
নাভি মুম্বাইয়ে নতুন এক বিশ্ব চ্যাম্পিয়নকে পাওয়ার অপেক্ষায় ক্রিকেটপ্রমীরা। সেই ঐতিহাসিক মুহূর্তের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বেরসিক বৃষ্টি। ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ফাইনাল খেলা।
তবে টানা বৃষ্টির কারণে আউটফিল্ড খেলার উপযোগী হতে সময় লেগেছে কয়েক ঘণ্টা। খেলা শুরু হয় বিকেল সাড়ে ৫টার পর। টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
৫০ ওভারেই খেলা শুরু হয়েছে। আজ পুরো ম্যাচ না হলে, কাল রিজার্ভ-ডেতে গড়াবে খেলা। তবে আবহাওয়ার পূর্বভাস বলছে আগামীকালও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে নাভি মুম্বাইয়ে। প্রশ্ন এখন আসতেই পারে, রিজার্ভ ডেতে খেলা না হলে শিরোপা নির্ধারণ কীভাবে হবে?
আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ অফিশিয়ালরা চেষ্টা করবেন খেলা এক দিনেই শেষ করতে। এমনকি কম ওভারে হলেও। প্রত্যেক দলকে অন্তত ২০ ওভার খেলা বাধ্যতামূলক। তা সম্ভব না হলে, আজ যেখানে খেলা শেষ হবে, সেখান থেকে কাল রিজার্ভ ডেতে পুনরায় শুরু হবে।
যদি শেষ পর্যন্ত দুই দিনে মিলেও খেলার ফল না আসে, তাহলে ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো শিরোপা ভাগাভাগি করবে। দুই দলই ওয়ানডে বিশ্বকাপ জয়ী হিসেবে নাম লেখাবে।
No posts available.
৪ নভেম্বর ২০২৫, ৭:৪৮ পিএম

এক বছর প্রায় হতে চলল- জাহানারা আলম বাংলাদেশ দলের বাইরে। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সিলেটে গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। তার আগেও কয়েক বছর ধরে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। অবশ্য এবারের মতো লম্বা বিরতি কখনো ছিল না।
সব মিলিয়ে আক্ষেপ নিয়েই যেন জাহানারা এখন থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে এক জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে জানিয়েছেন- জাতীয় দল থেকে বাদ পড়ার বিভিন্ন কারণ। তীর্যক মন্তব্য ও অভিযোগ করেছেন নির্বাচক, অধিনায়ক, স্টাফদের নিয়ে।
সাক্ষৎকারে দেওয়া জাহানারার কথাগুলো দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। তারা অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে এ সব অভিযোগ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে, সম্প্রতি নারী ক্রিকেট দলের সাবেক এক সদস্যের সংবাদমাধ্যমে করা মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজর এসেছে। ওই সাবেক খেলোয়াড় বর্তমানে নারী দলের অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন।
বিসিবি এই অভিযোগগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। বোর্ডের বক্তব্য, এই সব অভিযোগ ভিত্তিহীন, কল্পিত এবং সত্যতার কোনো অংশে মিল নেই। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নারী দল যখন আন্তর্জাতিক স্তরে প্রশংসনীয় অগ্রগতি এবং একতার পরিচয় দিচ্ছে, তখন এমন হানিকর মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক।
ক্রিকেট বোর্ডের মতে, এই মন্তব্যগুলো সময়োপযোগী নয়, সুপরিকল্পিত এবং বোঝা যায় যে এর উদ্দেশ্য নারী দলের মনোবল ও আত্মবিশ্বাস ক্ষুণ্ন করা। বিসিবি উল্লেখ করেছে, বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনা ও কার্যক্রমে যে ব্যক্তি অংশগ্রহণ করছে না, তিনি জনসমক্ষে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া অবাঞ্চিত এবং দুঃখজনক।
বিসিবি স্পষ্ট করতে চায়, নারী জাতীয় দলের নেতৃত্ব, খেলোয়াড় ও ব্যবস্থাপনায় বোর্ডের পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে। বোর্ড কোনো প্রমাণ খুঁজে পায়নি যা এই দাবিগুলোর সমর্থন করে। দল ও এর কর্মীদের পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।
বিসিবি স্পষ্ট করেছে, তারা নারী জাতীয় দলের নেতৃত্ব, খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখে। এখন পর্যন্ত জাহানারার করা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং বোর্ড দৃঢ়ভাবে দলের পক্ষেই রয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা হয়নি সবশেষ শ্রীলঙ্কা সফরে দারুণ বোলিং করা নাঈম হাসানের।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন স্কোয়াডে স্পিন বিভাগে আছেন ৩ জন। বিপরীতে পেস বিভাগে রাখা হয়েছে ৪ জনকে।
শ্রীলঙ্কা সফরের ১৬ জনের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে এবার বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম ভুঁইয়া ও নাঈম হাসান। স্কোয়াডে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।
অথচ লঙ্কানদের বিপক্ষে ড্র করা গল টেস্টে বাংলাদেশের সেরা বোলার ছিলেন নাঈম। প্রথমবার দেশের বাইরে বোলিং করার সুযোগ পেয়ে প্রথম ইনিংসেই ৫ উইকেট নেন তিনি। পরের ম্যাচেও একমাত্র ইনিংসে তার শিকার ৩ উইকেট।
সব মিলিয়ে ৩ ইনিংসে ৯ উইকেট নিয়ে যৌথভাবে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন অফ স্পিনার নাঈম। কিন্তু ঘরের মাঠে টেস্ট সিরিজের দলে রাখা হলো না তাকে। স্পিন বিভাগে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদ।
পেস বিভাগের দায়িত্ব সামলাবেন হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।
সিলেটে আগামী ১১ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজ খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে চলে আসবে আইরিশরা। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। সব ঠিক থাকলে সেটি হবে মুশফিকের ক্যারিয়ারের শততম টেস্ট।
এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ওই সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরি, হাসান মুরাদ।

পরপর দুই ম্যাচে নব্বই পেরিয়েও সেঞ্চুরি করতে পারলেন না জিসান আলম। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের মাত্র ৬ রানের জন্য ক্যারিয়ারের প্রথম শতক করা হয়নি তরুণ ওপেনারের। তবে অন্য তিন অঙ্কের স্বাদ পেলেন সালমান হোসেন ইমন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ম্যাচে শেষ দিনের শুরুতে সেঞ্চুরির আনন্দে মাতেন সিলেটের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। পরে একই সম্ভাবনা জাগান ঢাকা বিভাগের ওপেনার জিসান আলম।
কিন্তু নাবিল সামাদের বলে এলবিডব্লিউ হয়ে ৯৪ রানে ড্রেসিং রুমে ফিরে যান জিসান। এর আগে ৯৩ রানে অবশ্য কাভারে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। ১২৫ বলের ইনিংসে ৯ চারের সঙ্গে ৪টি ছক্কা মারেন মারকুটে এই ব্যাটার।
এর আগে প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয়বারে ৯৭ রান করেন জিসান।
জিসানের সেঞ্চুরি মিসের ম্যাচে জিততে পারেনি কোনো দলই। ঢাকার ৩১০ রানের জবাবে প্রথম ইনিংসে সিলেট করে ২৯০ রান। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২২২ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। পরে সিলেট ৪ ওভার খেলার পর ড্র মেনে নেয় দুই দল।
কক্সবাজারের দুই মাঠে ড্রই ছিল অনুমেয়। শেষ দিনে তবু ম্যাচ জমানোর চেষ্টা করে বরিশাল ও চট্টগ্রাম।প্রথম ইনিংসে চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে ৪ উইকেটে ২৫৯ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল। পরে চট্টগ্রাম তাদের দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয় বিনা উইকেটে ৩৫ রানে।
বরিশালের সামনে ম্যাচ জিততে লক্ষ্য দাঁড়ায় ১৩৫ রানের। কিন্তু ৯ ওভার পর আলোকস্বল্পতায় আর খেলা সম্ভব হয়নি। তাই নিষ্ফলা থাকে ম্যাচ।
প্রথম ইনিংসে বরিশালের হয়ে ১২ চারে ২৪২ বলে ১২০ রানে অপরাজিত ইনিংস খেলেন সালমান।
কক্সবাজারের অন্য মাঠে ময়মনসিংহের ৫৫৫ রানের জবাবে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় রংপুর। তাদের ফলো-অন করায় ময়মনসিংহ। দ্বিতীয় ইনিংসে আকবর আলির দল ২ উইকেটে ১১২ রান করার পর ড্র হয়ে যায় ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে শুরু বিশ্বকাপ যাত্রা। বাকি ছয় ম্যাচে বাংলাদেশের নেই আর কোনো জয়। এর বড় কারণ ফিল্ডিং ব্যর্থতা। সেটি এতটাই প্রকট যে, নারী ওয়ানডে বিশ্বকাপে ক্যাচ ধরার চেয়ে বেশি ছেড়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
ভারত ও শ্রীলঙ্কায় হওয়া বিশ্বকাপ শেষের ৪৮ ঘণ্টার মধ্যে পরিসংখ্যানগত নানান দিক বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। যেখানে দেখা গেছে, ফিল্ডিংয়ে সবচেয়ে বাজে অবস্থা বাংলাদেশ।
বিশ্বকাপজুড়ে ৭ ম্যাচে ১২টি ক্যাচ ধরেছেন বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু এর বিপরীতে তারা ছেড়েছেন মোট ১৫টি ক্যাচ। অর্থাৎ ক্যাচ ধরার এফিসিয়েন্সি ৪৪.৪ শতাংশ।
ক্যাচ মিসের বড় মাশুল বাংলাদেশকে দিতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। সেদিন ২৩২ রান করে প্রোটিয়াদের মাত্র ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর একে একে অন্তত ৪টি ক্যাচ ছেড়ে ম্যাচটিই হেরে যায় তারা।
এর বাইরে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের বিপক্ষেও বেশ কিছু ক্যাচ ছেড়ে দেয় বাংলাদেশ।
বিশ্বকাপে ক্যাচ ধরার ক্ষেত্রে সবচেয়ে বেশি পারদর্শিতা দেখিয়েছে ইংল্যান্ড। মোট ৩৯টি ক্যাচের মধ্যে ৩০টিই লুফে নিয়েছে তারা। হাত থেকে পড়েছে ৯টি ক্যাচ। তাদের ক্যাচ ধরা এফিসিয়েন্সি ৭৬.৯ শতাংশ।
এছাড়া নিউ জিল্যান্ড (৭৫ শতাংশ), পাকিস্তান (৭৩.১ শতাংশ) ও শ্রীলঙ্কা (৭২.৭ শতাংশ) বাকি দলগুলোর চেয়ে ক্যাচ ধরায় বেশি পারদর্শিতা দেখিয়েছে।
টুর্নামেন্টে অবশ্য রিভিউ নেওয়ার ক্ষেত্রে বাকিদের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ফিল্ডিং দল হিসেবে ৫টি রিভিউ নেন নিগার সুলতানা জ্যোতি। এর মাত্র ১টিতে ব্যর্থ হয় বাংলাদেশ। অর্থাৎ রিভিউয়ে সাফল্যের হার ৮০ শতাংশ।
বিশ্বকাপের আর কোনো ফিল্ডিং দলের রিভিউ নিয়ে ৪৫ শতাংশের বেশি সাফল্য নেই।

ছেলেদের ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার মোট ৩০ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন। এর মধ্যে ১৪ জন দুই বছরের, ১২ জন এক বছরের এবং ৪ জন ডেভেলপমেন্ট চুক্তিতে রয়েছেন।
চমক প্রথমবার এক বছরের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন সনি বেকার, লিয়াম ডসন, সাকিব মাহমুদ, জেমি ওভারটন ও লুক উড। এডি জ্যাক, টম লওস ও মিচেল স্ট্যানলিকে প্রথমবার ডেভেলপমেন্ট চুক্তিতে রাখা হয়েছে।
অলরাউন্ডার জ্যাকব বেথেল আছেন দুই বছরের চুক্তিতে। ২২ বছর বয়সী এই ক্রিকেটার আগে ডেভেলপমেন্ট চুক্তিতে ছিলেন। উজ্জ্বল পারফরম্যান্সের পরই কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে তাঁকে। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার দারুণ রেকর্ডও গড়েন।
বেন স্টোকস আছেন দুই বছরের চুক্তিতে। স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, নিজেদের মাঠে ২০২৭ অ্যাশেজ সিরিজে খেলতে পারেন তিনি। চুক্তি নবায়ন হয়নি জনি বেয়ারস্টো, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি স্টোন, রিস টপলি, ক্রিস ওকস ও জন টার্নারের।
ইংল্যান্ড পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব-কি বলেছেন,
‘এই বছরের কেন্দ্রীয় চুক্তি তালিকা ইংল্যান্ড ক্রিকেটে প্রতিভার গভীরতা ও শক্তি প্রতিফলিত করে। দুই বছরের চুক্তি দেওয়ার মাধ্যমে আমরা মাল্টি–ফরম্যাট খেলোয়াড়দের ওয়ার্কলোড সুষ্ঠুভাবে ম্যানেজ করতে পারি, তাদের পারফরম্যান্সের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারি। এই কাঠামো আমাদের খেলোয়াড়দের সঠিকভাবে সমর্থন দেয় এবং সব ফরম্যাটে শক্তিশালী দল গঠনে সহায়তা করে।’
(২০২৫-২৭) দুই বছরের কেন্দ্রীয় চুক্তি প্রাপ্ত খেলোয়াড়েরা:
গাস অ্যাটকিনসন, জফরা আর্চার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জস বাটলার, ব্রায়ডন কার্স, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, জশ টং।
(২০২৫-২৬) এক বছরের কেন্দ্রীয় চুক্তি প্রাপ্ত খেলোয়াড়েরা:
রেহান আহমেদ, সনি বেকার, শোয়াইব বশির, জ্যাক ক্রাউলি, লিয়াম ডসন, সাকিব মাহমুদ*, জেমি ওভারটন, অলি পোপ, ম্যাথু পটস, ফিল সল্ট, মার্ক উড, লুক উড।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে:
সনি বেকার, লিয়াম ডসন, সাকিব মাহমুদ, জেমি ওভারটন ও লুক উড।
ডেভেলপমেন্ট চুক্তিতে:
জশ হুল, এডি জ্যাক, টম লওস, মিচেল স্ট্যানলি।