চেন্নাই টেস্ট ভাস্বর হয়ে উঠলো এই দু’জনের সাফল্যে। ভারতের ২৮০ রানের বিশাল জয়ে তাদের অবদান প্রথম দিন থেকেই। দু’জনেরই চেন্নাইয়ের সাথে দারুণ সম্পর্ক। রবিচন্দন অশ্বিন তো চেন্নাইয়েরই লোক, আর রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে থাকেন আইপিএলে। অশ্বিন ক্যারিয়ারে চতুর্থবারের মত একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার অনন্য রেকর্ড গড়েছেন এই টেস্টে।
প্রথম ইনিংসে ভারত যখন ৬ উইকেটে ১৪৪, তখন উইকেটে সপ্তম ও অষ্টম ব্যাটসম্যান জাদেজা ও অশ্বিন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত যখন আকাশে উড়ছেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, তখন টাইগারদের সামনে প্রতিরোধের দেয়াল তুলে দেন তারা। মূলত এই টেস্টে ভারতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে সপ্তম উইকেটে তাদের ১৯৭ রানের জুটি। জাদেজা ৮৬ রানে থামলেও ১১৩ রানের ইনিংস খেলেন অশ্বিন।
বোলারদের জন্য অনুকুল উইকেটে চ্যালেঞ্জিং রান পেয়ে যায় ভারত। প্রথম ইনিংসে মেঘলা আবহাওয়ায় ভারতের তিন পেসার জ্বলে উঠলে নির্ভার থাকেন অশ্বিন-জাদেজা। তবে জাদেজা ঠিকই তুলে নেন সাকিব আর লিটনের গুরুত্বপূর্ণ দুই উইকেট। অশ্বিন ১৩ ওভার বল করেও ছিলেন উইকেটশূন্য।
ভারতের ২য় ইনিংসে অশ্বিন আর জাদেজার ব্যাটিংয়ের দরকারই হয়নি। তাঁর আগেই ইনিংস ঘোষণা করে দেন রোহিত শর্মা। তবে চতুর্থদিনের ট্রাকে স্পিন ধরবে, আর সেখানে অশ্বিন-জাদেজার ভূমিকা থাকবে না তাই কি হয়? শুরুটা করে দিয়েছিলেন জাসপ্রীত বুমরাহ- এরপর শুধুই অশ্বিন আর জাদেজা। পরের ৯ উইকেটই ভাগাভাগি করেছেন দুই স্পিনার। সবমিলে এক ইনিংসে ১১৩ রানের পাশাপাশি ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা অশ্বিন, আর এক ইনিংসে ৮৬ রানের পাশাপাশি ম্যাচে ৫ উইকেট নেন জাদেজা। সবমিলে এই দুই অলরাউন্ডারের পারফরম্যান্সে উজ্জ্বল হয়ে থাকলো চেন্নাই টেস্ট।
৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে
১৯ দিন আগে
২২ দিন আগে
২৩ দিন আগে
২৫ দিন আগে
২৭ দিন আগে