এশিয়া কাপের ফাইনালের পর এবার সামনে অস্ট্রেলিয়া সফরের শুরুতেও হয়তো খেলা হবে না হার্দিক পান্ডিয়া। ওয়ানডে সিরিজে তাকে ছাড়াই খেলতে হবে পারে ভারতীয় দলের।
সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওভার বোলিং করার সময় চোট পেয়ে মাঠ ছেড়ে চলে যান পান্ডিয়া। এরপর আর মাঠে ফেরা হয়নি তার।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পান্ডিয়াকে ৪ সপ্তাহের বিশ্রামে থাকতে বলেছে চিকিৎসকরা। যার ফলে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে তার পক্ষে খেলা সম্ভব নয়। এমনকি অনিশ্চয়তা থাকবে টি-টোয়েন্টি সিরিজ নিয়েও।
এমনকি প্রত্যাশার দ্রুত সেরে উঠলেও হয়তো ওয়ানডে সিরিজে খেলা হবে পান্ডিয়ার। সেক্ষেত্রে তাকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাবে ভারত।
পার্থ স্টেডিয়ামে আগামী ১৯ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ তারিখ। এরপর ২৯ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
No posts available.
৫ অক্টোবর ২০২৫, ৬:১৫ পিএম
৫ অক্টোবর ২০২৫, ৫:০৫ পিএম
৫ অক্টোবর ২০২৫, ৪:২৯ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে রোববারই আমিনুল ইসলাম বুলবুলের শেষ দিন। পরদিন নির্বাচনের ফলাফল ঘোষণার পর জানা যাবে, নতুন সভাপতি হবেন কে? এই মেয়াদে নিজের শেষ দিনে বাংলাদেশ টুরিজম বোর্ডের সঙ্গে চুক্তি সাক্ষর করেছেন বুলবুল।
বাংলাদেশকে ক্রিকেট–নির্ভর পর্যটনের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিশ্বে প্রচারের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) একসঙ্গে কাজ করতে যাচ্ছে। এ উদ্দেশ্যে রোববার রাজধানীতে বিটিবির কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
স্মারক সাক্ষর অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিনসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা অনুযায়ী, ক্রিকেট ও পর্যটনকে একীভূত করে দেশের সৌন্দর্য, ঐতিহ্য ও আতিথেয়তা তুলে ধরার উদ্যোগ নেবে বিসিবি ও বিটিবি। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ট্রফি ট্যুর, ক্রিকেট-কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান, গাইডেড ট্যুর ও বিশেষ ট্রাভেল প্যাকেজের পরিকল্পনা করেছে তারা।।
এছাড়া দেশের প্রধান ক্রিকেট ভেন্যু- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর স্টেডিয়াম এলাকাকে ঘিরে স্থানীয় সংস্কৃতি ও দর্শনীয় স্থানগুলোর প্রচারণা চালানো হবে। ক্রিকেট মৌসুমে দেশি-বিদেশি সাংবাদিক ও দর্শকদের জন্য কাস্টমাইজড ভ্রমণ আয়োজনের কথাও বিবেচনায় রয়েছে।
বিসিবি ও বিটিবি একসঙ্গে কাজ করবে ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট ও ভ্রমণ সংস্থাগুলোর সঙ্গে; যাতে ক্রিকেট ম্যাচ বা সিরিজের সময় পর্যটকরা সহজে ভ্রমণ, আবাসন ও অভিজ্ঞতার সমন্বিত সুবিধা পান।
বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন,
“এই অংশীদারিত্ব আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। বাংলাদেশকে আমরা শুধু ক্রিকেটের দেশ হিসেবে নয়, এক অনন্য পর্যটন গন্তব্য হিসেবেও তুলে ধরতে চাই। ক্রিকেট বাংলাদেশের অন্যতম ঐক্যের প্রতীক; সেটিকে কাজে লাগিয়ে আমরা দেশের সৌন্দর্য, ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরতে পারব।”
তিনি আরও বলেন,
“ক্রিকেটের জনপ্রিয়তা বাংলাদেশের সবচেয়ে বড় সফট পাওয়ারগুলোর একটি। আন্তর্জাতিক সিরিজ, টুর্নামেন্ট বা আইকনিক খেলোয়াড়দের সফরকে কেন্দ্র করে দেশের পরিচিতি বাড়ানো এবং পর্যটন খাতকে সক্রিয় করার সুযোগ তৈরি হবে।”
বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন বলেন,
“বিসিবি ও বিটিবির এই যৌথ উদ্যোগ দেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে। ক্রিকেটের সঙ্গে ভ্রমণ ও সংস্কৃতির সংযোগ তৈরি হলে শুধু দর্শনার্থীর সংখ্যা নয়, দেশের ব্র্যান্ড মূল্যও বাড়বে।”
তিনি আরও বলেন,
“এই উদ্যোগ দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে। বিশেষ করে পর্যটন ব্যবস্থাপনা, ইভেন্ট আয়োজন, হসপিটালিটি ও গাইডিং সার্ভিস খাতে।”
বেশ কিছু দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার যে কোনো ম্যাচ নিয়ে এখন দেখা যায় বাড়তি আগ্রহ, উত্তেজনা। সেটিরই ধারাবাহিকতায় এবার সময় জন্ম নিলো নতুন এক ঘটনা।
ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজ ও সঞ্চালক মেল জোন্সের ভুলে ভারতের বিপক্ষে টসে বাড়তি সুবিধা পেয়ে গেল পাকিস্তান। এটি নিয়ে অবশ্য দুই দলের কেউ কোনো অভিযোগ বা অনুযোগ জানাননি। তাই খেলা শুরু হতেও সমস্যা হয়নি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। তবে এই টস জেতার কথা ছিল ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরের। কারণ ভুল ডাক দিয়েছিলেন ফাতিমা।
বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে টসের সময় কয়েন ছুঁড়ে মারেন হারমানপ্রিত। এসময় মাইক হাতে ‘টেইলস’ ডাকেন ফাতিমা। কিন্তু সেটি হয়তো ঠিকঠাক শুনতে পারেননি ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজ। তাই তিনি বলেন, ‘হেডস ইজ দা কল।’
ফ্রিৎজের কথা শুনে মেল জোন্সও বলেন, ‘হেডস ইজ দা কল।’
ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারলেন না সৌম্য সরকার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বদলে এখন তিনি সিলেটে এনসিএল টি-টোয়েন্টি খেলতে ব্যস্ত।
সৌম্যর মতো একই দশা হওয়ার জোগাড় মোহাম্মদ নাঈম শেখের। ওয়ানডে দলের ক্রিকেটাররা এরই মধ্যে আরব আমিরাতে পৌঁছে গেলেও, এখনও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রয়ে গেছেন বাঁহাতি ওপেনার।
বিসিবি নির্বাচনের ডামাডোলের মাঝে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন নাঈম। তার অপেক্ষা মূলত আরব আমিরাতের ভিসা পাওয়ার। কিন্তু সেটি কবে পাবেন তা জানা নেই নাঈম কিংবা বিসিবি কর্তাদেরও।
আরও পড়ুন
বিশ্বকাপেও হাত মেলায়নি ভারত-পাকিস্তান |
![]() |
রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারলেন না।
“আমরা কিন্তু সময় মতোই (ভিসার কাগজপত্র) পাঠিয়েছিলাম। শুধু সৌম্য সরকার না, আমাদের নাঈম শেখেরও ভিসাটা আসেনি। নাঈম শেখেরও ভিসাটা এলেই চলে যাবে।”
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নাঈম বা বাংলাদেশ দলের হাতে আছে আর ২ দিন। এর মধ্যে ভিসা সমস্যার সমাধান না হলে সিরিজের শুরু থেকে ২৬ বছর বয়সী ওপেনারকে পাবে না দল।
নাঈমের আগে সৌম্য পড়েন একই সমস্যায়। শেষ পর্যন্ত এই জটিলতা না কাটায় পুরো সিরিজ শেষ হয়ে গেলেও আর দুবাই যাওয়া হয়নি অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটারের। তাই আবার খুলনা বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে মন দিয়েছেন সৌম্য।
ফাহিম বললেন, সৌম্যর ভিসার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন তারা।
আরও পড়ুন
বোলিং মায়াজাল ছড়িয়ে এখন বিয়ের জালে আবরার |
![]() |
“যেহেতু আজকে শেষ টি-টোয়েন্টি ম্যাচটা, সৌম্য আজকে গিয়ে আর কোনো লাভ নেই। ম্যাচের পরে গিয়ে লাভ নেই। আমরা কাল পর্যন্ত অপেক্ষা করেছি। কালকেও ওকে বলে রেখেছিলাম, যদি ভিসা পেয়ে যাই, কাল রাতেও যাবে, আজকে পৌঁছাবে।”
“দলে যদি জায়গা নাও পায়, ড্রেসিংরুমে থাকবে। দলের সঙ্গে যেই এটাচমেন্ট দরকার, সেই জিনিসটা চেয়েছিলাম। আমাদের দিক থেকে আমাদের চেষ্টা ছিল। তবে খুবই দূর্ভাগ্যজনক, সম্প্রতি ওখানকার ভিসা পাওয়ার জটিলতাটা এমন পর্যায়ে গেছে যে, আগে থেকে নিশ্চিতভাবে কিছু বলা যায় না।”
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক ছিল তুঙ্গে। দুই দলের একের পর এক কাণ্ড ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। দুই দলের অধিনায়কের হাত না মেলানো থেকে শুরু করে শেষ পর্যন্ত ট্রফি নিতে অস্বীকৃতি জানানো, কত কি যে হলো।
এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও একই ঘটনার পুনারাবৃত্তি দেখল। আজ কলম্বোয় লিগ পর্বের খেলায় টসের সময় করমর্দন করেননি ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা।
পাকিস্তান অধিনায়ক ফাতিমা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। দু’জনই সম্প্রচারক মেল জোন্স-এর সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন শেষে নিজেদের দলের দিকে ফিরে যান।
আরও পড়ুন
ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ থামাতে পারে প্রকৃতি |
![]() |
“নো-হ্যান্ডশেক” নীতি প্রথমে সামনে আনে ভারত। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছিল। ভারত সরকারের অনুমোদনে পুরো জাতীয় দলের ক্ষেত্রেই নাকি এই নিয়ম করা হয়।
ভারত ক্রিকেট দল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে আগেই জানিয়ে দিয়েছিল, দুই অধিনায়ক হাত মেলাবেন না। এরপর এ নিয়ে কত মন্তব্য কত সমালোচনাই হলো।
অবশ্য ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও হাত না মেলোনোর ইঙ্গিত ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া এ প্রসঙ্গে বলেছিলেন, ‘শত্রুভাবাপন্ন দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি।’
মাঠের পারফরম্যান্সে অবশ্য এসবের কোনো প্রভাবই পড়তে দেয়নি ভারত। ি্েএশিয়া কাপে পুরুষ দল চ্যাম্পিয়ন হয়েই ফিরে। আর হারমানপ্রীত কৌরের দল বিশ্বকাপের প্রথম ম্যাচটি বৃষ্টি আইনে ৫৯ রানে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। আর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হারে পাকিস্তান।
বল হাতে দারুণ সময় পার করছেন আবরার আহমেদ। সবশেষ এশিয়া কাপেও ছিলেন উজ্জ্বল। ভালো সময়টা আরও মধুর করে তুলতে বোলিং মায়াজাল ছড়িয়ে এবার আবদ্ধ হলেন বিয়ের জালে।
পাকিস্তানের জিইও টিভির প্রতিবেদন, আবরার শনিবার (গতকাল) জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। করাচিতে এক বর্ণিল আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী আবরারের বিয়ে আগেই সম্পন্ন হয়েছিল। গতকাল সন্ধ্যায় তিনি নববধূকে ঘরে তুলে আনেন। আগামীকাল করাচিতেই হবে তাঁর ভালিমা অনুষ্ঠান (বড় আয়োজনে খাওয়া-দাওয়া)।
আরও পড়ুন
ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ থামাতে পারে প্রকৃতি |
![]() |
আবরারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—বন্ধুদের সঙ্গে বাদ্য-যন্ত্রের তালে নেচে-গেয়ে বিয়ের আনন্দ ভাগাভাগি করছেন তিনি। বিয়ের আসল আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল শুক্রবার রাতের ‘মেহেদি’ অনুষ্ঠান দিয়ে। সেখানকার কিছু মুহূর্তও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে, সবুজ শাল-পাঞ্জাবিতে দেখা যায় আবাররকে।
২০২২ সালে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় আবরারের। এ পর্যন্ত ১০টি টেস্ট, ১১ ওয়ানডে ও ২৩ টি–টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে নিয়েছেন ৯৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও পাকিস্তান দলে আছেন আবরার। লাহোরে ১২ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান দল বর্তমানে লাহোরে ক্যাম্প করছে, যা চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ভালিমার পরপরই সেই ক্যাম্পে যোগ দেবেন আবরার।