
২০২৪ বিশ্বকাপের ফাইনালে জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার ফুল টস বল ছয় মারতে চেয়েছিলেন ডেভিড মিলার। লং–অফে সুর্যকুমার যাদব অবিশ্বাস্য এক ক্যাচ নেন। বল ফেলে না দিয়ে বাউন্ডারি লাইন পার হয়ে আবার ভিতরে এসে ধরে ফেলেন ভারত অলরাউন্ডার।
যদি সেদিনের সেই বলটি ছক্কা হতো, প্রোটিয়াদের সামনে ভালো সুযোগ থাকত। কিন্তু তা হয়নি। শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয় দক্ষিণ আফ্রিকার।
আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও ৬২ দিন বাকি। তার আগে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে স্মৃতিচারণ করেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে এই ব্যাটার। আগামীকাল থেকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু প্রোটিয়াদের। তার আগের দিন সংবাদ সম্মেলনে মিলার জানিয়েছেন, আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও ভালো পারফর্ম করতে প্রস্তুত তারা।
তিনি বলেন,
“এ নিয়ে (বিশ্বকাপ) আমি ভিন্ন ভিন্ন মানুষ এবং এমন সব দলের সঙ্গে কথা বলেছি, যারা বছরের পর বছর নানা ট্রফি ও বিশ্বকাপ জিতেছে।”
মিলার বলেন,
“আমি মনে করি না বিশ্বকাপ জেতার জন্য একটি নির্দিষ্ট রেসিপি আছে। আমি মনে করি, এটা একটি দলগত প্রচেষ্টা, যেখানে ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা সবাই অংশগ্রহণ করে।”
২০২৪ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েছিলেন মিলার। পরে স্ত্রী ক্যামিলা তাকে সান্ত্বনা দেন।
No posts available.
১০ ডিসেম্বর ২০২৫, ৪:৩৭ পিএম
১০ ডিসেম্বর ২০২৫, ৪:২০ পিএম

টানা দুবার আইপিএলের দলে থেকেও টুর্নামেন্ট শুরুর আগে সরে দাঁড়ান হ্যারি ব্রুক। এ জন্য শাস্তিরমুখে পড়েন ইংলিশ ব্যাটার। নতুন আইপিএল নিয়মে, ২০২৮ মৌসুমের আগে আর কোনো আইপিএলে খেলতে পারবেন না তিনি। নতুন নিয়মে প্রথম ক্রিকেটার হিসেবে নিষেধাজ্ঞার শিকার ব্রুক।
আইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পর এবার বড় সুখবর পেলেন ব্রুক। ‘দ হান্ড্রেডের’ সবচেয়ে দামি ক্রিআইপিএল থেকে নিষিদ্ধ হওয়ার পর এবার বড় সুখবর পেলেন ব্রুক। ‘দ হান্ড্রেডের’ সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনি। ফ্র্যাঞ্চাইজিগুলো রিটেনশন চুক্তি সম্পন্ন করেছে। ব্রুক ২০২৬ দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলবেন প্রায় পাঁচ লাখ পাউন্ড মূল্যের চুক্তিতে।
ক্রিকইনফোর প্রতিবেদন, ব্রুকের বর্তমান দল নর্দার্ন সুপার-চার্জার্স এখন নতুন নামে সানরাইজার্স লিডস হিসেবে খেলবে। তাঁর সঙ্গে ৪ লাখ ৭০ হাজার পাউন্ড মূল্যের চুক্তি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৬৫ লাখ টাকা। টুর্নামেন্টের সবচেয়ে দামি ক্রিকেটার হতে পারেন তিনি।
ব্রুক গত দুই মৌসুমে নর্দার্ন সুপারচার্জার্সের অধিনায়কত্ব করেছেন। আইপিএল থেকে দুই বছরের নিষেধাজ্ঞা থাকলেও দ্য হান্ড্রেডে বড় চুক্তি নিশ্চিত করেছেন।
এই বছর দ্য হান্ড্রেডের চুক্তি ও পরিচালনা ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। আগের পাঁচ মৌসুম পর্যন্ত সব ফ্র্যাঞ্চাইজি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হতো, এবার হোস্ট কাউন্টি ও প্রাইভেট ইনভেস্টররা যৌথভাবে দায়িত্ব নেবেন। খেলোয়াড় ধরে রাখার নিয়মও বদলেছে, যেখানে দলগুলো সর্বোচ্চ চা খেলোয়াড় নিলামের আগে কিনতে পারবেন। অন্তত একজন অবশ্যই আগের বছরের দল থেকে হতে হবে।
ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই রিটেনশন চুক্তি সম্পন্ন করেছে। সানরাইজার্স লিডস ব্রুকের সঙ্গে ব্রাইডন কার্স ও মিচেল মার্শকেও দলে নিয়েছে। ওয়েলশ ফায়ারের সঙ্গে ফিল সল্টের চুক্তি হয়েছে সাড়ে ৪ লাখ মূল্যে।
মেয়েদের দ্য হান্ড্রেডেও চুক্তি চলছে। মারিজান কেপ লন্ডন স্পিরিটে যাচ্ছেন, মেগ ল্যানিং ম্যানচেস্টার সুপার জায়ান্টসে, লরেন বেল সাউদার্ন ব্রেভের সঙ্গে নতুন চুক্তি করেছেন এবং ফ্রেয়া কেম্প ওয়েলশ ফায়ারে যোগ দিচ্ছেন।
সব দলের রিটেনশন চূড়ান্ত করতে হবে আগামী ১৬ জানুয়ারির মধ্যে। তারপরে মার্চে হবে প্রথম অকশন। আগামী বছরের ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত হবে দ হান্ড্রেড।

আন্তর্জাতিক ক্রিকেটে দুই ভাইয়ের একসঙ্গে একই দলে খেলার ঘটনা আছে অনেক। এবার আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেখা যেতে পারে যমজ দুই ভাইয়ের একসঙ্গে খেলার ঘটনা। জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন মাইকেল ব্লিগনট ও কিয়ান ব্লিগনট।
তারা দুজন জিম্বাবুয়ের সাবেক পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ডি ব্লিগনটের সন্তান।
জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। যেখানে বড় খবর মূলত যমজ ভাইদের জায়গা পাওয়া।
খেলোয়াড়ি জীবনে জিম্বাবুয়ের জার্সিতে ৭৪ ম্যাচে মাঠে নেমেছেন অ্যান্ডি ব্লিগনট। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেছেন হার্ড-হিটিং অলরাউন্ডার। বাবার মতোই অলরাউন্ডার যমজ দুই ভাই মাইকেল ও কিয়ান।
'সি গ্রুপে ইংল্যান্ড, পাকিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে। পেসার সিমবারাশে মুদজেঙ্গেরেরের অধিনায়কত্বে খেলবে তারা। এছাড়া গত বছরের বিশ্বকাপ খেলা নাথানিয়েল হ্লাবাঙ্গানাও আছেন ১৫ জনের দলে।
আগামী ১৫ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ঘরের মাঠে উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে স্কোয়াড
সিমবারাশে মুদজেঙ্গেরেরে (অধিনায়ক), কিয়ান ব্লিগনট, মাইকেল ব্লিগনট, লিরয় চিওআউলা, তাতেন্দা চিমুগোরো, ব্রেন্ডন সেনজেরে, নাথানিয়েল হ্লাবাঙ্গানা, তাকুদজওয়া মাকোনি, পানাশে মাজাই, ওয়েবস্টার মাধিধি, শেলটন মাজভিতোরেরা, কুপাকওয়াশে মুরাদজি, ব্র্যান্ডন ন্দিওয়েনি, ধ্রুব প্যাটেল ও বেনি জুজে।

জমে উঠেছে ভারতের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির র্যাঙ্কিংয়ের লড়াই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলে শীর্ষে ওঠার লড়াইয়ে রোহিতের ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি।
আজ আইসিসির সবশেষ হালনাগাদে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন কোহলি। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রোহিত শর্মার চেয়ে মাত্র ৮ পয়েন্ট পিছিয়ে তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে দুই সেঞ্চুরি ও এক ফিফটিসহ তিন ম্যাচে ৩০২ রান করে সিরিজসেরা হন কোহলি। আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজে রোহিত-কোহলির র্যাঙ্কিংয়ের লড়াই জমে উঠতে পারে।
লোকেশ রাহুল দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে। কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের তালিকায় তৃতীয়। উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি কক (১৩তম), এইডেন মার্করাম (২৫তম) ও টেম্বা বাভুমা (৩৭তম)।
আরও পড়ুন
| ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের কোচিং প্যানেলে কার্তিক |
|
টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস তিন ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় আট নম্বরে। ভারতের অক্ষর প্যাটেল (১৩তম), আর্শদীপ সিং (২০তম) ও জাসপ্রিত বুমরাহ (২৫তম) বোলারদের তালিকায় উন্নতি করেছেন।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। অ্যাশেজ সিরিজে দুর্দান্ত ফর্মে স্টার্ক বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম দুই টেস্টে ১৮ উইকেট নিয়েছেন স্টার্ক।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের হ্যারি ব্রুক দুই ধাপ নেমে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চারে রয়েছেন। তাঁর জায়গায় কেন উইলিয়ামসন দ্বিতীয় ও স্টিভেন স্মিথ তিনে উঠেছেন। শীর্ষে রয়েছেন জো রুট।
নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র নয় ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের তালিকায় ১৫তম। টম লাথাম ছয় ধাপ এগিয়ে ৩৪তম। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ১৯ ধাপ এগিয়ে ৪৮তম, জাস্টিন গ্রিভস ১৬ ধাপ এগিয়ে ৬০তম।

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল লন্ডন স্পিরিটের মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার দিনেশ কার্তিক। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে আইপিএলের বাইরে এটি তার প্রথম কোচিং দায়িত্ব।
এই খবর নিশ্চিত করে স্পিরিটের ডিরেক্টর অব ক্রিকেট মো ববাট এক বিবৃতিতে বলেন, “দিনেশকে দলে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ছোট ফরম্যাট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার বিশাল অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য।”
“তিনি সবসময় ভিন্নভাবে চিন্তা করেন, দারুণ এনার্জি নিয়ে কাজ করেন। তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে। শীর্ষ পর্যায়ে এমন একজনকে যুক্ত করা আমাদের উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। আমরা চাই খেলোয়াড়রা সর্বোচ্চ মানের সহায়তা পাক।”
আইপিএল ক্যারিয়ার শেষ করার পর ২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) একই ধরনের ভূমিকা পালন করেন কার্তিক। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবেও নানান জায়গায় কাজ করছেন।
আরও পড়ুন
| বিপিএল খেলেছেন আমলা-স্মিথ-ওয়ার্নার-আর্চাররাও |
|
এর পাশাপাশি তিনি এখনও সক্রিয় ক্রিকেটারও। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি লিগে শারজাহ ওয়ারিয়ার্সের হয়ে খেলছেন।
নিজের নতুন দায়িত্ব সম্পর্কে কার্তিক বলেন, “লন্ডন স্পিরিটে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। মো, এমসিসি এবং টেক টাইটান্সের পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে শুনে আমি নিজেও এই যাত্রার অংশ হতে আগ্রহী হই।”
“লর্ডসে পুরো গ্রীষ্ম কাটানো আমার কাছে স্বপ্নপূরণের মতো। এখানেই আমার আন্তর্জাতিক অভিষেক এবং শেষ টেস্ট দুটোই হয়েছে। মাঠটা আমার কাছে খুবই বিশেষ। আগামী মৌসুমে দারুণ সব ক্রিকেটারের সঙ্গে কাজ করতে এবং দলকে এগিয়ে নিতে মুখিয়ে আছি।”
হান্ড্রেডের পাঁচ মৌসুমে এখনও ফাইনালে উঠতে পারেনি লন্ডন স্পিরিট। ৪০ বছর বয়সী দিনেশ কার্তিক ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন- ২৬টি টেস্ট, ৯৪টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি। আইপিএল ছাড়াও তিনি এসএটোয়েন্টি ও আইএলটি-টোয়েন্টিতেও খেলেছেন।

আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। প্রতিবারের মতো বিপিএলের এবারের আসরেও দেখা যাবে একধাঁক পাকিস্তানের তারকা ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ জানিয়েছে, বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ এনওসি বা অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ১০ জন খেলোয়াড়কে। শর্ত অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই বিপিএল খেলার অনুমতি পেয়েছেন তারা।
এবারের এনওসি তালিকায় সবচেয়ে আলোচিত নাম পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার হায়দার আলী। ইংল্যান্ডের ম্যানচেস্টারে গত সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল পিসিবি। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পর্যাপ্ত প্রমাণের অভাবে গত ২৫ সেপ্টেম্বর মামলাটি খারিজ করে দেয়।
পিসিবি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিপিএলে খেলতে আর কোনো বাধা নেই এই তারকার। নিলাম থেকে ২৫ হাজার ডলারে হায়দার আলীকে দলে ভিড়িয়েছে বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।
হায়দার আলী ছাড়াও বিপিএলে অংশ নিতে আসছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, খাজা নাফে ও মোহাম্মদ ইহসানউল্লাহর মতো ক্রিকেটাররা।