৪ মার্চ ২০২৫, ৯:০৪ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া চোট থেকে এখনও শতভাগ সেরে উঠতে পারেননি এইডেন মার্করাম। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিকল্প চিন্তায় তাই তার সম্ভাব্য বদলি হিসেবে ট্রাভেল রিজার্ভ বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার জর্জ লিন্ডেকে পাকিস্তানে উড়িয়ে এনেছে প্রোটিয়াসরা।
ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন মার্করাম। এরপর ব্যাটিংয়ে নামেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের জন্য তিনি ফিট থাকবেন কিনা, সেটা মঙ্গলবার দলীয় অনুশীলনের পরীক্ষায়।
আরও পড়ুন
| অধিনায়কত্ব হারিয়ে টি-টোয়েন্টি দল থেকেই বাদ রিজওয়ান, নেই বাবরও |
|
যদি শেষ পর্যন্ত মার্করাম সেমির লড়াইয়ে না খেলতে পারেন, তাহলে সেটা দক্ষিণ আফ্রিকার জন্য হবে বড় এক ধাক্কা। চোটের কারণে আসরের আগেই একে একে ছিটকে যান চার পেসার আনরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েটজে, নান্দ্রে বার্গার ও লিজাড উইলিয়ামস।
মার্করামের চোটের কারণে মঙ্গলবার সন্ধ্যায় লিন্ডে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে এখনই তাকে আনুষ্ঠানিকভাবে দলভুক্ত করবে না দক্ষিণ আফ্রিকা। এটা নির্ভর করবে মার্করামের ফিটনেস পরীক্ষা ও আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদনের ওপর।
লিন্ডেকে উড়িয়ে আনার পেছনে দক্ষিণ আফ্রিকার আরেকটি কারণ ফাইনালের চিন্তাও। নিউজিল্যান্ডকে হারাতে পারলে, আর ভারত যদি প্রতিপক্ষ হয়, তাহলে দক্ষিণ আফ্রিকা ফাইনালের জন্য যেতে হবে দুবাইতে। সেখানে আবার আধিপত্য স্পিনারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল সহ টানা দুই ম্যাচে ভারত একাদশ সাজিয়েছে চার স্পিনার নিয়ে।
আরও পড়ুন
| ভারতের ‘প্রতিশোধ’, অস্ট্রেলিয়ার ‘অসম’ লড়াই |
|
বর্তমানে দক্ষিণ আফ্রিকা দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার আছেন। তারা হলেন কেশব মহারাজ এবং তাবরাইজ শামসি। তাদের সাথে লিন্ডে যোগ হলে স্পিনের শক্তি বাড়বে অনেকটাই। কারণ, চলতি বছরের এসএ২০-তে ১৫৩.৩৩ গড়ে ১৬১ রান করার পাশাপাশি ১১ উইকেটও নিয়েছেন তিনি।
No posts available.
৩ জানুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম
৩ জানুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
৩ জানুয়ারি ২০২৬, ৯:৫৪ পিএম
৩ জানুয়ারি ২০২৬, ৭:৪৯ পিএম

রাত পোহালেই অস্ট্রেলিয়ার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন উসমান খাজা। বাঁহাতি ওপেনারের বিদায়ী ম্যাচটি ঘিরে সিডনিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে টহল দেবে এক দল লং রেঞ্জ রাইফেলধারী।
নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিফর্মধারী ও অশ্বারোহী পুলিশের পাশাপাশি দাঙ্গা দমন শাখার পুলিশ সদস্যরা ম্যাচ চলাকালে মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।
গত মাসে সিডনির বন্ডাই বিচে হানুক্কা উদযাপন চলাকালে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়। এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ার ফলে সিডনিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় অ্যাশেজ সিরিজের শেষ টেস্টেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন সংবাদমাধ্যমকে বলেন, 'খেলাধুলার ইভেন্টে পুলিশকে রাইফেল হাতে দেখতে হয়তো অনেকে অভ্যস্ত নন। তবে এর উদ্দেশ্য মানুষকে নিরাপদ বোধ করানো। কোনো নির্দিষ্ট হুমকি নেই, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ।'
বাড়তি নিরাপত্তার পাশাপাশি ই অসামাজিক ও ঝুঁকিপূর্ণ আচরণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ল্যানিয়ন।
বন্ডাই বিচের হামলায় আহতদের মধ্যে এখনও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ছয় জনের অবস্থা স্থিতিশীল এবং একজন সংকটাপন্ন হলেও স্থিতিশীল অবস্থায় আছেন।
এই ঘটনায় ২৪ বছর বয়সী নাভিদ আকরামের বিরুদ্ধে ১৫টি হত্যা মামলাসহ মোট ৫৯টি অভিযোগ আনা হয়েছে। পুলিশের গুলিতে আহত হয়ে কয়েকদিন কোমায় থাকার পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। হামলায় আরেক অভিযুক্ত নাভিদের বাবা সাজিদ আকরাম ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন।

নিউ জিল্যান্ডের পেসার লকি ফার্গুসনকে দুর্ভাগা বলাই যায়। হ্যামস্ট্রিং চোটের কারণে গতবছর খেলতে পারেননি চ্যাম্পিয়নস ট্রফি। এবার শঙ্কা জেগেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার।
পায়ের পেশির চোটে পড়েছেন ৩৪ বছর বয়সী ফার্গুসন। আইএলটি-টোয়েন্টির চলতি মৌসুমে গত ২১ ডিসেম্বর ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলার সময় চোট পান এই গতিতারকা।
চোটের কারণে আইএলটি-টোয়েন্টির বাকি অংশ থেকে ছিটকে যেতে হয় ফার্গুসনকে। একই চোটে বাদ পড়েছেন বিগ ব্যাশ লিগ থেকেও। এবারের মৌসুমে সিডনি থান্ডারের হয়ে খেলার কথা ছিল ফার্গুসনের।
এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন সিডনি থান্ডারের ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড।
"লকি আমাদের সঙ্গে থাকতে না পারায় আমরা খুবই হতাশ। সে শুধু ১৫০ কিলোমিটার গতিতে বল করা অভিজ্ঞ একজন পেসারই নয়, ক্রিকেটের দারুণ একজন মানুষও। দলের সংস্কৃতিতেও তার বড় অবদান ছিল।"
"বিশ্বকাপের আগে তার দ্রুত সুস্থতা কামনা করি। ভবিষ্যতে আবার থান্ডারের জার্সিতে তাকে দেখার আশা রাখছি।"
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লড়াই করতে হচ্ছে ফার্গুসনকে। নির্ধারিত সময়ের মধ্যে ফিট হতে পারলে তবেই বিশ্বকাপে কিউইদের হয়ে মাঠে নামতে পারবেন এই গতিতারকা।
তাই তার পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বাড়তি নজর রাখছে নিউ জিল্যান্ড।

দেশের ক্রিকেটকে ঢাকার গণ্ডি পেরিয়ে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে শনিবার দীর্ঘমেয়াদি বিকেন্দ্রীকরণ পরিকল্পনা উন্মোচন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এই কর্মসূচির যাত্রা শুরু হয়েছে সিলেট থেকে এবং ২০২৬ সালের মধ্যে দেশের আটটি বিভাগেই এটি বিস্তারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুলবুল জানান, সিলেট স্টেডিয়াম কমপ্লেক্সে আঞ্চলিক অফিস স্থাপনের জন্য এরই মধ্যে জায়গা ঠিক করা হয়েছে। খুব শিগগিরই মাঠপর্যায়ে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সিলেটে আঞ্চলিক ক্রিকেট সেন্টারের সফট লঞ্চ অনুষ্ঠানে তিনি বলেন,
“সিলেটে আমাদের প্রথম কাজ সম্পন্ন হয়েছে। এখন নিয়োগ ও বাস্তবায়নের দিকে এগোচ্ছি। হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট কাগজে-কলমে পরিকল্পনা করবেন না, তাঁর মূল দায়িত্ব হবে তৃণমূল পর্যায়ের বাস্তব সমস্যা সমাধান করা।”
তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের কাঠামোগত দুর্বলতাগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে- বিশেষ করে সুযোগ-সুবিধা, অবকাঠামো ও সংগঠিত স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে।
“আমরা এখানে স্টেডিয়াম নির্মাণ করতে আসিনি। আমাদের অগ্রাধিকার হলো খেলার উপযোগী ভেন্যু, আরও বেশি মাঠ, উন্নত উইকেট এবং ভালো আউটফিল্ড। ক্রিকেট উন্নয়নের ভিত্তি সেখানেই।”
বুলবুল জানান, এই কর্মসূচি প্রণয়নের আগে জেলা কোচ, কাউন্সিল প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
“এটা এমন কোনো কাজ নয়, যা বোর্ড একা করতে পারে। সংশ্লিষ্ট সবার মতামত ও সহযোগিতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিসিবি সভাপতি জানান, সিলেটের পর রংপুর, চট্টগ্রামসহ অন্যান্য বিভাগে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আবহাওয়া, লজিস্টিকস এবং ব্যয় বাস্তবায়নের গতি প্রভাবিত করতে পারে বলে স্বীকার করলেও, দিকনির্দেশনা স্পষ্ট বলে জানান তিনি।
“আমরা জানি, আমাদের দেশে মে মাস পর্যন্ত ক্রিকেট খেলার উপযোগী সময় বেশি থাকে। ওই সময়ের মধ্যেই অন্তত আরও দুইটি বিভাগে কাজ শুরু করার লক্ষ্য রয়েছে। ২০২৬ সালের মধ্যে আটটি বিভাগেই আঞ্চলিক অফিস স্থাপন করতে চাই, ইনশাআল্লাহ।”

শনিবার সকাল থেকে দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু। সাম্প্রতিক পরিস্থিতির কারণ দেখিয়ে বিসিসিআইয়ের নির্দেশনা মেনে মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই বিষয়ে কোনো মন্তব্য করার আগে শনিবার রাতে বোর্ড পরিচালকদের জরুরি অনলাইন মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেটে শনিবার সন্ধ্যায় সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার উদ্বোধন করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
“আমাদের কুইকলি বোর্ড মিটিং করা সম্ভব না। তাই আমরা রাত সাড়ে ৯টার সময় একটা ইমার্জেন্সি কলের ব্যবস্থা করেছি পুরো ব্যাপারটা জানানোর জন্য। আমাদের মিডিয়া চেয়ারম্যান, বলছিলেন যে ক্রিকেটারদের সেইফটি সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
“আমাদের যেহেতু একটা বোর্ডে একটা কল আছে, ডিসকাশন কল তখন হয়তো আরও তথ্য অন্য ডিপার্টমেন্ট থেকে পাব। তার থেকে আমরা একটা মিডিয়া রিলিজ করতে পারি বা আমরা আরেকটু আরেকটু পরিষ্কার হবো আবার। ইন ফ্যাক্ট বিপিএল নিয়ে এখানে এতটাই ব্যস্ত, আমাদের কাছে পুরো তথ্যটা নেই। তো এইজন্য আমরা ইমার্জেন্সি কল করেছি আজকে সাড়ে ৯টায়।”
সাম্প্রতিক পরিস্থিতির কারণ দেখালেও মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণ মূলত নিরাপত্তা শঙ্কা। গত কয়েকদিন ধরেই বিভিন্ন সংগঠন থেকে মোস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে হুমকিধামকি দেওয়া হচ্ছিল। সেই ধারাবাহিকতায়ই বাঁহাতি পেসারকে বাদ দিয়েছে কেকেআর।
তবে এই বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি বিসিবি।
এই প্রসঙ্গে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আগামী মার্চ-এপ্রিলে মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে নিরাপত্তা শঙ্কা থাকলে আগামী মাসে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা কতটা ঝুঁকিমুক্ত হবে।
উত্তরে আইসিসির কোর্টে বল ঠেলে দেন বুলবুল।
“আমি কুইক অ্যানসার করছি এখানে একটা। যেটা হচ্ছে যে বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি, হোস্ট ইন্ডিয়া। আমাদের যদি কোন কথা যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করব।”
এসময় বোর্ডের পক্ষ থেকে জোর দিয়েই জানানো হয়, ক্রিকেটারদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
“আপনারা জানেন যে এটা আজকেই আমাদের এখানে এসেছে। সো ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেইফটি এন্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এটা আমাদের নিশ্চিত করার প্রথম দায়িত্ব। সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেইফটি সিকিউরিটি নিশ্চিত করার জন্য, আমরা সেটা আমরা ফলো করব।”

ঘরের মাঠে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। সেই পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ- আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নিউ জিল্যান্ড সিরিজের দলে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটারের।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে অধিনায়ক হিসেবে ফিরেছেন শুবমান গিল। ঘাড়ে সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি গিল।
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়া সফরে প্লীহার চোট পাওয়ার পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি আইয়ার।
ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ সিরাজ। সবশেষ অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে খেলেছিলেন এই পেসার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।
গিল, আইয়ার ও সিরাজ দলে এসেছেন তিলক ভার্মা, ধ্রুব জুরেল ও রুতুরাজের জায়গায়।
ব্যাটিং বিভাগে গিল ও আইয়ারের সঙ্গে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল। উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে রয়েছেন লোকেশ রাহুল ও রিশাভ পান্ত।
আগামী ১১ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ হবে ভাদোদরায়, দ্বিতীয় ম্যাচ ১৪ জানুয়ারি রাজকোটে, তৃতীয় ও শেষ ম্যাচ ১৮ জানুয়ারি হবে ইন্দোরে।
ওয়ানডে সিরিজ শেষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
নিউ জিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল
শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), নিতিশ কুমার রেড্ডি, আর্শদিপ সিং ও যশস্বী জয়সওয়াল।