ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে না পারায় স্বাভাকিবভাবেই হতাশ বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় জয়টা প্রায় হাতের মুঠোয় এসে পড়েছিল নিগার সুলতানা জ্যোতিদের। তবে আম্পায়ারের একাধিক ভুল সিদ্ধান্তে কপাল পোড়ে বাংলাদেশ নারী দলের।
ভারতের গোয়াহাটিতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৭৯ রানের লক্ষ্য দেওয়ার পরও দুর্দান্ত বোলিংয়ে জয়ের ঘ্রাণ পেতে শুরু করেছিল জ্যোতিরা।
আরও পড়ুন
বাংলাদেশের কামব্যাক নাকি আফগানিস্তানের হ্যাটট্রিক |
![]() |
১০৩ রানে ইংলিশদের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ৩ নম্বরে নামা নাইটের ১১১ বলে ৭৯ রানের ইনিংসই শেষ পর্যন্ত বাংলাদেশের পথেঁর কাঁটা হয়ে যায়। দু’বার জীবন পেয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ইংলিশ ব্যাটার।
অথচ গোল্ডেন ডাক মেরে ফিরতে পারতেন নাইট। মারুফার দ্বিতীয় ওভারে উইকেটের পেছনে ক্যাচ দেন নাইট। উইকেটকিপার নিগার সুলতানার ক্যাচে মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্তও দেন। কিন্তু যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তৃতীয় আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালান সেই সিদ্ধান্ত বাতিল করে দিলে বেঁচে যান নাইট।
এরপর ১৩ রানে আবার জীবন পান নাইট। তাঁর ক্যাচ মুঠোবন্দি করেন স্বর্ণা আক্তার। কিন্তু টিভি আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালান এবারও একই কারণে ইংলিশ ব্যাটারকে আউট দিলেন না।
পরে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ইনিংস খেলেন নাইট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন ম্যাচে মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট নেওয়া ফাহিমা খাতুন, ‘এটা খুবই দুঃখজনক। আমরা খুবই নিশ্চিত ছিলাম ওটা আউট ছিল। আমরা সেভাবেই আবেদন করেছিলাম। আউট হওয়ার পরেও যখন দেওয়া হয়নি, তখন একটু হতাশ হয়ে গিয়েছিলাম।’
আরও পড়ুন
২ বার ক্যাচের পরও আউট দেননি ভারতের আম্পায়ার, অবাক নাইট |
![]() |
হিদারকে নাইটকে ফেরাতে পারলে ফল বাংলাদেশের পক্ষেও আসতে পারতো বলেই মনে করেন ফাহিমা, ‘আমি মনে করি, হিদার নাইটের উইকেট খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই সময় উইকেটটা গেলে ভিন্ন কিছু হতে পারত।’
ম্যাচের পর নাইটই নিজেই জানিয়েছেন, আউট হয়েছেন ভেবেছিলেন তিনি। ইংলিশ ব্যাটার বলেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। এটা আমার জন্য একেবারেই নতুন। আমি ভেবেছিলাম বলটা পরিষ্কারভাবেই ক্যাচ হয়েছে এবং সেটা একটা ন্যায্য ক্যাচ, সেই কারণেই আমি স্বেচ্ছায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। তবে তৃতীয় আম্পায়ার ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন।’
বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী শুক্রবার একই ভেন্যুতে কিউই মেয়েদের মুখোমুখি হবে জ্যোতিদের দল।
No posts available.
তিন সংস্করণ মিলে ভারতের হয়ে ৫০তম ম্যাচ খেলছেন যশস্বী জয়সওয়াল। সে ম্যাচটি আবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই মাঠে আজই প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন ভারতের তরুণ ব্যাটার। তবে জয়সওয়ালের মনোমুগ্ধ ব্যাটিংয়ে প্রথম দর্শনেই যেন প্রেম দিল্লির সঙ্গে!
জয়সওয়ালের দুর্দান্ত সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন আজ ভারত তুলেছে ৩১৮ রান। ওয়েস্ট ইন্ডিজ বোলাররা তপ্ত রোদে শুধু খেটেই গেছেন, বিপরীতে সারা দিনে নিতে পেরেছেন শুধু দুটি উইকেট। তিন পেসার ও তিন স্পিনার ব্যবহার করেছে উইন্ডিজ। ঘূর্ণি জাদুতে উইকেট দুটি নিয়েছেন জোমেল ওয়ারিক্যান।
দিনের ৯০ ওভারের মধ্যে ৫৩টি করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। নতুন বলে পেসাররা ছিলেন ব্যর্থ। তাঁদের দারুণভাবে সামলে ওপেনিং জুটিতে ভারতের ওপেনার জয়সওয়াল ও লোকেশ রাহুল যোগ করেন ৫৮ রান। ইনিংসের ১৮তম ওভারে প্রথম টেস্টে সেঞ্চুরি করা রাহুলকে স্টাম্পিংয়ের সৌজন্যে ফেরান ওয়ারিক্যান। ৩৪ বলে ৩৮ রান আসে তাঁর ব্যাট থেকে।
দ্বিতীয় উইকেটে স্পিন সামলে দলের স্কোর ২৫১ রানে পৌঁছে দেন জয়সওয়াল ও সাই সুদর্শন। ততক্ষণে সপ্তম টেস্ট সেঞ্চুরি উদযাপন করে নেন জয়সওয়াল। দুজনে নির্বঘ্নে কাটিয়ে দেন দ্বিতীয় সেশন। সুদর্শনও হাঁটছিলেন তিন অঙ্কের পথে। তৃতীয় সেশনে তাঁর আক্ষেপ বাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার ব্রেক-থ্রু এনে দেন ওয়ারিক্যান। ১৬৫ বলে ১২ চারে ৮৭ রানে ফেরেন সুদর্শন।
তৃতীয় সেশনে ৬৭ রানের আরেকটি অবিচ্ছিন্ন জুটি গড়েছেন অধিনায়ক শুবমান গিল ও জয়সওয়াল। ২০ রানে অপরাজিত গিল। ১৭৩ রান থেকে কাল দ্বিতীয় আবারও ব্যাটিংয়ে নামবেন জয়সওয়াল। ইনিংসে এখন পর্যন্ত মেরেছেন ২২টি চার। টেস্টের উদ্বেধনী দিনে ভারতের হয়ে কোনো ব্যাটারের চতুর্থ সর্বোচ্চ রান তোলার রেকর্ড এটি।
বর্তমানে ফুটবল বিশ্বের সেরা তারকাদের একজন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ উইঙ্গারকে নিয়ে তাই স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহের কোনো কমতি নেই। ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার কি করছেন, কোথায় যাচ্ছেন সবই যেন আলোচনার বিষয়বস্তু।
ইয়ামাল সম্প্রতি আলোচনায় এসেছেন মাঠের বাইরে নানা কারণে। জন্মদিনের জাঁকজমকপূর্ণ আয়োজন, সামাজিক মাধ্যম ব্যাক্তিত্ব ফাতি ভাজকেসের সঙ্গে সম্পর্কের গুঞ্জনসহ নানা প্রসঙ্গে। তাতে মাঠের পারফরম্যান্সের চেয়ে তার ব্যক্তিগত জীবনই যেন সংবাদ শিরোনাম দখল করে নিয়েছে।
ইয়ামালের ব্যাক্তি জীবন টেনে অনেকে তো গেল গেল রবও তুলছেন। তবে এই প্রসঙ্গে ইয়ামাল পাশে পাচ্ছেন তাঁর ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে। বার্সা ফুটবলারের ব্যাক্তিজীবন নিয়ে মাথা ঘামাতে নিষেধ করলেন ফরাসি ফরোয়ার্ড।
আরও পড়ুন
পাকিস্তান সফরে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা |
![]() |
‘মুভিস্টার প্লাসকে’ দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে ইয়ামাল প্রসঙ্গে এমবাপে বলেন, ‘মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা বলে, কিন্তু আমি মনে করি সবাই ওকে একা থাকতে দেওয়া উচিত। হ্যাঁ, সে দারুণ ফুটবলার হতে পারে, কিন্তু দিন শেষে সে কেবলই ১৮ বছরের এক তরুণ—যে ভুল করবে, ভালো কিছু করবে, আবার খারাপও করবে। সময়ের সঙ্গে সঙ্গে নিজের জীবন থেকেই সে শিখে নেবে, কোনটা তার জন্য ভালো, কোনটা নয়।’
অল্প বয়সে খ্যাতির চূড়ায় ওঠার অভিজ্ঞতা আছে এমবাপেরও। ফলে তিনি ভালো করেই জানেন, তরুণ ফুটবলারদের ওপর গণমাধ্যম ও জনমতের চাপ কতটা কঠিন হতে পারে। তার মতে, মাঠের বাইরের ছোটখাটো ভুলগুলো স্বাভাবিক, কারণ শেষ পর্যন্ত একজন ফুটবলারের আসল বিচার হয় মাঠের পারফরম্যান্সেই।
ইয়ামালের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে এমবাপে আরও বলেন, ‘আমাদের উচিত শুধু মাঠে সে কী করছে সেটাতেই মনোযোগ দেওয়া। মাঠের বাইরের বিষয়গুলো গুরুত্বপূর্ণ নয়, যদি না সেগুলো খুব গুরুতর হয়। শেষ পর্যন্ত সে অত্যন্ত প্রতিভাবান এক খেলোয়াড়, আমি আশা করি সে নিজের পথে এগিয়ে যাবে—আর আমি তার জন্য শুভকামনা জানাই।’
আন্তর্জাতিক বিরতিতে ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের মুখোমুখি হবে কিলিয়ান এমবাপের ফ্রান্স। আর আগামীকাল স্পেনের প্রতিপক্ষ জর্জিয়া। অবশ্য চোটে থাকা ইয়ামালকে ছাড়াই মাঠে নামবে ‘লা রোজারা’।
অ্যাশেজ শুরু হতে আরও ছয় সপ্তাহ বাকি। এর মধ্যেই অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পিঠের চোটে জুলাই থেকে মাঠের বাইরে থাকা এই পেসারকে নিয়ে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ফিটনেস রেসটা এখন ‘টাইট’ হয়ে আসছে। কোচের কথা অনুযায়ী, সময় কমে আসছে, পুরোপুরি ফিট হওয়ার মতো যথেষ্ট সময় হয়তো আর থাকছে না কামিন্সের।
৩২ বছর বয়সী কামিন্স শেষবার খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুলাইয়ে। তারপর থেকেই পুনর্বাসনে আছেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ২১ নভেম্বর পার্থে প্রথম টেস্ট মিস করতে পারেন, এমনকি পুরো সিরিজ থেকেই ছিটকে পড়ার শঙ্কাও আছে।
তবে আজ ম্যাকডোনাল্ড জানালেন, আশার আলো এখনো নিভে যায়নি। তিনি বলেন, ‘অধিনায়কের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে এখন অনেক বেশি ইতিবাচকতা আছে। কিন্তু অ্যাশেজের মতো সিরিজের ধকল সামলাতে হলে অন্তত চার-সাড়ে চার সপ্তাহের বোলিং প্রস্তুতি লাগবে।’
আরও পড়ুন
পাকিস্তান সফরে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা |
![]() |
ম্যাকডোনাল্ড সতর্ক করে বলেন, ‘বাস্তবতা হলো, সময়টা এখন টাইট হয়ে আসছে। আমরা এখনো আশাবাদী, আশান্বিত। তবে আগামী সপ্তাহে আমরা সম্ভবত ভালোভাবে বুঝতে পারব, সে কোথায় আছে।’
তবু অস্ট্রেলিয়া কোচ মনে করছেন, কামিন্স পুরোপুরি তৈরি না থাকলেও দলভুক্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাঁর ভাষায়, ‘ও যদি সামান্য কম প্রস্তুতও থাকে, তবুও আমরা ভাবব তাকে দলে রাখার বিষয়টি।’
অস্ট্রেলিয়ার সফল পেসারদের একজন কামিন্স। এখন পর্যন্ত ৩০৯ টেস্ট উইকেট নিয়েছেন, বোলিং গড় ২২.১০। নিজেদের মাঠে তিনি আরও ভয়ঙ্কর—১৭৭ উইকেট নিয়েছেন, গড় ১৯.৯২। শুধু ইংল্যান্ডের বিপক্ষেই তাঁর শিকার ১৯ টেস্টে ৯১ উইকেট।
ইংল্যান্ড কামিন্সের অবস্থাকে দেখছে কিছুটা বাড়তি সুবিধা হিসেবে। দলের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক স্বীকার করেছেন, কামিন্স না খেললে সেটি ইংল্যান্ডের জন্য ‘বোনাস’ হবে, তবে কোনো বিকল্পকেও হালকাভাবে নেওয়া যাবে না।
ব্রুক বলেন, ‘প্যাট কামিন্স অনেক বছর ধরে দারুণ এক বোলার। ওর গতি আর নিখুঁত দক্ষতা একসঙ্গে কাজ করে। ও না থাকলে অবশ্যই আমাদের জন্য বোনাস।’সতর্ক করে যোগ করেন, ‘তাদের দলে অসাধারণ সব বোলার আছে। আমি নিশ্চিত, ওরা কারও না কারও জায়গায় দক্ষ বোলার নামাবে। কাউকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
আরও পড়ুন
মারুফাকে নিয়ে সুখবর দিল বিসিবি |
![]() |
নিজ দলের অধিনায়ক বেন স্টোকসকেও পুরো সিরিজে পাওয়া যাবে বলে আত্মবিশ্বাসী ব্রুক। ভারত সিরিজের পর থেকে কাঁধের চোটে ভুগছেন স্টোকস, টানা চার সিরিজে সম্পূর্ণ ফিট ছিলেন না তিনি।
ব্রুক বলেন, ‘আমি ভাইস-ক্যাপ্টেন হিসেবে খুব বেশি কিছু করতে হয় না। সবাই জানে স্টোকসি কেমন—অসাধারণ নেতা, মাঠে আর মাঠের বাইরে সব জায়গায় দারুণ প্রভাব রাখে। আমি ওর পাশে কাজ করতে মুখিয়ে আছি। আমার পূর্ণ বিশ্বাস, সে সব পাঁচটি টেস্ট খেলবে। সে এক জন যোদ্ধা, সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা আত্মবিশ্বাসী এবং চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত।’
পাকিস্তান সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিংয়ের চোটে সফর থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার কুয়েনা মাফাকা। গত সপ্তাহে ঘরোয়া চারদিনের ম্যাচে চোট পেয়েছেন তিনি।
মেডিকেল পরীক্ষা শেষে জানা গেছে, তাঁর হ্যামস্ট্রিংয়ে গ্রেড ১-২ মাত্রার টান লেগেছে। অন্তত চার সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও পাকিস্তানের বিপক্ষে পুরো সাদা বলের সিরিজজে পাওয়া যাবে না ১৯ বছর বয়সী এই তরুণ পেসারকে।
মাফাকার পরিবর্তে নামিবিয়া ও পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার অটনিল বার্টম্যান। আর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার লিজাড উইলিয়ামস।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর। প্রথম ম্যাচ রাওয়ালপিন্ডিতে। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর পরের দুটি ম্যাচ হবে লাহোরে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৪ নভেম্বর।
আগামী পরশু থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ অক্টোবর। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ সিরিজটি।
পাকিস্তানকে হারিয়ে শুভ যাত্রার পর ইংল্যান্ডের বিপক্ষে হোঁচট খায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের ইংলিশ মেয়েদের বিপক্ষে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন নিগার সুলাতানারা। আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ও হিদার নাইদের বীরত্বে শেষটা সুন্দর হয়নি টাইগ্রেসদের। তবে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পালা।
নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের আগেই সুখবর পেল দল। পেসার মারুফ আক্তারকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বিসিবির বরাত দিয়ে আজ রাতে ক্রিকবাজ জানিয়েছে, মারুফা আগামী ম্যাচের জন্য প্রস্তুত। ওয়েবসাইটটিকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন,
‘সে (মারুফা) এখন বোলিং করছেন এবং কোনো ধরনের ব্যথা অনুভব করছেন না। সে (মারুফা) ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে বোলিং করতে চেয়েছিলেন। কিন্তু টিম ম্যানেজম্যান্ট রিস্ক নিতে চাননি।’
ইংল্যান্ডের বিপক্ষে নিজের করা পঞ্চম ওভারের শেষ দিকেই পায়ের পেশিতে টান অনুভব করায় আর বোলিং চালিয়ে যেতে পারেননি মারুফা। তার অনুপস্থিতিতে দলের পরিকল্পনায় বড় ধাক্কা লাগে। মাঝের ওভারগুলোতে প্রয়োজনীয় ব্রেক থ্রু নিতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত হার নিয়ে ফিরতে মাঠ ছাড়তে হয় দলকে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও দারুণ বোলিং করেছিলেন মারুফা। ৩১ রান খরচায় নিয়েছিলেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে আরও দুটি উইকেট তুলেন মারুফা।