ক্রিকেট

বিশ্বকাপেও হাত মেলায়নি ভারত-পাকিস্তান

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৫ অক্টোবর ২০২৫, ৪:২১ পিএম

news-details

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক ছিল তুঙ্গে। দুই দলের একের পর এক কাণ্ড ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। দুই দলের অধিনায়কের হাত না মেলানো থেকে শুরু করে শেষ পর্যন্ত ট্রফি নিতে অস্বীকৃতি জানানো, কত কি যে হলো।


এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও একই ঘটনার পুনারাবৃত্তি দেখল। আজ কলম্বোয় লিগ পর্বের খেলায় টসের সময় করমর্দন করেননি ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা।

পাকিস্তান অধিনায়ক ফাতিমা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। দু’জনই সম্প্রচারক মেল জোন্স-এর সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন শেষে নিজেদের দলের দিকে ফিরে যান।


আরও পড়ুন

ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ থামাতে পারে প্রকৃতি ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ থামাতে পারে প্রকৃতি


 “নো-হ্যান্ডশেক” নীতি প্রথমে সামনে আনে ভারত। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছিল। ভারত সরকারের অনুমোদনে পুরো জাতীয় দলের ক্ষেত্রেই নাকি এই নিয়ম করা হয়। 


ভারত ক্রিকেট দল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে আগেই জানিয়ে দিয়েছিল, দুই অধিনায়ক হাত মেলাবেন না। এরপর এ নিয়ে কত মন্তব্য কত সমালোচনাই হলো।


অবশ্য ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও হাত না মেলোনোর ইঙ্গিত ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া এ প্রসঙ্গে বলেছিলেন, ‘শত্রুভাবাপন্ন দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি।’


মাঠের পারফরম্যান্সে অবশ্য এসবের কোনো প্রভাবই পড়তে দেয়নি ভারত। ি্েএশিয়া কাপে পুরুষ দল চ্যাম্পিয়ন হয়েই ফিরে। আর হারমানপ্রীত কৌরের দল বিশ্বকাপের প্রথম ম্যাচটি বৃষ্টি আইনে ৫৯ রানে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। আর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হারে পাকিস্তান।

No posts available.

bottom-logo

ক্রিকেট

ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি: বুলবুল

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

৬ অক্টোবর ২০২৫, ৯:৩২ পিএম

news-details

গত মে মাসের শেষ দিকে বিসিবি সভাপতি হিসেবে প্রথমবার দায়িত্ব নেওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, একটি কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চান তিনি। তবে মাসচারেক পর সেই টি-টোয়েন্টি ইনিংস এখন বদলে গেছে টেস্ট ইনিংসে।


কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনের পর এবার ৪ বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে গেছেন বুলবুল। নতুন করে পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব নেওয়ার পেছনে কারণ হিসেবে বললেন, ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছেন তিনি।


রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার সকালে শুরু হয় বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। প্রায় ৬ ঘণ্টা ধরে ভোট গ্রহণের পর সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোষণা করা হয় নতুন পরিচালনা পরিষদের ২৫ জন পরিচালকের নাম। 


এরপর এই পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার সভাপতি হিসেবে নির্বাচিত হন বুলবুল। আর সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই জয়ী হন ফারুক আহমেদ ও শাখাওয়াত।


নতুন পরিচালনা পরিষদ ঠিক হওয়ার পরপর এই হোটেলে প্রথম সাধারণ সভায় বসেন বুলবুল-ফারুকরা। যেখানে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের সাফল্য উদযাপন করতে কেক কাটেন তারা।


মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১২টায় আবার শুরু হবে এই সভা। 


হোটেল ছাড়ার আগে সংবাদ সম্মেলনে আসেন বুলবুল। যেখানে শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়, গত মে মাসে টি-টোয়েন্টি ইনিংসের কথা বললেও, এখন টেস্ট ক্রিকেট খেলার ব্যাপারে কী ভাবছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।


উত্তরে দেশের ক্রিকেটের উন্নতির প্রেমে পড়ে যাওয়ার কথা বলেন বুলবুল।


“এটা একটা জার্নির অংশ ধরে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। স্বল্প মেয়াদের জন্য এসেছিলাম। সেটাই সবসময়ের পরিকল্পনা ছিল।”


“কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ শুরু করলাম এবং সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোভটা আমি ছাড়তে পারিনি এবং সেই লক্ষ্যে আমার দেশকে আরও সার্ভ করার জন্য আমি রয়ে গেছি।”


বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে লম্বা সময় আইসিসির ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত ছিলেন বুলবুল। সেই দায়িত্ব ছেড়ে ক্রিকেট বোর্ডে বিনা পারিশ্রমিকের দায়িত্বে ৪ বছর থাকার ব্যাপারে কী ভাবছেন জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে।


“ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ সবসময় অনারারি (বিনা পারিশ্রমিকের) ছিল। সেটার কোনো ব্যতিক্রম এখনও হয়নি। সেই ব্যাপারে এখনও চিন্তা করিনি।”


“ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি। (আইসিসির) চাকরি আমি ছেড়ে এসেছি। তাই সেটা নিয়ে আর ভাবছি না। এখন ফোকাস শুধু বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দেওয়া।”
bottom-logo

ক্রিকেট

ওয়ানডে সিরিজের আগে ধাক্কা খেল আফগানিস্তান

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৬ অক্টোবর ২০২৫, ৯:০৯ পিএম

news-details

টি-টোয়েন্টিতে ব্যর্থ মিশন শেষে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। আগামী ৮ অক্টোবর তিন ম্যাচের পঞ্চাশ ওভারের সিরিজের আগে ধাক্কা খেল হাসমতউল্লাহ শাহিদীর দল। ইনজুরিতে ছিটকে পড়েছেন দলটির তরুণ পেসার মোহাম্মদ সেলিম সাফি। 


আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩ বর্ষী সেলিমের ইনজুরির খবর জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 


এসিবি নিশ্চিত করেছে, সেলিমের জায়গায় ভিড়ানো হয়েছে ডান হাতি মিডিয়াম পেসার বিলাল সামিকে। ২১ বর্ষী এই তরুণ দেশের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে মাত্র তিন ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন। ছিলেন উইকেট শূন্য। এবার সালেমের ইনজুরি তার কপাল খুলে দিয়েছে।


যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন সামি। সম্প্রতি তিনি ঘরোয়া টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।

bottom-logo

ক্রিকেট

আবারও বিসিবি সভাপতি বুলবুল, সহ-সভাপতি কারা

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

৬ অক্টোবর ২০২৫, ৮:২৭ পিএম

news-details

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার ৪ বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে সহ-সভাপতি হিসেবেও বিনা ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।


রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের পর জানা যায় ২৫ জন নতুন পরিচালকের নাম। পরে এই পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও দুজন সহ-সভাপতি।


বিসিবির ২০তম সভাপতি হলেন বুলবুল।


সভাপতি ও সহ-সভাপতি পদে অবশ্য ভোটের প্রয়োজন পড়েনি। কারণ সভাপতি পদে বুলবুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র তোলেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।


একইভাবে ক্যাটাগরি-১ থেকে পরিচালক হওয়া শাখাওয়াত ও ক্যাটাগরি-২ থেকে ফারুক আহমেদ ছাড়া আর কেউ সহ-সভাপতি পদে মনোনয়নপত্র তোলেননি। তাই তারা দুজনও বিনা ভোটেই সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। 


এর গত ৩০ মে প্রথমবার বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল। তখন তিনি বলেছিলেন, কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলার লক্ষ্য নিয়ে এসেছেন। তবে ৪ মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষে এবার নির্বাচন করে ৪ বছরের পূর্ণ মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন সাবেক এই অধিনায়ক।


বুলবুল দায়িত্ব নেওয়ার ঠিক আগে প্রায় ৯ মাসের জন্য বিসিবি সভাপতি ছিলেন ফারুক। এবার আগামী ৪ বছরের জন্য সহ-সভাপতি হিসেবে দেখা যাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।  


সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া শাখাওয়াত হোসেন এবারই প্রথম বিসিবির পরিচালক হয়েছেন। তবে গত কিছু দিন আগে বুলবুলের ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবে বোর্ডে কাজ করেছিলেন বরিশাল বিভাগ থেকে আসা এই পরিচালক।

bottom-logo

ক্রিকেট

প্রথমবার বিসিবি পরিচালক হলেন ২০ জন

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

৬ অক্টোবর ২০২৫, ৭:৩৮ পিএম

news-details

নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে এখন দেখা মিলেছে এক ঝাঁক নতুন মুখের। নির্বাচন শেষে প্রথমবারের মতো বিসিবিতে পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন ১৮ জন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুজনসহ এই সংখ্যা ২০ জনের।


অর্থাৎ বিসিবির পরিচালনা পরিষদের মোট ২৫ জন সদস্যের মধ্যে ২০ জন এবারই প্রথম বোর্ডের দায়িত্ব নেবেন।


ক্লাব ক্যাটাগরি থেকে আসা ১২ পরিচালকের মধ্যে ৯ জনই এবার প্রথম। এদের মধ্যে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইশতিয়াক সাদেক ও ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিন নাভিন পেয়েছেন সর্বোচ্চ ৪২টি করে ভোট।


এই দুজনের মতো ৪২ ভোট পেয়েছেন রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর ফারুক আহমেদ। তবে তিনি এর আগে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফারুকের পাশাপাশি ক্লাব থেকে আসা মনজুর আলম ও ইফতেখার রহমানও আগে বিসিবিতে পরিচালক হিসেবে ছিলেন।


এই ক্যাটাগরিতে ইশতিয়াক সাদেক ও শানিয়ান তানিমের মতো আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), মোখছেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৪) ও মেহরাব আলম চৌধুরী (৪১) প্রথমবার বিসিবি পরিচালক হয়েছেন।


জেলা ও ক্রীড়া সংস্থা থেকে ১০ জনের মধ্যে ৮ জনই প্রথমবার পরিচালক হয়েছেন। ঢাকা বিভাগ থেকে আসা আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমের শুধু বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।


এছাড়া চট্টগ্রাম বিভাগের আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী, খুলনা বিভাগের আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট বিভাগের রাহাত শামস এবং বরিশাল বিভাগের শাখাওয়াত হোসেন এবারই প্রথম বিসিবিতে পরিচালকের পদে বসবেন।


আর সাবেক ক্রিকেটারদের মধ্যে প্রথমবার বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। তাদের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।


বিসিবির পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ 


ক্যাটাগরি - ১


আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস ও শাখাওয়াত হোসেন।


ক্যাটাগরি - ২

 

ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী ও ইফতেখার রহমান মিঠু।


ক্যাটাগরি - ৩


খালেদ মাসুদ পাইলট


জাতীয় ক্রীড়া পরিষদ


এম ইসফাক আহসান,⁠ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

bottom-logo

ক্রিকেট

বিসিবির নতুন পরিচালনা পরিষদে ৪ সাবেক ক্রিকেটার

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

৬ অক্টোবর ২০২৫, ৬:৫৯ পিএম

news-details

বেশ কয়েকজন প্রার্থীর সরে দাঁড়ানো, কয়েকজনের নাম প্রত্যাহারের ফলে আগেই নিশ্চিত ছিল বিসিবির বেশিরভাগ পরিচালকের নাম। সব আগ্রহ ছিল সাবেক ক্রিকেটার কোটার ক্যাটাগরি-৩ এর পরিচালক নির্বাচন নিয়ে।


রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সোমবার হওয়া ভোটের পর সেখানে জয়লাভ করেছেন খালেদ মাসুদ পাইলট। তার অন্তর্ভুক্তির ফলে এখন বিসিবির পরিচালনা পরিষদে সাবেক ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ৪ জনে।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। এছাড়া নির্বাচনের দিন নিশ্চিত হয়েছে আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদের নাম। 


সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ১৫৬টি ভোটের মধ্যে ১১৫ জন ভোট প্রদান করেন কাউন্সিলররা। 


এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম ক্যাটাগরিতে ৩৫টি ভোটের মধ্যে পড়েছে ৩০ ভোট। ক্লাব সংগঠকদের দ্বিতীয় ক্যাটাগরির ৭৬ ভোটের মধ্যে পড়েছে ৪২ ভোট। আর সাবেক ক্রিকেটারদের তৃতীয় ক্যাটাগরিতে ৪৫ ভোটের মধ্যে পড়েছে ৪৩ ভোট। যেখানে বাতিল হয়েছে ১টি।


জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম ক্যাটাগরিতে আগেই নিশ্চিত ছিল ৬ পরিচালকের নাম। 


চট্টগ্রাম বিভাগ থেকে আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট বিভাগ থেকে রাহাত শামস ও বরিশাল বিভাগ থেকে শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


ভোটের দিন ঢাকা বিভাগ থেকে ১৫টি করে ভোট পেয়ে নির্বাচিত হন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম। গত রাতে ভোট থেকে সরে যাওয়া এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান কোনো ভোট পাননি। 


এছাড়া রাজশাহী বিভাগে ৭ ভোট পেয়ে নির্বাচিত হন মুখলেসুর রহমান। আর রংপুর বিভাগ থেকে জয় লাভ করেন হাসানুজ্জামান। তিনিও ৭ ভোট পান। 


ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪২টি ভোট পান ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম ও ফারুক আহমেদ। এর বাইরে নির্বাচিত আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), মোখছেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৪), মনজুর আলম (৩৯), মেহরাব আলম চৌধুরী (৪১) ও ইফতেখার রহমান মিঠু (৩৪)।


তৃতীয় ক্যাটাগরিতে ভোটের লড়াইয়ে ছিলেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট এবং সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও ম্যাচ রেফারি দেবব্রত পল। যেখানে ৩৫-৭ ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন খালেদ মাসুদ। 


এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় মনোনীত দুজন পরিচালক হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।


২৫ জনের এই পরিচালনা পরিষদের সদস্যরা মিলে একজন সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় হবে এই ভোট। এরপর রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে তিন জনের নাম।


এখন পর্যন্ত সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সহ-সভাপতি হতে পারেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। 


বিসিবির পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ 


ক্যাটাগরি - ১


ঢাকা বিভাগ- আমিনুল ইসলাম (১৫), নাজমুল আবেদীন ফাহিম (১৫)

চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর

খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান

রাজশাহী বিভাগ- মুখলেসুর রহমান (৭) 

রংপুর বিভাগ- হাসানুজ্জামান (৭)

সিলেট বিভাগ- রাহাত শামস

বরিশাল বিভাগ- শাখাওয়াত হোসেন


ক্যাটাগরি - ২

  

ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), শানিয়ান তানিম (৪২), মোখছেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৭), ফারুক আহমেদ (৪২), মনজুর আলম (৩৯), মেহরাব আলম চৌধুরী (৪১), ইফতেখার রহমান মিঠু (৩৪)


ক্যাটাগরি - ৩


খালেদ মাসুদ পাইলট (৩৫)

 

জাতীয় ক্রীড়া পরিষদ


এম ইসফাক আহসান,⁠ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক


*ব্রাকেটে প্রাপ্ত ভোট সংখ্যা 

bottom-logo