দীর্ঘ ৬ মাস পর ভারতের মাটিতে টেস্ট ক্রিকেট ফিরে আসছে। এই সিরিজের দু’টি ম্যাচই বাংলাদেশ ও ভারত দু’টি দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ।
ভারত পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে দাঁড়িয়ে আছে। এখন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতলে ফাইনালে তাদের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলবে। অস্ট্রেলিয়া সিরিজটা তখন নির্ভার থেকে খেলতে পারবেন কোহলি-রোহিতরা। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের সুবাদে চতুর্থ স্থানে রয়েছে টাইগাররা। বাংলাদেশ যদি কোনরকমে একটি টেস্ট জিতে যায় তবে উজ্জ্বল থাকবে ফাইনালে খেলার সম্ভাবনা।
টেস্ট ক্রিকেটের পাল্লায় বাংলাদেশ দল এখন চমক জাগানিয়া! সাম্প্রতিক টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানোর পর টাইগারদের সামর্থ্য সম্পর্কে শ্রদ্ধা বেড়েছে ক্রিকেট বিশ্বের। কিন্তু ভারতীয় দল তাদের নিজের উঠোনে প্রায় অজেয়, অপ্রতিদ্বন্দ্বী। দেশের মাটিতে এক যুগেরও বেশি সময় অপরাজিত তারা। বাংলাদেশ কি পারবে সেখানে আচড় কাটতে?
চেন্নাইয়ে প্রথম টেস্টের আগে স্টেডিয়ামের পিচ নিয়ে গবেষণা কম হচ্ছে না। ভারতে, পিচগুলি সিরিজের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং চিন্নাস্বামীর উইকেট এর থেকে আলাদা হবে না।
এই উইকেট স্পিনারদের স্বর্গ, ইতিহাস তাদের পক্ষে। লাল মাটি ও কালো মাটির দু’টি উইকেট পাশাপাশি প্রস্তুত রয়েছে। খেলা যে উইকেটেই হোক না কেন লড়াই কঠিন হয়ে গেলে স্পিনাররাই ভূমিকা রাখবেন ফল নির্ধারণে- এটা মোটামুটি নিশ্চিত।
আসুন এবার দেখি- কোন উইকেট কেমন আচরণ করে? একটি লাল মাটির পিচ ঐতিহ্যগতভাবে স্পিনারদের সহায়তা করে, তবে এটি প্রথম দুই দিনে ভাল বাউন্স ক্যারি করে। উইকেটে পানি শোষণ ক্ষমতা কম বলে ভাঙতে দেরি হয়। এসময় ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেন, পেসাররাও সফল হতে পারেন। অর্থাৎ উইকেট ভাঙার আগ পর্যন্ত বড় ইনিংস দেখার সম্ভাবনা আছে। তবে লাল মাটির উইকেটে তৃতীয়দিনে যখনই ফাটল ধরবে তখন থেকেই নিস্ক্রিয় হয়ে যেতে পারেন পেসাররা, স্পিনাররা ছড়ি ঘোরাতে পারেন।
অন্যদিকে কালো মাটির উইকেটে পানি শোষণ ক্ষমতা বেশি থাকায়। এটা প্রথমদিন থেকেই বাউন্স ক্যারি করে না। পেসাররা কোন অবস্থাতেই এই উইকেট থেকে ফায়দা তুলতে পারে না। উইকেট ভাঙতেও সময় নেয়। চতুর্থ ও পঞ্চমদিনে স্পিনারদের বল বনবন করে ঘোরে। তবে তার আগে প্রথম তিনদিনে বড় বড় ইনিংস দেখা যেতে পারে।
এখন উইকেট যেরকমই হোক না কেন ইতিহাস বলে যে টস জয়ী অধিনায়কের প্রথমে ব্যাট করা উচিত, কারণ ফাটল ধরা উইকেটে চতুর্থ ও পঞ্চমদিনে কোন অধিনায়কই ব্যাট করতে চাইবেন না! তবে খেলা যদি লাল মাটির উইকেটে হয়, তবে ভিন্ন চিন্তা করতেও পারেন রোহিত শর্মা।
৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে
১৯ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে
২৫ দিন আগে
২৭ দিন আগে