১০ জানুয়ারি ২০২৫, ৯:১৩ পিএম
আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসেছেন ইফতিখার আহমেদ। এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে, যেখানে সতীর্থ হিসেবে পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলার নাহিদ রানাকে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় পেসার হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে তরুণ এই বোলারকে। কাছ থেকে দেখার অভিজ্ঞতায় নাহিদে মুগ্ধ ইফতিখার। একই সাথে অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিনিশিং স্কিলও পাচ্ছে তার প্রশংসা।
এখন পর্যন্ত আসরে ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জিতেছে রংপুর। গতির ঝড় তুলে আলোড়ন ফেলে দেওয়া নাহিদ এর মধ্যে দুই বার হয়েছেন ম্যাচ সেরা। একবার নিয়েছেন চার উইকেট, যা এই ফরম্যাটে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও। নিয়মিতভাবেই ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে নাহিদ এখন সময়ের অন্যতম আলোচিত পেসার।
আরও পড়ুন
প্রথম বলের ছক্কায় জয়ের বিশ্বাস পেয়েছেন সোহান |
![]() |
শুক্রবার সিলেটে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় নাহিদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অলরাউন্ডার ইফতিখার। “আমার কাছে নাহিদ রানাকে এই মুহূর্তে অন্যতম সেরা বোলার বলেই মনে হচ্ছে। সে ঘণ্টায় ১৫০ কিমি টাচ করছে। তার বোলিংটা আমি দারুণ উপভোগ করছি। ১৫০ গতির একটা বোলার দলে থাকলে, সেটা আপনি দারুণ উপভোগ করবেনই।”
রংপুরের শেষ ম্যাচের জয়ের নায়ক অবশ্য নাহিদ নন। সেটা ছিলেন অধিনায়ক সোহান, যিনি তার ক্যারিয়ারে ফিনিশার হিসেবে অনেক ম্যাচ আগে জিতিয়েছেন। তবে ফরচুন বরিশালের বিপক্ষে যা করেছেন, তা ছিল অবিশ্বাস্যই। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। অভিজ্ঞ এই ব্যাটার ৩০ রান নিয়ে দলকে এনে দেন নাটকীয় এক জয়।
ক্যারিয়ারে অসংখ্য ম্যাচ খেলে ফেলা ইফতিখারের কাছে সোহানের ইনিংসটি পাচ্ছে ‘স্পেশাল’ মর্যাদা। “দেখুন, আমি ক্যারিয়ারে অনেক ক্রিকেট খেলেছি। শেষ ওভারে ২৬ রান নিয়ে দলকে জিতিয়ে দেওয়া, এটা আমার দেখা অন্যতম সেরা ইনিংস। পৃথিবীর যে কোনো কন্ডিশনে, যে কোনো বোলারের বিপক্ষেই এটা একটা কঠিন কাজ। এমন ফিনিশিং আমার ক্যারিয়ারের দেখা অন্যতম সেরা ছিল।”
No posts available.
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৩ পিএম
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৮ পিএম
সিরিয়াল ড্রামা-এশিয়া কাপে পাকিস্তান দলের অবস্থা দেখে যে কেউই এ কথা বলবেন। ম্যাচ রেফারি পাইক্রাফটের বরখাস্তের দাবিতে একের পর এক সিদ্ধান্তে পরিবর্তন আনছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গতকাল সংবাদসম্মেলন বর্জন। আজ ম্যাচের এক ঘন্টা বাকি থাকলেও ভেন্যুতে হাজির হননি দলটির খেলোয়াড়রা। ফলে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ এক ঘন্টা পেছানো হয়েছে।
আরও পড়ুন
হোটেলে অবস্থান পাকিস্তানের খেলোয়াড়দের |
![]() |
সবশেষ তথ্যমতে, টিম হোটেল থেকে বেরিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সালমান আগাদের বহনকারী টিম বাস দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে রওনা দিয়েছে।
আজ লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে মীর সাংবাদিকদের বলেছেন, পিসিবি চেয়ারম্যান বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে আলোচনা করছেন। তাঁরা আলোচনার পাশাপাশি দুবাইয়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন। ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানো হয়েছে।
এক ঘণ্টা পরই শুরু সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুপক্ষের জন্যই বাঁচা-মরার। অথচ এই ম্যাচে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে বরখাস্ত করার দাবিতে এখনো অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সবশেষ পাওয়া খবর, এখন পর্যন্ত টিম হোটেল ছাড়েননি পাকিস্তানের ক্রিকেটাররা। যদিও এই মুহূর্তে ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়রা।
আরও পড়ুন
বিসিবি নির্বাচনের তফসিল চূড়ান্ত |
![]() |
আইসিসি প্রথমবার নাকোচ করার পর দ্বিতীয়বারের মতো আইসিসিকে চিঠি দিয়ে পাইক্রাফটকে বরখাস্ত করার দাবি জানায় পিসিবি। তবে আইসিসি মনে করছে চাপেরমুখে পড়ে কোনো ম্যাচ অফিশিয়াল পরিবর্তন করা একটি ভুল দৃষ্টান্ত স্থাপন করবে।
এদিকে পাইক্রাফট ইস্যুতে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমিরেটস বোর্ডের কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী পাইক্রাফট টুর্নামেন্টে থাকবেন, তবে বুধবার পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচের জন্য তাঁকে সরিয়ে দেওয়া হবে। তাঁর পরিবর্তে রিচি রিচার্ডসন এই ম্যাচে দায়িত্ব পালন করবেন, এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই প্রস্তাবনা গৃহীত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। নির্বাচনের জন্য তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী সোম ও মঙ্গলবার মনোনয়নপত্র গ্রহণ করবেন প্রার্থীরা।
তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ হবে। মনোনয়নপত্র জমাদান ২৫ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ থাকবে। একই দিন বৈধ প্রার্থীর তালিকাও প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা ৪ অক্টোবর, পর দিন হবে চূড়ান্ত ফল ঘোষণা।
আরও পড়ুন
টস করতে নেমে ১৩৬ বছরের রেকর্ড ভাঙলেন বেথেল |
![]() |
তফসিল ঘোষণা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন টি স্পোর্টসকে বলেন,
‘আমরা রোডম্যাপ চূড়ান্ত করেছি। এই দিনক্ষণ অনুযায়ী বিসিবি নির্বাচনের কার্যক্রম এগোবে। বৃহস্পতিবার (কাল) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেব আমরা।’
এর আগে গত সপ্তাহে বিসিবি নির্বাচনের হন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন হয়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেনকে করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার।
আরও পড়ুন
২ ঘণ্টা পর ম্যাচ, পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত |
![]() |
বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট মহলে জমে উঠেছে নানা আলোচনাও। সবশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। এ নির্বাচনেও গঠিত হবে আগামী চার বছরের জন্য দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ফলে কারা মনোনয়ন নেবেন, কারা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন—সেটিই এখন দেখের অপেক্ষা।
বিসিবির সংবিধান অনুযায়ী, ক্যাটাগরি-১ ঢাকা ভিত্তিক ক্লাবগুলো থেকে ১২ পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে। ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়। ক্যাটাগরি-৩ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন ২ পরিচালক। এভাবে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।
আরও পড়ুন
আফগানদের র্যাঙ্কিংয়েও হারাল লিটনরা |
![]() |
বিসিবি নির্বাচনের তফসিল
২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা প্রকাশ
২১ সেপ্টেম্বর (বেলা ১টা পর্যন্ত) – আপত্তি গ্রহণ
২১ সেপ্টেম্বর (বিকেল সাড়ে ৪টা) – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২২-২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান
২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ
৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল ঘোষণা
৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল প্রকাশ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জ্যাকব বেথেল। আজ ডাবলিনে মাঠে নেমেই দারুণ এক রেকর্ডের সাক্ষী হলেন তরুণ এই স্পিন অলরাউন্ডার।
ইংল্যান্ডের ১৩৬ বছরের দীর্ঘ ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন বেথেল। বাঁহাতি এই স্পিন অলরাউন্ডারের বয়স এখন ২১ বছর ৩২৯ দিন। টস করার সঙ্গে সঙ্গেই দেশটির দীর্ঘ ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক বনে গেলেন তিনি।
এখন পর্যন্ত ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি মন্টি বাউডেনের। ১৮৮৯ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২৩ বছর ১৪৪ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বাউডেন। সেটিই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। বুধবার বাউডেনের রেকর্ড নিজের করে নিলেন বেথেল।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, স্যাম কারান, টম ব্যান্টন, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ, লুক উড।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, হ্যারি ট্যাক্টর, লরকান ট্যাকার (উইকেটকিপার), গ্যারেথ ডিলনে, জর্জ ডাকরেল, কার্টিস ক্যাম্পার, ব্যারি ম্যাককার্থি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস, ক্রেইগ ইয়ং।
এশিয়া কাপে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরু হতে আর ২ ঘণ্টা সময় বাকি। এই ম্যাচে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে বরখাস্ত করার দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসি প্রথমবার নাকোচ করার পর দ্বিতীয়বারের মতো আইসিসিকে চিঠি দিয়ে পাইক্রাফটকে বরখাস্ত করার দাবি জানায় পিসিবি। তবে আইসিসি মনে করছে চাপেরমুখে পড়ে কোনো ম্যাচ অফিশিয়াল পরিবর্তন করা একটি ভুল দৃষ্টান্ত স্থাপন করবে।
এদিকে পাইক্রাফট ইস্যুতে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমিরেটস বোর্ডের কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী পাইক্রাফট টুর্নামেন্টে থাকবেন, তবে বুধবার পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচের জন্য তাঁকে সরিয়ে দেওয়া হবে। তাঁর পরিবর্তে রিচি রিচার্ডসন এই ম্যাচে দায়িত্ব পালন করবেন, এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই প্রস্তাবনা গৃহীত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, সব পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।
গত রোববার ভারত-পাকিস্তানের ম্যাচের পর পিসিবি অভিযোগ করে টসের সময় রেফারি অ্যান্ডি পাইক্রাফট দুই দলের অধিনায়ককে আলাদা ডেকে বলেন, যেন তারা প্রচলিত নিয়ম অনুযায়ী হ্যান্ডশেক না করেন।
সোমবার পিসিবি এ বিষয়ে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিল। এরপর আইসিসি এই দাবি প্রত্যাখ্যান করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পিসিবি টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার হুমকি দেয়। পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটি নিয়ে দুবাইয়ে এখনো আলোচনা চলমান রয়েছে।