১৪ জুন ২০২৫, ৬:১৯ পিএম
হাতে ৮ উইকেট, প্রয়োজন মাত্র ৬৯ রান, ক্রিজে দুই অপরাজিত ব্যাটার গড়েছেন ১৪৩ রানের জুটি - এমন প্রেক্ষাপটে একটা দল টেস্টে হারবে এটা ভাবাটাও বেশ কঠিন কাজ। তবে দলটা দক্ষিণ আফ্রিকা বলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনের শুরুতেও অনেকেই নিশ্চিত ছিলেন না দলটির জয়ের ব্যাপারে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই নয়, এর মূল কারণ দক্ষিণ আফ্রিকা চিরায়ত মোক্ষম সময়ে ‘চোক’ করার ইতিহাস।
চাইলেই আইসিসি ইভেন্টের অনেক ম্যাচ টেনে আনা যেতে পারে এর কারণ হিসেবে। তবে সবচেয়ে তাজা স্মৃতি এক বছর আগেরই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে এক পর্যায়ে ৩০ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল মাত্র ৩০ রান। হাতে ৬ উইকেট, ক্রিজে হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। এই ম্যাচ কীভাবে হারা সম্ভব?
তবে দলটার নাম যে দক্ষিণ আফ্রিকা। যে অবস্থান থেকে হেরে যাওয়াটাই সবচেয়ে কঠিন কাজ, তারা করে ফেলে ঠিক সেটাই। নাটকীয়ভাবে জেতা ম্যাচ হাতছাড়া করে আরও একবার চোখের জলে নিজেদের অনাকাঙ্ক্ষিত চোকার্স খেতাবকে বরণ করতে বাধ্য হয় প্রোটিয়াসরা।
আরও পড়ুন
| ‘এবার ভাগ্য আমাদের সাথেই ছিল’, শিরোপা জিতে বললেন বাভুমা |
|
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে তাই তাদের কেউই রাখেননি ফেভারিট হিসেবে। টানা সাত ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেওয়ার পরও এমনটা ভাবার পেছনে যুক্তি একটাই, দক্ষিণ আফ্রিকা বড় মঞ্চে জেতার দল না। চাপের মুখে, সবচেয়ে কাজের সময়ে তারা তাসের ঘরে মত ভেঙে যায়।
ফাইনালের প্রথম ইনিংসেই বজায় ছিল সেই চিত্র। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ২১২ রানে আটকে দেওয়ার পর নিজেরা গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানেই। শেষ পাঁচ উইকেট যায় স্রেফ ১২ রানে। এরপর ৭৩ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট শিকার করে আশা ছিল টার্গেট ২০০ রানের কমেই রাখার। তবে আরও একবার বড় মঞ্চের স্নায়ুচাপ পেয়ে বসে দক্ষিণ আফ্রিকাকে।
বোলার মিচেল স্টার্ক করে বসেন ফিফটি, খেলে ফেলেন একশর বেশি বল। আর এমনভাবে ব্যাট চালাচ্ছিলেন, যেন তাকে আউট করতেই ভুলে গেছেন রাবাদা-ইয়ানসেনরা। ফলে শেষ পর্যন্ত টার্গেট গিয়ে দাঁড়ায় ২৮২ রানে, যা লর্ডসে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার জন্য ভীষণ দুরূহ এক লক্ষ্যই।
৭০ রানে দুই উইকেট হারানোর পর মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার চোক করার ভূত যেন আবার তাড়া করছে তাদের। ইনিংসের শুরুতেই টেম্বা বাভুমার দেওয়া ক্যাচ স্লিপে যদি ফেলে না দিতেন স্টিভ স্মিথ, ইতিহাস হয়ত অনুসরণ করতে চেনা চিত্রপটই। তবে সেটা আর হয়নি।
আরও পড়ুন
| মার্করাম বীরত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা দক্ষিণ আফ্রিকার |
|
এরপরই বাভুমা আবার পেলেন হ্যামস্ট্রিংয়ের চোট। তবে অসামান্য লড়াইয়ের মানসিকতা দেখিয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে পার করে দিলেন তৃতীয় দিন। সাথে সেঞ্চুরি করা এইডেন মার্করাম ক্যারিয়ার সেরা ইনিংসে চতুর্থ দিনের জন্য জমা রাখেন কেবলই আনুষ্ঠানিকতা।
অবশ্য দিনের শুরুতে বাভুমার ৬৬ রানে বিদায়ে সবার মনেই জেঁকে বসেছিল দক্ষিণ আফ্রিকার চোক করার শঙ্কা। তবে গত ২৭ বছরে অজস্র হৃদয়ভঙ্গের যন্ত্রণার সাক্ষী হওয়া দলটি এবার আর ভুল করেনি। মার্করাম শেষটা না করতে পারলেও ১৩৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে নিশ্চিত করেন দেশের ইতিহাস গড়ার প্রেক্ষাপট।
কাইল ভেরেইনের জয়সূচক বাউন্ডারির পর বাধভাঙ্গা উল্লাসে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড। এই দলের অধিকাংশ সদস্যই যে এরই মধ্যে তাদের অনাকাঙ্ক্ষিত ‘চোকার্স’ ট্যাগের তেতো স্বাদ পেয়েছেন। আর যারা পাননি, তারাও সেই শৈশব থেকে দেখে এসেছেন পূর্বসূরিদের বারবার চাপের মুখে ভেঙে পড়ার কাব্য। এই এক জয় দিয়ে যেন মুক্তি মিলল তাদের ও অতীতের সব দলেরও। অন্তত দক্ষিন আফ্রিকাকে এখন আর কেউ এই ট্যাগ দেবেন না। কারণ তাদের পরিচয় এখন একটাই, চ্যাম্পিয়ন!
No posts available.
২৭ অক্টোবর ২০২৫, ৪:২৭ পিএম
২৭ অক্টোবর ২০২৫, ৩:২৯ পিএম

রোমারিও শেফার্ডের শর্ট বলে দারুণ পুল শটে ছক্কা মারলেন তাসকিন আহমেদ। কিন্তু রান পেলেন না, উল্টো আউট হয়ে গেলেন। কারণ শট খেলাই আগেই অফ স্টাম্পে পা দিয়ে ফেলেন তিনি। পড়ে যায় বেলস। তাই হিট উইকেট হন তাসকিন আর ১৬ রানে হেরে যায় বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হিট উইকেট হওয়া বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার তাসকিন। আর তিন সংস্করণ মিলিয়ে দেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে হিট উইকেট হলেন তিনি।
ব্যাটারদের ব্যর্থতায় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজটি শুরু করল বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্যে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ২ বল বাকি থাকতে ১৪৯ রানে গুটিয়ে যায় লিটন কুমার দাসের দল।
সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে আশা জাগিয়েছিলেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। কিন্তু শেষ পর্যন্ত টেনে নিতে পারেননি তারা।
দলের সর্বোচ্চ ৩৩ রান আসে সাকিবের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন নাসুম। আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। দশম উইকেটে ২০ রানের জুটিতে পরাজয়ের ব্যবধান কিছুটা কমে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট নেন জেসন হোল্ডার ও জেডেন সিলস। আকিল হোসেন মাত্র ২২ রানে নেন ২ উইকেট।
একই মাঠে বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩ (আথানেজ ৩৪, কিং ৩৩, হোপ ৪৬, রাদারফোর্ড ০, পাওয়েল ৪৪; নাসুম ৪-০-১৫-০, তাসকিন ৪-০-৩৬-২, সাকিব ৪-০-৪৭-০, মোস্তাফিজ ৪-০-২৪-০, রিশাদ ৪-০-৪০-১)
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৯ (সাইফ ৮, তামিম ১৫, লিটন ৫, হৃদয় ২৮, শামীম ১, সোহান ৫, সাকিব ৩৩, নাসুম ২০, রিশাদ ৬, তাসকিন ১০, মোস্তাফিজ ১১*; আকিল ৪-০-২২-২, সিলস ৪-০-৩২-৩, পিয়েরে ৪-০-৩৩-১, হোল্ডার ৪-০-৩১-৩, শেফার্ড ৩.৪-০-২৯-১)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী

হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দল বরিশাল বিভাগের ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদ। তাঁর স্মরণে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ খুলনা ও বরিশাল ম্যাচের তৃতীয় দিন সকালে মাঠেই হার্ট অ্যাটাক করেন হাসান। পরে হাসপাতালে নেওয়া হলে ৪৭ বছর বয়সী এই ফিজিওকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল কালো আর্মব্যান্ড পরবে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। আগামীকাল চলমান এনসিএলের চতুর্থ দিনের ম্যাচগুলোতেও হাসান আহমেদকে স্মরণ করা হবে।
প্রায় এক যুগের বেশি সময় জাতীয় লিগে বরিশালের ফিজিওর দায়িত্ব পালন করেছেন হাসান আহমেদ। এর বাইরেও ট্রমায় আক্রান্তদের জন্য গঠিত বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টারে প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তোলে টি-টোয়েন্টি থেকে রীতিমতো ছেঁটে ফেলা হয়েছিল বাবর আজমকে। নতুন করে যাদের পরখ করা হয়, তাঁরাও সন্তুষ্ট করতে পারেননি পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে। সমালোচনারমুখে ৯ মাস পর আবারও টি-টোয়েন্টি দলে ডাক পড়ে অভিজ্ঞ বাবরের।
দক্ষিণ আফ্রিার বিপক্ষে আগামীকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন হতে পারে বাবরের। লম্বা সময় দলের বাইরে থাকা এই তারকা ব্যাটারের ব্যাটিং পজিশন কি হবে- নিশ্চিত করেছেন কোচ মাইক হেসন। টি-টোয়েন্টিতে অধিকাংশ ম্যাচে ওপেনিংয়ে খেলেছেন বাবর। তবে পাকিস্তানের সাদা বলের কোচ জানিয়েছেন, এবার ব্যাট হাতে দেখা যাবে তাঁকে তিন নম্বরে।
গতকাল রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘আমি অবশ্যই তাঁর দলে ফেরাকে সমর্থন করি। ফখর জামানকে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠানো হয়েছে, ফলে আরেকজন টপ অর্ডার ব্যাটারের জন্য জায়গা তৈরি হয়েছে। বাবরের জন্য এটা দারুণ সুযোগ। সম্ভবত সে তিন নম্বরে ব্যাট করবে, আর আমি আত্মবিশ্বাসী—এই ভূমিকায় সে দারুণ করবে।’
আরও পড়ুন
| লিটনদের সামনে কতগুলো মাইলফলকের হাতছানি |
|
বাবর আজম সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সেঞ্চুরিয়নে গত বছরের ডিসেম্বরে। তারপর থেকে তাঁকে দেখা গেছে শুধু ওয়ানডে ও টেস্টে। তবে হেসনের ভাষায়, ‘সংক্ষিপ্ত সংস্করণেও বাবর এখনো দলের অন্যতম ভরসার নাম।’
হেসন ব্যাখ্যা করেছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ হারিসের বাদ পড়ার কারণও, ‘হারিস তরুণ, তবে তাঁকে বেশ কয়েকবার সুযোগ দিয়েও আমরা ধারাবাহিক পারফরম্যান্স পাইনি। উন্নতির জায়গা এখনো অনেক।’হারিসের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিন মোকাবিলায় ব্যাটিং দক্ষতার জন্য পরিচিত উসমান খান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও পরবর্তী ত্রিদেশীয় সিরিজকে হেসন দেখছেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে, ‘এই দুটি সিরিজ আমাদের দল গঠনে সহায়তা করবে। বিভিন্ন কম্বিনেশন যাচাই করার সুযোগ পাব।’
পাকিস্তান এরই মধ্যে ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও পরবর্তী ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াডও নির্ধারণ করেছে তারা।
হেসন জানান, তরুণ বোলার উসমান তারিককে তিনি ‘দারুণ স্পিন প্রতিভা’ হিসেবে দেখছেন। আর সুফিয়ান মুকিমকে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ করে দিতে ছেড়ে দেওয়া হয়েছে।

চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছেন টেম্বা বাভুমা। আগামী মাসে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
গত মাসে ইংল্যান্ড সফরের তৃতীয় ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পাওয়ায় মাঠের বাইরে ছিটকে যান বাভুমা। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের প্রথম সিরিজেও খেলতে পারেননি।
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) দুই সিরিজেও খেলবেন না বাভুমা। ভারতের বিপক্ষে মূল সিরিজের আগে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও ভারত ‘এ’ দলের ম্যাচে নামবেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের স্কোয়াড থেকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে পরিবর্তন এই একটিই। বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম। ১৫ টেস্ট খেলা ব্যাটার জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ইনিংসে ৮২ রান করেন। তবে এর আগে ১২ ইনিংসে কোনো ফিফটি ছুঁতে পারেননি।
আরও পড়ুন
| লিটনদের সামনে কতগুলো মাইলফলকের হাতছানি |
|
স্পিন বিভাগে দক্ষিণ আফ্রিকা ধরে রেখেছে তিনজন বিশেষজ্ঞ স্পিনারকে- কেশব মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুথুসামি। পাকিস্তান সিরিজে ভালো পারফর্ম করা এই ত্রয়ীর সঙ্গে জায়গা হয়নি অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েনের।
পেস বোলিং বিভাগে থাকছেন কাগিসো রাবাদা, কর্বিন বশ ও মার্কো ইয়ানসেন। চোটের জন্য পাকিস্তান সফর মিস করা লুঙ্গি এনগিডিও এই দলে নেই।
কলকাতায় আগামী ১৪ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে, ২২ ডিসেম্বর থেকে। ভারত সফরে দক্ষিণ আফ্রিকা আরও খেলবে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ।
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা, দেওয়াল্ড ব্রেভিস, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, কর্বিন বশ, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, সাইমন হার্মার।

হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন জাতীয় ক্রিকেট লিগের দল বরিশাল বিভাগের ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদ। খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার খুলনা ও বরিশালের মধ্যকার ম্যাচে তৃতীয় দিন সকালে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি।
পরে হাসপাতালে নেওয়া হলে ৪৭ বছর বয়সী এই ফিজিওকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রায় এক যুগের বেশি সময় জাতীয় লিগে বরিশালের ফিজিওর দায়িত্ব পালন করেছেন হাসান আহমেদ। এর বাইরেও ট্রমায় আক্রান্তদের জন্য গঠিত বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টারে প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন তিনি।
হাসান আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এক মিনিট করে নীরবতা পালন করা হবে।
এছাড়া জাতীয় লিগে মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরুর আগেও শোকপালন করা হবে।