২ নভেম্বর ২০২৪, ৭:৫৮ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই বাতাসে চাউর হচ্ছিল একটি খবর যে, তিন ফরম্যাটের অধিনায়কত্বই নাকি ছেড়ে দিতে চান নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবে তাতে ঘুরেফুরে আসছে ভবিষ্যৎ অধিনায়ক কে হবেন, সেই প্রশ্নটি। আর এই আলোচনায় সাদা বলের অধিনায়ক হিসেবে অনেকেই বিবেচনা করতে চাচ্ছেন তাওহীদ হৃদয়কে। তিনি নিজে কী ভাবছেন? তরুণ এই ব্যাটার বল তুলে দিয়েছেন নির্বাচক ও টিম ম্যানেজম্যান্টের হাতে।
টেস্ট ক্রিকেটে না হলেও বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে বেশ কিছুটা সময় ধরেই নিয়মিত মুখ তাওহীদ। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও তিনি। শান্ত যদি শেষ পর্যন্ত সব বা এক-দুটি ফরম্যাটের দায়িত্ব ছেড়ে দেন, তাই সেখানে ভালোভাবেই আসবে তাওহীদের নাম। আপাতত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের অধিনায়ক থাকছেন শান্তই।
এই সিরিজ খেলতে দলের একাংশ আজ শনিবার দেশ ছেড়েছে। তার আগে মিরপুর শের-বাংলা-স্টেডিয়ামে কথা বলেন তাওহীদ। সম্ভাব্য অধিনায়ক হিসেবে নিজের নাম প্রসঙ্গে তুলে ধরেন নিজ অবস্থান। “টি-টোয়েন্টির অধিনায়কের ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নেবে। এটা আমার বিষয় নয়। তবে আমি মনে করি, এটা শুধু আমার বা দু-একজন দিয়ে হবে না। বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তারা ভালো জানেন। আমার মনে হয় দলের ভালোর জন্য যার কাছে যাওয়া উচিত, তাকেই অধিনায়কত্ব দেওয়া উচিত। আর যার কাছে যাবে, তার জন্য শুভকামনা।”
ঘরোয়া ক্রিকেটেও তাওহীদের নেই বলার মত অধিনায়কত্ব করার মত অবস্থা। তাছাড়া সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সও খুব ভালো নয়। সামগ্রিকভাবে তাই অধিনায়ক কে হবেন, বা কে হতে পারেন সেই ব্যাপারে কথা বলতে রাজি হলেন না এই ডানহাতি ব্যাটার। “আমি এই ব্যাপারে এখন কথা বলতে চাচ্ছি না। সামনে যেহেতু একটা সিরিজ আছে, সেখানেই মনোযোগ দিচ্ছি।”
গত ওয়ানডে বিশ্বকাপের পর এক বছরে এই ফরম্যাটে বাংলাদেশ ম্যাচ খেলেছে বেশ কম। শেষ সিরিজে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ধরা দিয়েছিল ২-১ ব্যবধানে। তবে এরপর কেটে গেছে সাত মাস। তাছাড়া অন্য দুই ফরম্যাটে গত কয়েক মাসে যায়নি ধারাবাহিক ভালো সময়। দুই ফরম্যাট মিলে টানা সাত ম্যাচ হারের মুখ দেখেছে বাংলাদেশ। আর এই কারণেই ওয়ানডে সিরিজ হলেও কিছুটা চাপ থাকবে শান্তর দলের ওপর।
তাওহীদ অবশ্য এই সিরিজ নিয়ে বেশ ইতিবাচক। “আশা করি, ভালোভাবে শুরু করতে পারবো। এই সংস্করণে যেহেতু ভালো খেলি, এবার অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য সে অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।”
বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে শুরু হবে আগামী ৬ নভেম্বর। পরের দুই ম্যাচ ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচ দেখা যাবে টি-স্পোর্টস নেটওয়ার্কে।
No posts available.
৬ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে ও টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরই মধ্যে আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে ফিরেছেন ম্যাট হেনরি। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে পারেননি তিনি।
দলে জায়গা ধরে রেখেছেন ব্লেয়ার টিকনার। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে পরপর দুটি ম্যাচে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়েছিলেন ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার। দুই ম্যাচে টিকনার মোট ৮ উইকেট নিয়েছিলেন, গড় ছিল ১২.২৫।
ওয়ানডে দলে নেই কেন উইলিয়ামসন। টেস্ট সিরিজে ফিরতে পারেন সাবেক অধিনায়ক। বর্তমানে তিনি টেস্ট নিয়েই ব্যস্ত তিনি। সবশেষ মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন কিউই অধিনায়ক।
চোটের কারণে দলের বাইরে রয়েছেন মোহাম্মদ আব্বাস, ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস ও বেন সিয়ার্স।
১৬ নভেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ১৯ ও ২২ নভেম্বর নেপিয়ার ও হ্যামিল্টনে।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক ভারত ও শ্রীলঙ্কার মোট সাতটি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের চূড়ান্ত পাঁচটি ভেন্যুর মধ্যে রয়েছে আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। শ্রীলঙ্কার তিনটি ভেন্যুর মধ্যে ক্যান্ডি ও কলম্বো ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। দেশটি থেকে আরও একটি ভেন্যু পরে নির্ধারণ করা হবে।
আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। মার্চের ৮ তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দশম আসরের। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।
বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর আগে এশিয়া কাপেও নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হয়েছিল প্রতিবেশি দুই দেশ।
২০২৬ বিশ্বকাপে থাকছে আগের মতোই ২০ দল। চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখানেও দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপের প্রথম দুই দল উঠবে সেমিফাইনালে। এরপর দুই সেমিফাইনালের জয়ী দল লড়বে ফাইনালে।
আয়োজক দুই দেশ ছাড়াও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সাত দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, আফগানিস্তান, ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি মূলপর্বে জায়গা করে নিয়েছে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
আঞ্চলিক বাছাইপর্বে আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে কানাডা। ইউরোপ থেকে প্রথমবারের মতো ইতালি এবং নেদারল্যান্ডস পেয়েছে বিশ্বকাপের টিকিট। আফ্রিকার আট দলের প্রতিযোগিতা থেকে কোয়ালিফাই করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। এশিয়া-ইএএপি অঞ্চলের নয় দলের লড়াই থেকে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত জায়গা পেয়েছে মূলপর্বে।

বেটিং প্ল্যাটফর্ম 'ওয়ানএক্স বেট' এর সঙ্গে জড়িত অর্থপাচার মামলায় ভারতের সাবেক দুই ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার সম্পদ জব্দ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতের কেন্দ্রীয় এই তদন্ত সংস্থাটি ধাওয়ান-রায়নার নামে থাকা মোট ১১ কোটি ১৪ লাখ ভারতীয় রুপির সম্পদ জব্দ করেছে। আজ ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) এই খবর জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শিখর ধাওয়ানের প্রায় সাড়ে চার কোটি রুপির স্থাবর সম্পত্তি এবং সুরেশ রায়নার ৬ কোটি ৬৪ লাখ রুপির মিউচুয়াল ফান্ড জব্দ করেছে ইডি। তদন্ত সংস্থার দাবি, এই দুই প্রাক্তন ক্রিকেটার জেনেশুনেই অনলাইন বেটিং অ্যাপ 'ওয়ানএক্স বেট'এর প্রচারে অংশ নিয়েছিলেন।
ভারত সরকার সম্প্রতি রিয়েল মানি অনলাইন গেমিং নিষিদ্ধ করার নতুন আইন কার্যকর করেছে। এরই অংশ হিসেবে বেআইনি অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান চালাচ্ছে ইডি।
ইতোমধ্যেই শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। ৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের বক্তব্য ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন’ অনুযায়ী রেকর্ড করা হয়েছে। একই মামলায় সাবেক ভারতীয় ব্যাটার সুরেশ রায়নাকেও আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
তদন্ত শুধু ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইতোমধ্যেই প্রযুক্তি কোম্পানি গুগল ও মেটার প্রতিনিধিদেরও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। পাশাপাশি 'প্যারিম্যাচ' নামে আরেকটি বেটিং অ্যাপের বিরুদ্ধে একাধিক রাজ্যে অভিযান চালিয়েছে সংস্থাটি।
এসব তদন্তের মূল লক্ষ্য হলো এসব প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত ব্যবহারকারী প্রতারণা ও কর ফাঁকির ঘটনা উন্মোচন করা। ইডি জানিয়েছে'ওয়ানএক্স বেট' নেটওয়ার্ক ভারত থেকে এক হাজার কোটি রুপিরও বেশি অর্থ বিদেশে পাচার করেছে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। তার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।
এক ভিডিও সাক্ষাৎকারে জাহানারা বলেছেন, অসংখ্যবার বিসিবিতে যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোন প্রতিকার পাননি।
বিষয়টি ‘সংবেদনশীল’ বলে বিসিবি অভিযোগগুলো গভীরভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তাদের অনুসন্ধানের প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বিসিবি আরও জানিয়েছে, ‘বিসিবি তার সব খেলোয়াড় ও কর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। বোর্ড এ ধরনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

অবসর ভেঙে জাতীয় দলে ফেরার পর প্রথম সেঞ্চুরি কুইন্টন ডি ককের। টপ-অর্ডারের এই ব্যাটারের দুর্দান্ত এক ইনিংসে তাঁর দল দক্ষিণ আফ্রিকাও পেল দাপুটে এক জয়। আর এই জয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফিরল প্রোটিয়ারা।
ফয়সালাবাদে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাত্তাই পেল না পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ ৮ উইকেটে জিতেছে সফরকারীরা। শুরুতে ব্যাটিংয়ে নেমে নয় উইকেট হারিয়ে ২৬৯ সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে ৫৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ম্যাথু ব্রিৎজকের দল।
এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। ২০২৩ বিশ্বকাপে চেন্নাইয়ে ২৭১ রানের লক্ষ্য তাড়ায় জয় আছে ওপরে। রান তাড়ায় মোট ১১টি ছক্কা মারে প্রোটিয়া ব্যাটাররা, যা পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেট এক ম্যাচে সর্বোচ্চ। ১১৯ বলে ১২৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ডি কক।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। তাতে একই ভেন্যুতে আগামী শনিবারের ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিল।
রান তাড়ায় দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। লুহান-দ্রে প্রিটোরিয়াস-কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটি থেকে আসে ৮১ রান। ৪০ বলে ৪৬ করা প্রিটোরিয়াস মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফিরলে ভাঙে এই জুটি।
এরপর পাকিস্তানের বোলারদের খাটিয়ে লক্ষ্যের দিকে ছুটতে থাকে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক বোলারদের ছাতুপেটা করে সেঞ্চুরি করেন ডি কক। অবসর ভেঙে ফেরা বাঁ হাতি এই ব্যাটারের এটি ওয়ানডে ক্যারিয়ারের ২২তম।
দক্ষিণ আফ্রিকা যখন জয় থেকে ৩৬ রান দূরে, দ্বিতীয় উইকেটে ডি কক-টনি ডি জর্জির জমে যাওয়া জুটি ভাঙেন ফাহিম আশরাফ। শেষ হয় তাদের ১৫৩ রানের দারুণ পার্টনারশিপ। ৬৩ বলে ৭৬ করেন জর্জ। এরপর ম্যাথু ব্রিটৎজকে নিয়ে বাকি কাজটুকু সারেন ডি কক।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বড় ধসের মুখে পড়ে পাকিস্তান। ২২ রানেই স্বাগতিকদের তিন টপ-অর্ডারের ব্যাটারকে সাজঘরের পথ দেখায় প্রোটিয়া বোলাররা। ফখর জামান শূন্য, বাবর আজম ১১ আর মোহাম্মদ রিজওয়ান ৪ রান করে আউট হন। দুই পেসার নান্দ্রে বার্গার আর করবিন বচের তোপে পড়ে তারা।
এরপর সালমান আলি আগাকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার সায়েম আইয়ুব। চতুর্থ উইকেটে এই জুটি থেকে আসে ৯২ রান। ফিফটি করা সায়েম আউট হলে শেষ হয় সেই জুটি। ছন্দের খোঁজে থাকা এই ওপেনার করেন ৬৬ বলে ৫৩ রান।
৩০ ওভারে দলীয় ১৩০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। ২০ বলে ১০ রান করা হোসাইন তালাত নাকাবায়োমজি পিটারের শিকার হন। আড়াইশো পেরোনো পাকিস্তানের জন্য তখন কঠিনই ছিল।
একপ্রান্ত আগলে রাখা সালমান আগার ফিফটির সঙ্গে মোহাম্মদ নেওয়াজের আরেকটি পঞ্চাশার্ধো ইনিংসে লড়াকু সংগ্রহই পায় তারা। বশের বলে বোল্ড হওয়ার আগে সালমান করেন ১০৬ বলে ৬৯ রান। ৩ চার ও ৪ ছয়ে নেওয়াজ করেন ৫৯ বলে ৫৯ রান। এ ছাড়া শেষ দিকে দ্রুত রান তোলেন ১৮ বলে ২৮ করা ফাহিম আশরাফ।
দক্ষিণ আফ্রিকার চার উইকেট নেন বার্গার। তিনটি পিটার আর বশ নেন দুটি।