সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরমের কথা মাথায় রেখে বদলে ফেলা হলো এশিয়া কাপের খেলা শুরুর সময়। নতুন সূচিতে ৩০ মিনিট পিছিয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) শুরু হবে খেলা। তবে একটি ম্যাচ শুরু হবে আগের সূচিতেই।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে এই খবর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, টুর্নামেন্টের ১৯ ম্যাচের সবকটিই শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। এখন সেটি ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
তবে আগামী ১৫ সেপ্টেম্বর আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি আগের সূচিতেই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এর বাইরে ফাইনালসহ বাকি ১৮টি ম্যাচই হবে সাড়ে ৮টায়।
আরও পড়ুন
ওভার কমলেই সিলেটে দেখা যাবে ক্রিকেটের নতুন নিয়ম |
![]() |
সংযুক্ত আরব আমিরাতে সাধারণত সেপ্টেম্বরে দিনের বেলা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছে যায় তাপমাত্রা। যা কিনা সন্ধ্যা হওয়ার পরও উত্তাপ ছড়াতে থাকে। তাই অংশগ্রহণকারী দেশগুলোর পক্ষ থেকে খেলা পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়।
অনুরোধটি মূলত করা হয় ব্রডকাস্টারদের কাছে। কারণ খেলা শুরুর সময়ের সঙ্গে ব্রডকাস্টাররা আরও অনেক আনুষঙ্গিক কাজ করে থাকেন। তাই তাদের কাছে অনুরোধ করা হয়। পরে তারা রাজি হওয়ায় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া সিদ্ধান্ত হয়েছে।
আবু ধাবিতে আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। হংকংয়ে বিপক্ষে ১১ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। পরে ১৩ তারিখে শ্রীলঙ্কা ও ১৬ তারিখে আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।
No posts available.
১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৩ পিএম
আক্রমণে এসে দ্বিতীয় বলেই সাফল্য পেলেন নাসুম আহমেদ। পরের বলে নিলেন আরেকটি উইকেট। একাদশে ফেরার বাঁহাতি স্পিনারের পর আঘাত করলেন তাসকিন আহমেদ। আরও একবার পাওয়ার প্লেতে নেদারল্যান্ডসকে চেপে ধরল বাংলাদেশ।
প্রথম ৬ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ ৩ উইকেট ৪০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে নির্বিঘ্নে কাটিয়ে দেন ম্যাক্স ও'ডাউড ও বিক্রমজিত সিং। তৃতীয় ওভারে আক্রমণে আনা হয় নাসুমকে। দ্বিতীয় বলে তিনি ফিরিয়ে দেন ১০ বলে ৮ রান করা ও'ডাউডকে। মিড অনে সহজ ক্যাচ নেন তাওহিদ হৃদয়।
পরের বলে বেশ দূর থেকে স্কয়ার কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ তুলে দেন অনিল তেজা নিদামানুরু। তিন ওভারের মধ্যে মাত্র ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস।
এরপর রান আউটের একটি সুযোগ হাতছাড়া করেন শেখ মেহেদি হাসান। পাওয়ার প্লের শেষ ওভারে আঘাত করতে ভুল হয়নি তাসকিনের। স্লোয়ার ডেলিভারিতে তানজিম হাসান সাকিবের হাতে সহজ ক্যাচ তুলে দেন বিক্রমজিত। ১৭ বলে তিনি করেন ২৪ রান।
পরের বলে আরেকটি উইকেট পেতে পারতেন তাসকিন। কিন্তু এবার শরিজ আহমাদের ক্যাচ ছেড়ে দেন সাকিব। ক্রিজে এখন শরিজের সঙ্গী অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
হেডিংলিতে কাল সিরিজের প্রথম ওয়ানডেতে দেখা হচ্ছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার। এক দিন আগেই ম্যাচের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে পরিচিত মুখগুলোর সঙ্গে অভিষেক হচ্ছে শুধু সনি বেকারের।
ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে চমক দেখিয়ে দলে জায়গা করেছিলেন বেকার। ২০০৩ সালের মার্চে দক্ষিণ ইংল্যান্ডের আনুষ্ঠানিক কাউন্টি ডেভনে জন্ম এই পেসারের। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বোলিং করে নজরও কেড়েছেন।
ইসিবি জানিয়েছে, কাল হেডিংলিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে বেকারের। কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ার, ইংল্যান্ড লায়ান্স ও দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসে আলো ছড়িয়ে দলে জায়গা করেছেন তিনি।
২২ বছর বয়সী বেকার সব মিলিয়ে ১১টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। ৬.৩৬ ইকোনমিতে শিকার করেছেন ১৯ উইকেট। তবে দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে সাত ম্যাচে ৯ উইকেট শিকার করে নজর কাড়েন। গত শীতে ইংল্যান্ড লায়ন্সের হয়ে মুগ্ধ করেন নির্বাচকদের। চলতি বছরের শুরুতে তিনি ইংল্যান্ড ডেভেলপমেন্ট চুক্তিও পান।
প্রথম শ্রেণির ৭ ম্যাচে ১৩ ইনিংসে নিয়েছেন ২২ উইকেট। স্বীকৃত ২১ টি-টোয়েন্টিতে শিকার ২৪ উইকেট। ইংল্যান্ডের পেস আক্রমণে বেকারের সঙ্গে থাকছেন জফরা আর্চার, যিনি চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছেন। আছেন ব্রাইডন কার্সও। ওপেনিং জুটিতে আবারও দেখা যাবে জেমি স্মিথ ও বেন ডাকেটকে।
প্রথম ওয়ানডের জন্য ইংল্যান্ড একাদশ:
জেমি স্মিথ, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফরা আর্চার, আদিল রশিদ, সনি বেকার।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে পরপর দুই ম্যাচে টস জিতলেন লিটন কুমার দাস। আগের ম্যাচের মতো এবারও নিলেন অভিন্ন সিদ্ধান্ত। নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক।
সিরিজের প্রথম ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিলেন লিটন। সেই ম্যাচে ৮ উইকেটে জিতে লিড নিয়েছিল বাংলাদেশ। এবারও ডাচদের অল্পে আটকে রেখে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের ট্রফি নিশ্চিত করার লক্ষ্য স্বাগতিকদের।
সিরিজ জয়ের অভিযানে নিজেদের একাদশে জোড়া পরিবর্তন করেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে।
নেদারল্যান্ডস একাদশে পরিবর্তন একটি। টিম প্রিঙ্গেলের বদলে সুযোগ পেয়েছেন সিকান্দার জুলফিকার। ২০১৯ সালের পর এই প্রথম খেলতে নামছেন জুলফিকার।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং,অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শরিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, সিকান্দার জুলফিকার।
অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে আপাতত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ব্যস্ত সাকিব আল হাসান। এদিকে তার আরেক দল আটলান্টা ফায়ার জন্ম দিয়েছে বিস্ময়কর এক ঘটনার। এক ওভারে তারা নিয়েছে ৪৩ রান!
মাইনর লিগ ক্রিকেটে অরলান্ডো গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে এই কাণ্ড করেছেন আটলান্টার দুই ব্যাটার স্টিভেন টেলর ও সাগার প্যাটেল। এর মূল কারিগর অবশ্য অরলান্ডোর পেসার ঋষি ভারমানি। কারণ 'ওয়াইড' ও 'নো' মিলিয়ে মোট ১৩টি বল করেছেন ভারমানি।
আগে ব্যাট করতে নেমে প্রথম ৪ ওভারে ৩০ রান করতে পেরেছিল আটলান্টা। এরপর বোলিংয়ে আসেন ভারমানি। যেখানে কোনো বৈধ ডেলিভারি করার আগেই ২০ রান দিয়ে ফেলেন অরলান্ডো ডানহাতি এই পেসার।
তার দুটি ডেলিভারি ছিল নো ও ওয়াইড। এরপর আরেকটি 'নো' বল করলে ছক্কা মেরে দেন টেলর। পরের বল আবার 'নো', এবার দুই রান নেন ব্যাটার। পরের বলটি আবার ওয়াইড। তার ষষ্ঠ বলটি আবার হয় 'নো', আবার ছক্কা মারেন প্যাটেল।
আরও পড়ুন
অন্যরকম ফিফটির সামনে দাঁড়িয়ে লিটন |
![]() |
অর্থাৎ ছয় বল করলেও বৈধ ডেলিভারি ছিল না একটিও, উল্টো স্কোরবোর্ডে জমা হয় ২০ রান। এরপর সপ্তম বলে গিয়ে প্রথম বৈধ ডেলিভারি করেন ভারমানি। তাতেও রক্ষা পাননি। ছক্কা মেরে দেন প্যাটেল। এরপর অবশ্য রানের বান থামে। সব মিলিয়ে ১৩ বল করে ৪৩ রান দেন ভারমানি।
৪ ওভারে ৩০ থেকে ভারমানির ওই ওভারের সৌজন্যে ৫ ওভারে ৭৩ রানে পৌঁছে যায় আটলান্টা। শেষ পর্যন্ত তারা করে ৫ উইকেটে ২১৭ রান। পরে অরলান্ডো মাত্র ১৪২ রানে অলআউট হয়ে গেলে ৭৫ রানের জয় পায় আটলান্টা।
গত মাসের মাঝামাঝি সময়ে সাকিব আল হাসানকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল আটলান্টা। সেটির সমর্থনে সাকিব নিজেও দিয়েছিলেন ভিডিওবার্তা। তবে কবে নাগাদ দলে যোগ দিতে পারবেন সাকিব, সেটি এখনও অজানা।
আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএল। অ্যান্টিগা ফাইনালে উঠলে ততদিন মাইনর লিগ খেলতে যাওয়া হবে না সাকিবের। এরপর গেলেও আটলান্টা ফায়ারের হয়ে দুটির বেশি ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ঝড়ো ফিফটিতে রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। তার সামনে এখন আরেক অর্জনের হাতছানি। দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে পারলেই বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে জয়ের ফিফটির স্বাদ পাবেন অভিজ্ঞ ব্যাটার।
১০৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে দলকে জিততে দেখেছেন লিটন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সোমবারের ম্যাচ জিতলেই এই ফরম্যাটে অন্যরকম এই ফিফটি হয়ে যাবে বাংলাদেশ অধিনায়কের।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে জয়ের ফিফটি আছে শুধু দুজনের- মুস্তাফিজুর রহমান (১১২ ম্যাচে ৫৩) ও সাকিব আল হাসান (১২৭ ম্যাচে ৫২)। তাদের পরেই আছেন লিটন ও মাহমুদউল্লাহ (১৪১ ম্যাচে ৪৯)।
আরও পড়ুন
প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ফুটবলার এখন ইসাক |
![]() |
সোমবারের ম্যাচটি জিতলে অধিনায়ক হিসেবেও দারুণ এক অর্জন ধরা দেবে লিটনের। এখন পর্যন্ত তার নেতৃত্বে ১৭ টি-টোয়েন্টি ম্যাচের ৯টি জিতেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলে ১৮ ম্যাচে ১০ জয় হয়ে যাবে তার। জয়ের হার হবে ৫৫.৫৬ শতাংশ।
বাংলাদেশের অধিনায়কদের মধ্যে এখন পর্যন্ত ১০ ম্যাচে জয় পেয়েছেন মাহমুদউল্লাহ (৪৩ ম্যাচে ১৬), সাকিব (৩৯ ম্যাচে ১৬), মাশরাফি বিন মর্তুজা (২৮ ম্যাচে ১০) ও নাজমুল হোসেন শান্ত (২৪ ম্যাচে ১০)। তাদের কারও জয়ের হারই ৪১.৬৬-র বেশি নয়।
ব্যক্তিগত ক্যারিয়ারেও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিটন। ১০৮ ম্যাচের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩ ফিফটি করেছেন ৩০ বছর বয়সী ব্যাটার। ১২৭ ম্যাচে সাকিবের ফিফটিও সমান ১৩টি।
চলতি সিরিজে আরেকটি ফিফটি করতে পারলেই সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটির মালিক হবেন লিটন।