
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে যাত্রাটা দুর্দান্ত হয়েছিল রংপুর রাইডার্সের। তবে দ্বিতীয় ম্যাচে সহজ হিসাব মিলাতে ব্যর্থ হয় সাবেক চ্যাম্পিয়নরা। ঠিকই তৃতীয় ম্যাচে জয়ে ফিরেছে নুরুল হাসান সোহান নেতৃত্বধীন রংপুর।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ১৪৪ রান সংগ্রহ করে সিলেট। রান তাড়া করতে নেমে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে রংপুর রাইডার্স।
রংপুরের দ্বিতীয় জয়ের ম্যাচে শেষদিকে একক নৈপুণ্য দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডার ১৬ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন। ৫টি চার এবং ১টি ছক্কায় সাজান ইনিংস। শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। পঞ্চম উইকেটে তাঁর সঙ্গী ছিলেন পাকিস্তানের খুশদিল শাহ। তিনি ১১ বলে ১৯ রানের অপরাজিত ছিলেন।
আগের দিন রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হাতের কাছের ম্যাচ হাতছাড়া করে রংপুর। সুপার ওভারে গড়ানো সেই ম্যাচে কাঠগড়ায় ওঠেন মাহমুদউল্লাহ। পরদিনই যেন ব্যাট হাতে সেই জবাবটা দিয়ে দিলেন। সিলেটের দেওয়া লক্ষ্য তাড়ায় ১৬ বলে ৩৪ রান করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মাহমুদউল্লাহ।
এদিন ডেভিড মালানের সঙ্গে রংপুর রাইডার্সের ওপেনিং সঙ্গী হন লিটন দাস। দলীয় ২১ রানে উদ্বোধনী জুটি ভাঙে, মালান ১৯ রানে ফিরলে। এরপর তাওহীদ হৃদয় ও কাইল মায়ার্সকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার।
তাওহীদ আজ সুবিধা করতে পারেননি। নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে ফিরেন মাত্র ৬ রানে। তবে মায়ার্স আস্থার প্রতিদান দিয়েছেন। যদিও ক্যারিবিয়ান অলরাউন্ডার ওয়ানডে স্টাইলেই ব্যাট চালিয়েছেন। ২৯ বলে ৩১ রানে থামেন তিনি। তবে শেষ দিকে ম্যাচের ইতি টেনে দেন মাহমুদউল্লাহ ও খুশদিল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় সিলেট। তবে মিডলঅর্ডারে দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় মেহেদী হাসান মিরাজ নেতৃত্বাধীন দলটি।
দলীয় ১২ রানে সাইম আইয়ুবের বিদায়ের পর ৩৫ রানের মধ্যেই মেহেদী হাসান মিরাজ ও রনি তালুকদারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। এরপর ইথান ব্রুকস ও আফিফ হোসেনের জুটি কিছুটা স্বস্তি ফেরায় সিলেট শিবিরে।
টপঅর্ডার ভেঙে পড়ার পর আফিফ ও ব্রুকস মিলে গড়েন ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। হাফ সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থামেন আফিফ হোসেন। ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন এই বাংলাদেশি স্পিন অলরাউন্ডার। ইথান ব্রুকস ৩০ বল খেলে করেন ৩২ রান।
শেষদিকে বড় সংগ্রহের আশা জাগাতে পারেননি সিলেট। আজমত উল্লাহ ওমরজাই বিপিএলের ১২তম আসরে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হন। ফাহিম আশরাফের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে মাত্র ৬ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে সবমিলিয়ে ১৪৪ রানেই থামে সিলেট টাইটান্স।
বল হাতে রংপুরের হয়ে আলো ছড়ান মোস্তাফিজুর ও ফাহিম আশরাফ। দুজনে তিনটি করে উইকেট নেন। সিলেট অধিনায়ক মিরাজকে ফিরিয়ে স্বীকৃত ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজ। এরপর আরও দুইটি উইকেট যোগ করে ইনিংসে বড় প্রভাব রাখেন তিনি।
No posts available.
২ জানুয়ারি ২০২৬, ৫:০৩ পিএম

বিপিএলের সর্বশেষ সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১৪ ম্যাচে ৪২.৫৮ গড়, ১৪৩.৯৪ স্ট্রাইক রেটে করেছেন ৫১১ রান। সে কারণেই বিপিএলের এবারের নিলাম ঘরে ঝড় তুলতে পেরেছিলেন নাঈম শেখ। ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা থেকে দর বাড়তে বাড়তে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে তাকে চট্টগ্রাম রয়্যালস। নিলামে একমাত্র কোটি টাকার ক্রিকেটার নাঈম শেখের শুরুটা হয়নি ভাল। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ১১, রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৯ রানে নিজেকে মেলে ধরতে পারেননি এই বাঁ হাতি ওপেনার। তৃতীয় ম্যাচে এসে ঢাকা ক্যাপিটালসকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে ফিরে পেয়েছেন ছন্দ। ৩৩ বলে ফিফটি, ৭ বাউন্ডারি, ১ ছক্কায় হার না মানা ৫৪ রানে চিনিয়েছেন নিজেকে। নাঈম শেখের ওপেনিং পার্টনার ইংলিশ ক্রিকেটার অ্যাডাম রশিংটনও ফিফটি (৩৬ বলে ৯ চার, ২ ছক্কায় ৬০*) করেছেন।
নাঈম শেখ-অ্যাডাম রশিংটনের অবিচ্ছিন্ন ওপেনিং পার্টনারশিপে ৪৪ বল হাতে রেখে ১২৪ রান তাড়া করে ১০ উইকেটে জিতেছে ফ্রাঞ্চাইজিহীন দল চট্টগ্রাম রয়্যালস।
কীভাবে ১২২ রানে অল আউট হলো ঢাকা ক্যাপিটালস ? কীভাবেএতো বড় জয় পেল চট্টগ্রাম রয়্যালস ? সে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে কৃতিত্ব দিতে হবে চট্টগ্রাম ক্যাপিটালসের ১ পেসার, ২ স্পিনারকে। বাঁ হাতি পেসার শরিফুলের প্রথম স্পেলে (৩-০-১০-২) ব্যাটিং পাওয়ার প্লে-তে ঝাঁকুনি খেয়েছে ঢাকা ক্যাপিটালস (৩৮/২)। ব্যাটিং পাওয়ার প্লে'র পরে বাঁ হাতি স্পিনার তানভীর-অফ স্পিনার শেখ মেহেদী দুই এন্ডে বল করে কাঁপিয়ে দিয়েছেন ঢাকা ক্যাপিটালসকে। এই স্পিন জুটির ছোবলে ৩৮/২ থেকে ১০ ওভার শেষে স্কোরশিটের চেহারা হয়ে গেছে ৫৫/৬।
এই দুই স্পিনার মিলে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে ৪টি স্ট্যাম্পিং! ডাউন দ্য উইকেটে খেলার প্রবণতায় আত্মাহুতি দিয়েছেন ঢাকা রয়্যালসের ৪ ব্যাটার। ওয়াইড ডেলিভারী দেখেও ডাউন দ্য উইকেটে খেলতে প্রলুব্ধ হয়েছেন তাঁরা। তানভীরের বলে সিঙ্গল বের করা দু:সাধ্য হয়ে উঠেছে যখন, তখন তার বলে বিগ শট নিতে যেয়ে ডাউন দ্য উইকেটে খেলতে মনস্থির করে উসমান খান (১৫ বলে ২১), মিঠুন (১২ বলে ৮)ম শেখ মেহেদীর বলে শামীম (৭ বলে ৪), সাব্বির রহমান রুম্মান (৮ বলে ৯) স্ট্যাম্পিংয়ে কাটা পড়েছেন!
চারটি স্ট্যাম্পিংই করেছেন উইকেট কিপার অ্যাডাম রশিংটন। এমন একটা পরিস্থিতিতে স্কোর তিন অঙ্কে টেনে নেয়াটা ছিল ঢাকা ক্যাপিটালসের বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সফল টেল এন্ডার সাইফউদ্দিন ২৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৩ রানে ছিলেন অবিচ্ছিন্ন। ৮ম উইকেট জুটিতে নাসিরকে সঙ্গে নিয়ে ৩৬ বলে ৪৮ রানে নেতৃত্ব দিয়েছেন। শরীফুলের কিপ্টে বোলিংয়ে ৩ উইকেটের বিপরীতে খরচ ১৮ (৪-০-১৮-৩)। দুই স্পেলের এই বোলিংয়ে ২৪টি ডেলিভারীর মধ্যে ১৬টি দিয়েছেন ডট। বাঁ হাতি স্পিনার তানভীর তো ছিলেন মহা কিপ্টে (৪-০-৮-৩)। ২৪টি ডেলিভারীর মধ্যে ১৭টি দিয়েছেন তিনি ডট। আশ্চর্য হলেও সত্য, একটিও বাউন্ডারি হজম করতে হয়নি তানভীরকে।
সিলেটের উইকেট কী হয়ে গেলো স্পিন ফ্রেন্ডলি ? ঢাকা ক্যাপিটালসের ইনিংস দেখে এ প্রশ্ন করেছেন যারা, চট্টগ্রাম রয়্যালস ওপেনার নাঈম শেখ-অ্যাডাম রশিংটনের ব্যাটিং দেখে তাঁদের ধারনা পাল্টে গেছে।

২০২৬ সালে ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে এ দেশে সফর করবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আজ ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজের সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি কুড়ির টুর্নামেন্ট শেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হবে বাংলাদেশের। ১২, ১৪ ও ১৬ মার্চ ম্যাচগুলো।
এপ্রিল–মে মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে সফর করবে নিউ জিল্যান্ড। এরপর মে মাসে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ।
জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। এই সিরিজে থাকছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগস্টের শেষ দিকে দেশে আসবে ভারত।
অক্টোবর–নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট দিয়ে ঘরোয়া মৌসুম শেষ হবে বাংলাদেশের।
এছাড়া মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। সফরে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। কোন সিরিজেরই ভেন্যু এখনো চূড়ান্ত করেনি বিসিবি।
২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের সূচিঃ
পাকিস্তানের বাংলাদেশ সফর: মার্চ ২০২৬
ম্যাচ: ৩টি ওয়ানডে
১২ মার্চ: ১ম ওয়ানডে
১৪ মার্চ: ২য় ওয়ানডে
১৬ মার্চ: ৩য় ওয়ানডে
নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরঃ এপ্রিল-মে ২০২৬
ওয়ানডে সিরিজ
১৭ এপ্রিল: ১ম ওয়ানডে
২০ এপ্রিল: ২য় ওয়ানডে
২৩ এপ্রিল: ৩য় ওয়ানডে
টি-টোয়েন্টি সিরিজ
২৭ এপ্রিল: ১ম টি-টোয়েন্টি
২৯ এপ্রিল: ২য় টি-টোয়েন্টি
২ মে: ৩য় টি-টোয়েন্টি
পাকিস্তানের বাংলাদেশ সফরঃ মে ২০২৬ ( আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ)
৮–১২ মে: ১ম টেস্ট
১৬–২০ মে: ২য় টেস্ট
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরঃ জুন ২০২৬
ওয়ানডে সিরিজ
৫ জুন: ১ম ওয়ানডে
৮ জুন: ২য় ওয়ানডে
১১ জুন: ৩য় ওয়ানডে
টি-টোয়েন্টি সিরিজ
১৫ জুন: ১ম টি-টোয়েন্টি
১৮ জুন: ২য় টি-টোয়েন্টি
২০ জুন: ৩য় টি-টোয়েন্টি
ভারতের বাংলাদেশ সফরঃ আগস্ট-সেপ্টেম্বর ২০২৬
ওয়ানডে সিরিজ
১ সেপ্টেম্বর: ১ম ওয়ানডে
৩ সেপ্টেম্বর: ২য় ওয়ানডে
৬ সেপ্টেম্বর: ৩য় ওয়ানডে
টি-টোয়েন্টি সিরিজ
৯ সেপ্টেম্বর: ১ম টি-টোয়েন্টি
১২ সেপ্টেম্বর: ২য় টি-টোয়েন্টি
১৩ সেপ্টেম্বর: ৩য় টি-টোয়েন্টি
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরঃ অক্টোবর ২০২৬ (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ)
২২–২৪ অক্টোবর: তিন দিনের প্রস্তুতি ম্যাচ
২৮ অক্টোবর–১ নভেম্বর: ১ম টেস্ট
৫–৯ নভেম্বর: ২য় টেস্ট
শ্রীলঙ্কা ‘এ’ দলের বাংলাদেশ সফরঃ মে ২০২৬
মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। এই সফরে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা।

এবারের নারী ফুটবল লিগে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল গড়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দলে ভিড়িয়েছে বাংলাদেশ জাতীয় দলের ৫ তারকা নারী ফুটবলার- মারিয়া মান্দা, তহুরা খাতুন, মনিকা চাকমা এবং দুই শামসুন্নাহারকে। সিনিয়র শামসুন্নাহার বাদে রক্ষণে সে অর্থে পরীক্ষিত কোনো সেনা নেই। যে কারণে নেপাল থেকে দুজন ডিফেন্ডারকে উড়িয়ে এনেছে পুরান ঢাকার ক্লাবটি। একজনের নাম পূজা রানা মাগার, অন্যজন সামিক্ষা ঘিমিরে।
বৃহস্পতিবার রাতে ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ১০-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাশগঞ্জ। প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে দারুণ খুশি নেপালের এই দুই ডিফেন্ডার। যাদের মধ্যে সামিক্ষা ইংরেজি বলতে পারেন না; তবে বুঝতে পারেন। হিন্দি ভাষায় এক কথায় যা বললেন তার অর্থ দাঁড়ায়- ‘খুব ভালো লাগছে।’
আরও পড়ুন
| চেলসি ম্যাচের আগে হলান্ডদের ‘মাথা উঁচু’ রাখতে বললেন গার্দিওলা |
|
পূজা রানা আবার যোগাযোগে বেশ দক্ষ। ম্যাচ জেতা নিয়ে তিনি বলেন, ‘সবার আগে আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা খুব ভালো খেলেছে এবং আজকের (গতকাল) ম্যাচটি আমি সত্যিই খুব উপভোগ করেছি।’
বাংলাদেশে এর আগেও নেপাল জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলে গেছেন পূজা। ঢাকার আবহাওয়া, পরিবেশ মোটামুটি জানা-ই নেপালি ডিফেন্ডারের জন্য। এবার নতুন ভূমিকায় এলেন বাংলাদেশে। এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন, তবে ক্লাবের আতিথেয়তা এবং এখানকার দর্শকদের উৎসাহ উপভোগ করছেন বলে জানান তিনি, ‘সবাইকে নমস্কার। বাংলাদেশের নারী ফুটবল লিগে অংশ নিতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এখানে আসতে পেরে আমরা খুব খুশি এবং অনেক উপভোগ করছি। ফরাশগঞ্জে যোগ দিতে পেরে আমি সত্যিই গর্বিত।’
বাংলাদেশে এসেছেন মাত্র কয়েকদিন হলো। মাঠ এবং ক্লাবের বাইরে এখনো সেভাবে যাওয়া হয়নি দুই নেপালি ফুটবলারের। তবে পুরাণ ঢাকার নানা ঐতিহ্যের গল্প শুনেছেন সতীর্থদের কাছে। এখানকার খাবারের কথাও ইতোমধ্যে জানা হয়েছে পূজা-সামিক্ষাদের। সময় হলে সেসব ঘুরে দেখবেন বলে জানান।
বাংলাদেশে কোনো সমস্যা হচ্ছে না বলে পূজা বলেন, ‘না, এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের টিম ম্যানেজার, সতীর্থরা- সবাই খুব ভালো। এখানে থাকতে পেরে আমরা সত্যিই খুশি।’ কেবল এক ম্যাচ খেলেছে ফরাশগঞ্জ। প্রতিপক্ষ দলগুলোর মধ্যে অনেকেই নিজেদের প্রথম ম্যাচ খেলার সুযোগ পায়নি। তাই অন্য দলগুলোর শক্তিমত্ত্বা, সামর্থ্য জানাও সম্ভব নয়। তারপরও এই দল নিয়ে আশাবাদী পূজা রানা, ‘আমাদের দলটি খুবই শক্তিশালী। দেখা যাক কী হয়।’

গত কয়েক বছরই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ট্রাভিস হেডের চাহিদা তুঙ্গে। চলতি অ্যাশেজ সিরিজেও রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবে সিরিজ শেষে নিজেদের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে দেখা যাবে না হেডকে। শারীরিক ও মানসিক ধকল সামলানোর জন্যই এই সিদ্বান্ত নিয়েছেন তিনি।
রোববার থেকে শুরু হচ্ছে অ্যাশেজের শেষ টেস্ট। এই ম্যাচের পর অজি দলে থাকা অনেক খেলোয়াড়ই যোগ দেবেন বিগ ব্যাশে। লিগটিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তি রয়েছে হেডের।
বিগ ব্যাশে খেলার বিষয়ে ডেইলি টেলিগ্রাফকে হেড বলেন, ‘অ্যাশেজ সিরিজের মানসিক চাপ আর সামনে বিশ্বকাপ থাকায় সম্ভবত খেলা হবে না।’
আরও পড়ুন
| লাইভে বাবরের কড়া সমালোচনায় গিলক্রিস্ট |
|
চলতি অ্যাশেজে চার ম্যাচে ৪৩৭ রান নিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হেড। অ্যাশেজের মতো সিরিজ মানসিকভাবে ক্লান্তিকর বলেন এই ব্যাটার, ‘প্রতিটি সিরিজেই ভালো অবদান রাখার লক্ষ্য থাকে। এবার সেটা বেশ ভালোভাবেই করতে পেরেছি। কিন্তু অ্যাশেজে খেলা এবং পুরো সিরিজ জুড়ে থাকা মানসিকভাবে সবসময়ই কঠিন।‘
বর্তমানে খেলোয়াড়দের ওপর ব্যাস্ত সূচির চাপ নিয়েও প্রশ্ন তুলেছেন হেড, ‘বিশ্বকাপে ভালো অবস্থায় যেতে চাইলে বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। বিষয়টা উদ্বেগের- আমরা ইতিমধ্যে কতটুকু খেলেছি আর কতটা সময় রয়েছে সামনে।‘
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। টুর্নামেন্টে 'বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া। ২০২২ সালের বিশ্বকাপজয়ীরা তাঁদের অভিযান শুরু করবে ১১ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে।

বিগ ব্যাশ লিগে (বিবিএল) বাবর আজামকে নিয়ে আলোচনা থামছেই না। সিডনি সিক্সার্সের হয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন বড় প্রত্যাশা নিয়ে। শুরুতে বড় ইনিংস না আসায় সমালোচনাও হয়েছে কমবেশি। তবে বৃহস্পতিবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে জবাব দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
মার্ভেল স্টেডিয়ামে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিক্সার্স। এমন পরিস্থিতিতে এক প্রান্ত আগলে রেখে বাবর আজাম খেলেন অপরাজিত ৫৮ রানের ইনিংস। ৪৬ বলের এই ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। তাঁর ব্যাটিংয়েই ছয় উইকেটে জয় পায় সিডনি সিক্সার্স। ফিফটি পূর্ণ করার সময় গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। চলতি মৌসুমে এটি বাবরের দ্বিতীয় পঞ্চাশ, এর আগে ২০ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষেও ফিফটি করেছিলেন তিনি।
তবে এই ইনিংসের মাঝেই সম্প্রচারে সমালোচনার মুখে পড়েন বাবর। ফক্স ক্রিকেটের লাইভ কমেন্ট্রিতে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বাবরের ব্যাটিং ধরন নিয়ে প্রশ্ন তোলেন। গিলক্রিস্টের মতে, বাবর সাধারণত রান-এ-বল গতিতে খেলেন, যা অনেক সময় তাঁর সঙ্গী ব্যাটারের ওপর বাড়তি চাপ তৈরি করে।
গিলক্রিস্ট বলেন, বাবর শক্তিশালী পাওয়ার হিটার হিসেবে পরিচিত নন। তিনি সহজে লাইন পেরিয়ে বড় শট খেলবেন—এটা তাঁর স্বাভাবিক খেলা নয়। তবে শুধু রান-এ-বল ভেবে খেললে দায়িত্বটা অন্য ব্যাটারের ওপর পড়ে যায়, এখানে আরও উদ্যোগী হতে হবে।
আরও পড়ুন
| সুপার ওভারে জিতে বোনাস পেল রাজশাহী |
|
কমেন্ট্রির এই বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ গিলক্রিস্টের বিশ্লেষণ সমর্থন করেছেন, আবার অনেকে বাবরের স্বাভাবিক খেলাটাকেই সঠিক বলে মনে করছেন।
পরিসংখ্যান অবশ্য বাবরের পক্ষেই কথা বলছে। টি–টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর ৯৭তম হাফসেঞ্চুরি, সঙ্গে রয়েছে ১১টি সেঞ্চুরি। ড্যানিয়েল হিউজ ও জশ ফিলিপের দ্রুত বিদায়ের পর ইনিংস গুছিয়ে নেওয়ার দায়িত্ব ছিল বাবরের কাঁধেই, যা তিনি সফলভাবেই পালন করেছেন।
এই পারফরম্যান্সটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের টি–টোয়েন্টি সিরিজের দলে জায়গা না পাওয়ার পরপরই। ফলে আত্মবিশ্বাস ফেরাতে এই ইনিংস বাবরের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে।
একই ম্যাচে কমেন্ট্রিতে উঠে আসে আরেকটি আলোচনা। মার্ক হাওয়ার্ড ও মাইকেল ভন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা নিয়ে তুলনা করেন বাবর আজাম ও বিরাট কোহলির। কোহলির ইনস্টাগ্রাম অনুসারী যেখানে ২৭ কোটির বেশি, সেখানে বাবরের অনুসারী প্রায় ৬৪ লাখ। হাওয়ার্ড মন্তব্য করেন, ১ কোটি অনুসারী মানে প্রায় অস্ট্রেলিয়ার অর্ধেক জনসংখ্যা।
সামনে তাকালে বাবরের এই ফর্ম পাকিস্তানের জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে। আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে পাকিস্তানের দলে আগ্রাসী ব্যাটার থাকলেও প্রান্ত ধরে খেলার একজন নির্ভরযোগ্য ব্যাটারের ঘাটতি মাঝেমধ্যে চোখে পড়ে। মোহাম্মদ রিজওয়ান না থাকলে সেই দায়িত্ব বাবরের কাঁধেই পড়তে পারে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে বড় মঞ্চেও পাকিস্তানের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন বাবর আজাম।