১৬ আগস্ট ২০২৫, ১০:৪৮ এম
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ মেয়াদের কোচ ও সাবেক অধিনায়ক বব সিম্পসন মারা গেছেন। সিডনিতে শনিবার ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশটির কিংবদন্তি এই ক্রিকেটার ও কোচ।
আনুষ্ঠানিক বিবৃতিতে সিম্পসনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই বার্তায় তাকে অস্ট্রেলিয়ার আধুনিক যুগের সোনালী সময়ের জনক হিসেবে আখ্যায়িত করেছে তারা।
আরও পড়ুন
১৩৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙবেন বেথেল |
![]() |
নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন ছিলেন সিম্পসন। একইসঙ্গে অধিনায়ক ও কোচ হিসেবে সমানতালে সফল ছিলেন তিনি।
১৯৫২-৫৩ মৌসুমে মাত্র ১৬ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ার শুরু করে ২৫৭ ম্যাচে ৬০ সেঞ্চুরি ও ১০০ ফিফটিতে ২১ হাজারের বেশি রান ও লেগ স্পিনের জাদুতে ৩৪৯ উইকেট নেন সিম্পসন।
প্রায় ১১ বছরে জাতীয় দলের হয়ে ৫০ টেস্ট খেলার পর ১৯৬৮ সালের অবসর নিয়ে নেন সিম্পসন। তবে দলের ডাকে ১৯৭৭ সালে আবার ফেরেন তিনি। এরপর ৪১ বছর বয়সে ঘরের মাঠে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে মোট ১০ টেস্টে দলকে নেতৃত্ব দেন সিম্পসন।
ম্যানচেস্টারে ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা ৩১১ রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজ টেস্টে বিল লরিকে নিয়ে ৩৮২ রানের উদ্বোধনী জুটি গড়েন সিম্পসন। যা এখনও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড।
খেলা ছাড়ার পর দলের চরম প্রয়োজনের সময় আবার ডাক পড়ে সিম্পসনের। টানা দুই বছর কোনো টেস্ট সিরিজ না জেতায় ১৯৮৬ সালে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মেয়াদে কোচ হিসেবে সিম্পসনকে দায়িত্ব দেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
পাঁচ বছর নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার |
![]() |
তার কোচিংয়ে অ্যালান বোর্ড, ডেভিড বুন, ডিন জোন্স, স্টিভ ওয়াহ, ক্রেইগ ম্যাকডারমট, মার্ভ হিউজের মতো ক্রিকেটাররা নিজেদের সেরাটা মেলে ধরেন। যার ফলস্বরুপ ১৯৮৭ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া।
পরে সিম্পসনের কোচিংয়ে খেলেন শেন ওয়ার্ন। কিংবদন্তি লেগ স্পিনার বলেছিলেন, তাদের দেশের ইতিহাসের সর্বকালের সেরা কোচ সিম্পসন।
অস্ট্রেলিয়া ছাড়াও ল্যাঙ্কাশায়ার কাউন্টি, নেদারল্যান্ডস জাতীয় দলের কোচিং করান সিম্পসন। এছাড়া নব্বইয়ের দশকের শেষ দিকে ভারতের পরামর্শক হিসেবেও কাজ করেন তিনি।
সাফল্যময় জীবনে ১৯৭৮ সালে অর্ডার অব অস্ট্রেলিয়ার সদস্য হিসেবে নির্বাচিত হন সিম্পসন। ২০০৭ সালে পদোন্নতি পেয়ে অফিসার হন তিনি।
১৯৬৫ সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন সিম্পসন। পরে আইসিসি হল অব ফেমেও জায়গা পান তিনি।
২০২৫–২৬ মৌসুমে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশেষ করে ‘ডি’ ক্যাটাগরিতে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছে পিসিবির সূত্র।
পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন, নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা এখন প্রায় শেষ পর্যায়ে। বেশ কয়েকজন খেলোয়াড় বাদ পড়তে যাচ্ছেন, আবার নতুন কিছু নাম অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। কয়েকজন ক্রিকেটার প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পেতে যাচ্ছেন। এ ব্যাপারে কোচ, হাই-পারফরম্যান্স ডিরেক্টর, ফাইন্যান্স বিভাগ ও আন্তর্জাতিক ক্রিকেট বিভাগের সঙ্গে আগেই পরামর্শ করেছে পিসিবি।
পিসিবির সূত্রগুলো নিশ্চিত করেছে, যারা আর তিন ফরম্যাটের কোনো সংস্করণেই সক্রিয় নন, তাঁদের বাদ দেওয়া হবে। বাদ পড়ার সম্ভাবনার তালিকায় আছেন—হাসিবুল্লাহ, উসমান খান ও মোহাম্মদ আলির।
আরও পড়ুন
জিসান-আফিফের তাণ্ডবে নেপালকে বড় লক্ষ্য দিল বাংলাদেশ |
![]() |
বিপরীতে নতুনদের মধ্যে জায়গা পেতে পারেন উদীয়মান হাসান নওয়াজ-সুফিয়ান মুকিম। গতবার চুক্তি থেকে বাদ পড়া ফখর জামানকে এবার রাখা হবে। এ ছাড়া মোহাম্মদ হারিস, হাসান আলি, ফাহিম আশরাফকে কেন্দ্রীয় চুক্তি পেতে যাচ্ছেন। পাশাপাশি হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও সাহিবজাদা ফারহানকে অন্তর্ভুক্ত করার বিষয়েও ভাবা হচ্ছে।
বর্তমান কেন্দ্রীয় চুক্তির তিন বছরের আর্থিক মডেল এ বছর শেষ হচ্ছে। চেয়ারম্যান মহসিন নাকভির অনুমোদনের পরই পিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
আগামী টুর্নামেন্টগুলোকে সামনে রেখে পাকিস্তানের টি-টোয়েন্টি দলও গঠনের প্রস্তুতি চলছে। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ ও ২০২৫ এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের দল গঠনের চিন্তা করছে পিসিবি, যা স্বাভাবিকের চেয়ে তিনজন বেশি। নির্বাচক কমিটি এ নিয়ে আলোচনা শুরু করেছে।
আলোচনার পর সংক্ষিপ্ত তালিকা চেয়ারম্যান মোহসিন নাকভির কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য। আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই। উদীয়মান পেসার সালমান মির্জা ও আহমেদ দানিয়াল এই দলে সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
লেভেল-২ কোচিং সার্টিফিকেট পেলেন আকবর |
![]() |
পাকস্তিানে ছাড়াও ত্রিদেশীয় সিরিজে আছে আফগানিস্তান ও আরব আমিরাত। সিরিজটি আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে।
এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান–হংকং ম্যাচ দিয়ে, ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। পাকিস্তান তাদের অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর অভিযানে এবার টসভাগ্য পাশে পেলেন নুরুল হাসান সোহান। নেপালের বিপক্ষে ‘ব্যাট ফ্লিপ’ জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক।
মারারা ক্রিকেট গ্রাউন্ডের দুই নম্বর মাঠে নেপালকে বড় লক্ষ্য দেওয়ার মিশনে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করে বাংলাদেশ। পরে ওই ম্যাচে ৭৯ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা।
আরও পড়ুন
লেভেল-২ কোচিং সার্টিফিকেট পেলেন আকবর |
![]() |
এবার প্রথম জয়ের খোঁজে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বির জায়গায় নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদকে।
তোফায়েলের সঙ্গে একাদশে আছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরি। পেস বিভাগের অন্য দুজন হাসান মাহমুদ ও রিপন মন্ডল। স্পিনে আছেন রকিবুল হাসান।
এছাড়া প্রয়োজনে বোলিংয়ে দেখা যেতে পারে জিসান আলম, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুবকে।
বাংলাদেশ ‘এ’ একাদশ:
নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাঈম শেখ, জিসান আলম, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরি, রকিবুল হাসান, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হোবার্ট হারিকেনস একাডেমি ও মেলবোর্ন স্টার্স একাডেমির ম্যাচে দেখা গেল এক ওভারে ৩৬ রানের ঘটনা। নিজেদের ইনিংসের প্রথম ওভারেই ৩৬ রান নিয়ে নেন মেলবোর্নের দুই ওপেনার টম রজার্স ও স্যাম হার্পার।
মারারা ক্রিকেট মাঠে শনিবারের ম্যাচে হোবার্টের বাঁহাতি পেসার মার্কাস বেন নিজের প্রথম ওভারে ৯ বল করে খরচ করেন ৩৬ রান। তবে এই টুর্নামেন্টের ম্যাচগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় বিব্রতকর রেকর্ড থেকে বেঁচে গেলেন তিনি।
ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ২২৭ রান করে হোবার্ট। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্র্যাডলি হোপ। এছাড়া শেষ দিকে ঝড় তুলে ২৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন টিম ওয়ার্ড।
আরও পড়ুন
১৩৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙবেন বেথেল |
![]() |
বিশাল লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে স্বপ্নের মতো শুরু পেয়ে যায় মেলবোর্ন। প্রথম বলটি 'নো' করেন বেন। দারুণ কাভার ড্রাইভে চার মারেন হার্পার। এক বল পর আবার 'নো' ডেলিভারি, ২ রান নেন হার্পার। পরের বল মিড উইকেট দিয়ে ছক্কা মারেন তিনি।
ওভারের তৃতীয় বৈধ ডেলিভারিতে ৩ রান নিয়ে রজার্সকে স্ট্রাইক দেন হার্পার। স্ট্রাইক পেয়ে প্রথম বলে বাউন্ডারি মারেন বাঁহাতি ওপেনার। পরের বলে আবার 'নো', ছক্কা মেরে দেন রজার্স। তখন স্কোরকার্ডে মাত্র ৪ বলে ২৮ রান।
শেষ দুই বলে বাউন্ডারি মেরে ওভার থেকে ৩৬ রান পূর্ণ করেন রজার্স।
এমন শুরুর পর বড় লক্ষ্য তাড়া করতে আর সমস্যা হয়নি মেলবোর্নের। উদ্বোধনী জুটিতেই ১২.১ ওভারে ১৪২ রান যোগ করেন হার্পার ও রজার্স। ৪ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৫০ রান করে আউট হন ২৮ বছর বয়সী অধিনায়ক হার্পার।
দলকে দুইশ পার করিয়ে ও নিজে সেঞ্চুরি করে আউট হন রজার্স। ২০ চারের সঙ্গে ৩ ছক্কায় ৬৫ বলে ১২৮ রানের ইনিংস খেলেন ২৬ বছর বয়সী ওপেনার। টুর্নামেন্টে এটিই প্রথম ব্যক্তিগত সেঞ্চুরি। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
ক্যারিয়ারের শুরুর দিকেই বড় দায়িত্ব পেয়ে গেলেন জ্যাকব বেথেল। আয়ারল্যান্ডের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তরুণ স্পিনিং অলরাউন্ডার। আর সব ঠিক থাকলে সেদিন একইসঙ্গে তিনি ভেঙে ফেলবেন ১৩৬ বছরের পুরোনো রেকর্ড।
ডাবলিনে আগামী মাসের ১৭ সেপ্টেম্বর শুরু হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেদিন বেথেলের বয়স হবে ২১ বছর ৩২৮ দিন। আর সব ঠিক থাকলে টস করার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের দীর্ঘ ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে যাবেন বেথেল।
এখন পর্যন্ত ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি মন্টি বাউডেনের। ১৮৮৯ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২৩ বছর ১৪৪ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বাউডেন। সেটিই তার ক্যারিয়ারের শেষ টেস্ট।
আরও পড়ুন
ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে মেয়েদের বিশ্বকাপ প্রস্তুতি |
![]() |
এবার ১৩৬ বছরের বেশি সময় পর বাউডেনের রেকর্ডটি ভেঙে দেবেন বেথেল।
আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। আগামী ২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ওই লড়াইয়ের দুই সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই সিরিজের পর আইরিশদের মোকাবিলা করবে ইংল্যান্ড। এই সিরিজের ভিন্ন ভিন্ন দল শুক্রবার ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন সনি বেকার।
আইরিশদের মোকাবিলার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা তিন ফরম্যাটের নিয়মিত ক্রিকেটার জফ্রা আর্চার, ব্রাইডন কার্স, বেন ডাকেট ও জেমি স্মিথকে বিশ্রাম দেবে ইংল্যান্ড। যে কারণে বেথেলকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব।
এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন বেথেল। নেতৃত্ব দেওয়ার তার একমাত্র অভিজ্ঞতা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ।
আরও পড়ুন
পাঁচ বছর নিষিদ্ধ শ্রীলঙ্কান ক্রিকেটার |
![]() |
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, লুক উড।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড।
শ্রীলঙ্কার ঘরোয়া লিগের সাবেক ক্রিকেটার সালিয়া সামানকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ট্রাইবুনাল তাঁকে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে।
সামান ২০২৩ সালের সেপ্টেম্বরে আবুধাবি টি-টেন লিগের ম্যাচে দুর্নীতির চেষ্টা এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে আটজন খেলোয়াড়ের মধ্যে ছিলেন। তাঁর নিষেধাজ্ঞা ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর। সে হিসেবে এরই মধ্যে তিনি দুই বছরের শাস্তি ভোগ করেছেন।
৩৯ বছর বয়সী সালিয়া সামান তার ক্যারিয়ারে ১০১টি ফার্স্ট-ক্লাস ম্যাচ এবং ৭৭টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। স্বীকৃত ক্রিকেটে ৫ হাজারের বেশি রান ও সাড়ে তিন শর বেশি উইকেট রয়েছে।
ট্রাইবুনাল সামানকে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করেছে—ধারা ২.১.১, ২.১.৩ ও ২.১.৪। ধারা ২.১.১ অনুযায়ী, তিনি ২০২১ আবুধাবি টি-টেনে কোনো ম্যাচ বা ম্যাচের অংশকে ফিক্সিং বা প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।
ধারা ২.১.৩ অনুযায়ী, অন্য খেলোয়াড়কে দুর্নীতিমূলক কাজে অংশগ্রহণের জন্য পুরস্কারের প্রস্তাব করেছিলেন।
ধারা ২.১.৪ অনুযায়ী, অন্য খেলোয়াড়কে নিয়ম লঙ্ঘনের জন্য প্ররোচনা, উৎসাহ বা সহায়তা করেছিলেন। আইসিসি ও ডিজাইনেটেড অ্যান্টি-করাপশন অফিসার (ডিএসিও) তদন্ত শেষে সামানের এই অপরাধের প্রমাণ পেয়েছেন।
৭ ঘণ্টা আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
২৪ দিন আগে