
বিস্ময়ের জন্ম দিয়ে ২০২১ সালে অবসর নেওয়ার পর কয়েকবারই আলোচনায় এসেছে প্রত্যাবর্তনের খবর। তবে এবি ডি ভিলিয়ার্স আর ফেরেননি জাতীয় দল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড (ডাব্লুসিএল) দ্বিতীয় আসরে গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন ডি ভিলিয়ার্স।
জাতীয় দলকে আগেই বিদায় জানানোর পর ডি ভিলিয়ার্স ২০২১ সাল পর্যন্ত চালিয়ে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা। তবে ওই বছর সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়ে নেন। বারবার তার ফেরার গুঞ্জন উঠলেও সাড়া দেননি তাতে আর। কয়েকদিন আগে ক্রিকেট মাঠে ফেরার আভাস দেওয়ার পর এবার নাম লেখালেন লিজেন্ড লিগে।
ডাব্লুসিএলের দেওয়া এক বিবৃতিতে ডি ভিলিয়ার্স জানিয়েছেন তার ক্রিকেটে ফেরার আনন্দময় প্রতিক্রিয়া। “চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম, কারণ আমি তখন আর খেলার তাগিদটা অনুভব করিনি। এখন আমার তরুণ ছেলেরা খেলাটি খেলতে শুরু করেছে। আমরা উঠোনে আরও বেশি বেশি খেলছি, আর সেখান থেকেই মনে হচ্ছে যেন আমার ভেতর নতুন বারুদের সঞ্চার হয়েছে। আর তাই আমি জিম এবং নেট সেশনগুলোতে ফিরতে যাচ্ছি। আমি জুলাইয়ে ডাব্লুসিএলের জন্য প্রস্তুত থাকব।”
ডাব্লুসিএলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, হর্ষিত তুমার মনে করেন, ডি ভিলিয়ার্সদের মত সাবেকদের সুযোগ করে দেওয়াটাই তাদের লিগের স্বার্থকতা। “এই কারণেই আমরা ডাব্লুসিএল চালু করেছিলাম, কারণ আমরা এই খেলাটির কিংবদন্তিদের খুব মিস করি। এবি ডি ভিলিয়ার্সের একজন ভক্ত হিসেবে আমি তাকে মাঠে ফিরে আসতে দেখে রোমাঞ্চিত। আমি নিশ্চিত যে ইংল্যান্ড ও এর বিশ্বের অন্যান্ত প্রান্তের ক্রিকেট প্রেমীরাও তার প্রত্যাবর্তন দেখে আনন্দিত হবে।”
ডাব্লুসিএলের উদ্বোধনী আসরে সাবেক ভারত ব্যাটার যুবরাজ সিংহের নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়নরা শিরোপা জিতেছিল। সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স তিনটি ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল।
No posts available.




৩০ অক্টোবর ২০২৫, ১:৫৭ পিএম


৩০ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম



ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিষেক নায়ার। তিনি চন্দ্রকান্ত পণ্ডিতের স্থলাভিষিক্ত হয়েছেন। কলকাতার সিইও ভেঙ্কি মাইসোর আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন।
২০১৮ সালে কলকাতার কোচিং স্টাফে যোগ দেন নায়ার। গত বছর দলটির সহকারী কোচ ছিলেন। এবার প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন। ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে থাকবেন ডোয়াইন ব্রাভো।
খেলোয়াড়ি জীবনে ভারতের জার্সিতে তিনটি ওয়ানডে খেলেছেন ৪২ বর্ষী নায়ার। তাঁর কোচিং দক্ষতা ক্রিকেট অঙ্গনে সুনাম কুড়িয়েছে। কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার ও রোহিত শর্মার মতো তারকারা ব্যক্তিগতভাবে তাঁর অধীনে অনুশীলন করেছেন। রোহিত নিজেও সাম্প্রতিক ফর্মের জন্য নায়ারকে কৃতিত্ব দিয়েছেন।
কলকাতার সিইও ভেঙ্কি মাইসোর বলেন,
‘২০১৮ সাল থেকে অভিষেক আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ। মাঠের ভেতরে-বাইরে খেলোয়াড়দের উন্নতিতে তার ভূমিকা অনন্য। খেলাটার প্রতি তার বোঝাপড়া দারুণ। আমরা উচ্ছ্বসিত, তিনি এখন প্রধান কোচ হিসেবে আমাদের নতুন যাত্রা নেতৃত্ব দেবেন।’

১৪ নভেম্বর শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভাঙবে সাদা শুভ্র পোশাকের ফরম্যাটের শত বছরের প্রথা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের পার্থক্যের কারণে উল্টে যাচ্ছে মধ্যাহ্নভোজ ও চা বিরতির ক্রম।
টেস্টে প্রথম বিরতি হিসেবে মধ্যাহ্নভোজ ও দ্বিতীয় বিরতি হিসেবে চা বিরতিকে ধরা হয়। যার প্রচলন শুরু হয়েছিল শত বছর আগে। তবে গুয়াহাটিতে উল্টে দেওয়া হয়েছে সেই ক্রম। দিনের আলো কাজে লাগাতে ও সূর্যাস্তের আগেই খেলা শেষ করতে এই সিদ্বান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বোর্ড।
এবারই প্রথমবারের মতো টেস্ট আয়োজন করতে যাচ্ছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম। ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত গুয়াহাটিতে সূর্য ওঠে তুলনামূলকভাবে আগে, আর অস্ত যায় দ্রুত। তাই ম্যাচের সর্বাধিক ওভার যেন দিনের আলোতেই সম্পন্ন হয়, সে জন্য টেস্টটি শুরু হবে সকাল ৯টায়। ভারতের অন্য টেস্ট ভেন্যুগুলোর চেয়ে আধঘণ্টা আগে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ম্যাচের প্রথম সেশন চলবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। এরপর চা বিরতি ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় সেশন হবে ১১টা ২০ থেকে ১টা ২০ পর্যন্ত। তারপর মধ্যাহ্নভোজ বিরতি থাকবে ১টা ২০ থেকে ২টা পর্যন্ত। দিনের শেষ সেশন চলবে ২টা থেকে ৪টা পর্যন্ত।
গুয়াহাটিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে। সফরে দুটি টেস্ট ছাড়াও তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভর্তি আছেন হাসপাতালে। আজ বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যমে এক পোস্টে মাহমুদউল্লাহর জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার।
হাসপাতালের বিছানায় ঘুমন্ত মাহমুদউল্লাহর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে জান্নাতুল লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসে, তখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দয়ালু… আপনাদের প্রার্থনায় তাকে (মাহমুদউল্লাহ) রাখবেন।’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কিছুদিন ধরে জ্বরে ভুগছেন মাহমুদউল্লাহ। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। ৩৯ বছর বয়সী ক্রিকেটার এখন সুস্থতার পথে বলে জানা গেছে বিসিবির মেডিকেল বিভাগ থেকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন মাহমুদউল্লাহ। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলে ৪৭ রান করেছিলেন। এর আগে এপ্রিলে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আসন্ন বিপিএলেও খেলার কথা তাঁর।
বাংলাদেশের হয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ হয় তাঁর।

ভয়ংকর সেই স্মৃতি যেন আবার ফিরে এল। ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটসম্যান ফিলিপ হিউজ ঘাড়ে বলের আঘাতে মারা যান। অস্ট্রেলিয়া ক্রিকেট তখন নেমে আসে শোকের ছায়া।
এবার মেলবোর্নে অনুশীলনের সময় বলের আঘাতে মাত্র নিভে গেল ১৭ বছর বয়সে নিভে গেল এক তরুণ প্রতিভার। নেটে অনুশীলনের সময় বলের আঘাতে প্রাণ হারিয়েছেন উদীয়মান ক্রিকেটার বেন অস্টিন।
গত মঙ্গলবাররে ঘটনা। বিবিসি জানিয়েছে, ফার্নট্রি গালিতে ক্রিকেট নেটে অনুশীলন করছিলেন অস্টিন। মাথায় হেলমেট থাকলেও নেক গার্ড ছিল না তার। ‘ওয়্যানগার’ নামে পরিচিত স্বয়ংক্রিয় ডিভাইস থেকে ছোড়া একটি বল তার ঘাড়ে আঘাত হানে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয় গুরুতর অবস্থায়, কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বুধবারই নিভে যায় এই কিশোর ক্রিকেটারের প্রাণ।
আরও পড়ুন
    
| শেষ ম্যাচে অপরিবর্তিত দল বাংলাদেশের |   | 
এই ঘটনায় পুরো দেশে নেমে এসেছে শোকের ছায়া। ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাব বিবৃতিতে জানিয়েছে, ‘বেনের মৃত্যুতে আমরা ভীষণভাবে মর্মাহত। ওর মৃত্যু আমাদের পুরো ক্রিকেট সম্প্রদায়ের ওপর গভীর প্রভাব ফেলবে।’
ফের্নট্রি গালি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আর্নি ওয়াল্টার্স বলেন, ‘বেন স্থানীয় ক্রিকেটে যেমন মেধাবী ছিল, তেমনি সবার প্রিয়। আমি জানি, এ খবর আমাদের সম্প্রদায়ের ওপর কতটা গভীর প্রভাব ফেলবে।’ ক্রিকেট ভিক্টোরিয়া জানিয়েছে, পুরো দেশ এই কিশোরের মৃত্যুতে শোকপ্রকাশ করবে।
বেন ওয়েভারলি পার্ক হকস জুনিয়র ফুটবল ক্লাবের হয়েও ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সে চমৎকার ফুটবল খেলোয়াড়’ ছিলেন অস্টিন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা।
এখন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হোয়াইটওয়াশ, আর বাংলাদেশের লক্ষ্য মান রক্ষা। আগামী শুক্রবারের সেই ম্যাচে কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট — অপরিবর্তিত স্কোয়াড নিয়েই মাঠে নামবে বাংলাশে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।