১৫ আগস্ট ২০২৫, ৩:১৬ পিএম
কয়েক মাস হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল কোনো ম্যাচ খেলেনি। প্রতিযোগিতামূলক কোনো সিরিজ না খেলেই ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেয়েদের প্রস্তুতির জন্য নিজেদের মধ্যে উইমেনস চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে।
নিজেদের মধ্যে ভাগ করে বাংলাদেশ উইমেনস টিম রেড ও বাংলাদেশ উইমেনস টিম গ্রিন নামে দুটি দল আর ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল খেলবে এই টুর্নামেন্টে। আজ এই চ্যালেঞ্জ কাপের সূচি ঘোষণা করছে বিসিবি।
আরও পড়ুন
বড় পরাজয়ে যাত্রা শুরু বাংলাদেশের |
![]() |
আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। সব মিলিয়ে ম্যাচ হবে ৬টি। প্রত্যেক দল অপর দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচ হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) ৩ নম্বর মাঠে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে এক মাসের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। এরপর কয়েক দিনের বিরতি শেষে এখন ক্যাম্প চলছে বিকেএসপিতে।
উদ্বোধনী ম্যাচে খেলবে মেয়েদের লাল ও সবুজ দল। প্রত্যেক ম্যাচের পর এক দিন করে বিরতি রাখা হয়েছে। ২০ আগস্ট ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে লড়বে মেয়েদের লাল দল। ২২ আগস্ট ছেলেদের বিপক্ষে নামবে সবুজ দল। ২৪ আগস্ট ছেলেদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাল দল। ২৬ আগস্ট খেলবে সবুজ দল। ২৮ আগস্ট আবার মেয়েদের লাল ও সবুজ দলের খেলা।
গত এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্বের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপের আগে সিরিজ আয়োজনের চেষ্টা করেও পারেনি বিসিবি। বড় মঞ্চে লড়াইয়ের আগে আদর্শ প্রস্তুতি নিয়ে প্রশ্ন তো থেকেই যায়।
১৭ আগস্ট ২০২৫, ৪:৫৮ পিএম
চলতি বছরের শুরু থেকেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সেই ধারাবাহিকতায় এবার সামনের এশিয়া কাপের দলেও রাখা হয়নি অভিজ্ঞ ব্যাটারকে। তাকে বাদ দেওয়ার প্রশ্নে স্ট্রাইক রেটের কথা অনেকবার বলেছেন দলটির প্রধান কোচ মাইক হেসন।
এশিয়া কাপের দল ঘোষণার পরও একই কথা বলেছেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ এই কোচ। একইসঙ্গে এবার বাবরকে বিগ ব্যাশে খেলে স্পিন বোলিং মোকাবিলা ও স্ট্রাইক রেট বাড়ানোর ক্ষেত্রে নিজের উন্নতির প্রমাণ দিতে বলেছেন হেসন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে রোববার সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে আলোচনার কেন্দ্রেই ছিল বাবরের অনুপস্থিতি। মূলত গত বছরের দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে নেই বাবর।
আরও পড়ুন
১২৩ রানে থামল বাংলাদেশ |
![]() |
তবু সংবাদ সম্মেলনে বাবরের না থাকা নিয়ে প্রশ্ন এলোই। তাকে দলের বাইরে রাখার ব্যাখ্যায় ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে ভালো করতে না পারার কথা বলেন হেসন।
“মাত্র তিন ম্যাচের ভিত্তিতে কোনো খেলোয়াড়ের ফর্ম নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। বাবর প্রথম ওয়ানডেতে ভালো খেলেছিল, তবে পরের দুটি ম্যাচে রান করতে পারেনি। তবে আমরা জানি, সে কতটা দক্ষ। তাকে কিছু ক্ষেত্রে উন্নতির কথা বলা হয়েছে- যেমন স্পিন মোকাবিলা করা এবং স্ট্রাইক রেট বাড়ানো। এসব নিয়ে সে কঠোর পরিশ্রম করছে।”
হেসনের মতে, বর্তমান পাকিস্তান দলে বাবরের চেয়েও বেশি প্রভাব রাখা ক্রিকেটাররা খেলছেন।
“এই মুহূর্তে আমাদের দলে যারা খেলছে, তারা অসাধারণ পারফর্ম করছে। উদাহরণ হিসেবে সাহিবজাদা ফারহানের কথা বলি। সে ছয়টি ম্যাচ খেলেছে, তিনবার ম্যাচসেরা হয়েছে। একজন খেলোয়াড়ের কাছ থেকে এটাই প্রত্যাশিত- রান করা এবং ইতিবাচকভাবে ম্যাচে বড় প্রভাব ফেলা।”
আরও পড়ুন
মাহিদুলের নেতৃত্বে ‘এ’ দলে ৭ টেস্ট ক্রিকেটার |
![]() |
আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর। যেখানে সিডনি সিক্সার্স দলে ডাক পেয়েছেন বাবর। হেসন বলেছেন, ওই টুর্নামেন্টে নিজের উন্নতির প্রমাণ দিতে হবে বাবরের।
“বাবরের মতো একজন খেলোয়াড়ের সুযোগ আছে বিগ ব্যাশ লিগে খেলার এবং প্রমাণ করার যে সে টি–টোয়েন্টি ফরম্যাটে ওই নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে উন্নতি করেছে। বাবর এতটাই ভালো একজন খেলোয়াড় যে তাকে বিবেচনার বাইরে রাখা সম্ভব নয়।”
অস্ট্রেলিয়া সফরে একমাত্র চার দিনের ম্যাচের জন্য অভিজ্ঞ ‘এ’ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহিদুল ইসলাম ভুঁইয়াকে অধিনায়ক বানিয়ে সাজানো স্কোয়াডে টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ক্রিকেটার মোট ৭ জন।
সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার ১৪ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো ‘এ’ দলের অধিনায়কত্ব পেয়েছেন মাহিদুল। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি অধিনায়কত্ব করার নজির নেই তার।
গত মে মাসে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান। ওই সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিও করেছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। তবে এবার জায়গা হয়নি তার।
আরও পড়ুন
১২৩ রানে থামল বাংলাদেশ |
![]() |
মাহিদুলের পাশাপাশি ১৪ জনের দলে টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরি, নাঈম হাসান ও হাসান মাহমুদের। এছাড়া বিভিন্ন সময় স্কোয়াডে ডাক পেয়েছেন রিপন মন্ডল, হাসান মুরাদ ও মুশফিক হাসান।
ডারউইনে আপাতত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত বাংলাদেশ ‘এ’ দল। আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
এরপর অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটি শুরু হবে আগামী ২৮ আগস্ট।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড:
মাহিদুল ইসলাম ভুঁইয়া (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলি চৌধুরি, রকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুশফিক হাসান, এনামুল হক, হাসান মাহমুদ।
দ্বিতীয় ওভারে ড্রেসিং রুমে ফিরে গেলেন মোহাম্মদ নাঈম শেখ। পরের ওভারে একই পথে তিন নম্বরে নামা সাইফ হাসান। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে তাদের দুজনের সঙ্গী আরেক ওপেনার জিসান আলম।
শুরুতেই এমন বিপর্যয়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ 'এ' দল। পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে মাত্র ১২৩ রানে থেমে গেছে নুরুল হাসান সোহানের দল।
ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলকে হারাতে ১২৪ রানের লক্ষ্যে খেলতে নামবে স্কর্চার্স একাডেমি।
আগের দিন নেপালের বিপক্ষে ৬০ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল বাংলাদেশ। এদিন মাত্র ৯ রানে পড়ে প্রথম উইকেট। ৬ বলে ৫ রানে আউট হন নাঈম। সাইফের ব্যাট থেকে আসে ২ বলে ১ রান ও জিসান করেন ১৩ বলে ৯ রান।
চার নম্বরে নেমে একপ্রান্ত ধরে রাখেন আফিফ হোসেন। তাকে সঙ্গ দিতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন (১১ বলে ৬), নুরুল হাসান সোহান (১৬ বলে ১৪), তোফায়েল আহমেদরা (৮ বলে ১)।
পাল্টা আক্রমণের চেষ্টা করেন মৃত্যুঞ্জয় চৌধুরি। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ১ ছক্কায় ৮ বলে ১৪ রান করে আউট হন তিনি। পরের বলেই খালি হাতে ফেরেন নাঈম হাসান।
শেষ ওভারে দুটি ছক্কা মারেন রকিবুল হাসান। ৫ বলে ১৬ রান করে আউট হন তিনি। পরে ক্রিজে গিয়ে প্রথম বলেই বাউন্ডারি মারেন হাসান মাহমুদ। শেষ ওভারে আসে ২০ রান।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪ চারে ৪৯ বলে ৪২ রান করেন আফিফ।
স্কর্চার্স একাডেমির পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্রাইস জ্যাকসন।
গুরুতর চোটের ঝুঁকি এড়াতে বদলি ক্রিকেটারের নতুন নিয়ম করল ভারত। এখন থেকে ম্যাচ চলাকালে ক্রিকেটাররা বড় কোনো চোটে পড়লে, ম্যাচের বাকি অংশের জন্য অন্য কোনো ক্রিকেটারকে নামাতে পারবে ভারতের ঘরোয়া ক্রিকেটের দলগুলো।
তবে নিয়মটি লিস্ট 'এ' বা টি-টোয়েন্টির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সামনের দিলিপ ট্রফি থেকে শুরু করে এখন থেকে যে কোনো প্রথম শ্রেণির ম্যাচে এই 'সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট' ব্যবহার করা যাবে।
কনকাশন বদলি ক্রিকেটারের মতো, এই বদলির ক্ষেত্রে 'লাইক ফর লাইক' ক্রিকেটার নামাতে হবে এবং যথাযথ প্রমাণ দেখিয়ে ম্যাচ রেফারির কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। আর ইনজুরিটি হতে হবে বাহ্যিক ও ম্যাচ চলাকালে।
আরও পড়ুন
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ |
![]() |
পুরোনো ইনজুরি নিয়ে খেলতে নেমে পরে ব্যথা বেড়ে গেলে বদলি ক্রিকেটার নামানো যাবে না।
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সবশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ভিন্ন ভিন্ন ম্যাচে গুরুতর চোট নিয়েও রিশাভ পান্ত ও ক্রিস ওকসের ব্যাটিংয়ে নেমে যাওয়ার পর থেকেই এই বদলি নিয়ম চালুর আওয়াজ তুলেছে অনেকে।
তবে এখনই এটি শুরু করছে না আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু কনকাশন ও করোনা ভাইরাসের ক্ষেত্রে বদলি নামানো যায়। যে কোনো সদস্য দেশ চাইলে নিজেদের ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু করতে পারবে বলে জানিয়েছে আইসিসি।
ক্রিজে গিয়ে তৃতীয় বলে বাউন্ডারি মারলেন জর্ডান কক্স। নবম ডেলিভারি ওড়ালেন ছক্কায়। পরের দুই বলও তিনি পাঠালেন উড়িয়ে সীমানার ওপারে। এরপর তার ব্যাট থেকে একে একে এলো আরও ৭টি ছক্কা। যার সৌজন্য তিনি নিজে গড়লেন রেকর্ড। একইসঙ্গে রেকর্ড গড়ল ওভাল ইনভিন্সিবলস।
দা হান্ড্রেড টুর্নামেন্টে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ১০ ছক্কায় মাত্র ২৯ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন কক্স। আর নির্ধারিত ১০০ বলে ওভার করেছে ২২৬ রান। দুটিই টুর্নামেন্টের রেকর্ড।
এত দিন ধরে হান্ড্রেডে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২০৫ রান। ২০২২ সালে নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে এটি করেছিল ম্যানচেস্টার অরিজিনালস। তিন বছর পর সেটি ভেঙে নতুন রেকর্ড লিখল ওভার।
আরও পড়ুন
বাবর-রিজওয়ানকে ছাড়াই পাকিস্তানের এশিয়া কাপের দল |
![]() |
কক্সের রেকর্ডটি ইনিংসে সর্বোচ্চ ছক্কার। দা হান্ড্রেডে এক ইনিংসে ১০টিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০২১ সালের আসরে বার্মিংহাম ফিনিক্সের হয়ে নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে ১০টি ছক্কাই মেরেছিলেন লিয়াম লিভিংস্টোন। সেদিন ৪০ বলে ৯২ রান করেছিলেন তিনি।
কক্সের মারদাঙ্গা ব্যাটিংয়ের দিনে ৮৩ রানের বড় ব্যবধানে জিতেছে ওভাল। কক্সের ৮৬ রানের সঙ্গে স্যাম কারান, উইল জ্যাকস ও টাওয়ান্ডা মুয়েয়ে খেলেন ঝড়ো ত্রিশ ছোঁয়া ইনিংস।
বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৯৩ বলে ১৪৩ রানে গুটিয়ে যায় ওয়েলশ। ১৮ বলে মাত্র ১৫ রানে ৪ উইকেট নেন স্যাম কারান। ১৫ বলে ২০ রান খরচায় ৩ উইকেট নেন জেসন বেহরেনডর্ফ।
৮ ঘণ্টা আগে
৯ ঘণ্টা আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে