সাপ্তাহিক ছুটির দিনে পুরান ঢাকার কর্মব্যস্ততা তখনও সেভাবে শুরু হয়নি। তবে লালবাগ কেল্লায় সকাল থেকেই দেখা গেল ক্রিকেটীয় কর্মযজ্ঞ। ট্রফি নিয়ে ঐতিহাসিক স্থাপনার ভেতরে দাঁড়িয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ ও শাই হোপ।
বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের বড় একটি অংশ লালবাগ কেল্লা। এর ভেতরে অবস্থিত পরীবিবির মাজারের সামনেই শুক্রবার সকালে হয়ে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ট্রফি উন্মোচন।
শহুরে ব্যস্ততা শুরুর আগে ট্রফি নিয়ে লালবাগ কেল্লার ভেতরে ট্রফি নিয়ে ফটোসেশন সেরে নেন মিরাজ ও হোপ। যেখান থেকে পরে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে চলে যান মিরাজ আর হোপ ফেরেন উইন্ডিজের টিম হোটেলে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচ দিয়ে দুই বছরের বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আর এই মাঠে হয়নি পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফিরতি সিরিজে এবার প্রতিশোধের সুযোগ তাদের৷ ওই হোয়াইটওয়াশের আগে অবশ্য উইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
সব মিলিয়ে দুই দলের ১২টি দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের জয় ৬টিতে আর ক্যারিবিয়ানরা জিতেছে ৬টি। তাই সামনের সিরিজটি দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার।
No posts available.
টেস্ট টোয়েন্টি—কেমন অদ্ভুতই না নামটা! চোখ কচলাতে কচলাতে যে কেউ বলে বসতে পারেন, “এ আবার কী!” টেস্ট আর টোয়েন্টি তো আলাদা ফরম্যাট, দুটো এক হলো কবে থেকে? চক্ষু চড়কগাছে উঠলেও সত্যটা হলো, ‘টেস্ট টোয়েন্টি’ নামে ক্রিকেটের চতুর্থ ফরম্যাট চালু হতে যাচ্ছে ২০২৬ সালের জানুয়ারি থেকে।
ছয়টি ফ্র্যাঞ্চাইজির সমন্বয়ে অনুষ্ঠিত হবে ‘টেস্ট টোয়েন্টি’। এর মধ্যে তিনটি থাকবে ভারতের, বাকি তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি ম্যাচে খেলা হবে ৮০ ওভার। সেট হবে চারটি, অর্থাৎ প্রতি সেশন হবে ২০ ওভারের। টেস্ট ফরম্যাটে টি-টোয়েন্টির ঝাঁজ দেখা যাবে নতুন এই ফরম্যাটে।
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক সংখ্যার বিশ্বরেকর্ড |
![]() |
টেস্ট টোয়েন্টির প্রতিটি দলে থাকবে ১৬ জন ক্রিকেটার—৮ জন ভারতীয় এবং ৮ জন বিদেশি। মোট ৯৬ জন ক্রিকেটার নিলামের মাধ্যমে দল পাবে। বাকি ২০৪ জন খেলোয়াড়, যারা তিন ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নিলাম পুলে অন্তর্ভুক্ত থাকবেন। তারা পরবর্তীতে ওয়াইল্ডকার্ড পুলে স্থান পাবেন। এই দলটি অনেকটা সাইটবেঞ্চের মতো। অর্থাৎ মৌসুম চলাকালে এখান যে কাউকে দলে ভিড়াতে পারবে দলগুলো।
ক্রিকেটকে আরও রোমাঞ্চকর ও চিত্তাকর্ষক করে তুলতেই এমন উদ্যোগ ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানিন। তাঁর পাশে রয়েছেন ক্রিকেটের সাবেক কিংবদন্তিরা—হরভজন সিং, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেডেন এবং ক্যারিবীয় ক্রিকেটের ধারক-বাহক ক্লাইভ লয়েড।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এই পরিকল্পনার অন্যতম উদ্ভাবক। তিনি বলেন, ‘টেস্ট টোয়েন্টি হলো উদ্দেশ্যমূলক উদ্ভাবন। এটি খেলাটির ঐতিহ্যকে সম্মান জানিয়ে ভবিষ্যতের সম্ভাবনাকে আলিঙ্গন করে। এটি তরুণ খেলোয়াড়দের তাড়া করার জন্য একটি নতুন স্বপ্ন দেয় এবং ভক্তদের অনুসরণ করার জন্য একটি নতুন গল্প দেয়।’
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উৎসব। দর্শকদের আগ্রহের তুঙ্গে প্রতিবেশী দু’দেশের ক্রিকেট লড়াই। সদ্য সমাপ্ত এশিয়া কাপে সূর্যকুমার যাদব ও সালমান আলি আগাদের ম্যাচের টিকিট নিয়ে লেগে যায় কাড়াকাড়ি। নারী বিশ্বকাপে তেমন কিছু না ঘটলেও টিভি-অনলাইন প্লাটফর্মে দুই দেশের ম্যাচটি দর্শক সংখ্যায় আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচ দর্শক সংখ্যায় বিশ্ব রেকর্ড গড়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচে দর্শক সংখ্যা ছিল ২৮.৩ মিলিয়ন এবং ১.৮৭ বিলিয়ন মিনিট দেখা হয়েছে এই ম্যাচ।
আরও পড়ুন
খেলায় ফিরলেন টেম্বা বাভুমা |
![]() |
টিভিতে দর্শকের দিক থেকে ভারত-পাকিস্তান ম্যাচটি বিশ্বকাপের লিগ পর্বের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পাওয়া ম্যাচ। বিশ্বকাপের প্রথম ১১টি ম্যাচে দর্শক সংখ্যা ছিল ৭২ মিলিয়ন।
আইসিসি জানিয়েছে, এটি পূর্ববর্তী সংস্করণের তুলনায় ১৬৬ শতাংশ বেশি। মিনিটের বিচারে যা ৩২৭ শতাংশ বেড়ে ৬.৩ বিলিয়নে পৌঁছেছে।
আইসিসি ও জিও হটস্টার যৌথভাবে প্রকাশিত তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ১৩টি ম্যাচ ইতোমধ্যেই ৬০ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছে, যা ২০২২ সালের সংস্করণের তুলনায় পাঁচগুণ বেশি। এছাড়া মোট ওয়াচ-টাইম ৭ বিলিয়ন মিনিটে পৌঁছেছে, যা আগের টুর্নামেন্টের তুলনায় ১২ গুণ বেশি।
চোট কাটিয়ে মাঠে ফিরছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। চলতি মাসের শেষদিকে তিনি ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সফরে থাকবেন। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স-এর দুটি প্রথম শ্রেণির ম্যাচের দ্বিতীয়টিতে মাঠে নামার কথা রয়েছে বাভুমার।
পাঁজরের চোটের কারণে ইংল্যান্ড সফরের পর থেকেই মাঠের বাইরে ছিলেন বাভুমা। পাকিস্তান সিরিজেও খেলেননি তিনি। ভারত সফরে দুই টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বর ১৪ থেকে ডিসেম্বর ১৯ পর্যন্ত চলবে এই পূর্ণাঙ্গ সিরিজ। তার আগে ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন প্রোটিয়া অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের নেতৃত্বে রয়েছেন ওপেনার মার্কাস অ্যাকারম্যান। দলে আছেন জুবায়ের হামজা ও প্রেনেলান সুব্রায়েন, যারা বর্তমানে পাকিস্তানে টেস্ট দলের সঙ্গে রয়েছেন। এছাড়াও রয়েছেন সাদা বলের ক্রিকেটে খেলা পেসার কডি ইউসুফ।
চারদিনের দুটি ম্যাচ হবে ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। এরপর ১৩ থেকে ১৯ নভেম্বর রাজকোটে হবে তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ।
এই সিরিজে ফিরছেন তরুণ বাঁ-হাতি পেসার কুয়েনা মাফাকা, যিনি হ্যামস্ট্রিং চোটের কারণে পাকিস্তান সফরের সাদা বলের সিরিজে খেলতে পারেননি।
শেষ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটলো সংযুক্ত আরব আমিরাত। ওমানের আল-আমেরাতে অনুষ্ঠিত পূর্ব এশিয়া-প্যাসিফিক (এশিয়া-ইএপি) বাছাইপর্বে জাপানকে আট উইকেটে হারিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি। নেপাল ও ওমানের পর ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো আমিরাত।
সূর্যোদয়ের দেশ জাপান আজ আগে ব্যাটিং করে ১১৭ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় নেমে ৪৭ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় আরব আমিরাত। জয়ে বড় ভূমিকা রাখেন হায়দার আলি। ২০ রান খরচায় তিন উইকেট নেন তিনি।
এছাড়া পেনার আলিশান শরাফু ও মোহাম্মদ ওয়াসিমের ৭০ রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত্তি গড়ে দেয়। শরাফু ৪৬ ও ওয়াসিম করেন ৪২ রান। মায়াংক চৌধুরী ও রাহুল চোপড়া দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
আরও পড়ুন
বাংলাদেশকে ডুবিয়ে যেসব রেকর্ড গড়লেন হিলি |
![]() |
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আয়োজক দুই দেশ ছাড়াও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা সাত দল-আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি মূলপর্বে জায়গা করে নিয়েছে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
আঞ্চলিক বাছাইয়ে আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে কানাডা। ইউরোপ থেকে প্রথমবারের মতো ইতালি এবং নেদারল্যান্ডস পেয়েছে বিশ্বকাপের টিকিট। আফ্রিকার আট দলের প্রতিযোগিতা থেকে কোয়ালিফাই করেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। এশিয়া-ইএএপি অঞ্চলের নয় দলের লড়াই থেকে নেপাল, ওমান ও আরব আমিরাত জায়গা পেয়েছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে। সেখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনাল, আর সেমিফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে ফাইনালে।
অ্যালিসা হিলি ছুটছেন তো ছুটছেনই। গত রবিবার ভারতের ৩৩০ রান তাড়ার সময় তিনি সেঞ্চুরি হাঁকান। ১৪২ রানের সেই ইনিংসের পর আজও গড়লেন ইতিহাস।
৩৫ বর্ষী অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া। এর আগে ২০০৫ বিশ্বকাপে এমন কীর্তি গড়েছিল সাবেক চ্যাম্পিয়নরা।
নারী বিশ্বকাপে ৫ ম্যাচে ৪ জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের এক পয়েন্ট মিলিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। এই জয়ে শেষ চার নিশ্চিত করলেন হিলিরা।
লিচফিল্ডকে নিয়ে ২০০ উর্ধ্ব জুটি গড়েন অ্যালিসা
বিশাখাপত্তনমে আজ প্রথমে ব্যাটিং করে ২০২ রান তুলে বাংলাদেশ। জবাব দিতে নেমে অস্ট্রেলিযার দুই ওপেনার ছিলেন অপ্রতিরোধ্য। দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়ার সময় বেশ কিছু রেকর্ড গড়েন অ্যালিসা হিলি।
রান তাড়ায় রেকর্ড
সেমিফাইনাল নিশ্চিত হওয়ার দিনে রেকর্ড গড়েছেন অ্যালিসা হিলি। নারী বিশ্বকাপে তাদের এই জয়টি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তাড়া করে। এর আগে ২০২৩ সালে বিনা উইকেটে ২১৮ রান তাড়া করেছিল অস্ট্রেলিয়া। আজ ভিসাখাপত্তনমে তারা তাড়া করে ২০২ রান।
সর্বোচ্চ জুটির রেকর্ড
হিলি ও লিচফিল্ডের ২০২ রানের পার্টনারশিপও দারুণ কীর্তির সাক্ষী। বিশ্বকাপে এটি তৃতীয় সর্বোচ্চ জুটি। এর আগে ১৯৯৮ সালে ২২০ রানের জুটি হয়েছিল। দ্বিতীয়টিতে হিলির নাম যুক্ত ছিল। ২০২২ বিশ্বকাপে হেইনেসের সঙ্গে ২১৬ রানের জুটি গড়েছিলেন তিনি। এবার লিচফিল্ডকে নিয়ে গড়লেন ইতিহাস।
দ্রুতগতির সেঞ্চুরি
টানা জয়ের দিনে দ্রুত শতকের কীর্তি গড়েন অ্যালিসা। আজ ৭৩ বলে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন। আর দুটি বল কম খেললে হয়তো লিস্টে নম্বর ওয়ানে থাকতেন অজি অধিনায়ক।
ব্যাক টু ব্যাক সেঞ্চুরি
ব্যাক টু ব্যাক সেঞ্চুরির ক্ষেত্রেও কীর্তি গড়েছেন অ্যালিসা। বিশ্বকাপে এ পর্যন্ত তিনজন টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম ওঠল হিলির। ভারতের বিপক্ষে ১৪২ রানের পর আজ অপরাজিত ছিলেন ১১৩ রানে।
ভারতের বিপক্ষে ১৪২ রানের ইনিংসের পর আজও তিন অঙ্কের রান পেলেন অজি অধিনায়ক
বিশ্বকাপে চার সেঞ্চুরি
নারী বিশ্বকাপে আজ চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন অ্যালিসা। সর্বোচ্চ পাঁচটি শতক রয়েছে ইংল্যান্ডের ন্যাট স্কাইভার-ব্রান্টের। তবে চারটি করে সেঞ্চুরি পেয়েছেন আরও তিনজন, যার মধ্যে দুইজন ইংল্যান্ডের এবং একজন নিউজিল্যান্ডের সুজি বেটস।
৭ হাজার রানের মাইলফলক
আজ ১১৩ রানের ইনিংস খেলাকালে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৭ হাজার রান স্পর্শ করেছেন অ্যালিসা। এটি অস্ট্রেলিয়ার বর্তমান নারী দলের মধ্যে সর্বোচ্চ।