চলতি মাসে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের প্রাইজমানিতে বড়সড় চমক উপহার দিলো আইসিসি। এক ধাক্কায় ৪ গুণ বাড়ানো হলো বিশ্বকাপের প্রাইজমানি। যার ফলে অর্থ পুরস্কারের অঙ্ক এখন ছেলেদের বিশ্বকাপের চেয়েও বেশি।
সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এই ঘোষণা দিয়েছে আইসিসি।
পুরো টুর্নামেন্টের মোট প্রাইজমানি থাকবে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। ২০২২ সালে মেয়েদের সবশেষ বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার। আর ২০২৩ সালে ভারতে হওয়া ছেলেদের বিশ্বকাপে মোট প্রাইজমানি দেওয়া হয়েছিল ১ কোটি ডলার।
মেয়েদের বিশ্বকাপের ১৩তম আসরের চ্যাম্পিয়নরা পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার। যা গত আসরের তুলনায় প্রায় সাড়ে ৩ গুণ। ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার ডলার। আর ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ছেলেরা ফাইনাল জিতে পেয়েছিল ৪০ লাখ ডলার।
আরও পড়ুন
অর্পিতাদের একাংশ ঢাকায়, ভুটান লিগে সাফজয়ী নীলা |
![]() |
সব মিলিয়ে বিশ্বকাপের প্রাইজমানি এতোটাই বাড়ানো হয়েছে যে, অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কেউ যদি সব ম্যাচ হেরেও যায়, তবু বিশ্বকাপ থেকে তারা প্রায় সাড়ে ৬ কোটি টাকা পাবে।
বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের জন্য নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ ডলার পুরস্কার। আর এর সঙ্গে সপ্তম ও অষ্টম হওয়া দলকে দেওয়া হবে আরও ২ লাখ ৮০ হাজার ডলার। অর্থাৎ সব ম্যাচ হারলেও এই ৫ লাখ ৩০ হাজার ডলার অর্থ পুরস্কার নিশ্চিত যে কোনো দলের জন্য।
এবারের রানার্সআপ দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। গত আসরে এটি ছিল ৬ লাখ ডলার। আসরের সেমি-ফাইনাল থেকে বাদ পড়া দুই দলের জন্য থাকবে ১১ লাখ ২০ হাজার ডলার করে। তিন বছর আগের বিশ্বকাপে যা ছিল ৩ লাখ ডলার।
এছাড়া পঞ্চম ও ষষ্ঠ হওয়া দুই দল পাবে ৭ হাজার ডলার করে। আর গ্রুপ পর্বে প্রতিটি জয়ে উইনিং বোনাস থাকবে ৩৪ হাজার ৩১৪ ডলার।
আরও পড়ুন
রেকর্ড গড়ে শেষ আটে ‘সর্বকনিষ্ঠ’ আলকারাজ |
![]() |
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, মেয়েদের খেলাধুলায় সবার আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রাখবে প্রাইজমানি বাড়ানোর এই সিদ্ধান্ত।
“এই ঘোষণা নারীদের ক্রিকেট যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। পুরস্কার অর্থ চার গুণ বৃদ্ধির পদক্ষেপ নারী ক্রিকেটের জন্য ঐতিহাসিক। আমাদের বার্তা সহজ—পেশাদারভাবে এই খেলাকে বেছে নিলে নারী ক্রিকেটাররা পুরুষদের সমান মর্যাদা পাবেন।”
“এই বৃদ্ধি সেই লক্ষ্যই সামনে আনে- একটি বিশ্বমানের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও দর্শকদের অনুপ্রাণিত করা। নারী ক্রিকেট এক অসাধারণ উন্নতির পথে রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা নিশ্চিত যে এই গতি আরও বাড়বে। আমরা সব অংশীদার, ভক্ত, গণমাধ্যম, পৃষ্ঠপোষক ও সদস্য বোর্ডগুলোর প্রতি আহ্বান জানাই- নারী ক্রিকেটকে সমর্থন করুন, এটি যেন প্রাপ্য স্বীকৃতি ও সম্মান পায় তা নিশ্চিত করুন।”
আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে বিশ্বকাপের নতুন আসর। ভারতের গুয়াহাটি, ইন্দোর, নাভি মুম্বাই ও বিশাখাপত্তম এবং শ্রীলঙ্কার কলম্বোতে হবে টুর্নামেন্টের সব খেলা। প্রায় ৩৩ দিনের লড়াই শেষে ২ নভেম্বর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।
No posts available.
৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৮ পিএম
৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫২ পিএম
প্রায় এক যুগের অপেক্ষার পর নতুন সভাপতি পেল ক্রিকেটারদের দেখভাল করার সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নির্বাচনে বিপুল ব্যবধানে জিতে এই সংগঠনের প্রধান হলেন মোহাম্মদ মিঠুন।
বিসিবি একাডেমি ভবনে বৃহস্পতিবার দুপুরে হওয়া ভোটে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারি সেলিম শাহেদকে ১৫৪-৩৪ ভোটে হারান মিঠুন। সন্ধ্যা গড়ানোর আগে ফল ঘোষণা হলে নতুন সভাপতিকে বরণ করে নেন ক্রিকেটাররা।
২০১৪ সালের অনানুষ্ঠানিক বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর থেকেই কোয়াবের দায়িত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল। দীর্ঘ ১১ বছর পর এবার নতুন সভাপতি ও কার্যকরী পরিষদ পেল ক্রিকেটারদের এই সংগঠন।
গত বছর সরকার পতনের পর থেকেই লোকচক্ষুর অন্তরালে দুর্জয়। তাই স্বাভাবিকভাবেই চলে যায় তার সভাপতিত্ব। নতুন নেতৃত্ব পাওয়ার লক্ষ্যে গত মার্চে সেলিম শাহেদকে প্রধান করে সাজানো হয় ১৩ সদস্যের একটি অ্যাডহক কমিটি।
আরও পড়ুন
কাজাখস্থানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ |
![]() |
কয়েক মাসের নানান আলোচনার পর অবশেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় নির্বাচন। সভাপতি ছাড়া অন্য পদগুলোতে অবশ্য ভোটের প্রয়োজন পড়েনি। সিনিয়র সহ-সভাপতি হিসেবে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও সহ-সভাপতি হিসেবে নুরুল হাসান সোহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর বাইরে কার্যকরী পরিষদের সদস্য হিসেবেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
কোয়াবের নতুন কার্যকরী পরিষদ
সভাপতি: মোহাম্মদ মিঠুন
সিনিয়র সহ-সভাপতি: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ
সহ-সভাপতি: নুরুল হাসান সোহান
সদস্য: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াবের ভোট। দুপুর ৩টার পর শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত সভাপতি পদে ভোট দিয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা।
জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের জন্য এটি অন্যরকম অভিজ্ঞতা। কারণ এর আগে কখনও জাতীয় নির্বাচনেও ভোট দেননি তিনি। এবার কোয়াবের নির্বাচনে ভোট দিয়ে তাই বেজায় খুশি ৩১ বছর বয়সী এই ব্যাটার।
বিসিবি একাডেমি ভবনে কোয়াবের নির্বাচনে ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নিজের অনুভূতি জানান সোহান।
“কোয়াবের ইলেকশন আগে একটা সিলেকশনের মতো ছিলো। আমি আসলে আগে এমন ইলেকশন দেখিনি। জাতীয় নির্বাচনের ভোটও আমি দেইনি কখনও। আজকে এখানে প্রথম ভোট দিলাম। এখানে এসে ভালো লাগছে, সিনিয়র অনেক আছে যাদের সাথে কয়েক বছরে দেখাও হয়নি।”
আরও পড়ুন
বিশ্বকাপে স্টেডিয়ামেই ‘কোর্ট’ বসাবে মরক্কো |
![]() |
“আমরা যারা এখনও খেলছি, গেল কয়েক দিন থেকে এটা নিয়ে কথা হচ্ছিল। আমার মনে হয় একটা ভালো পরিবেশে হয়েছে সব। ধন্যবাদ দিতে চাই যারা এই অবস্থাটা তৈরি করতে পারছে, যারা ম্যানেজ করেছে। আমার মনে হয়, ভালো একটা পরিবেশ আমরা দেখা করতে পারছি।”
কোয়াবের এই নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও এখনও খেলে যাওয়া মোহাম্মদ মিঠুন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়ে গেছেন সোহান।
এর বাইরে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
আরও পড়ুন
আরও বাড়ছে আইপিএলের টিকিটের দাম |
![]() |
তবে সহ-সভাপতি হিসেবে সোহানের দায়িত্বটা একটু বেশিই। ক্রিকেটারদের ভালোমন্দ দেখভাল করার সংগঠনে নতুন এই পরিচয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য খেলা সহজ করতে চান সোহান।
“যেহেতু ক্রিকেটের সঙ্গে আছি, ক্রিকেট খেলছি, আমাদেরও একটা দায়িত্ব আছে। আমাদের নিচে যারা আছে তাদের নিয়ে ঐভাবে চিন্তা করা। ক্রিকেটের মাধ্যমেই আমি আজকের সোহান হতে পেরেছি।”
“ছোট ছোট বাচ্চারা যারা আসছে, আমি যেহেতু খুলনাতে ছিলাম সেটার কথাই জানি বেশি, আমরা যে সময় প্রাকটিস করতাম, একটা পরিবেশ ছিল প্রাকটিস করার। এখন সেই ধরনের সুযোগ পাচ্ছে না বাচ্চারা। এই জায়গা থেকে ক্রিকেটার হিসেবে বলি বা মানুষ হিসেবে বলি, একটা দায়িত্ব থাকবে সবাই যেন সুযোগটা পায়।”
আইপিএল প্রেমীদের জন্য এসেছে দুঃসংবাদ। আরও স্পষ্ট করে বললে স্টেডিয়ামে বসে যারা আইপিএল উপভোগ করতে চান তাদের খরচ বাড়ছে। টিকিট কেটে বিশ্বের সেরা এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট দেখতে হলে সামনে পকেট থেকে খসবে অতিরিক্ত অর্থ।
ভারত সরকার বুধবার ‘নতুন প্রজন্মের জিএসটি সংস্কার’ ঘোষণা করেছে। ফলে এতদিন পর্যন্ত যেখানে আইপিএলের টিকিটের উপর ২৮ শতাংশ হারে কর থাক, এখন এই সংস্কারের ফলে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ শতাংশে।
আগে ১ হাজার রুপি মূল দামের একটি টিকেটের দাম করসহ দাঁড়াত ১ হাজার ২৮০ রুপি। এখন জিএসটি সংস্কারের ফলে দাঁড়াবে ১ হাজার ৪০০ রুপি।
আরও পড়ুন
বিশ্বকাপের টিকেটে ‘ডায়মানিক প্রাইস’, ৭ হাজার টাকা থেকে শুরু |
![]() |
এই পরিবর্তনের মধ্য দিয়ে আইপিএলকে ভারতের সর্বোচ্চ জিএসটি (পণ্য ও সেবা কর) শ্রেণিতে ফেলা হয়েছে। যেখানে ক্যাসিনো, রেস ক্লাব ইত্যাদি বিলাসবহুল সেবাগুলোও রয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন কর হার কার্যকর হবে।
তবে কম মূল্যের টিকিটের দর্শকদের জন্য আছে সুখবর। টিকিটের মূল্য যদি ৫০০ টাকার কম হয়, তাহলে কর হবে ১৮ শতাংশ, যা আগে ছিল ২৮ শতাংশ।
আরও পড়ুন
এশিয়া কাপের দল ঘোষণা স্বাগতিক দলের |
![]() |
ফলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বা লখনৌর একানা স্টেডিয়ামের কিছু স্ট্যান্ড যেখানে কম দামি টিকিট বিক্রি হয়, সেখানে তুলনামূলক কম অর্থ খরচ করেই আইপিএল দেখতে পারবেন দর্শকরা।
শুধু আইপিএলই নয়, প্রো কবাডি লিগ (পিকেএল) ও ইন্ডিয়ান সুপার লিগ (আএসএল) এর ম্যাচের টিকিটের দামও বাড়বে।
স্টেডিয়ামে বসে আইপিএল দেখতে অতিরিক্ত অর্থ গচ্চা গেলেও ভারতে হওয়া আন্তর্জাতিক ম্যাচের টিকিটের কর হার বাতিল করা হয়েছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তাদের বিজ্ঞপ্তিতে শুধু ‘আইপিএলের মতো খেলাধুলার ইভেন্ট’ সম্পর্কে কর বৃদ্ধির কথা বলেছে।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের নতুন আসরের জন্য দল দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে টুর্নামেন্টের স্বাগতিক দল।
পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজের ১৫ জনের দলের সঙ্গে আরও দুই বোলার যোগ করে এশিয়া কাপের দল সাজিয়েছে আমিরাত। ডানহাতি পেসার মতিউল্লাহ খান ও বাঁহাতি স্পিনার সিমরাঞ্জিত সিং স্কোয়াডে জায়গা পেয়েছেন।
৩২ বছর বয়সী মতিউল্লাহ জাতীয় দলের হয়ে ১টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবশেষ জুলাইয়ে পার্ল অব আফ্রিকা সিরিজে নাইজেরিয়ার বিপক্ষে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এই ফাস্ট বোলার।
আরও পড়ুন
ক্রিকেটকে বিদায় জানালেন আইপিএলে তিন হ্যাটট্রিকের মালিক |
![]() |
অন্যদিকে ৩৫ বছর বয়সী সিমরাঞ্জিতের ৫টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সবশেষ গত ডিসেম্বরে গালফ টি২০ চ্যাম্পিয়নশিপে আমিরাতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি স্পিনার।
২০১৬ সালের পর আবার এশিয়া কাপে ফেরা সংযুক্ত আরব আমিরাত এবারের এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে আছে। তাদের গ্রুপের অন্য তিন দল ভারত, পাকিস্তান ও ওমান।
আগামী ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিকদের এশিয়া কাপ অভিযান শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ভারত বা পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ না পেলেও ওমানকে হারিয়েছে আমিরাত।
এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত স্কোয়াড:
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলি, হার্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মতিউল্লাহ খান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরানজিৎ সিং ও সাগির খান।
সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র। দুই দশকেরও বেশি সময়জুড়ে চলা সমৃদ্ধ ক্যারিয়ারের পর ক্রিকেটকে বিদায় জানালেন ৪২ বছর বয়সী এই স্পিনার।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এই ঘোষণা দেন মিশ্র।
“২৫ বছর পর আমি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ক্রিকেট ছিল আমার প্রথম প্রেম, আমার শিক্ষক, আর সবচেয়ে বড় আনন্দের উৎস। এই যাত্রা ভরপুর ছিল নানান অনুভূতি, গর্বের মুহূর্ত, কষ্ট, শিক্ষা আর ভালোবাসায়।”
“আমি গভীরভাবে কৃতজ্ঞ বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমার কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ আর সবচেয়ে বেশি সমর্থকদের প্রতি, যাদের বিশ্বাস আর সমর্থন প্রতিটি ধাপে আমাকে শক্তি দিয়ে গেছে।”
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সংস্করণে অভিষেক হয় মিশ্রর। মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের হয়ে ২২ টেস্ট, ৩৬ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন মিশ্র। সব সংস্করণ মিলিয়ে ভারতের হয়ে ১৫৬ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।
২০১৭ সালে সবশেষ ভারতের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে নিয়মিত খেলেছেন মিশ্র। সবশেষ ২০২৪ সালে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে মাঠে নামেন।
আইপিএলে ১৬২ ম্যাচে ১৭৪ উইকেট নিয়েছেন তিনি, টুর্নামেন্টের সর্বকালের সেরা উইকেটশিকারিদের তালিকায় অষ্টম অবস্থানে আছেন মিশ্র।
আইপিএলে রেকর্ড তিনবার হ্যাটট্রিক করেছেন তিনি। ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস, ২০১১ সালে ডেকান চার্জার্স এবং ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে হ্যাটট্রিক করেন এই লেগি।