এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান। কাঁধের চোটে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না অভিজ্ঞ পেসার নবীন উল হক।
আনুষ্ঠানিক বিবৃতিতে সোমবার সন্ধ্যায় এই খবর জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মঙ্গলবার রাতে আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন
পাক-ভারত দ্বন্দ্ব: ম্যাচ রেফারির অপসারণ চান পিসিবি প্রধান |
![]() |
ছিটকে যাওয়া নবীনের জায়গায় আরেক ফাস্ট বোলার আব্দুল্লাহ আহমেদজাইকে এশিয়া কাপের স্কোয়াডে ডেকে নিয়েছে আফগানিস্তান। প্রাথমিক স্কোয়াডে রিজার্ভ তালিকায় ছিলেন আহমেদজাই।
মূল স্কোয়াডে থাকলেও, ফিটনেস ঘাটতির কারণে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচ খেলতে পারেননি নবীন। আর এবার মেডিকেল বিভাগের পক্ষ থেকে জানানো হলো, এখনও চোটে ভুগছেন অভিজ্ঞ পেসার৷
তাই এখন দেশে ফিরে পূর্ণাঙ্গ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন নবীন।
আরও পড়ুন
১৬০ ওভারের মধ্যে হলো মাত্র ১০ ওভার |
![]() |
এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচের আগে নবীনের ছিটকে যাওয়া আফগানিস্তানের জন্য বড় ধাক্কাই বটে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৩ টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন নবীন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন নবীন। আফগানদের রোমাঞ্চকর জয়ে তিনিই জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার।
মঙ্গলবারের ম্যাচটি দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। আফগানিস্তানও হেরে গেলে শঙ্কায় পড়ে যাবে তাদের সুপার ফোরের টিকেট।
No posts available.
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৮ পিএম
এক ঘণ্টা পরই শুরু সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুপক্ষের জন্যই বাঁচা-মরার। অথচ এই ম্যাচে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে বরখাস্ত করার দাবিতে এখনো অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সবশেষ পাওয়া খবর, এখন পর্যন্ত টিম হোটেল ছাড়েননি পাকিস্তানের ক্রিকেটাররা। যদিও এই মুহূর্তে ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়রা।
আরও পড়ুন
বিসিবি নির্বাচনের তফসিল চূড়ান্ত |
![]() |
আইসিসি প্রথমবার নাকোচ করার পর দ্বিতীয়বারের মতো আইসিসিকে চিঠি দিয়ে পাইক্রাফটকে বরখাস্ত করার দাবি জানায় পিসিবি। তবে আইসিসি মনে করছে চাপেরমুখে পড়ে কোনো ম্যাচ অফিশিয়াল পরিবর্তন করা একটি ভুল দৃষ্টান্ত স্থাপন করবে।
এদিকে পাইক্রাফট ইস্যুতে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমিরেটস বোর্ডের কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী পাইক্রাফট টুর্নামেন্টে থাকবেন, তবে বুধবার পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচের জন্য তাঁকে সরিয়ে দেওয়া হবে। তাঁর পরিবর্তে রিচি রিচার্ডসন এই ম্যাচে দায়িত্ব পালন করবেন, এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই প্রস্তাবনা গৃহীত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। নির্বাচনের জন্য তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী সোম ও মঙ্গলবার মনোনয়নপত্র গ্রহণ করবেন প্রার্থীরা।
তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ হবে। মনোনয়নপত্র জমাদান ২৫ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ থাকবে। একই দিন বৈধ প্রার্থীর তালিকাও প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা ৪ অক্টোবর, পর দিন হবে চূড়ান্ত ফল ঘোষণা।
আরও পড়ুন
টস করতে নেমে ১৩৬ বছরের রেকর্ড ভাঙলেন বেথেল |
![]() |
তফসিল ঘোষণা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন টি স্পোর্টসকে বলেন,
‘আমরা রোডম্যাপ চূড়ান্ত করেছি। এই দিনক্ষণ অনুযায়ী বিসিবি নির্বাচনের কার্যক্রম এগোবে। বৃহস্পতিবার (কাল) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেব আমরা।’
এর আগে গত সপ্তাহে বিসিবি নির্বাচনের হন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন হয়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেনকে করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার।
আরও পড়ুন
২ ঘণ্টা পর ম্যাচ, পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত |
![]() |
বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট মহলে জমে উঠেছে নানা আলোচনাও। সবশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। এ নির্বাচনেও গঠিত হবে আগামী চার বছরের জন্য দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ফলে কারা মনোনয়ন নেবেন, কারা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন—সেটিই এখন দেখের অপেক্ষা।
বিসিবির সংবিধান অনুযায়ী, ক্যাটাগরি-১ ঢাকা ভিত্তিক ক্লাবগুলো থেকে ১২ পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে। ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়। ক্যাটাগরি-৩ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন ২ পরিচালক। এভাবে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।
আরও পড়ুন
আফগানদের র্যাঙ্কিংয়েও হারাল লিটনরা |
![]() |
বিসিবি নির্বাচনের তফসিল
২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা প্রকাশ
২১ সেপ্টেম্বর (বেলা ১টা পর্যন্ত) – আপত্তি গ্রহণ
২১ সেপ্টেম্বর (বিকেল সাড়ে ৪টা) – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২২-২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান
২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ
৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল ঘোষণা
৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল প্রকাশ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জ্যাকব বেথেল। আজ ডাবলিনে মাঠে নেমেই দারুণ এক রেকর্ডের সাক্ষী হলেন তরুণ এই স্পিন অলরাউন্ডার।
ইংল্যান্ডের ১৩৬ বছরের দীর্ঘ ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন বেথেল। বাঁহাতি এই স্পিন অলরাউন্ডারের বয়স এখন ২১ বছর ৩২৯ দিন। টস করার সঙ্গে সঙ্গেই দেশটির দীর্ঘ ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক বনে গেলেন তিনি।
এখন পর্যন্ত ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি মন্টি বাউডেনের। ১৮৮৯ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২৩ বছর ১৪৪ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বাউডেন। সেটিই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। বুধবার বাউডেনের রেকর্ড নিজের করে নিলেন বেথেল।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, স্যাম কারান, টম ব্যান্টন, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ, লুক উড।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, হ্যারি ট্যাক্টর, লরকান ট্যাকার (উইকেটকিপার), গ্যারেথ ডিলনে, জর্জ ডাকরেল, কার্টিস ক্যাম্পার, ব্যারি ম্যাককার্থি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস, ক্রেইগ ইয়ং।
এশিয়া কাপে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরু হতে আর ২ ঘণ্টা সময় বাকি। এই ম্যাচে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে বরখাস্ত করার দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসি প্রথমবার নাকোচ করার পর দ্বিতীয়বারের মতো আইসিসিকে চিঠি দিয়ে পাইক্রাফটকে বরখাস্ত করার দাবি জানায় পিসিবি। তবে আইসিসি মনে করছে চাপেরমুখে পড়ে কোনো ম্যাচ অফিশিয়াল পরিবর্তন করা একটি ভুল দৃষ্টান্ত স্থাপন করবে।
এদিকে পাইক্রাফট ইস্যুতে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমিরেটস বোর্ডের কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী পাইক্রাফট টুর্নামেন্টে থাকবেন, তবে বুধবার পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচের জন্য তাঁকে সরিয়ে দেওয়া হবে। তাঁর পরিবর্তে রিচি রিচার্ডসন এই ম্যাচে দায়িত্ব পালন করবেন, এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই প্রস্তাবনা গৃহীত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, সব পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।
গত রোববার ভারত-পাকিস্তানের ম্যাচের পর পিসিবি অভিযোগ করে টসের সময় রেফারি অ্যান্ডি পাইক্রাফট দুই দলের অধিনায়ককে আলাদা ডেকে বলেন, যেন তারা প্রচলিত নিয়ম অনুযায়ী হ্যান্ডশেক না করেন।
সোমবার পিসিবি এ বিষয়ে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিল। এরপর আইসিসি এই দাবি প্রত্যাখ্যান করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পিসিবি টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার হুমকি দেয়। পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটি নিয়ে দুবাইয়ে এখনো আলোচনা চলমান রয়েছে।
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য টিকে থাকার ম্যাচ। বাঁচা-মরার ওই ম্যাচে আফগানদের ৮ রানে হারিয়ে গ্রপ ‘বি’ থেকে সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রাখে লিটন কুমার দাসের দল। দারুণ এই জয়ের প্রভাব পড়ল র্যাঙ্কিংয়েও। আইসিসির সবশেষ হালনাগাদে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানকে হটিয়ে নয়ে ওঠে এসেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২২। আফগানিস্তানের রেটিং পয়েন্টও বাংলাদেশের সমান। তবে ভগ্নাংশে হিসেবে এগিয়ে আছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে অন্য কোনো দেশের অবস্থানে পরিবর্তন আসে নি। ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে সাতে আছে পাকিস্তান। আর র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করা ভারতের রেটিং পয়েন্ট ২৭১।
গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারের পাকিস্তানের বিপক্ষেও ধবলধোলাই হয় বাংলাদেশ। টানা বাজে পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে নয়ে নেমে যায় বাংলাদেশ। দশ থেকে নয়ে ওঠে আসে আফগানিস্তান। তারপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে কুড়ি ওভারে টানা তিনটি সিরিজ জিতে লিটন দাসের দল। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ধারাবাহিক এই পারফরম্যান্সের সুফল র্যাঙ্কিংয়ে পেল তারা।
টি-টোয়েন্টিতে সমীহ করার মতো দল আফগানিস্তান। ক্রিকেটের সংক্ষীপ্ততম এই সংস্করণেই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে রশীদ খানের দল। মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে আছে আফগানরা। দুই দলের ১৩ বারের দেখায় বাংলাদেশের জয় দেখেছে ৬বার আর পাকিস্তান জিতেছে ৭টি ম্যাচ।