৮ অক্টোবর ২০২৪, ৭:৪৬ পিএম
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জায়গা মেলেনি একাদশে। দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনাও ক্ষীণ। তবে সেটাকে পাশ কাটিয়ে ইংলিশ পেসার ওলি স্টোন ব্যক্তিগত বিশেষ মুহূর্তকে দিলেন প্রাধান্য। দ্বিতীয় টেস্টে শুরুর আগে পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে বসার জন্য। এর ফলে দ্বিতীয় ম্যাচের জন্য তাকে বিবেচনা করার সম্ভাবনা প্রায় শেষ বললেই চলে।
আগামী বুধবার ইংল্যান্ডে ফেরার কথা রয়েছে স্টোনের। ইংলিশ গ্রীষ্মের শেষে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে এই ডানহাতি পেসার সাত উইকেট নিয়েছিলেন। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে তাকে একাদশের বাইরেই রাখে ইংল্যান্ড। ফলে শনিবারের বিয়ে সামনে রেখে নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান ছাড়ছেন তিনি।
বিয়ে সেরে স্টোনের ফেরার তারিখ এখনও অনিশ্চিত। বিষয়টি নির্ভর করতে পারে প্রথম টেস্টে অন্য পেসাররা কেমন পারফর্ম করেন, সেটার ওপর। তবে বিয়ের দিনক্ষণ ও আগামী মঙ্গলবারের দ্বিতীয় টেস্ট শুরুর মধ্যে খুব অল্প সময়ের ব্যবধান থাকায় এই ম্যাচে তার খেলা সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে।
প্রথম টেস্টে ইংল্যান্ড খেলছে অভিষিক্ত ব্রাইডন কার্স, গাস আটকিনসন ও ক্রিস ওকস। স্কোয়াডের অন্য পেসার ম্যাথু পটস।
ইংল্যান্ডের খেলোয়াড়দের কথা চিন্তা করলে স্টোনকে ভাগ্যবান বলা যেতেই পারে। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বেশ কয়েকজন ক্রিকেটারকেই তাদের বিয়ের তারিখ পরিবর্তন করতে হয়েছে খেলার সূচির সাথে মিল রেখে। জো রুট গত শনিবারই বলেছেন, তাকে ও তার স্ত্রীকে বিয়ের তারিখ বিভিন্ন সফরের কারণে তিনবার পরিবর্তন করতে হয়েছিল।
আরেকটু পিছিয়ে গেলে, মানে গত শতকে গেলেও দেখা যাবে একই চিত্র। ১৯৮৪ সালে পেসার টনি পিগট নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ডের একমাত্র টেস্ট খেলার জন্য স্বল্প নোটিশে তার বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছিলেন।
No posts available.
২২ অক্টোবর ২০২৫, ৪:২৮ পিএম
২২ অক্টোবর ২০২৫, ৩:২১ পিএম
২২ অক্টোবর ২০২৫, ৩:১০ পিএম
কেটে গেছে শঙ্কার মেঘ। দূরে হয়েছে সব অনিশ্চয়তা। আগামী মাসে শুরু হবে ঢাকার ক্লাব ক্রিকেটের নতুন মৌসুম। প্রথম বিভাগ ক্রিকেট লিগ দিয়ে এবারের মৌসুম শুরুর ঘোষণা দিয়েছেন সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) চেয়ারম্যান আদনার রহমান দীপন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিসিডিএমের বৈঠকের পর এই সংবাদমাধ্যমে এই খবর জানিয়েছেন দীপন। তিনি আরও বলেছেন, প্রথম বিভাগ শুরুর পর দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ চালু করবেন তারা।
সম্প্রতি বিসিবি নির্বাচন ঘিরে ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর একাংশ দেশের ঘরোয়া প্রতিযোগিতা বর্জনের হুমকি দিয়েছিল। যে কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল ঢাকার ক্লাব ক্রিকেটের নতুন মৌসুম শুরুর সময় নিয়ে।
এই প্রসঙ্গে বুধবার প্রথম বিভাগ ২০টি ক্লাবের মধ্যে ১৬টির সঙ্গে বৈঠক করে সিসিডিএম। বৈঠকের পর পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। সিসিডিএমের এক কর্মকর্তা জানিয়েছেন, বাকি ৪টি ক্লাবও খেলায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে দীপন বলেন, “আজ আমরা প্রথম বিভাগের দলগুলোর সঙ্গে বৈঠক করেছি। প্রায় সব ক্লাবই উপস্থিত ছিল, এবং কেউই বলেনি যে তারা খেলবে না।”
তিনি আরও যোগ করেন, “সবাই মৌসুমে খেলতে আগ্রহ প্রকাশ করেছে, যদিও সময়সূচি নিয়ে সামান্য কিছু মতপার্থক্য ছিল। ভালো খবর হলো, সবাই খেলতে আগ্রহী, আর আমরা খুব শিগগিরই লিগ শুরুর তারিখ ঘোষণা করব।”
তৃতীয় বিভাগ লিগ গত ১ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রথমে বিসিবি নির্বাচন এবং পরে বয়কট ঘোষণার কারণে সেটি পিছিয়ে যায়। দীপন জানান, প্রয়োজনে একসঙ্গে কয়েক বিভাগের খেলা পরিচালনার পরিকল্পনাও আছে সিসিডিএমের।
“প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ- তিনটি লিগই একসঙ্গে চলবে। এখনই প্রিমিয়ার বিভাগ অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, কারণ বিপিএল, জাতীয় দলের ব্যস্ততা ও জাতীয় ক্রিকেট লিগের কারণে সূচিতে সংঘাত হবে। আমরা চেষ্টা করব সূচির কোনো ফাঁকে প্রিমিয়ার লিগ করতে।
দক্ষিণ আফ্রিকার লেজের ঝাপটা বেশ ভালোভাবেই লাগল পাকিস্তানের বোলারদের গায়ে। ২৩৫ রানে ৮ উইকেট তুলে নিলেও শেষ তিন ব্যাটারকে আউট করতে তারা গুনল আরও ১৬৯ রান। যার সৌজন্যে ২৭ বছর পুরোনো স্মৃতি ফেরাল প্রোটিয়ারা।
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ৪০৪ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তারা পেয়েছে ৭১ রানের লিড। অথচ ২৩৫ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। সেখান থেকে বাকি ২ উইকেটেই পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে সফরকারীরা।
শুরুতে কেশব মহারাজের সঙ্গে প্রতিরোধটা গড়েন সেনুরান মুথুসামি। দুজনের নবম উইকেট জুটিতে আসে ৭১ রান। দলকে তিনশ পার করিয়ে নোমান আলির বলে স্টাম্পড হয়ে যান ৫৩ বলে ৩০ রান করা মহারাজ।
আরও পড়ুন
৭ নভেম্বর আবারও মুখোমুখি ভারত–পাকিস্তান |
![]() |
এরপর কাগিসো রাবাদার সঙ্গে মিলে নতুন শুরু করেন মুথুসামি। দশম উইকেটের এই জুটিতে আসে ১১৭ বলে ৯৮ রান। দক্ষিণ আফ্রিকাকে চারশ পার করিয়ে তবেই থামেন রাবাদা। আউট হওয়ার আগে তিনি করেন পেশাদার ক্যারিয়ারের প্রথম ফিফটি।
নিজেদের টেস্ট ইতিহাসে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার শেষ ২ উইকেটে ৫০ বা এর বেশি রানের জুটি পেল দক্ষিণ আফ্রিকা। এর আগে শেষ দুই উইকেটে পঞ্চাশোর্ধ্ব জুটির একমাত্র ঘটনা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯৮ সালের অ্যাডিলেইড টেস্টে।
ওই ম্যাচে ৩৭৪ রানে অষ্টম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। নবম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ব্রায়ান ম্যাকমিলান ও ল্যান্স ক্লুজনার। পরে দশম উইকেটে প্যাট সিমকক্সকে নিয়ে আরও ৭৪ রান যোগ করেন ম্যাকমিলান।
২৭ বছরের বেশি সময় পর এবার ম্যাকমিলানের ভূমিকায় মুথুসামি। আর শেষ উইকেটে সিমকক্সকেও ছাড়িয়ে যান রাবাদা। ঝড়ো ব্যাটিংয়ে ৪টি করে চার-ছক্কা মেরে ৬১ বলে ৭১ রান করেন দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার।
ক্যারিয়ারের প্রথম ফিফটি করতে মাত্র ৩৮ বল নেন রাবাদা। টেস্টে ১১ নম্বর ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম ফিফটি। ২০১৪ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৫ বলে ফিফটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের শেন শিলিংফোর্ড।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি ভাঙায় লঙ্কান পেসারের শাস্তি |
![]() |
এত দিন এই তালিকার দুই নম্বরে ছিলেন সিমকক্স। ১৯৯৮ সালের ওই অ্যাডিলেইড টেস্টে ৪২ বলে ৫৪ রান করার পথে ৪০ বলে ফিফটি করেছিলেন সাবেক প্রোটিয়া পেসার। ২৭ বছর পর এবার তার জায়গা নিলেন রাবাদা।
এছাড়া সাত নম্বরে নামা মুথুসামি ১৫৫ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস।
ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় থাকেন ভারত–পাকিস্তান ম্যাচের জন্য। দুই দেশের জাতীয় দলের দ্বিপক্ষীয় সিরিজ হয় না লম্বা সময় ধরে। তবে সে অপেক্ষা পুরোয় বিভিন্ন টুর্নামেন্টের সৌজন্যে- মাঝেমধ্যে দেখা হয় তাদের। সবশেষ এশিয়া কাপে দেখা হয়েছিল তিনবার।
নভেম্বরের শুরুতে আবারও দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের! তবে এবার জাতীয় দল নয়, সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমন্বয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলবে তারা। আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
চারটি পুলে তিনটি করে মোট ১২ দল খেলবে টুর্নামেন্ট। ৫ ওভারের ম্যাচে খেলবেন ছয় ক্রিকেটার। পুল ‘সি’তে রয়েছে ভারত, পাকিস্তান ও কুয়েত। আব্বাস আফ্রিদিকে অধিনায়ক করে এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন দিনেশ কার্তিক। দলে থাকবেন রবিচন্দ্রন অশ্বিনও।
আরও পড়ুন
ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে বুমরাহর খুব কাছে পাকিস্তানি স্পিনার |
![]() |
কার্তিক মুখিয়ে আছেন হংকং সিক্সেসে ঝড় তুলতে। ভারতের অধিনায়ক বলেন, ‘ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন এক টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা দুই-ই দারুণ সমৃদ্ধ। আমি চাই, আমরা এমন ক্রিকেট খেলি যা উপভোগ করবে প্রতিটি দর্শক—দুঃসাহসী, আনন্দমুখর ক্রিকেট।’
পাকিস্তান দলে আছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। অলরাউন্ডার আব্বাস আফ্রিদির সঙ্গে খাজা নাফে, আবদুল সমাদ, মোহাম্মদ শাহজাদরা আছেন।
ক্রিকেট হংকংয়ের চেয়ারম্যান বুরজি শফ বলেছেন, ‘দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে আমরা স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা এই টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ করবে এবং সারা বিশ্বের ভক্তদের আকর্ষণ করবে।’
পুল এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
পুল বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
পুল সি: ভারত, পাকিস্তান, কুয়েত
পুল ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা
ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আইসিসির আচরণবিধি ভাঙায় তিরস্কৃত হয়েছেন শ্রীলঙ্কা দলের পেসার মালকি মাদারা। এছাড়া তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই শাস্তির খবর জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসি।
ঘটনা গত সোমবারের ম্যাচের। মুম্বাইয়ে বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে রান আউট হন ফারজানা হক পিঙ্কি। তখন অভিজ্ঞ ব্যাটারের খুব কাছে গিয়ে আগ্রাসী উদযাপন করেন মালকি।
যা আইসিসি বিধিমালা অনুযায়ী, ২.৫ অনুচ্ছেদের লঙ্ঘন। তাই আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় মালকিকে।
নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজের দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন মালকি। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টে দলের জয়ে বড় ভূমিকা রাখার পর তিনি উঠে এসেছেন আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে। যা তার ক্যারিয়ার সেরা।
ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। যেখানে বোলারদের তালিকায় চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের জাসপ্রিত বুমরাহর আরেকটু কাছে চলে গেছেন নোমান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন নোমান। পাকিস্তানের ৯৩ রানের জয়ে এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে অভিজ্ঞ স্পিনারের।
এখন তার রেটিং ৮৫৩ পয়েন্ট। শীর্ষে থাকা ভারতের জাসপ্রিত বুমরাহর (৮৮২) মাত্র ২৯ পয়েন্ট পিছনে আছেন নোমান।
আরও পড়ুন
অদম্য পথচলায় রোনালদোর পাশে হলান্ড |
![]() |
চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নোমান পঞ্চম স্থানে উঠে ৮০৬ রেটিং পয়েন্ট পেয়েছিলেন, সেটিই ছিল তার আগের সেরা।
পাকিস্তানের মাত্র সপ্তম বোলার হিসেবে ৮৫০ রেটিং পয়েন্টের মাইলফলক স্পর্শ করলেন ৩৯ বছর বয়সী এই স্পিনার। এর আগে ২০১৬ সালের জুলাইয়ে ইয়াসির শাহ সবশেষ পৌঁছেছিলেন ৮৫০ রেটিং পয়েন্টের উচ্চতায়।
নোমান ছাড়াও উন্নতি হয়েছে আরও কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের। দ্বিতীয় ইনিংসে চার উইকেট ৩৩ রানে নিয়ে ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি তিন ধাপ এগিয়ে উঠেছেন ১৯তম স্থানে।
ব্যাটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান চার ধাপ এগিয়ে ১৬তম, বাবর আজম দুই ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন। সালমান আগা আট ধাপ এগিয়ে ৩০তম। আর ইমাম-উল-হক ফিরে এসেছেন ৪৪তম স্থানে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে প্রথম ম্যাচে উজ্জ্বল ছিলেন টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন। ৫৪তম স্থানে উঠেছেন সেঞ্চুরি করা ডি জর্জি। রিকেলটন। ম্যাচে ১১ উইকেটে ৩৮ ধাপ লাফিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন সেনুরান মুথুসামি।