মাঝারি লক্ষ্যে আবু হাশিমের স্পিনে শুরুতেই চাপে পড়ে গেল রাজশাহী বিভাগ। বিপর্যয়ের মুখে শক্ত হাতে হাল ধরলেন সাব্বির রহমান ও শাকির হোসেন শুভ্র। পরে সাব্বির ফিরে গেলে নিহাদউজ্জামানকে নিয়ে বাকি কাজ সারলেন শাকির।
এনসিএল টি-টোয়েন্টিতে শনিবার দিনের প্রথম ম্যাচে রংপুর বিভাগকে ৪ উইকেটে হারিয়েছে রাজশাহী। আগে ব্যাট করে ১৪৩ রানে অলআউট হয় রংপুর। জবাবে পাওয়ার প্লেতে ৫ উইকেট হারালেও শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই জিতে যায় রাজশাহী।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ২৯ রান করতে ৫ উইকেট হারায় রাজশাহী। এর মধ্যে ষষ্ঠ ওভারের প্রথম তিন বলে হাবিবুর রহমান সোহান, এসএম মেহেরব হাসান ও প্রিতম কুমারকে আউট করেন আবু হাশিম।
তবে তিন বলে তিন উইকেট নিলেও হ্যাটট্রিক হয়নি বাঁহাতি স্পিনারের। কারণ সোহানকে এলবিডব্লিউ করার পর একটি 'ওয়াইড' বল করে বসেন তিনি। যে কারণে পরের দুই বলে মেহেরব ও প্রিতমকে আউট করেও লাভ হয়নি।
ওই ওভারের আগেই ড্রেসিং রুমে ফেরেন সাব্বির হোসেন ও মিজানুর রহমান। ফলে মনে হচ্ছিল, সহজ জয়ই হয়তো পাবে রংপুর।
তবে সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৬১ বলে ৭৪ রানের জুটি গড়েন সাব্বির রহমান ও শাকির। দলকে একশ পার করিয়ে আউট হন ২ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৩৫ রান করা সাব্বির রহমান।
তখনও জয় থেকে ৪২ রান দূরে রাজশাহী। বল বাকি ছিল ২৬টি। তবে শাকির ও নিহাদের ঝড়ে ২৪ বলে তা করে ফেলে দলটি।
২ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন শাকির। আর নিহাদের ব্যাট থেকে আসে ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৭ রান।
৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নেন হাশিম।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারায় রংপুর। পরে দলকে দেড়শর কাছে নিয়ে যান ইকবাল হোসেন। ৩ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫০ রান করেন তিনি।
এছাড়া অধিনায়ক আকবর আলি ২০ বলে ২৮ ও অভিজ্ঞ নাঈম ইসলাম ১৫ বলে করেন ২০ রান।
রাজশাহীর পক্ষে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন অধিনায়ক সাব্বির হোসেন।
৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রাজশাহী। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চারে রংপুর।
No posts available.
৭ অক্টোবর ২০২৫, ৬:১৩ পিএম
৭ অক্টোবর ২০২৫, ৫:৪৪ পিএম
সেপ্টেম্বরে ক্রিকেটে ব্যস্ত সময় পার করেছেন ক্রিকেটাররা। এ সময় আট জাতির টুর্নামেন্ট এশিয়া কাপসহ ২০২৬ বিশ্বকাপে ওঠার লড়াইয়ে ব্যস্ত ছিল বেশিরভাগ দল। যেখানে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় বেশ কয়েকজন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মাসসেরার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতের অভিষেক শর্মা-কুলদীপ যাদবরা।
সেপ্টেম্বর সেরার দৌড়ে ভারতের আধিপত্যের মাঝে আলোচনায় জিম্বাবুয়ের ব্যাটার ব্রায়ান বেনেট। গত মাসে টি টোয়েন্টিতে ৪৯৭ রান করেছেন ব্রায়ান। তার এভারেজ ছিল ৫৫.২২। ১৬৫ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিতে বড় ভূমিকা ছিল এই ডান হাতি ব্যাটারের। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ তিন ম্যাচে ১১১, ৫১ ও ১৫ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান। ২১ বর্ষী তরুণ যে মাস সেরার দৌড়ে ঢের এগিয়ে তা হলপ করে বলা যায়।
তালিকায় এগিয়ে ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। ভারতকে এশিয়া কাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল বাঁ-হাতি ব্যাটারের। সবশেষ সাতটি টি-টোয়েন্টিতে ৩১৪ রান করেছেন তিনি। যাতে ছিল তিনটি ফিফটি। ২০০+ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ব্যাটিং র্যাঙ্কিংয়ে রেকর্ড ৯৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি।
মাসসেরার দৌড়ে এগিয়ে রয়েছেন আরেক ভারতের লেগ স্পিনার কুলদীপ যাদব। এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ১৭টি উইকেট তুলেছেন আসরজুড়ে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭ রান খরচায় ৪ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ৩০ রান খরচায় ৪ উইকেট তুলেছিলেন তিনি।
মাসসেরার দৌড়ে অভিষেক শর্মা এগিয়ে থাকলেও চমক দেখাতে পারেন কুলদীপ ও ব্রায়ান।
এনসিএল টি-টোয়েন্টির প্লে-অফ পর্ব শুরুর আগে জয় দিয়ে প্রথম রাউন্ড শেষ করল খুলনা বিভাগ। লিগ পর্বের শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে তারা ১১ রানে হারিয়েছে সিলেট বিভাগকে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে আসে ১৬ ওভারে। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করে সিলেট। পরে ডিএলএস পদ্ধতিতে খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৪৩ রানের।
রান তাড়া করতে নেমে খুলনা ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান করার পর আর খেলা সম্ভব হয়নি। তাই ডিএলএস পদ্ধতিতে জয়ী ঘোষণা করা হয় খুলনাকে।
সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে প্লে-অফ শুরু করবে খুলনা। তাই ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ পাবে তারা।
সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আট দলের জন্য সপ্তম হয়ে বিদায় নিয়েছে সিলেট।
প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চট্টগ্রাম ও খুলনা। আর এলিমিনেটর ম্যাচে লড়বে ঢাকা ও রংপুর।
এলিমিনেটর ম্যাচের জয়ী ও প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে।
মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচটিতে খুলনার জয়ের নায়ক পারভেজ রহমান জীবন। ৪ ওভারে মাত্র ১৬ রানে ৪ উইকেট নেন তরুণ অফ স্পিনার।
সিলেটের পক্ষে ২৩ বলে সর্বোচ্চ ৩১ রান করেন খালিদ হাসান। এছাড়া অমিত হাসান ২৭ ও আসাদুল্লাহ আল গালিব করেন ২৬ রান।
রান তাড়ায় খুলনার তিন টপ-অর্ডারই ঝড় তোলেন। ২২ বলে ৩১ রান করেন ইমরানউজ্জামান। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ১২ বলে ২৪ রান।
এনামুল হক বিজয় ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর সপ্তাহ দুয়েক আগে বদলে ফেলা হলো তিনটি ম্যাচের সূচি। একটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেটি এখন নতুন সূচিতে হবে ২১ অক্টোবর।
একইভাবে ২৬ ও ২৮ অক্টোবর ছিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। যেগুলো এক দিন করে পিছিয়ে এখন হবে ২৭ ও ২৯ অক্টোবর।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ।
পঞ্চাশ ওভারের পরের দুই ম্যাচ ২১ ও ২৩ তারিখ।
এরপর চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পরদিনই ঠিক করে ফেরা হলো স্ট্যান্ডিং কমিটি। নতুন করে সাজানো এই স্ট্যান্ডিং কমিটিতে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্ব পেলেন তৃতীয় ক্যাটাগরি থেকে বিপুল ভোটে জয় পাওয়া খালেদ মাসুদ পাইলট।
সোমবারের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৪২ ভোট পাওয়া ইশতিয়াক সাদেক পেয়েছেন গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব। যেখানে বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এই কাউন্সিলর।
সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাককে দেওয়া হয়েছে নারী ক্রিকেট বিভাগের দায়িত্ব। সাবেক ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে কোনো কমিটিতে রাখা হয়নি। তিনি নিজ থেকেই কোনো কমিটিতে থাকতে চাননি।
মঙ্গলবার বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির সবার নাম জানিয়েছেন বিসিবির সিনিয়র পরিচালক ইফতেখার রহমান মিঠু। আগের মতোই আম্পায়ার্স কমিটিতে থাকছেন মিঠু।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিয়েছেন ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব। এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব নিচ্ছেন তিনি। যেখানে সদস্য সচিব হিসেবে থাকছেন মিঠু।
বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি
ওয়ার্কিং কমিটি - আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট অপারেশনস কমিটি - নাজমুল আবেদীন ফাহিম
ফাইন্যান্স কমিটি - এম নাজমুল ইসলাম (চেয়ারম্যান), আমজাদ হোসেন (ভাইস-চেয়ারম্যান)
ডিসিপ্লিনারি কমিটি - ফায়াজুর রহমান মিতু
গেম ডেভেলপমেন্ট কমিটি - ইশতিয়াক সাদেক
টুর্নামেন্ট কমিটি - আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি - আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি - আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), আদনান রহমান দীপন (ভাইস চেয়ারম্যান)
ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি - শানিয়ান তানিম
আম্পায়ার্স কমিটি - ইফতেখার রহমান মিঠু
মার্কেটিং ও কমার্শিয়াল কমিটি - শাখাওয়াত হোসেন
মেডিকেল কমিটি - মোহাম্মদ মনজুর আলম
টেন্ডার ও পারচেজ কমিটি - আবুল বাশার
অডিট কমিটি - হাসানুজ্জামান
উইমেন'স উইং কমিটি - আব্দুর রাজ্জাক
মিডিয়া ও কমিউনিকেশনস কমিটি - আমজাদ হোসেন
অডিট কমিটি - মুখলেসুর রহমান
উইমেন্স উইং - আব্দুর রাজ্জাক
লজিস্টিকস ও প্রটোকল কমিটি - ইয়াসির মোহাম্মদ ফয়সাল
সিকিউরিটি কমিটি - মেহেরাব আলম চৌধুরী
সিসিডিএম - আদনান রহমান দীপন (চেয়ারম্যান), ফায়জুর রহমান মিতু (ভাইস চেয়ারম্যান)
ফিজিক্যাল চ্যালেঞ্জড কমিটি - জুলফিকার আলি খান
হাই পারফরম্যান্স কমিটি - খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ টাইগার্স - রাহাত শামস
ওয়েলফেয়ার কমিটি - মোখসেদুল আলম
নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করে গতকাল আইসিসির শাস্তি পেয়েছেন সিদরা আমিন। ব্যাটে আঘাত করে লেভেল-১ আচরণবিধি লঙ্ঘনের জন্য সতর্ক করা হয় পাকিস্তানি ব্যাটারকে। নামের পাশে শাস্তি হিসেবে যুক্ত করা হয় ১ ডিমেরিট পয়েন্ট।
শাস্তির পর দিনই আইসিসি থেকে আজ সুখবর পেলেন সিদরা। ওয়ানডে র্যাঙ্কিংয়ের হালনাগাদে ব্যাটারদের তালিকায় প্রথমবার সেরা দশে জায়গা করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ব্যাটার তাজমিন ব্রিটস গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে নারী বিশ্বকাপে ৮৯ বলে ম্যাচ জেতানো ১০১ রানের ইনিংস খেলে র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে। দুই ধাপ এগিয়ে এখন তিনি আছেন ৪ নম্বরে। তাঁর সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার, তিনিও নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ৮৩ বলে ১১৫ রানের সেঞ্চুরি করেছিলেন। গার্ডনার এখন ৫ নম্বরে আছেন। গার্ডনার এগিয়েছেন এক লাফে সাত ধাপ।
শীর্ষ তিনে এখনও রয়েছেন ভারতের স্মৃতি মন্ধানা, ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট এবং অস্ট্রেলিয়ার বেথ মুনি। তবে ব্রিটস ও গার্ডনারের উত্থানে নিচে নেমে গেছেন এলিসে পেরি, লরা উলভার্ড, অ্যামি জোন্স, হেইলি ম্যাথুজ, আলিসা হিলি ও মারিজান ক্যাপ।
উপরে উঠেছেন নিউজিল্যান্ডের সোফি ডেভিন। এক লাফে সাত ধাপ এগিয়ে এখন ৮ নম্বরে তিনি। পাকিস্তানের সিদরা আমিনও তিন ধাপ উন্নতি করে যৌথভাবে ১০ নম্বরে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুর সঙ্গে। ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলে আমিন বর্তমানে বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় ৬ নম্বরে আঝেন।
এ বিশ্বকাপে এখন পর্যন্ত একচিট সেঞ্চুরি করেছেন ব্রিটস, গার্ডনার ও ডেভিন। যদিও নিউজিল্যান্ড দুটো ম্যাচেই হেরেছে, ডেভিনই ২ ইনিংসে ১৯৭ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। গার্ডনার আছেন দ্বিতীয় স্থানে, তার রান ১১৫।
এটা ছিল ২০২৫ সালে ব্রিটসের পঞ্চম সেঞ্চুরি এবং শেষ পাঁচ ইনিংসে তাঁর চতুর্থ সেঞ্চুরি। এপ্রিলেই শুরু হয়েছিল তার দুর্দান্ত ধারাবাহিকতা। বছরের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কলম্বোয় ভারতের বিপক্ষে করেছিলেন ১০৯।