ক্রিকেট

বিপিএলের মাঝপথে খুশদিলকে হারানোর আক্ষেপ আশরাফুলের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২১ পিএম

news-details

জাতীয় দলের বাইরে থাকায় রংপুর রাইডার্সের সাথে চুক্তি ছিল পুরো বিপিএলের জন্যই। সেই মঞ্চে ব্যাটে বা বলে খুশদিল শাহ এতোটাই দ্যুতি ছড়ান যে, তাতে পাকিস্তান জাতীয় দলে পেয়ে যান ডাক। তাতে রংপুরকে বিপাকে ফেলে দেশে ফিরে যান টুর্নামেন্টের মাজপথে। এত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের শূন্যস্থান কেউই আর পূরণ করতে পারেননি। পাঁচ ম্যাচ হেরে আসর থেকে বিদায়ের পর রংপুরের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের আক্ষেপ, খুশদিলের জায়গাটা কেউই নিতে পারেননি আর।


খুশদিল রংপুর দলের সাথে ছিলেন গ্লোবাল সুপার লিগ থেকেই। সেখানে দলটির চ্যাম্পিয়ন হওয়ার পথে তার ছিল বড় অবদান। এরপর বিপিএলেও বজায় রাখেন সেই ধারা ১৭৫ স্ট্রাইক রেটে ২৯৮ রানের পাশাপাশি ওভার প্রতি মাত্র ৬.০৩ রান দিয়ে নেন ১৭ উইকেট। তবে প্লে-অফের আগে জাতীয় দলে ডাক পাওয়ায় রংপুর ছেড়ে যেতে হয় তাকে। এলিমিনেটর ম্যাচে তিন নতুন বিদেশী তারকা এনেও হেরে যাওয়ায় রংপুর আরও বেশি অনুভব করছে খুশদিলের অভাব।


সংবাদ সম্মেলনে আশরাফুলও স্বীকার করলেন, খুশদিলের চলে যাওয়াটা তাদের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। “আমার কাছে মনে হয় খুশদিল শাহর চলে যাওয়াটা আমাদের জন্য বড় একটা ধাক্কা হয়ে এসেছে। গায়ানা (জিএসএল) থেকে ও এখানেও যেভাবে খেলেছে, সে চলে যাওয়ার পর ওই জায়গাটা কেউই নিতে পারেনি। আমাদের স্থানীয় খেলোয়াড়রা যেভাবে আশা করেছিলাম, সেভাবে খেলতে পারেননি। শুরুর দিকে তারা যেভাবে পারফর্ম করেছেন, শেষ পাঁচটা ম্যাচে আমাদের স্থানীয় খেলোয়াড়দের কেউই কিন্তু সেভাবে ভালো করতে পারেননি।”


জিএসএল সহ টানা ১১ ম্যাচ জিতেছিল রংপুর। এরপর মাঝে ছয়দিনের একটা বিরতির সময় দলটি প্রথম ম্যাচে হেরে বসে দুর্বার রাজশাহীর কাছে। সেই থেকে ক্রমেই নিম্নমুখী হতে থাকে দলটির পারফরম্যান্স। এক পর্যায়ে অপরাজেয় হয়ে যাওয়া দলটি কোনোভাবেই আর নিজেদের ফিরে পায়নি। এলিমিনেটর ম্যাচে খুলনার কাছে মাত্র ৮৫ রানে গুটিয়ে হারতে হয়েছে ৯ উইকেটে। 


এভাবে বিদায় নেওয়াটা আশরাফুলের কাছেও একরাশ হতাশার। “অবশ্যই এটা হতাশার। আমরা যেভাবে খেলছিলাম, গ্লোবাল সুপার লিগে টানা তিন ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হলাম, এরপর এখানে মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতলাম আমরা। ২৩ তারিখের পর রাজশাহীর সাথে যেভাবে হারলাম, এরপর টানা পাঁচ (চার) ম্যাচ হেরে গেলাম। এটা আসলে সবার জন্যই হতাশাজনক, আমাদের, রংপুর সমর্থক সবার জন্যই। এটা কেউ আশা করেনি। কিন্তু এটাই আসলে ক্রিকেট। একবার যখন মোমেন্টাম হারাবেন, এরপর সেটা ফিরে পাওয়া খুব কঠিন। ১২০ বলের খেলায় একবার মোমেন্টাম হারালে ফেরাটা কঠিন। যদি দেখেন, ২৩ তারিখের পর থেকে আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারিনি। ওই ম্যাচেও আমরা পাওয়ার প্লেতে ভালো করতে পারিনি, শেষে আজকেও আমরা পাওয়ার প্লেতে ভালো করিনি। এটা সবার জন্যই তাই হতাশার।” 


খুলনার বিপক্ষে ম্যাচের দিন সকালে রংপুর দলে যোগ দেন তিন তারকা ক্রিকেটার টিম ডেভিড, আন্দ্রে রাসেল ও জেমস ভিন্স। সময় স্বল্পতার কারণে দলের সাথে টিম হোটেল থেকে মাঠেও আসতে পারেননি তারা। আগের দিন রাতে দুবাইয়ে আইএলটি২০ এর ম্যাচ খেলার ক্লান্তি ঝেরে মাঠে নামলেও, কেউই পারেননি আলো ছড়াতে। করতে পারেন মাত্র ১২ রান।


আশরাফুল অবশ্য মনে করেন, ভ্রমণ ক্লান্তির জন্য তাদের পারফরম্যান্স ভালো হয়নি,ম এমনটা নয়। “দেখেন, রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন বড় নাম আনার জন্য। আমার মনে হয় না, যেহেতু আমিও খেলেছি, তাই তাদের জন্য এটা সমস্যা হওয়ার কথা না। তাছাড়া আবহাওয়ায় প্রায় একই, দুবাই আর এখানে। হয়ত তাড়া গতকাল রাতে খেলে এসেছেন এখানে, এটা একটা সমস্যা হতে পারে। তবে যেহেতু তারা পেশাদার ক্রিকেটার, তাই আমার মনে হয় না এই জায়গায় একটা সমস্যা হতে পারে। আমাদের আসলে শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে ওই রান আউটের পর যেভাবে এগিয়ে যাওয়া উচিত ছিল, আমরা সেই শুরুটা আর পাইনি।”

ক্রিকেট থেকে আরও পড়ুন

সর্বশেষ খবর
N/A
১৪ হাজার ছুঁয়ে গেইলের আরও কাছে হেলস

১৪ ঘণ্টা আগে

N/A
৫ উইকেটের আক্ষেপ নেই, সামনে হবে: তাসকিন

১৫ ঘণ্টা আগে

N/A
টিকেটের দাম অর্ধেক করে দিলো বিসিবি

৫ দিন আগে

N/A
৪ বছর পর জিম্বাবুয়ের ওয়ানডে দলে টেলর

৬ দিন আগে

N/A
রাসেলের পাশে বসে গেইলের আরেকটু কাছে সাকিব

৬ দিন আগে

N/A
সাকিবদের গুঁড়িয়ে সাকিবের পাশে তাহির

৮ দিন আগে

N/A
২০ বলে দিলেন মাত্র ৫ রান, তবু রেকর্ড হলো না হেনরির

১০ দিন আগে

N/A
ব্যাটিংয়ে হতাশার পর বোলিংয়ে উইকেট, সাকিবের ৪৯৯

১০ দিন আগে

N/A
২৯ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ব্রিটস্কি

১২ দিন আগে

N/A
এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক গিল, নেই পান্ত

১২ দিন আগে

N/A
২৯ বলে ১০ ছক্কায় কক্সের রেকর্ড

১৪ দিন আগে

N/A
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪ দিন আগে

N/A
শ্বাসরুদ্ধকর ম্যাচে আবারও অস্ট্রেলিয়াকে জেতালেন ম্যাক্সওয়েল

১৫ দিন আগে

N/A
নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

১৫ দিন আগে

N/A
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৫ দিন আগে

bottom-logo

ক্রিকেট

কাল সভার পর নির্বাচন কমিশন গঠন, অক্টোবরেই বিসিবির নির্বাচন

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

৩১ আগস্ট ২০২৫, ৭:০৭ পিএম

news-details

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে প্রার্থীদের তোড়জোড় এরই মধ্যে শুরু হয়ে গেছে। ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, কাল সিলেটে পরিচালনা পর্ষদের সভার পর আগামী নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করার সম্ভাবনা রয়েছে।


বিসিবির সবশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। পরদিনই হয়েছিল বোর্ডের প্রথম সভা। সেই ধারা অনুযায়ী চলতি কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে।


সংবিধান অনুযায়ী, নির্বাচনের অন্তত ৩০ দিন আগে বিসিবি সভাপতির নির্দেশনায় প্রধান নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠাবেন- পরবর্তী সাধারণ সভার জন্য কাউন্সিলর মনোনয়নের বিষয়ে। এ প্রক্রিয়া হবে সংবিধানের ৯.১, ৯.২ এবং ৯.৩ ধারার অনুযায়ী।


১৯ নম্বর ধারা ও ৫ম অধ্যায় অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের নিয়মাবলি প্রণয়ন, তফসিল ঘোষণা, ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।


বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, ‘বোর্ড সভায় আমরা আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’


কিছুদিন ধরেই বিসিবি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। তবে গতি বেড়েছে তখনই, যখন সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল প্রকাশ্যে ঘোষণা দেন, তিনি অক্টোবরের নির্বাচনে অংশ নেবেন। বাঁহাতি এই ওপেনার জানিয়েছেন, বোর্ড পরিচালক নির্বাচিত হলে প্রথমে নিজের অবস্থান খতিয়ে দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন সভাপতির পদে লড়বেন কি না।


এদিকে ধারণা করা হচ্ছে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম আবারও সভাপতি পদে লড়বেন। তিনি হয়তো জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে অথবা ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়ে বোর্ডে প্রবেশ করবেন।


বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে। ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়। ক্যাটাগরি-৩ এ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।


ইফতেখার রহমান আরও জানিয়েছেন, কালকের সভায় বিসিবি আসন্ন বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করবে।


সঙ্গে চার সপ্তাহের চুক্তি শেষ হওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত হবে। এ ছাড়া বোর্ড আলোচনা করবে ক্রীড়া মনোবিজ্ঞানী ড. ডেভিড স্কটকে নিয়ে, যিনি আচরণ পরিবর্তন ও পারফরম্যান্স উন্নয়নে বিশেষজ্ঞ হলেও ব্যক্তিগত কারণে এখনো জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

আইসিসির শাস্তি পেল শ্রীলঙ্কা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩১ আগস্ট ২০২৫, ৪:৪৯ পিএম

news-details

হারারেতে রোমাঞ্চকর প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ রানের হারায় শ্রীলঙ্কা। তবে আজ দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে দুঃসংবাদ পায় লঙ্কানরা। প্রথম ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পুরো দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


আইসিসি জানিয়েছে, প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছিল শ্রীলঙ্কা। এ জন্য পুরো দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।


খেলা শেষে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো শ্রীলঙ্কাকে জরিমানা করেন। আইসিসির কোড অব কন্ডাক্টের খেলোয়াড় এবং খেলোয়াড় সংশ্লিষ্টদের ২.২২ অনুচ্ছেদ অনুসারে সর্বনিম্ন ওভার রেটের শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। 


শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে লঙ্কানরা। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজ জয়ের সুযোগ তাদের।

bottom-logo

ক্রিকেট

ধৈর্যের ফল পাচ্ছেন সাইফ, বলছেন সালাহউদ্দীন

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩১ আগস্ট ২০২৫, ৪:৩০ পিএম

news-details

বল হাতে ২ উইকেট আর ব্যাটিংয়ে ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস। সাইফ হাসানের স্বপ্নের মতো প্রত্যাবর্তন বলাই যায়। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের মতে, লম্বা সময়ের ধৈর্যের ফলই পাচ্ছেন সাইফ।


২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সাইফের। দুটি ম্যাচ খেলে সেবার বাদ পড়েন দল থেকে। মাঝে ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে তিনটি ম্যাচ অবশ্য খেলেছিলেন। সেই ম্যাচগুলোর আন্তর্জাতিক মর্যাদাও ছিল। তবে সেটি বাংলাদেশের নিয়মিত ও মূল স্কোয়াড ছিল না।


আরও পড়ুন

সাকিবকে ছাড়িয়ে মুস্তাফিজের নতুন রেকর্ড সাকিবকে ছাড়িয়ে মুস্তাফিজের নতুন রেকর্ড


ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সাইফের টেস্ট ক্রিকেট দিয়ে। সাদা বলের ক্রিকেটারই মনে করা হতো তাঁকে। তবে লম্বা সময় পর যখন ফিরলেন, তখন দৃশ্যটা একদমই ভিন্ন। নিজেকে সব সংস্করণের জন্যই আদর্শ করে তুলেছেন এই অলরাউন্ডার। 


সিলেটে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তাঁর আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাইফের ভাঙা-গড়ার গল্প শোনালেন কোচ সালাহউদ্দীন, ‘আপনাদের আগেও অনুরোধ করেছি,কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে দেবেন না, খুব তাড়াতাড়ি নিচে নামিয়েও দেবেন না। ভালো খেলেছে, প্রত্যাবর্তন করেছে, এট শক্ত মানসিকতার পরিচয়।’


সালাহউদ্দীনের মতে, ব্যাকফুটে চলে যাওয়া কেউ চাইলেই প্রত্যাবর্তন করতে পারে না। তাঁর ভাষায় সেই কঠিন কাজটি করেছেন সাইফ, ‘যেকোনো মানুষ যখন ব্যাকফুটে চলে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর সঙ্গে একটা তকমা ছিল- টেস্ট স্পেশালিস্ট, সাদা বলের খেলোয়াড়, সেখান থেকে বেরিয়ে এসে যে চরিত্র দেখিয়েছে, এটা আসলে সবার ভেতর থাকে না।’


বলা যায়, চার বছর পর বাংলাদেশের মূল দলে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী সাইফ। সালাহউদ্দীন মনে করেন, এত দিন  ধৈর্য ধরা সবার পক্ষে সম্ভব নয়। সাইফ ধৈর্যেরই সুফল পাচ্ছেন বললেন তিনি, ‘উন্নতি তো সব সময় করতে হবে। কিন্তু তার চেষ্টা ছিল, সে নিজেকে অন্য জায়গায় নিজেকে দেখতে চেয়েছে। আন্তর্জাতিক প্রথম ৬-৭ ম্যাচে সে ব্যর্থ হয়েছে। সেখান থেকে মানসিভাবে আবার ঘুরে দাঁড়ানো এটা আসলে কঠিন কাজ। সে ধৈর্য ধরেছে। একজন মানুষ কত দিন ধৈর্য ধরে। সে গত ৪-৫ বছর ধরেছে। এ সুফল এখন সে পাচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো করবে।’

bottom-logo

ক্রিকেট

কানাডার সুপার সিক্সটিতে খেলবেন সাকিব

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩১ আগস্ট ২০২৫, ৩:০২ পিএম

news-details

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে যাওয়ার পর এখন বিশ্বজুড়ে নানান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। সেই তালিকায় নতুন সংযোজন কানাডার সুপার সিক্সটি। যেখানে মন্ট্রিয়ল টাইগার্সে খেলবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।


সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপার সিক্সটিতে অংশগ্রহণকারী ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে টুর্নামেন্টের আয়োজকরা। মন্ট্রিয়লের স্কোয়াডে সবার ওপরেই রাখা আছে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিবের নাম।


আপাতত অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের জার্সিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন সাকিব। এর আগে দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগেও (জিএসএল) খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।


মাঝে টি টেন ফরম্যাটের ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে মায়ামি ব্লেজের হয়ে খেলেছিলেন সাকিব। এবার টি টেন ফরম্যাটের আরেকটি টুর্নামেন্টে নাম লিখিয়েছেন তিনি। 


কানাডার ভ্যাঙ্কুবারে আগামী ৮ অক্টোবর শুরু হবে কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট। ছয় দল ও ছয় দিনের আসরের পর্দা নামবে ১৩ অক্টোবর। 


সাকিব ছাড়াও বিশ্বের অনেক বড় বড় তারকা খেলবেন এই টুর্নামেন্টে। মন্ট্রিয়ল টাইগার্সে সাকিবের সতীর্থ হিসেবে আছেন ইশুরু উদানা, জশ ব্রাউন, অ্যান্ড্রু টাই, টম মুরসরা।


এছাড়া বিভিন্ন দলে নাম লিখিয়েছেন দাভিদ মালান, ক্রিস লিন, শোয়েব মালিক, অ্যালেক্স হেলস, জেসন রয়, রহমানউল্লাহ গুরবাজ, কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, ডেভিড ভিসা, রাসি ফন ডার ডুসেন, মইন আলি, ডোয়াইন প্রিটোরিয়াস, ইমরান তাহির, সিকান্দার রাজার মতো বিশ্ব তারকারা। 

bottom-logo

ক্রিকেট

ক্রিকেটার, ডিজে ও ইউটিউবার হয়ে এখন সাংবাদিক ম্যাক্স ও’ডাউড

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

৩১ আগস্ট ২০২৫, ২:৪২ পিএম

news-details

সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ে হাজির নেদারল্যান্ডসের মিডল-অর্ডার ব্যাটার নোয়াহ ক্রোয়েস। প্রশ্নোত্তর পর্ব পরিচালনার জন্য তার সঙ্গী মিডিয়া ম্যানেজার কোরি রুটগারস। সাধারণত এমনটাই হয়ে থাকে যে কোনো সংবাদ সম্মেলনে। একজন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে আসেন মিডিয়া ম্যানেজার।


কিন্তু ব্যতিক্রম রোববারের এই সংবাদ সম্মেলন। কারণ ক্রোয়েস আর রুটগারসের পিছু পিছু চলে এলেন ম্যাক্স ও’ডাউড। তবে উত্তরদাতা নয়, ডাচ ওপেনার বসলেন প্রশ্নকর্তা অর্থাৎ সংবাদকর্মীদের নির্ধারিত আসনে। সেখান থেকেই সাংবাদিক পরিচয়ে একাধিক প্রশ্ন করলেন সতীর্থ ক্রোয়েসকে।


মিডিয়া ম্যানেজার রুটগারসও যেন মজা পেলেন ও’ডাউডের কাণ্ডে। তাই প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে তিনি সবাইকে জানিয়ে দিলেন, ‘হ্যালো বন্ধুরা, ম্যাক্স আজকে আমাদের সঙ্গে সাংবাদিক হিসেবে যোগ দিয়েছে।’


নতুন এই পরিচয় পাওয়ার পর ও’ডাউডকে দেখে একজন যে কেউ চাইলে বলতেই পারেন ‘এক অঙ্গে কত রুপ।’ কারণ তার মূল পরিচয় এখন নেদারল্যান্ডস জাতীয় দলের ক্রিকেটার। এর পাশাপাশি গানের ডিজে (ডিস্ক জকি) হিসেবেও পরিচিতি আছে তার।


এমনকি নিজের ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন ভ্লগিংও করে থাকেন ও’ডাউড। চ্যানেলটি তিনি মূলত খুলেছিলেন ২০০৯ সালে। তবে নিয়মিত ভিডিও আপলোড করেন না সেভাবে। তবে বাংলাদেশের আসার পর ‘নতুন শুরু’ শিরোনামে ভ্লগ আপলোড করেছেন তিনি।


ক্রোয়েসের সংবাদ সম্মেলনেও ও’ডাউড আসেন একটি ‘গো প্রো’ ক্যামেরা হাতে নিয়ে। সেই ক্যামেরায় রেকর্ড করতে করতেই ক্রোয়েসের জন্য প্রশ্ন ছুঁড়ে দেন ও’ডাউড। ক্রোয়েসের ডাকনাম ‘টঙ্কার’র রহস্য জানতে চান তিনি। 


হাসিমুখে উত্তর দেন ক্রোয়েস। 


“ধন্যবাদ ম্যাক্স। আমার পাশে থাকার বদলে তোমাকে সাংবাদিকদের কাতারে দেখে ভালো লাগছে। তুমি জানো আমাদের মিডিয়া ম্যানেজার এই নামটি দিয়েছে। একসময় সে আমাকে ‘ট্রাকস’ ডাকত, বলত আমি নাকি এমএলবি (মেজর লিগ বেসবল) স্লগারের মতো ব্যাট করি। পরে সেটা বদলে গিয়ে হলো ‘টংকার’। এখন মনে হচ্ছে তুমি এই নামের যোগ্য উত্তরসূরী।”


উত্তর পেয়ে খুশি হয়ে যান ও’ডাউড। কিছুক্ষণ পর ক্রোয়েসকে আরেকটি প্রশ্ন করেন তিনি। যেখানে জানতে চান, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ক্রোয়েসের সবচেয়ে পছন্দের কে? উত্তরে মুস্তাফিজুর রহমানের নাম বলেন মিডল-অর্ডার ব্যাটার।


“ভালো একটা প্রশ্ন করেছ, ম্যাক্সি। আরও কয়েকজনের নাম উল্লেখ করা যায়, তবে আমার মনে হয় মুস্তাফিজুর রহমানকে এড়িয়ে যাওয়া কঠিন। আমি তাকে গত বছর ২০২৪ বিশ্বকাপে বোলিং করতে দেখেছি, আর মুস্তাফিজের মুখোমুখি হওয়াটা সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিল।”
bottom-logo