৩১ অক্টোবর ২০২৪, ৭:০৩ পিএম

একেবারে 'নাস্তানাবুদ' যাকে বলে ঠিক তাই হয়েছে বাংলাদেশ দল। সাউথ আফ্রিকার সাথে দুই ম্যাচেই হেরেছে টাইগাররা। মিরপুরে সাত উইকেটের হারের পর চট্টগ্রামে ইনিংস ব্যবধানে হার। দলের সাথে তাই কথা উঠছে নাজমুল হোসেন শান্তর বড় রানে না থাকাও। ৭, ২৩, ৯ আর ৩৬ রান করা শান্ত ভুগছেন রান খরায়।
নিজের সবশেষ ১০ ইনিংসে বাংলাদেশ অধিনায়কের ব্যাটে কেবল একটাই ফিফটি। চেন্নাইয়ে ৮২ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। তার আগের ১০ টেস্ট ইনিংসেও ছিলনা একটা ফিফটি।
আরও পড়ুন
| নাসুমকে লাঞ্ছিত করার বিষয়ে জানেন না শান্ত |
|
রানে না থাকা অধিনায়ক আজ গণমাধ্যমে এসে জানান, 'হ্যাঁ অবশ্যই। যেহেতু ওপরের দিকে ব্যাট করি, গুরুত্বপূর্ণ দায়িত্ব রান করা। যেটা হচ্ছে না। গত বেশ কয়েকটা ইনিংসে ২০ থেকে ৪০ এর মধ্যে আউট হচ্ছি। সেট হয়ে আউট হচ্ছি যা দলের জন্য ক্ষতির কারণ। এ জায়গায় আরও মনোযোগ রেখে করা উচিৎ। আমার কাছে মনে হয় আমার ব্যাটিং অনেক গুরুত্বপূর্ণ।'
আলোচনায় আসছে শান্ত সামনে বাংলাদেশের অধিনায়ক থাকবেন কিনা, তবে আপাতত এসবে মুখ খুলতে রাজি নয় এই ২৬ বছর বয়সী।
No posts available.
২৪ ডিসেম্বর ২০২৫, ৪:২৪ পিএম

আইএল টি–টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন মোস্তাফিজুর রহমান। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে এক উইকেট নিয়ে টুর্নামেন্টে তাঁর মোট উইকেট দাঁড়াল—১৫। শীর্ষে থাকা ওয়াকার সালামখিলের সঙ্গে সমতায় পৌঁছালেও শেষ পর্যন্ত হতাশ হতে হয় কাটার মাস্টারকে।
ম্যাচের আগে মোস্তাফিজের সামনে ছিল দুটি সমীকরণ—সালামখিলকে স্পর্শ করা এবং ছাড়িয়ে যাওয়া। প্রথমটি পূরণ হলেও দ্বিতীয়টি অধরাই থেকে গেল। কারণ ৮ ইনিংসে ১৫ উইকেট নেওয়া আফগান স্পিনার এদিন আরও দুটি উইকেট নিয়ে আবারও এককভাবে শীর্ষে উঠে যান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শারজাহ ওয়ারিয়র্সকে ১৩৪ রানে বেঁধে ফেলে দুবাই ক্যাপিটালস। লক্ষ্য তাড়ায় ব্যাটিং করছে দুবাই। এ ম্যাচে জয় পেলে প্লে অফ নিশ্চিত হবে মোস্তাফিজদের।
আরও পড়ুন
| স্টোকস বললেন—পালাবো না |
|
ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলে মাত্র দুই রান দেন মোস্তাফিজ। পরের চার বল টানা ডট—শুরুর ছন্দটা ছিল নিখুঁত। চতুর্থ ওভারে কিছুটা খরুচে হয়ে ৯ রান দিলেও দ্বিতীয় স্পেলে ফিরে এসে আবারও আঘাত হানেন। ১৩তম ওভারের প্রথম বলেই সিকান্দার রাজাকে কট অ্যান্ড বোল্ড করে নিজের উইকেটসংখ্যা ১৫-তে নিয়ে যান মোস্তাফিজ—সেই মুহূর্তে সালামখিলকে ছুঁয়ে ফেলেন তিনি।
তবে এরপর দ্রুত তিন উইকেট পড়ে শারজাহর, যার মধ্যে সালামখিল নেন দুটি। ফলে শীর্ষস্থান আবারও এককভাবে তাঁর দখলে চলে যায়। ১৯তম ওভারে শেষ ওভার করতে এসে মোস্তাফিজ প্রথম তিন বলে নিয়ন্ত্রিত থাকলেও শেষ তিন বলে দুটি চার হজম করেন।
দুবাইয়ের হয়ে হায়দার আলী ও ওয়াকার সালামখিল নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজ, মোহাম্মদ নবী ও ডেভিড উইলি।

অস্ট্রেলিয়ার মাটিতে ১৫ বছরের জয়খরা কাটাতে পা রেখেছিলেন বেন স্টোকসরা। অথচ দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে উল্টো সমালোচনার সফরকারীরা। ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর সতীর্থদের প্রতি সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বক্সিং ডে টেস্টের আগে আজ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্টোকস বলেন, ‘ইংল্যান্ড অধিনায়ক হিসেবে এটাই সম্ভবত আমার সবচেয়ে কঠিন সময়। দায়িত্ব থেকে পালাব না। এই সফরের বাকি সময়টায় চেষ্টা করব কীভাবে ছেলেদের এই পরিস্থিতি সামলাতে সাহায্য করা যায়।’
দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের বিরতিতে কুইন্সল্যান্ডের নুসায় ইংল্যান্ড ক্রিকেটারদের অতিরিক্ত মদ্যপানের অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি। এরমধ্যেই গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ওপেনার বেন ডাকেটের মাতাল অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
| আন্তঃকলেজ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয় |
|
দলটির খেলোয়াড়দের আচরণ নিয়ে সমালোচনার মাঝেই সতীর্থদের প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানিয়েছেন স্টোকস, ‘অনেক খেলোয়াড় তিন ফরম্যাটেই খেলেন, বছরের বড় সময় ঘরের বাইরে থাকতে হয়। এটা মানসিকভাবে খুব কঠিন। খারাপ সময়ে সবকিছু আরও বেশি আলোচনায় আসে। তাই সবার কাছ থেকে একটু সহমর্মিতা আশা করি।’
সমালোচনার মাঝেও চতুর্থ টেস্টের দলে জায়গা ধরে রেখেছেন বেন ডাকেট। স্টোকস জানিয়েছেন, তিনি ডাকেটের সঙ্গে কথা বলেছেন এবং তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন।
অস্ট্রেলিয়ায় টানা ১৮ টেস্ট জয়হীন ইংল্যান্ড শেষ দুই ম্যাচের অন্তত একটিতে হার এড়িয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায়। শুক্রবার সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বেন স্টোকসের দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম সংস্করণের অফিসিয়াল অংশীদার হলো দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্ক ব্র্যান্ড এসএমসি প্লাস।
আজ অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. সাইফ উদ্দিন নাসির এবং টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম।
এই অংশীদারিত্বের মাধ্যমে খেলোয়াড়দের সঠিক হাইড্রেশন ও ইলেকট্রোলাইট সরবরাহ নিশ্চিত করবে এসএমসি প্লাস। পাশপাশি ব্র্যান্ডের পারফরম্যান্স ও সহনশীলতা উন্নত করার প্রতিশ্রুতি আরও দৃঢ় করছে এসএমসি প্লাস।
এ উপলক্ষে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন নাসির বলেন, ‘এই অংশীদারিত্ব SMC+–এর ভিশনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, যা গুণগতমানসম্পন্ন হাইড্রেশন সমাধানের মাধ্যমে খেলোয়াড় ও খেলাধুলাপ্রেমীদের ক্ষমতায়ন করার ওপর ভিত্তি করে।’
টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম বলেন, ‘টি স্পোর্টস বিপিএলে—এ শক্তিশালী ব্র্যান্ড পার্টনারশিপ আনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এসএমসি প্লাস এর অংশীদারিত্ব টুর্নামেন্টকে খেলোয়াড়দের পুষ্টি ও সুস্থতা প্রচারে নতুন মাত্রা যোগ করবে।’

বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তনটা রাজকীয় হলো রোহিত শর্মার। দীর্ঘ সাত বছর পর আজ এই প্রতিযোগিতায় ফিরে খেললেন ৯৪ বলে ১৫৫ রানের অসাধারণ এক ইনিংস। লিস্ট-এ ক্রিকেটে করেছেন নিজের দ্রুততম সেঞ্চুরি।
জয়পুরে আজ সিকিমের ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে মুম্বাই। শুরু থেকেই চার-ছক্কার উৎসবে মেতে ওঠেন রোহিত। বাউন্ডারির ঢেউ তুলে লিস্ট এ ক্রিকেটে ৩৭তম শতকের দেখা পান ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার। ৫০ ওভারের ক্রিকেটে এরমধ্যে ৩৩টি আন্তর্জাতিক ক্রিকেটে আর মুম্বাইয়ের হয়ে চতুর্থবারের মতো তিন অঙ্ক স্পর্শ করলেন রোহিত।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে করা ৬৩-বলে সেঞ্চুরিকে আজ ছাড়িয়ে গেছেন রোহিত। সিকিমের বিপক্ষে ৬২ বলে সেঞ্চুরি করেন তিনি। ১৬৪ স্ট্রাকরেটে ১৮ চার ও ৯ ছয়ে ৯৪ বলে ১৫৫ করে থামেন রোহিত।
আরও পড়ুন
| কোহলি-রোহিতের জন্য এক নিয়ম, বুমরাহর জন্য আরেক |
|
রোহিতের দুর্দান্ত ইনিংসের নৈপুণ্যে তাঁর দলও জিতেছে হেসেখেলে। মাত্র দুই উইকেট হারিয়ে ৩০.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।
গত ১৯ বছরে লিস্ট এ ক্যারিয়ারে মুম্বাইয়ের হয়ে ১৯টি বিজয় হজারে ট্রফি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। শেষবার মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন সাত বছর আগে ২০১৮ সালে। মুম্বাইয়ের হয়ে ওই বছর বিহার ও হায়দরাবাদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচে খেলে জয়ও পান তিনি। এই দুই ম্যাচে রোহিত মোট ৪৯ রান করেন, এর মধ্যে বিহারের বিপক্ষে অপরাজিত ছিলেন ৩২ রানে।
৩৮ বছর বয়সী রোহিত শর্মা বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে রোহিত শর্তা-বিরাট কোহলির মতো ব্যাটারদের বিজয় হাজারে ট্রফি খেলার নির্দেশ দিয়েছে বিসিসিআই। মাঝে ডানহাতি এই ব্যাটারের ছন্দ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠলেও সবশেষ আন্তর্জাতিক ম্যাচগুলোয় ব্যাট হাতেই জবাব দেন রোহিত।

দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরে চ্যাম্পিয়ন হওয়ার আশা নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানের। ২০১৯ সালের পর এবার ২০২৫ মৌসুমে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বুধবার দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএলকে ঘিরে নিজের প্রত্যাশা, দলের শক্তি ও নেপালি ভাষায় নেপালি সমর্থকদের উদ্দেশে বার্তা দেন ২৫ বছর বয়সী লেগ স্পিনার।
বিপিএলে ফেরা নিয়ে সন্দীপের কণ্ঠে ছিল স্পষ্ট উচ্ছ্বাস। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ২০১৯ সালের বিপিএল খেলেছেন লামিচানে। তার মতে, ছয় বছর আগের তুলনায় বাংলাদেশ ক্রিকেটের পরিবেশ ও অবকাঠামো এখন আরও উন্নত।
“ক্রিকেটিং কালচার আগের চেয়ে অনেক ভালো হয়েছে। অবকাঠামো উন্নত হয়েছে। দর্শক উন্মাদনা তো আগের মতোই অসাধারণ। প্রায় ৬ বছর পর আবার খেলব বিপিএল। দারুণ ব্যাপার। মাঠে নামতে মুখিয়ে আছি।”
আরও পড়ুন
| একজন ৩৬ বলে, আরেকজন ৩২ বলে সেঞ্চুরি, ৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্ব রেকর্ড |
|
রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড নিয়ে যথেষ্ট আশাবাদী লামিচানে। স্থানীয় ক্রিকেটারদের সম্ভাবনাই দলের বড় শক্তি বলে মনে করেন তিনি।
“এই দলে অসাধারণ প্রতিভা রয়েছে। অনেকের সঙ্গে আগে খেলেছি, একে অপরকে চিনি। অনুশীলনেও সবাই শতভাগ দিচ্ছে। সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা রোমাঞ্চিত। দলের ভেতরের আবহ ও পরিবেশ দারুণ।”
দলের ভারসাম্য নিয়েও আলাদা করে কথা বলেন নেপালি লেগ স্পিনার। তার মতে, টপ অর্ডার থেকে শুরু করে বোলিং আক্রমণ- সব দিক থেকেই রাজশাহী ওয়ারিয়র্স একটি পরিপূর্ণ দল।
বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ও মুশফিকুর রহিমের অভিজ্ঞতা দলকে বাড়তি শক্তি দেবে বলে বিশ্বাস করেন তিনি। এছাড়া বিদেশি ক্রিকেটারদের অভিজ্ঞতাও দলকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখবে বলে জানান লামিচানে।
রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দেওয়ার পেছনের গল্পটিও জানান নেপালের এই তারকা স্পিনার। নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল দেখার সময় দলের প্রধান কোচ হান্নান সরকারের কাছ থেকে প্রস্তাব পান তিনি, “খুব অল্প সময়ের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যায়। তিনি (হান্নান) পুরো প্রক্রিয়াটা আমার জন্য সহজ করে দিয়েছেন।”
সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে লামিচানের লক্ষ্য পরিষ্কার- জয়, “আমরা এখানে এসেছি ম্যাচ জিততে, দর্শকদের বিনোদন দিতে এবং দলের জন্য দুই পয়েন্ট নিশ্চিত করতে।”
আরও পড়ুন
| লোহিত সাগরের নির্জন দ্বীপে নতুন ঠিকানা রোনালদোর |
|
নেপালি সমর্থকদের উদ্দেশে নেপালি ভাষায় আলাদা বার্তাও দেন সন্দীপ। শুরু থেকেই যারা তাকে ও নেপাল ক্রিকেটকে সমর্থন করে আসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশি দর্শকদের প্রতিও ভালোবাসা জানান।
নেপালি ভাষায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, দল হিসেবে তারা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন শিরোপা জিততে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী।