ক্রিকেট

হাইকোর্টের ঐতিহাসিক রায়, আইএলটি-২০ ও বিগ ব্যাশ খেলবেন শামসি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৮ ডিসেম্বর ২০২৫, ৯:৫৯ পিএম

news-details

দক্ষিণ আফ্রিকার হাইকোর্ট তাবরাইজ শামসির পক্ষে রায় দিয়েছেন, যা ক্রিকেট জগতে স্বাধীন বা ফ্রিল্যান্স ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আদালত শামসিকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি লিগে খেলতে এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের জন্য প্রয়োজনীয় অনুমতি পেতে সহায়তা করেছে।


চলতি বছরের শুরুতে শামসি দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগে এমআই কেপটাউনের সঙ্গে থাকা চুক্তি বাতিল করেন এবং বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলার সিদ্ধান্ত নেন। এরপর ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) তাকে আইএল টি টোয়েন্টি খেলতে প্রাথমিক ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেয়, যা ১৯ ডিসেম্বর পর্যন্ত বৈধ ছিল। এই মেয়াদ টুর্নামেন্টের মাঝপথে শেষ হয়ে যাওয়ায় শামসির জন্য সমস্যা দেখা দেয়।


নির্ধারিত মেয়াদ বাড়ানোর বিষয়টি আলোচনা ব্যর্থ হলে শামসি হাইকোর্টে আবেদন করেন। আদালত তার পক্ষে রায় দেন এবং আইএল টি টোয়েন্টি ফাইনালের দিন ৪ জানুয়ারি পর্যন্ত এনওসি বাড়ানো হয়েছে। পাশাপাশি তার আইনি খরচ সিএসএ বহন করবে।


শামসি তার ম্যানেজমেন্ট কোম্পানি গ্লোবাল স্পোর্টস ভেঞ্চার্সের মাধ্যমে এক বিবৃতিতে বলেন,

“আমি কৃতজ্ঞ যে আদালত আমার পরিস্থিতির গুরুত্ব বুঝেছে এবং আমাকে সহায়তা করেছে। বিষয়টি আদালত পর্যন্ত নেওয়ার ব্যাপারে আমি অনিচ্ছুক ছিলাম, তবে এটি অনিবার্য হয়ে দাঁড়ায় কারণ অন্য কোনোভাবে সমস্যার সমাধান সম্ভব ছিল না।”


চলমান আইএল টি টোয়েন্টিতে শামসি গালফ জায়ান্টসের হয়ে চার ম্যাচে চার উইকেট নিয়েছেন। জানুয়ারি মাসে তিনি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন।

ক্রিকেট থেকে আরও পড়ুন

No posts available.

bottom-logo

ক্রিকেট

বুমরাহ–পাণ্ডিয়াকে নিয়ে বিসিসিআইয়ের যুগান্তকারী সিদ্ধান্ত

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ এম

news-details

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অপেক্ষাকৃত বড় মঞ্চ—টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই দুই তারকা অলরাউন্ডারের ওয়ার্কলোড কমানোর পথে হাঁটছে বোর্ড।


আজ ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়ানডে সিরিজে না খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ফিরবেন বুমরাহ ও পান্ডিয়া। অর্থাৎ সীমিত ওভারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কুড়ি কুড়ির ফরম্যাটকেই অগ্রাধিকার দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।


আগামী বছরের ১১ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বরোদায়, পরের দুটি ম্যাচ হবে রাজকোট ও ইন্দোরে। এরপর ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ৩১ জানুয়ারি।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হবে আগামী মাসের ৪ তারিখ। সেই স্কোয়াডে বুমরাহ ও পান্ডিয়ার না থাকার বিষয়টি প্রায় নিশ্চিত। টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কুড়ি কুড়ির প্রস্তুতিতে সর্বোচ্চ মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের ফিটনেস ও দীর্ঘমেয়াদি পারফরম্যান্স নিশ্চিত করতে বিসিসিআইয়ের এই পদক্ষেপকে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন ক্রিকেটবিশ্লেষকেরা।

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

বিচ্ছেদের ঘোষণা ইমাদ ওয়াসিমের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ এম

news-details

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বর্তমানে সিলেটে অবস্থান করছেন তিনি। ইতোমধ্যে রাজধানীর দলটির হয়ে একবার মাঠে নেমেছেন। দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।


বিপিএলের আনন্দঘন মুহূর্তের মাঝেই ব্যক্তিগত জীবনে কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইমাদ। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।


পোস্টে ইমাদ লেখেন, 

“কয়েক বছর ধরে চলা নানা মতবিরোধ এবং সমূহ সমস্যা সমাধান সম্ভব না হওয়ায় আমি ডিভোর্সের আবেদন করেছি। সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমাদের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করবেন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।”


ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেছেন সানিয়া আশফাকও। তিনি লেখেন,

“অনেক দাম্পত্য জীবনের মতো আমাদের সম্পর্কেও জটিলতা ছিল। তবুও সম্পর্কটি এতদিন টিকে ছিল।”

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

চট্টগ্রাম রয়্যালসের দশা মুলতান সুলতান্সের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

news-details

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের ভাগ্য বরণ করলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মুলতান সুলতান্স। মালিকানা জটিলতা থাকায় পিএসএলের ফ্রাঞ্চাইজিটির দায়িত্বভার নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


আজ এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, 

“পিএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুলতান সুলতান্সকে নিলামে তুলব। এর আগে আগামী আট থেকে দশ দিনের মধ্যে একজন অন্তর্বর্তী প্রধান নিয়োগ দিয়ে ফ্র্যাঞ্চাইজির কার্যক্রম নিশ্চিত করা হবে।”


পিসিবির এই ঘোষণার পর আলী তারিন এক পোস্টে লিখেছেন, 

“একটু দেরি হয়ে গেছে, তবে সত্যি বলতে ভালো লাগছে যে বিষয়গুলো ধীরে ধীরে সমাধান হচ্ছে।”


গত মাসে মুলতান সুলতান্সের সাবেক মালিক আলী তারিন ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছাড়ার ঘোষণা দেন। পিএসএলের ব্যবস্থাপনার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ, স্বচ্ছতা ও উচ্চাকাঙ্ক্ষার অভাবের অভিযোগের কারণে এই সিদ্ধান্ত আসে। 


৩১ ডিসেম্বর তারিনের মালিকানা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা থাকায় পিসিবির সামনে তিনটি ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক খোঁজার সুযোগ তৈরি হয়েছিল। নাকভি ইঙ্গিত দিয়েছেন, চাইলে তারিন নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির যেকোনো একটি জন্য বিড করতে পারেন। 

বিপিএল শুরুর একদিন আগে আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে দলের মালিকানা ছেড়ে দেয় চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজি। উদ্ভূত পরিস্থিতিতে দলটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

bottom-logo

ক্রিকেট

সাবেক ইংল্যান্ড ব্যাটার ও ইসিবি প্রধান মরিস আর নেই

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৮ ডিসেম্বর ২০২৫, ৯:০৮ পিএম

news-details

ইংল্যান্ডের সাবেক ব্যাটার ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক শীর্ষ কর্মকর্তা হিউ মরিস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬২ বছর।


২০২২ সালের জানুয়ারিতে মরিসের অন্ত্রের ক্যানসার ধরা পড়ে। সে বছরের শেষদিকে তিনি আবার কাজে ফেরেন। তবে চিকিৎসা চলাকালীন পরিবারের সঙ্গে সময় কাটাতে ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্লামরগানের প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়ান।


দুর্দান্ত ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কাউন্টি ক্রিকেটে ব্যাপক পরিচিতি ছিল মরিসের। গ্লামরগানের অধিনায়ক হিসেবে তিনি দু’দফা দায়িত্ব পালন করেন এবং ১৯৯৩ সালে তাঁর নেতৃত্বেই দলটি সানডে লিগের শিরোপা জেতে।


খেলোয়াড়ি জীবনে মরিস ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরে নেতৃত্ব দেন। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ১৬ বছর ধরে ইসিবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এক পর্যায়ে ইংল্যান্ড মেন্স টেস্ট দলের প্রধান নির্বাহী হিসেবেও কাজ করেন।


গ্লামরগানের বর্তমান প্রধান নির্বাহী ড্যান চেরি মরিসের স্মৃতিচারণ করে বলেন, 

“গ্লামরগান ক্রিকেটের ইতিহাসে হিউ এক অনন্য নাম। মাঠের ভেতরে ও বাইরে তাঁর অবদান ক্লাবের সমর্থকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। তিনি ছিলেন অসাধারণ উদ্যমী একজন মানুষ এবং প্রকৃত ভদ্রলোক। তাঁর কীর্তিগুলো ক্লাবের রেকর্ড বইয়ে বহুদিন উজ্জ্বল হয়ে থাকবে। আমার মনে হয় না, কোনো কাউন্টি দলের কোনো ব্যাটসম্যান কখনও এক মৌসুমে হিউর করা ২,২৭৬টি প্রথম-শ্রেণির রানের রেকর্ড ছুঁতে পারবে।”


ইংল্যান্ড জাতীয় দলের হয়ে হিউ মরিস তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর ম্যাচ সংখ্যা ২৭৪। এই সংস্করণে তাঁর নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৪৯টি অর্ধশতক।

bottom-logo

ক্রিকেট

১৫ বলে ফিফটি, রেকর্ড হ্যারিসের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৮ ডিসেম্বর ২০২৫, ৮:২০ পিএম

news-details

মাত্র ১৫ বলে ফিফটি করে নারীদের টি–টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির যৌথ রেকর্ডে নাম লেখালেন লরা হ্যারিস। আজ নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ওটাগোর হয়ে অভিষেক ম্যাচে এই রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ান এই নারী ব্যাটার।


এর আগে ২০২২ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ১৫ বলে ফিফটি করেছিলেন ইংলিশ ব্যাটার মারি কেলি।


ক্যান্টারবারির বিপক্ষে ১৪৬ রানের লক্ষ্য ছিল ওটাগোর। দলীয় ৪৬ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর ব্যাটিংয়ে আসেন হ্যারিস। এরপর আক্রমনাত্মক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।


হ্যারিসের ১৭ বলে ৫২ রানের ইনিংসে ছিল ৬ টি চার ও ৪টি ছক্কা। গ্যাবি সালিভানের বলে হ্যারিস আউট হওয়ার পর সহজেই লক্ষ্য পেরিয়ে যায় ওটাগো।


হ্যারিসের টি–টোয়েন্টি ক্যারিয়ারে ছয়টি ৫০ এর বেশি ইনিংসই এসেছে ২০ বলের কম সময়ে। এর মধ্যে রয়েছে তিনটি ১৮ বলে হাফ সেঞ্চুরি, ১৯ বলে একটি এবং দুটি ১৫ ও ১৭ বলে হাফ সেঞ্চুরি। নারী ক্রিকেটে আর কোনো ব্যাটার একাধিকবার ২০ বলের কম সময়ে এতগুলো হাফসেঞ্চুরি করতে পারেননি।

bottom-logo