৩০ আগস্ট ২০২৫, ৪:৫৮ পিএম
পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে রোববার রাতে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রায় আড়াই সপ্তাহের সফরে খেলার পাশাপাশি ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ঘুরে দেখতে চান আজিজুল হাকিম তামিম। এছাড়া বেন স্টোকসের সঙ্গেও দেখা করার ইচ্ছা যুবা দলের অধিনায়কের।
ইংল্যান্ড সফরের জন্য উড়াল দেওয়ার আগের দিন অর্থাৎ শনিবার মিরপুরে বিসিবির জাতীয় একাডেমি ভবনের সামনে করা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের আনুষ্ঠানিক ফটোসেশন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সফর নিয়ে নানান প্রশ্নের উত্তর দেন অধিনায়ক তামিম ও প্রধান কোচ নাভিদ নেওয়াজ।
২০১৯ সালের পর ইংল্যান্ডে খেলতে যায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাই তামিমসহ পুরো দলের জন্য এটিই প্রথম ইংল্যান্ড সফর। সেখানে যাওয়ার পর কোনো ক্রিকেটারের সঙ্গে দেখা করতে চান কিনা জানতে চাওয়া হয় তামিমের।
উত্তরে অধিনায়ক বলেন, ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের দেখা পেলে ভালো লাগবে তার।
আরও পড়ুন
চাইনিজ তাইপের জালে দুই হালি গোল বাংলাদেশের |
![]() |
“অবশ্যই প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে লর্ডসে খেলার। ওইভাবে যদি সুযোগ থাকে, আমরা লর্ডসে যাব। আর ইংল্যান্ডের অনেক ক্রিকেটার আছে আমার পছন্দের। তবে অবশ্যই বেন স্টোকসের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে।”
আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। ইংল্যান্ডের সঙ্গে খুব একটা সাদৃশ্য নেই ওই দুই দেশের কন্ডিশনের। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সফর থেকে অভিজ্ঞতা পাওয়ার আশা তামিমের।
“ইংল্যান্ডে খেলে আমরা অনেক অভিজ্ঞতা পাবো। এখন হয়তো বিশ্বকাপের খেলা নেই সেখানে। তবে সামনে ইনশাআল্লাহ্ আমরা এইচপি বা অন্য কিছুতে খেলতে আমরা যেতে পারি। তখন অভিজ্ঞতাটা কাজে লাগবে।”
No posts available.
১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৩ পিএম
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন ইংল্যান্ড দলে। তবে আচমকাই অনির্দিষ্টকালের জন্য লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন পেসার জেমি ওভারটন। ফলে বছরের শেষের দিকে অ্যাশেজ সিরিজ থেকেও কার্যত ছিটকে গেছেন তিনি।
৩১ বছর বয়সী ওভারটন গত জুলাইয়ে ওভালে ভারতের বিপক্ষে নিজের সবশেষ টেস্ট খেলেন। ওই ম্যাচে তিনি দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নেন। ডানহাতি এই পেসার আগের টেস্টটি খেলেছিলেন ২০২২ সালে।
ইংল্যান্ডের টেস্ট দলে ওভারটন নিয়মিত না হলেও ক্রিস ওকসের দীর্ঘমেয়াদী চোটের সাথে ওভারটনের ৯০ মাইল গতিতে বল করতে পারার ক্ষমতার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচকরা তাকে অ্যাশেজ স্কোয়াডে রাখার ব্যাপারে প্রায় নিশ্চিত ছিলেন। তবে ওভারটন নিজেই সেই পথ বন্ধ করে দিলেন এখন।
দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওভারটন জানিয়েছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শারীরিক ও মানসিকভাবে সব ফরম্যাটে শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলাটা তার পক্ষে আর সম্ভব নয়। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর আকস্মিক সিদ্ধান্তের মূল কারণ এটাই।
তবে অ্যাশেজ সিরিজের সময় অস্ট্রেলিয়াতেই থাকবেন ওভারটন। বিগ ব্যাশ লিগে অংশ নিবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। এই দলটির হয়েই তিনি গত দুই মৌসুম খেলেছেন। সবশেষ আসরে ১১ উইকেট ও ৯৫.৫০ গড়ে ১৯১ রান করে দলের ‘এমভিপি’ নির্বাচিত হন তিনি।
ওভারটন বর্তমানে ইংল্যান্ডের সাদা বলের স্কোয়াডের সাথে আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের সময় নির্ধারিত হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহেই হবে বোর্ড পরিচালক নির্বাচনের ভোট। তবে নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
সিলেটে বিসিবি বোর্ড পরিচালকদের ২১তম সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সভা শেষে সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিম।
“অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট তারিখ নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারব। তবে নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে হবে। এটাই নির্বাচন সম্পর্কিত তথ্য।”
তবে নির্বাচন কমিশন এখনও গঠিত হয়নি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের তত্ত্বাবধানে খুব দ্রুত তিন সদস্যের কমিশন গঠন করা হবে বললেন ফাহিম।
“নির্বাচন কমিশন এখনও গঠিত হয়নি। এটা প্রেসিডেন্টের ওপর ছাড়া হয়েছে নাম প্রস্তাব করার জন্য। তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে। এটা আমরা হয়তো দুই-এক দিনের মধ্যেই জানতে পারব।”
সংবিধান অনুযায়ী, নির্বাচনের অন্তত ৩০ দিন আগে বিসিবি সভাপতির নির্দেশনায় প্রধান নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠাবেন- পরবর্তী সাধারণ সভার জন্য কাউন্সিলর মনোনয়নের বিষয়ে। এ প্রক্রিয়া হবে সংবিধানের ৯.১, ৯.২ এবং ৯.৩ ধারার অনুযায়ী।
১৯ নম্বর ধারা ও ৫ম অধ্যায় অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের নিয়মাবলি প্রণয়ন, তফসিল ঘোষণা, ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।
বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে।
ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়।
ক্যাটাগরি-৩ এ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।
আক্রমণে এসে দ্বিতীয় বলেই সাফল্য পেলেন নাসুম আহমেদ। পরের বলে নিলেন আরেকটি উইকেট। একাদশে ফেরার বাঁহাতি স্পিনারের পর আঘাত করলেন তাসকিন আহমেদ। আরও একবার পাওয়ার প্লেতে নেদারল্যান্ডসকে চেপে ধরল বাংলাদেশ।
প্রথম ৬ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ ৩ উইকেট ৪০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে নির্বিঘ্নে কাটিয়ে দেন ম্যাক্স ও'ডাউড ও বিক্রমজিত সিং। তৃতীয় ওভারে আক্রমণে আনা হয় নাসুমকে। দ্বিতীয় বলে তিনি ফিরিয়ে দেন ১০ বলে ৮ রান করা ও'ডাউডকে। মিড অনে সহজ ক্যাচ নেন তাওহিদ হৃদয়।
পরের বলে বেশ দূর থেকে স্কয়ার কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ তুলে দেন অনিল তেজা নিদামানুরু। তিন ওভারের মধ্যে মাত্র ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস।
এরপর রান আউটের একটি সুযোগ হাতছাড়া করেন শেখ মেহেদি হাসান। পাওয়ার প্লের শেষ ওভারে আঘাত করতে ভুল হয়নি তাসকিনের। স্লোয়ার ডেলিভারিতে তানজিম হাসান সাকিবের হাতে সহজ ক্যাচ তুলে দেন বিক্রমজিত। ১৭ বলে তিনি করেন ২৪ রান।
পরের বলে আরেকটি উইকেট পেতে পারতেন তাসকিন। কিন্তু এবার শরিজ আহমাদের ক্যাচ ছেড়ে দেন সাকিব। ক্রিজে এখন শরিজের সঙ্গী অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
হেডিংলিতে কাল সিরিজের প্রথম ওয়ানডেতে দেখা হচ্ছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার। এক দিন আগেই ম্যাচের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে পরিচিত মুখগুলোর সঙ্গে অভিষেক হচ্ছে শুধু সনি বেকারের।
ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে চমক দেখিয়ে দলে জায়গা করেছিলেন বেকার। ২০০৩ সালের মার্চে দক্ষিণ ইংল্যান্ডের আনুষ্ঠানিক কাউন্টি ডেভনে জন্ম এই পেসারের। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বোলিং করে নজরও কেড়েছেন।
ইসিবি জানিয়েছে, কাল হেডিংলিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে বেকারের। কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ার, ইংল্যান্ড লায়ান্স ও দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসে আলো ছড়িয়ে দলে জায়গা করেছেন তিনি।
২২ বছর বয়সী বেকার সব মিলিয়ে ১১টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। ৬.৩৬ ইকোনমিতে শিকার করেছেন ১৯ উইকেট। তবে দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে সাত ম্যাচে ৯ উইকেট শিকার করে নজর কাড়েন। গত শীতে ইংল্যান্ড লায়ন্সের হয়ে মুগ্ধ করেন নির্বাচকদের। চলতি বছরের শুরুতে তিনি ইংল্যান্ড ডেভেলপমেন্ট চুক্তিও পান।
প্রথম শ্রেণির ৭ ম্যাচে ১৩ ইনিংসে নিয়েছেন ২২ উইকেট। স্বীকৃত ২১ টি-টোয়েন্টিতে শিকার ২৪ উইকেট। ইংল্যান্ডের পেস আক্রমণে বেকারের সঙ্গে থাকছেন জফরা আর্চার, যিনি চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছেন। আছেন ব্রাইডন কার্সও। ওপেনিং জুটিতে আবারও দেখা যাবে জেমি স্মিথ ও বেন ডাকেটকে।
প্রথম ওয়ানডের জন্য ইংল্যান্ড একাদশ:
জেমি স্মিথ, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফরা আর্চার, আদিল রশিদ, সনি বেকার।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে পরপর দুই ম্যাচে টস জিতলেন লিটন কুমার দাস। আগের ম্যাচের মতো এবারও নিলেন অভিন্ন সিদ্ধান্ত। নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক।
সিরিজের প্রথম ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন লিটন। সেই ম্যাচে ৮ উইকেটে জিতে লিড নিয়েছিল বাংলাদেশ। এবারও ডাচদের অল্পে আটকে রেখে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের ট্রফি নিশ্চিত করার লক্ষ্য স্বাগতিকদের।
সিরিজ জয়ের অভিযানে নিজেদের একাদশে জোড়া পরিবর্তন করেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে।
নেদারল্যান্ডস একাদশে পরিবর্তন একটি। টিম প্রিঙ্গেলের বদলে সুযোগ পেয়েছেন সিকান্দার জুলফিকার। ২০১৯ সালের পর এই প্রথম খেলতে নামছেন জুলফিকার।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং,অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শরিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, সিকান্দার জুলফিকার।