৩০ অক্টোবর ২০২৪, ৮:২৭ পিএম

চলমান দ্বিতীয় টেস্টে আচমকাই লাল বলের ক্রিকেটে অভিষেক হয়ে যাওয়া মাহিদুল ইসলামের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চটা এখনও ঘোর লাগানিয়া। প্রতিটি বলে আবিষ্কার করছেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য। তবে বেশ আগে অভিষেক হওয়া টপ অর্ডারের কয়েকজন ব্যাটার এখনও পায়ের তলা মাটি খুঁজে পেতে হিমসিম খাচ্ছেন। সাদমান-জয়-জাকিররা ঘরোয়ার পাশাপাশি জাতীয় দলেও ভালোই ম্যাচ খেলেছেন। তবে পারছেন না আস্থার প্রতিদান দিতে। স্পিন কোচ মুশতাক আহমেদ তরুণদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন পাশে। তার দাবি, আন্তর্জাতিক ক্রিকেটের হিসেবে এই ক্রিকেটাররা বিচারে এই তিনজন নতুনই এখনও।
সাদমান ইসলাম প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৮৬টি ম্যাচ খেলেছেন ৮৬টি, রান ৫ হাজারের বেশি। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় যথাক্রমে খেলেছেন ৩৫ ও ১৪টি করে প্রথম শ্রেণির ও টেস্ট ম্যাচ। এই টেস্টে তিনে নামা জাকির হাসানের অভিজ্ঞতা আরও বেশি ঘরোয়াতে। খেলেছেন ১১৮টি প্রথম শ্রেণির ম্যাচ, আর টেস্ট ১৪টি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষবেলায় তিনজনই আউট হয়েছেন এক ডিজিটে। বেশ সুযোগ পেলেও তারা কেউই থিতু হতে পারছেন না দলে।
আরও পড়ুন
| সাকিবকে বিদায়ী টেস্ট খেলাতে চেষ্টার কোনো কমতি রাখেনি বিসিবি, বললেন ফারুক |
|
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মুশতাক শুরুতে এই ব্যাটারদের তরুণ বলে সময় দিতে বলেছিলেন। এরপর তাদের অভিজ্ঞতার দিকটি তুলে পাল্টা প্রশ্ন করা হলে সাবেক পাকিস্তান স্পিনার এর ব্যাখ্যা দেন। “আমি আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাপারে কথা বলেছি, ঘরোয়া ক্রিকেট নয়। আপনি ২০-৩০ বা ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতেই পারেন, তবে আন্তর্জাতিক ম্যাচের টেম্পারমেন্ট একেবারেই ভিন্ন ব্যাপার। এমন অনেক উদাহারণ পাবেন যে খেলোয়াড়রা ঘরোয়া তে অনেক অনেক ম্যাচ খেলে আসলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসে সেই টেম্পারমেন্ট দেখাতে পারছে না। আমি এই দলের নতুন, তবে আমি তাদের ওপর বিশ্বাস রাখি। আমাদের আস্থা আছে তাদের ওপর। তারা যদি পথ না হারায় আর প্রক্রিয়া ঠিক রাখে, তাহলে আমি মনে করি বাংলাদেশের সামনে খুব ভালো একটা সময় অপেক্ষা করছে।”
এই তিনজন তো বটেই, ভারত সফর থেকে বাংলাদেশের ব্যাটারদের কেউই নেই সেভাবে ফর্মে। বিক্ষিপ্তভাবে কিছু ইনিংস আসলেও প্রথম ছয় ব্যাটাররা পারছেন না সেভাবে অবদান রাখতে। উত্তরণের উপায় কী? মুশতাক শোনালেন বিশ্বাস রাখার বাণী। “ক্রিকেট খুব পুরনো এবং মজার একটা খেলা। আপনাকে বেসিকটা ঠিক রাখতেই হবে। টেস্ট হোক বা ওয়ানডে, আপনি যদি বেসিক ঠিক রাখেন আর পরিস্থিতির দাবি মিটিয়ে খেলেন, তাহলে যেমনটা একজন বলেছেন যে বিশ্বাসটা রাখুন। আপনাকে বিশ্বাস ধরে রাখতেই হবে।”
দক্ষিণ আফ্রিকা প্রায় দুই দিন ব্যাটিং করে দাঁড় করিয়েছেন ৬ উইকেটে ৫৭৫ রানের বিশাল স্কোর। অথচ একই উইকেটে মাত্র ৯ উইকেট ব্যাট করেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৩৮ রান। ব্যাটিং সহায়ক উইকেটে খাবি খেয়েছেন ব্যাটাররা। এর মধ্যে বাজে শট খেলেছেন সাদমান।
আরও পড়ুন
| অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি মিরাজের |
|
এর পেছনে কী ক্লান্তি দায়ী? মুশতাক তা মানতে অবশ্য নারাজ। “এটা ক্লান্তিকর, তবে পেশাদার দলগুলো এভাবে ভাবে না। পেশাদার দলকে মাঠে ফিরে আসতে হবে এবং যতোটা সম্ভব কঠোর পরিশ্রম করতে হবে। ৩৮ রানে ৪ উইকেট হারানো খুব বড় সমস্যা নয়। কোচ হিসেবে আমি ওভাবে চিন্তা করি না। পরিস্থিতি যাই হোক, আপনাকে লড়াই করতেই হবে আর বিশ্বাস রাখতে হবে।”
ব্যাটারদের এবং সামগ্রিকভাবে বাংলাদেশ দলের এমন ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণটাই বা কী? এই প্রশ্নে যেন দার্শনিক হয়ে গেলেন মুশতাক। আপনি কি একদিনে একটি গাছ বড় করে ফেলতে পারবেন? পানি দিতে থাকুন, বাগানের পরিচর্যাকারীর ওপর বিশ্বাস রাখুন। কখনো কখনো কোচ হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে। আপনি একদিনে গাছ বড় করতে পারবেন না। গাছটি কিছুদিন আগে আপনাকে দেখিয়ে দেবে যে সে ছায়া আর ফল দিতে পারবে। আমি এটা বিশ্বাস করি।”
No posts available.
২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ এম

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে খেলোয়াড় ও কোচ চেয়েছিল সৌদি আরব। সৌদির সেই অনুরোধ প্রত্যাখান করেছে বিসিবি।
আজ ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ক্রীড়া নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এ জন্য তারা বিলিয়ন-বিলিয়ন অর্থ বিনিয়োগ করেছে। দেশীয় ক্রিকেটে দ্রুত উন্নতি এবং আন্তর্জাতিক ম্যাচেও ভালো করার দিকে মনোযোগ দিচ্ছে সৌদি ক্রিকেট বোর্ড।
টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদে সৌদির হয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের। এর আগে এমন কৌশল ব্যবহার করেছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।
তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকবাজকে জানান, সৌদি দুই মাস আগে কোচ ও খেলোয়াড় চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি না বলেছেন।
আমিনুল বলেন,
“তারা আমাদের কাছে খেলোয়াড় চেয়েছিল—পুরুষ ও নারী দুই বিভাগ থেকেই। পরে তারা কোচও চেয়েছিল। কিন্তু আমি কীভাবে নিজের দেশের স্বার্থের বিনিময়ে তাদেরকে খেলোয়াড় সরবরাহ করতে পারি?”
সৌদি শুধু ক্রিকেটেই নয়, গলফ, ফরমুলা ওয়ান, ফুটবলেও বড় বিনিয়োগ করছে।

আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়েছে ডেজার্ট ভাইপার্স। লো-স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাটিং করে শারজাহ করে ৯০ রান। লক্ষ্য তাড়ায় নেমে ৩৭ বল হাতে রেখেই জয় বন্দরে পৌঁছে যায় ভাইপার্স।
আজ দুবাইয়ের ম্যাচে জয়–পরাজয়ে বড় ভূমিকা রেখে আলোচনায় এসেছেন তাসকিন আহমেদ। দলের মধ্যে সবচেয়ে ভালো ইকোনমি রেট ছিল বাংলাদেশি ডানহাতি পেসারের। চার ওভার বোলিং করে ২০ রান দিয়ে তিনি নেন ২ উইকেট।
ভাইপার্সের ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের হাতে বল তুলে দেন সিকান্দার রাজা। প্রথম ওভারেই আস্থার প্রতিদান দেন ৩০ বছর বয়সী এই পেসার। দ্বিতীয় বলেই পাকিস্তানের ওপেনার ফখর জামানকে ফেরান তিনি। ওই ওভারে মাত্র এক রান দেন তাসকিন।
প্রথম স্পেলের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে হাসান নাওয়াজকে ফেরান তাসকিন। তবে পঞ্চম বলে স্যাম কারান তাঁকে বাউন্ডারি হাঁকান। নিজের দ্বিতীয় ওভারে ৫ রান খরচ করেন তিনি।
স্পেলের তৃতীয় ওভারে কিছুটা খরুচে ছিলেন তাসকিন। ওই ওভারে দুটি বাউন্ডারি হজম করেন তিনি। চতুর্থ ওভারে আবারও নিজের নিয়ন্ত্রণে বোলিং নেন তাসকিন। ওই ওভারে খরচ করেন ৬ রান।
এর আগের ম্যাচে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নেন তাসকিন। ৩.৩ ওভার বোলিং করে ৪০ রান খরচায় দলের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।
আইএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪ ম্যাচে তাসকিনের উইকেট ৬টি।
আগামীকাল আবারও মাঠে নামবে তাসকিনের দল। তাদের প্রতিপক্ষ আবুধাবি নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আইএল টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার শিমরন হেটম্যায়ার। ডেজার্ট ভাইপার্স দলের নিয়মিত মুখ ছিলেন তিনি।
গতকাল দুবাই নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান হেটম্যায়ার। তাঁর বদলে ডাক পেয়েছেন ইংল্যান্ড ব্যাটার জেসন রয়।
ভাইপার্সের হয়ে সাত ম্যাচ খেলেছেন হেটম্যায়ার। ৬ ইনিংসে তাঁর রান ১১১। সর্বোচ্চ রান ৪৮, যা এসেছে ২৫ বল খেলে।
ভাইপার্সের টিম ডিরেক্টর টম মুডি বলেছেন,
“হেটম্যায়ারের মতো একজন অভিজ্ঞ ও গুণী ক্রিকেটারকে না পাওয়াটা আমাদের জন্য হতাশাজনক।”
হেটম্যায়ার কতদিন মাঠের বাইরে থাকবেন এবং টুর্নামেন্টে তিনি ফিরতে পারবেন কিনা সে বিষয়ে ভাইপার্স কিছুই জানায়নি।
হ্যামস্ট্রিং চোট কাটাতে সাধারণত এক সপ্তাহ থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে। এর ফলে টুর্নামেন্টে তাঁর খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে গেছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ চলতি বছরের জুলাই মাসে খেলেছিলেন হেটম্যায়ার। এরপর আর মাঠে নামা হয়নি। তবে বিশ্বের বিভিন্ন ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন তিনি।

জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ফার্স্ট বোলার রিচার্ড এনগারাভা। শনিবার দেশটির বোর্ড মিটিং শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
হারারেতে অনুষ্ঠিত মিটিংয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আরও একটি বড় সিদ্ধান্ত জানায়। ২২ বছর বয়সী ব্রেইন বেনেটকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। গত বছর জাতীয় দলে অভিষেক হয়েছিল এই ব্যাটারের।
জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন দায়িত্ব থেকে সরে যাওয়ার পর এই পদগুলো ফাঁকা হয়ে পড়েছিল।
২০১৭ সালে জিম্বাবুয়ে ক্রিকেটে অভিষেক হয় এনগারাভার। ব্লেসিং মুজরাবানির সঙ্গে বোলিংয়ে তিনি বেশ সফল। জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনিই একমাত্র বোলার, যিনি একশটি উইকেট অর্জন করেছেন এবং এই ফরম্যাটে দেড়শ উইকেট নিয়েছেন।
ব্রেনেটও ধারাবাহিকভাবে সাফল্য দেখাচ্ছেন। ২২ বছর বয়সী এই ব্যাটার তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। এমনকি জিম্বাবুয়ের মধ্যে দ্রুততম টেস্ট সেঞ্চুরিটিও তাঁরই।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তেভেঙ্গা মুখলানি বলেন,
“এনগারাভা পারফরম্যান্স এবং নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। তিনি ড্রেসিংরুমে নিজের আস্থা ও সম্মান অর্জন করেছেন। পাশাপাশি সব ফরম্যাটে জিম্বাবুয়ে দলকে ধারাবাহিকভাবে সফল হতে সাহায্য করেছেন। আমরা বিশ্বাস করি, তিনি দলের আগামী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কোনো আসর শুরুর আগে আলোচনার বড় অংশ জুড়ে থাকে বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি। কোন দলের বিদেশিরা আসবে কবে, সেটি নিয়ে শুরু হয় নানান কৌতূহল। সেই প্রশ্নের উত্তর দিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষ থেকে জানানো হল, বিপিএল শুরুর আগে চলে আসবে তাদের ৬ বিদেশি ক্রিকেটার।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে শনিবার দুপুরে নিজেদের প্রথম দিনের অনুশীলন সেরেছে রাজশাহী। এদিন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, আকবর আলিসহ ছিলেন দলটির বেশিরভাগ স্থানীয় ক্রিকেটার।
অনুশীলন শেষে রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগামী মঙ্গলবার প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে চলে যাবেন তারা।
“আমি জানিয়ে রাখতে পারি আমরা ২৩ তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে ২২ তারিখে ছয়জন বিদেশি ক্রিকেটার আমাদের দলে ঢুকে যাবে বা ২৩ তারিখ সকালেও যদি আসতে পারে, তাহলে ২৩ তারিখ বিকালের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি।”
“ছয়জন বিদেশি ক্রিকেটার আমাদের সঙ্গে একসঙ্গে ডমেস্টিকে ফ্লাই করবে। বিদেশিদের কাছ থেকে এখন পর্যন্ত সব গ্রিন সিগনাল নিয়ে এগোচ্ছি। আমাদের ছয়জন বিদেশি ক্রিকেটার ইনশাআল্লাহ সিলেটের প্রথম দিন থেকেই থাকবে।”
কোন ছয়জন বিদেশি ক্রিকেটারকে শুরু থেকেই পাবে রাজশাহী, সেটিও জানালেন হান্নান।
“ছয়জন আপনারা এরই মধ্যে জানেন যে আমাদের যে ক্রিকেটাররা রয়েছে সবাই জানেন সরাসরি চুক্তি ও নিলাম থেকে নেওয়া। তাদের নাম আপনারা সবাই জানেন। তার মধ্যে আমি যদি নাম মেনশন করি, প্রথম থেকেই সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সন্দীপ লামিচানে, বিনুরা ফার্নান্দো ও জাহান্দাদ খান।”
বছরের শুরুর দিকে ঢাকা প্রিমিয়ার লিগে তুলনামূলক কম শক্তির আবাহনী লিমিটেডের কোচিং করিয়ে শিরোপার স্বাদ পেয়েছিলেন হান্নান। এবার রাজশাহীর হয়েও একই লক্ষ্য জাতীয় দলের সাবেক ওপেনারের।
“বেসিক্যালি চ্যাম্পিয়নের জন্যই কাজ শুরু করি। তবে ধাপে ধাপে এগোতে হয়। আবাহনী যখন করেছি তখনও কিন্তু বলেছি যে চ্যাম্পিয়ন চূড়ান্ত লক্ষ্য।তবে নিশ্চিতভাবেই ধাপে ধাপে সময়ের সঙ্গে ম্যাচ-আপ করে কিভাবে এগোনো যায় সেটা লক্ষ্য থাকবে। এ বছরও তার ব্যতিক্রম না।”
“বিপিএলে স্বাভাবিকভাবেই টিম মালিক থেকে শুরু করে যখন ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছি, কাজ করা শুরু করেছি- লক্ষ্যটা চ্যাম্পিয়ন হওয়ার। তবে চ্যাম্পিয়ন হতে গেলে ভাগ্যের বিষয়টা সবসময় চলে আসে। সেই বিষয়টা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। তবে লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন ইনশাল্লাহ।”