাকলেও স্ক্রিপ্টে কোন বদল নাই। 


২য় ইনিংসেও ব্যাটারদের ব্যর্থতা। আগের ইনিংসে ৮২ করা মুমিনুল ফেরেন শূন্য করে। ৪৭ রানে ৫ উইকেট হারানোর পর ১৪৩ রানে অলআউট হয় শান্তর দল। ইনিংস আর ২৭৩ রানে ম্যাচ হেরে সাউথ আফ্রিকার কাছে ২-০ তে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ।

No posts available.

bottom-logo