এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকাকে ১৭ রানে হারিয়েছে খুলনা। আসরে টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে মোহাম্মদ মিথুনের দল। ৬ ম্যাচে ঢাকার সমান ৯ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ঢাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান তোলে খুলনা। জবাবে দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানে করতে পারে ঢাকা।
এদিন খুলনার শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনার সৌম্য সরকার ও ইমরানুজ্জামান পাওয়ার প্লেতে দলকে এনে দেন ৪৬ রান। সপ্তম ওভারে দলীয় ৫১ রানে প্রথম উইকেট হারায় খুলনা। ইমরানুজ্জামান আউট হন ব্যক্তিগত ৩৪ রানে। গত ম্যাচের সেরা খেলোয়াড় এনামুল হক বিজয় সুবিধা করতে পারেননি । তিন রান করে ফেরেন তিনি। সৌম্য সরকার থামেন ২৪ রানে।
টপঅর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর অধিনায়ক মোহাম্মদ মিথুন ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব দলের হাল ধরেন। দু’জন মিলে চতুর্থ উইকেটে উপহার দেন ৬৮ রান। মিথুন ২৮ বলে ৪১ রান করেন, আর আফিফের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৫ রান। শেষদিকে জিয়াউর রহমানের ১৭ রানের ওপর ভর করে ১৯০ এর ঘরে পৌঁছায় খুলনা। ঢাকার হয়ে তাইবুর রহমান ৪ ওভারে ৪২ রানে নেন ৪টি উইকেট।
রান তাড়ায় নেমে শুরুটা আশাবাদী ছিল ঢাকার। ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিশান আলম মিলে ৪১ রানের জুটি গড়েন। শিবলি ২৩ রান করে আউট হওয়ার পর দ্রুতই ফেরেন জিশানও। এরপর আরিফুল ইসলাম ১৭, অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৪৭ এবং সুমন খান ঝড়ো ২১ রান করে ব্যবধান কিছুটা কমান। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রানে থেমে যায় ঢাকার ইনিংস। জিয়াউর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৪ টি উইকেট ।
No posts available.
৯ অক্টোবর ২০২৫, ৬:০০ পিএম
পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরুর পর ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হিদার নাইটের কাছেই হেরে যায় তারা। অল্পের জন্য হেরে যাওয়া ম্যাচের হতাশা ভুলে এবার সামনে তাকাতে চায় বাংলাদেশ।
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সামনের দিকে নজর দিয়ে আরেকটি জয়ের খোঁজে মাঠে নামার কথা বললেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার।
“গত দিন যে ম্যাচটা চলে গেছে, সেটা অতীত হয়ে গেছে। আমরা চাইলেও ফেরাতে পারব না। এখন আমাদের সামনের যে ম্যাচ, সেটা নিয়েই মনোযোগ দিচ্ছি। নির্দিষ্ট করে কাউকে নিয়ে চিন্তা করছি না। দল হিসেবে আমরা কীভাবে ভালো ব্যাটিং, বোলিং করতে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করছি।”
সোবহানা মোস্তারির ফিফটি ও রাবেয়া খানের শেষ দিকের ৪৩ রানের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়েছিল বাংলাদেশ। পরে এক পর্যায়ে মাত্র ১০৩ রানে ৬ উইকেট নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল তারা।
শেষ পর্যন্ত জিততে না পারলেও, বোলারদের ওই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান নাহিদা। একইসঙ্গে আরও ২-১ জন ব্যাটারের কাছে থেকে রান চান বাংলাদেশের সহ-অধিনায়ক।
“গত ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। বোলিং বিভাগ হিসেবে খুব ভালো করেছি। একই ফোকাস থাকবে। ব্যাটাররাও ভালো করেছে। তারা যে খারাপ করছে, তা নয়।”
“হয়তো ২-১ জন আরেকটু ভালো করলে, রানটা আরেকটু বেশি হতে পারব। আমরা আগামীকালের ম্যাচ নিয়ে চিন্তিত। আগামীকালের ম্যাচটা কীভাবে খেলব সেটা নিয়ে প্রস্তুতি নিচ্ছি।”
নিউ জিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৪ ওয়ানডে খেলে ২টি হেরেছে বাংলাদেশ। আর ফল আসেনি অন্য দুই ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটে হোয়াইট ফার্নসদের বিপক্ষে ৫ ম্যাচ খেলে সবকটিতেই মিলেছে পরাজয়ের বেদনা।
এবার বিশ্বকাপের ম্যাচেও যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা ভালোভাবেই জানেন নাহিদা। তাই গত ম্যাচের আরেকটু ভালো খেলে এবার জয়ের আশা অভিজ্ঞ স্পিনারের।
“বিশ্বকাপের প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জিং। এখানে সহজ বলতে কিছু নেই। সবসময়ই কঠিন পরিস্থিতিই পার করতে হবে। কারণ কোনো দলই সহজ কিছু দেবে না। সেভাবেই তাই প্রস্তুতি নিচ্ছি। গত ম্যাচে যেভাবে খেলেছি, এর চেয়ে একটু ভালো খেলতে পারলে আমার মনে হয় ভালো কিছুই হবে।”
“গত ম্যাচে আমরা দল হিসেবে ভালো খেলেছি। আমাদের আরেকটু ভালো করার জায়গা ছিল। আমাদের বোলাররা আর একটু ভালো করলে হয়তো ম্যাচটা আমাদের পক্ষে চলে আসত। তাই আমাদের ফোকাস থাকবে, পরের ম্যাচে যেন আরও ভালো বোলিংটা করতে পারি।”
প্রথম ২০ বলে নেই কোনো বাউন্ডারি। করতে পারলেন না মাত্র ৭ রান। পরে আয়াবোঙ্গা খাকার ফুল লেংথ ডেলিভারি পেয়ে যে গা ঝাড়া দিলেন স্মৃতি মান্ধানা। সোজা ছক্কা মেরে দিলেন শেকল ভাঙার আভাস। একইসঙ্গে গড়ে ফেললেন বিশ্বরেকর্ড।
খাকার বলে মারা ছক্কায় মেয়েদের ওয়ানডেতে এক বছরে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন ভারতের ওপেনার। তিনি ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্কের গড়ে ২৮ বছর আগের এক রেকর্ড।
চলতি বছর ১৭ ইনিংসে ৫৭.৭৬ গড়ে মান্ধানার সংগ্রহ ৯৮২ রান। মেয়েদের ওয়ানডেতে যা এখন এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৩টি ফিফটির পাশাপাশি ৪টি সেঞ্চুরি করেছেন ২৯ বছর বয়সী ব্যাটার।
এত দিন রেকর্ডটি ছিল বেলিন্ডা ক্লার্কের। ১৯৯৭ সালে ১৪ ইনিংসে ৮০.৮৩ গড়ে ৯৭০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
ওই বছর ৪ ফিফটির সঙ্গে ৩টি সেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি এই ব্যাটার। ১৯৯৭ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে তার ২২৯ রান দীর্ঘ দিন ছিল মেয়েদের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।
মান্ধানা ও ক্লার্ক ছাড়া আর কেউ এক বছরে ৯০০ রান করতে পারেননি। ২০২২ সালে ৮৮২ রান করে এর কাছাকাছি গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক লরা উলভার্ট। ওই বছর ১ সেঞ্চুরির সঙ্গে ৮টি ফিফটি করেছিলেন তিনি।
ক্লার্ককে ছাড়িয়ে এখন বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের হাতছানি মান্ধানার সামনে। চলতি বিশ্বকাপেই আরও অন্তত ৪টি ম্যাচ খেলবে ভারত। যেখানে মাত্র ১৮ রান করতে পারলেই নতুন ইতিহাস গড়বেন মান্ধানা।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের। খেলার ১৭ দিন আগেই প্রায় শেষ হয়ে গেছে ম্যাচের টিকেট। বাকি রয়েছে আর অল্প কিছু টিকেট।
এক বিবৃতিতে বৃহস্পতিবার বিশ্বকাপের টিকেটের ব্যাপারে সবশেষ তথ্য জানিয়েছে আইসিসি। যেখানে মূলত স্বাগতিক ভারতের ম্যাচগুলোর ব্যাপারে তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে শেষ হয়ে গেছে আগামী রোববার বিশাখাপত্তমে হতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের টিকেট। ওই ম্যাচের জন্য ছাড়া হয়েছিল ১৫ হাজার ৮৭ টিকেট।
এছাড়া ইন্দোরে আগামী ১৯ অক্টোবর ভারত-ইংল্যান্ড ম্যাচেরও সব টিকেট বিক্রি হয়ে গেছে। সেদিন মাঠে থাকতে পারে ১৭ হাজার ৮৫৯ জন দর্শক।
এর আগে গুয়াহাটিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেরও সব টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। সেদিন গ্যালারিতে ছিলেন ২২ হাজার ৮৪৩ জন দর্শক। যা কিনা মেয়েদের আইসিসি ইভেন্টে গ্রুপ পর্বের ম্যাচের রেকর্ড।
সেই ধারাবাহিকতায় মুম্বাইয়ে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচের ৯০ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে। একই মাঠে আগামী ২৬ অক্টোবর হতে যাওয়া বাংলাদেশ-ভারত ম্যাচেরও ৮২ শতাংশ টিকেট কিনে নিয়েছেন দর্শকরা।
বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই শেষ হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। এরপর ২৯ ও ৩০ অক্টোবর হবে দুই সেমি-ফাইনাল ম্যাচ। আর ২ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
সম্প্রতি ভারতের ওয়ানডে অধিনায়ক হয়েছেন শুভমান গিল। টেস্টের পর ওয়ানডে অধিনায়কত্বেও রোহিত শর্মার জায়গা নিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গিল জানালেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় ভালোভাবেই আছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
রোহিতের বয়স এখন ৩৮। আর আগামী মাসে ৩৭ বছর হয়ে যাবে কোহলির। এরই মধ্যে দুজনই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দুই তারকা ২০২৭ বিশ্বকাপে থাকবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল।
ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার সম্প্রতি এই বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন গিল।
“তারা (রোহিত ও কোহলি) ভারতের হয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং যত ম্যাচ জিতিয়েছেন, বিশ্বে এমন খেলোয়াড় খুব কমই আছেন। তাদের দক্ষতা, মান ও অভিজ্ঞতা অনেক। সেই দিক থেকে আমরা অবশ্যই ২০২৭ সালের বিশ্বকাপে তাদের কথা ভাবছি।”
চলতি মাসে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজের দলে ফেরার জন্য ফিটনেস নিয়ে কাজ করেছেন কোহলি-রোহিত। অস্ট্রেলিয়া সফরে ভারত দলে ডাকও পেয়েছেন এই দুই তারকা। দুজনই সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই বছরের মার্চে- আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।
নেতৃত্ব হারানোর পর, এখন কোহলি-রোহিত শুধুমাত্র পারফরম্যান্সের ভিত্তিতেই বিবেচনায় আসবেন। তবে গিল চান তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপ অভিযানে যেতে। রোহিতের অধিনায়কত্ব থেকে নিজে কী শিখেছেন জানতে চাইলে উত্তর দেন গিল।
“রোহিত ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং এখনো শিখতে চাই। তার যে ধীরস্থিরতা, মাঠে ও দলের ভেতর যেভাবে তিনি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন, সেটা অনুকরণীয়। এই গুণগুলো আমি নিজের মধ্যে আনতে চাই।”
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসরের। এর আগে ভারত ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে ও ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে দুইবার শিরোপা জিতেছে।
হ্যামস্ট্রিংয়ের চোটে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও পরে পাকিস্তান সফরের দুই সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার তরুণ বাঁহাতি পেসার কিউনা মাফাকা।
তার নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও পরে পাকিস্তান সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার অটনিল বার্টম্যান।
আর পাকিস্তান সফরের ওয়ানডে দলে মাফাকার জায়গায় সুযোগ পেয়েছেন লিজাড উইলিয়ামস। তিনি আগে থেকেই টি-টোয়েন্টি দলে ছিলেন।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির টুর্নামেন্ট খেলতে নেমে চোট পান মাফাকা। প্রথম ইনিংসে মাত্র ৫.৫ ওভার করে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। এরপর স্ক্যান করিয়ে আবার মাঠে ফেরেন।
আরও পড়ুন
সৈকতের ঝড় ম্লান করে নাটকীয় জয়ের নায়ক আকবর |
![]() |
পরে দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদানও রাখেন তরুণ এই পেসার। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ওই চোটের কারণে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মাফাকার।
আগামী ১১ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। পরের দিন শুরু হবে তাদের লম্বা পাকিস্তান সফর।
লাহোরে ১২ অক্টোবর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৮ অক্টোবর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের খেলা। আর ৪ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ।
নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড
ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), নান্দ্রে বার্গার, জেরাল্ড কোটজি, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, রুবিন হারমান, রিভালদো মুনসামি, কাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, জেসন স্মিথ, লিজাড উইলিয়ামস ও অটনিল বার্টম্যান।
পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড
ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোটজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিডি, কাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস ও অটনিল বার্টম্যান।
পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
ম্যাথিউ ব্রিটস্কি (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, জর্ন ফরটুইন, জর্জ লিন্ডে, লিজাড উইলিয়ামস, লুঙ্গি এনগিডি, কাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও সিনেথেমবা কেশিলে।