ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় চেন্নাইয়ে বড় হারই দেখলো বাংলাদেশ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পিএম

news-details
ছবি|টি স্পোর্টস

১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। বিশাল লক্ষ্য সামনে রেখে পেসারদের বিপক্ষে সফলও ছিলেন সাকিব-শান্ত। যেখান থেকে ম্যাচ জিততে বাংলাদেশের ব্যাটারদের অবিশ্বাস্য কিছুই করতে হতো। তবে সাকিব-শান্তদের ভাল শুরুর পরও সেই অবিশ্বাস্য কিছু বাংলাদেশের ব্যাটাররা তো করতেই পারেনি, বরং তারা অলআউট হয়েছে ২৩৪ রানে। তাতে ২৮০ রানের বড় ব্যবধানে হার দেখেছে বাংলাদেশ। 


সকালে নাজমুল হাসান শান্ত ও সাকিব আল হাসান দু’জন মিলে এই দিন স্কোরবোর্ডে যোগ করেন আরও ৩৬ রান। দু’জনের জুটি ভাঙেন অশ্বিন। জয়সওয়ালের কাছে অশ্বিনের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।


এরপর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ধ্বস। নাজমুল হাসান শান্ত একপ্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে লিটন দাস, মেহেদি হাসান মিরাজরা নামেন আসা-যাওয়ার মিছিলে। শেষ দিকে কেউই ছুঁতে পারেননি দুই অংকের ঘর। সঙ্গীহারা হয়ে শান্তও বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন, তাতে বাংলাদেশ দলও আল আউট হয় ২৩৪ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন শান্ত। ভারতের হয়ে একাই ছয় উইকেট তুলে নেন অশ্বিন।


এই টেস্টের মূল ভাগ্যই গড়ে দিয়েছে প্রথম ইনিংস। যেখানে ভারতের দেওয়া ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ দল অল আউট হয় ১৪৯ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত বোর্ডে যোগ করে চার উইকেট হারিয়ে ২৮৭, ইনিংস ঘোষণা করে দেন রোহিত শর্মা। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৫১৪ রানের। সেঞ্চুরি ও ছয় উইকেট তুলে ম্যাচসেরা হন রবীচন্দন অশ্বিন। 


২৮০ রানের পরাজয়ে সিরিজে ১-০তে পিছিয়ে পড়লো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে কানপুরে, শুক্রবার থেকে।

No posts available.

bottom-logo