২ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পিএম
কানপুর টেস্টে চতুর্থ দিন পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল একটাই, তা হল ড্র। তবে প্রথম তিন দিনে মাত্র ৩৫ ওভার হওয়া ম্যাচের শেষ দিনের শুরুতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ দাঁড়ায় ম্যাচ বাঁচানোর। দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ায় সেটা আর সম্ভব হয়নি। কয়েকজন আউট হয়েছেন প্রশ্নবিদ্ধ আগ্রাসী শট খেলতে গিয়ে। তবে বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেছেন, স্রেফ টিকে থাকার লক্ষ্যে ব্যাট করতে চাননি তারা।
২ উইকেটে ৩৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের সামনে এই ম্যাচে জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল আগেরদিনই। তাই উচিত ছিল পঞ্চম দিনে দুই বা তিন সেশন যতোটা সম্ভব ব্যাট করে ভারতকে জয়বঞ্চিত করা। তবে অধিনায়ক নাজমুল হাসান শান্ত বিস্ময়করভাবে সেট না হয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন রিভার্স সুইপ খেলে। মুশফিকুর রহিম লাঞ্চের আগে শেষ বলে জাসপ্রিত বুমরাহকে স্লগ করতে গিয়ে হন বোল্ড। এছাড়াও আর কয়েকজনের ব্যাটিং দেখা বোঝার উপায় ছিল না, আদতেই কি ম্যাচ বাঁচাতে লড়তে কিনা বাংলাদেশ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে অবশ্য বলেছেন, ইতিবাচক ব্যাটিংই করতে চেয়েছিলেন তারা। “আমরা টিকে থাকা নিয়ে ভাবিনি, আমরা দলের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ব্যাটার যদি মনে করে সে অ্যাটাকিং বা সুইপ শট খেলতে পারবে, সে খেলতেই পারে। মুমিনুল কাল দারুণ ব্যাট করেছে। তবে যেভাবে অনেকে উইকেট দিয়ে এসেছে তা হতাশাজনক। ভারত বোলিং পরিবর্তন করলেই আমরা উইকেট হারিয়েছি। নতুন বলে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় আমরা নিইনি।”
বাংলাদেশকে এই অল্প সময়ের মধ্যেই এই টেস্টে হারানোর জন্য ভারত বেঁছে নিয়েছিল অতি আগ্রাসী ব্যাটিং। প্রথম ইনিংসে ৫২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে মাত্র ৩৪.৪ ওভার খেলেই। ওভারপ্রতি ৮ রানের বেশি নিয়ে করে ২৮৫ রান। ক্রিকেট ইতিহাসের দ্রততম দলীয় ৫০ থেকে শুরু করে ২৫০ রান সবই রোহিত শর্মার দল করে এই ইনিংসে।
বাংলাদেশ দল যে এই ধরনের ব্যাটিংয়ে ঘাবড়ে গিয়েছিল, সেটা মেনে নিলেন হাথুরুসিংহে। “এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে। ভারতের এমন এপ্রোচ আমরা আগে দেখিনি। রোহিত ও ওর দলকে কৃতিত্ব দিতেই হবে, এমন এপ্রোচে ম্যাচ জয়ের জন্য। তবে আমাদের পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন।”
নানা বাস্তবতায় ধারণা করা হচ্ছে, সাকিব আল হাসান চাইলেও মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে হয়ত এই ফরম্যাটকে বিদায় জানাতে পারবেন না তিনি। তবে হাথুরুসিংহে বলছেন ভিন্ন কথা। “আমি এমন কিছু শুনিনি যে এটাই তার শেষ ম্যাচ। আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা সিরিজেও সে খেলবে, আমি এমনটাই জানি।”
৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে
১৯ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে
২৫ দিন আগে
২৭ দিন আগে