
বড় দলগুলোকে উড়িয়ে হংকং সিক্সেসে চমক দেখিয়ে ফাইনালে উঠেছিল কুয়েত। সেমি-ফাইনালেও হারিয়েছে তারা ইংল্যান্ডকে। তবে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়াই করেও হেরে গেছে ইয়াসিন প্যাটেলের দল। মং ককে আব্বাস আফ্রিদির অলরাউন্ড ঝলকে কুয়েতকে ৪৩ রানে হারিয়ে হংকং সিক্সেস চ্যাম্পিয়ন পাকিস্তান।
মিশন রোড গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুয়েতের অধিনায়ক ইয়াসিন। আব্বাস ও আবদুল সামাদের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। জবাবে ৫.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রানে থেমে যায় কুয়েতের ইনিংস।
১৩৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে কুয়েতের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ওভারে তোলে ৩২ রান। দ্বিতীয় ওভারে ৮ বলে ৫ ছক্কায় ৩২ রানে ফেরেন ওপেনার আদনান ইদ্রিস। মিট ভাবসার করেন ১২ বলে ৩৩ রান। তারপর দ্রুত উইকেট হারায় তারা। ২ ওভারে ২৯ রান দিয়ে পাকিস্তানের স্পিনার মায়াজ সদাকাত নিয়েছেন ৩ উইকেট। ১৪ রানে ১ উইকেট নেন আব্বাস।
তার আগে ৫ ছক্কা ও ২ চারে সামাদের ১৩ বলে ৪২, খাজা নাফের ৬ বলে ২২ ও আব্বাসের ১১ বলে অপরাজিত ৫২ রানের সৌজন্যে ৩ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। আব্বাসের ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ২টি চার। কুয়েতের ভাবসার নিয়েছেন ৩ উইকেট।
No posts available.

কুয়েতের জয়যাত্রা থামানোর যেন কেউ নেই! হংকং সিক্সেস টুর্নামেন্টে একের পর এক চমক দেখিয়ে ফাইনালে উঠে গেছে কুয়েত।
মংকংয়ের মিশন রোড মাঠে রোববার দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়েছে কুয়েত। আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ১৪২ রানের পুঁজি পায় তারা। জবাবে ১০৬ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।
গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকেট পেয়েছিল কুয়েত। পরে শেষ আটের লড়াইয়ে আফগানিস্তানকে চমকে দিয়ে সেরা চারে পৌঁছায় তারা। আর এখানে তারা হারিয়ে দিল ইংল্যান্ডকে।
শিরোপা নির্ধারণী ম্যাচে কুয়েতের প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ে হেরেছিল কুয়েত।
সেমি-ফাইনাল ম্যাচে ৬টি করে চার-ছক্কায় ১৫ বলে ৬২ রানের ইনিংস খেলেন মিত ভাবসার। এছাড়া আদনান ইদ্রিস ৮ বলে ৩০ ও রবিজা সান্দুরান ৮ বলে করেন ২১ রান।
ইংল্যান্ডের পক্ষে ২৯ রানে ৩ উইকেট নেন ইথান ব্রুকস।
রান তাড়ায় জয়ের তেমন সম্ভাবনাই জাগাতে পারেনি ইংল্যান্ড। ওপেনার টবি অ্যালবার্ট ৩টি করে চার-ছক্কায় ১২ বলে ৩২ ও চার নম্বরে নেমে জেমস কোলস ২ চার ও ৭ ছক্কায় ১৮ বলে করেন ৫০ রান।
১২ রানে ২ উইকেট নেন বিলাল তাহির।

শেষ ওভারে প্রয়োজন ৩০ রান। প্রথম ৪ বলে ২৩ রান করে ফেলল অস্ট্রেলিয়া। শেষ দুই বলে দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়ালেন আব্দুল সামাদ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মাত্র ১ রানে জয় পেল পাকিস্তান। একইসঙ্গে ফাইনালে পৌঁছে গেল তারা।
হংকং সিক্সেসের সেমি-ফাইনালে রোববার অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপার খুব কাছে চলে গেছে পাকিস্তান। মংকংয়ের মিশন রোড মাঠে আগে ব্যাট করে ২ উইকেটে ১২১ রান করে পাকিস্তান। জবাবে অস্ট্রেলিয়া থামে ৫ উইকেটে ১২০ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সামাদ ও খাজা নাফে। ২ চার ও ৪ ছক্কায় ১৩ বলে ৩৪ রান করেন সামাদ। নাফের ব্যাট থেকে আসে ১ চারের সঙ্গে ৭ ছক্কায় ১৪ বলে ৫০ রান।
এছাড়া ৩ ছক্কায় ৫ বলে ১৯ রান করেন অধিনায়ক আব্বাস আফ্রিদি।
পরে রান তাড়ায় মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সেখান থেকে পাল্টা আক্রমণ করেন অধিনায়ক অ্যালেক্স রস। ৩ চার ও ৪ ছক্কায় ৮ বলে ৩৬ রান করেন তিনি।
এছাড়া ক্রিস গ্রিন ৩ চার ও ৫ ছক্কায় ১২ বলে করেন ৪৬ রান। অ্যান্ড্রু টাই শেষ দিকে ১০ রান করতে খেলেন ৫ বল। একদম শেষ বলে গিয়ে হেরে যায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় সেমি-ফাইনালে লড়ছে ইংল্যান্ড ও কুয়েত। জয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে পাকিস্তান।

আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ড। পরপর তিন ম্যাচে ফল এলো শেষ ওভারে। দ্বিতীয় টি-টোয়েন্টির মতো তৃতীয়টিতেও শেষ ওভারে গিয়ে কপাল পুড়ল ক্যারিবিয়ানদের।
নেলসনে তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ রানে জিতেছে নিউ জিল্যান্ড। আগে ব্যাট করে তারা পায় ১৭৭ রানের পুঁজি। জবাবে একপর্যায়ে ৮৮ রানে ৮ উইকেট হারালেও লড়াই না থামিয়ে ১৬৮ রান পর্যন্ত যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে গিয়ে জিতেছিল সফরকারীরা। পরের দুই ম্যাচে কাইল জেমিসনের দারুণ বোলিংয়ে শেষ ওভারে জয় পেল কিউইরা। ফলে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে তারা।
রান তাড়ায় আরও একবার হতাশ করেন ওয়েস্ট ইন্ডিজের ওপরের সারির ব্যাটাররা। আমির জাঙ্গু (৪ বলে), শাই হোপ (৩ বলে ১), আলিক আথানেজ (২৩ বলে ৩১), আকিম অগাস্ত (১৬ বলে ২৪), শেরফান রাদারফোর্ডরা (৪ বলে ২) তেমন কিছু করতে পারেননি।
আগের ম্যাচে ঝড় তোলা রভম্যান পাওয়েলও দ্রুত ফিরে গেলে মাত্র ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে যায় ক্যারিবিয়ানরা।
পাল্টা আক্রমণ করে নবম উইকেটে মাত্র ৩৯ বলে ৭৮ রান যোগ করেন রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে নবম উইকেটে এটিই সর্বোচ্চ জুটি।
শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রান। শেফার্ডের ছক্কা-চারে সমীকরণ নেমে আসে ৯ বলে ১৩ রানে। ওভারের শেষ বলে দুর্দান্ত ফিরতি ক্যাচে ২০ বলে ৩৯ রান করা স্প্রিঙ্গারের বিদায়ঘণ্টা বাজান জ্যাকব ডাফি।
পরে ৬ বলে ১২ রানের সমীকরণ মেলাতে পারেননি শেফার্ড। শেষ ২ বলে ১০ রান বাকি থাকতে ছক্কার খোঁজে লং অফে ধরা পড়েন ৩৪ বলে ৪৯ রান করা অলরাউন্ডার।
নিউ জিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন ডাফি ও ইশ সোধি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে নিউ জিল্যান্ড। ১০ ওভারের মধ্যে তারা করে ফেলে ১ উইকেটে ৯৬ রান। এরপর শেষটা প্রত্যাশামাফিক পায়নি তারা। বাকি ১০ ওভারে ৮ উইকেটে করে ৮১ রান।
৬ চার ও ২ ছক্কায় ৩৪ বলে দলের সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। চার নম্বরে নামা ড্যারেল মিচেলের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪১ রান।
এছাড়া টিম রবিনসন ২১ বলে ২৩ ও রাচিন রবীন্দ্র ১৫ বলে ২৬ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন ম্যাথু ফোর্ড ও জেসন হোল্ডার।
একই মাঠে সোমবার সিরিজের চতুর্থ ম্যাচে লড়বে দুই দল।

হাবিবুর রহমান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ে বড় সংগ্রহ পেল বাংলাদেশ। পরে বল হাতে দক্ষীণ আফ্রিকার ব্যাটারদের আটকে রেখে দলকে দারুণ জয় এনে দিলেন আবু হায়দার রনি ও জিসান আলম।
হংকং সিক্সেসে রোববার প্লেট সেমি-ফাইনালে প্রোটিয়াদের ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। মং কংয়ের মিশন রোড মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ০৩ উইকেটে ১২৮ রান করে তারা। জবাবে ১২৫ রানে থামে দক্ষিণ আফ্রিকা।
কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়া ৪ দলকে নিয়ে চলছে এই প্লেট পর্ব। অন্য সেমি-ফাইনালে হংকংয়ের কাছে হেরেছে আফগানিস্তান। প্লেট ফাইনালে এখন লড়বে বাংলাদেশ ও হংকং।
প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৪টি ছক্কা মারেন সোহান। পরের ওভারে জিসান আলমের ব্যাট থেকেও আসে ৪টি ছক্কা।
একই ছন্দ ধরে রেখে মাত্র ১৩ বলে ১ চার ও ৮ ছক্কায় ৫৪ রান করে বাধ্যতামূলক অবসরে যান সোহান। আর ৭ বলে ২৪ রান করে রান আউট হন জিসান।
শেষ দিকে নেমে ৩ চার ও ২ ছক্কায় ৮ বলে ২৭ রান করেন মোসাদ্দেক।
রান তাড়ায় প্রথম ১৫ বলে ৫৯ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১০ বলে ৩৮ রান করে ফেরেন আব্দুল্লাহ বায়ুমি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষের ২০ বলে ৪৪ রানের বেশি নিতে পারেনি প্রোটিয়ারা।
দুই ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন রনি। জিসান ১ ওভারে ১৫ রানে নেন ২ উইকেট।

নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তদন্ত কমিটির প্রধান বা আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। বাকি দুই সদস্যরা হলেন—বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
বৃহস্পতিবারই বিসিবি জানিয়েছিল তদন্ত কমিটি গঠন করা হবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে তারা। এরই প্রেক্ষিতে শুক্রবার তিন সদস্য কমিটির নাম প্রকাশ করলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।