আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচে ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। এর যথেষ্ট কারণও আছে বৈকি। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠবে দুটি দল। আজ যে দল জিতবে তারা সরাসরি পা রাখবে সুপার ফোরে। হারলে যদি-কিন্তু আর সমীকরণের মারপ্যাঁচ।
আজ আবু ধাবিতে শেষ দুই ওভারে মোহাম্মদ নবির ভেলকিতে শ্রীলঙ্কাকে ১৭০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। বাংলাদেশকে সুপার ফোরে তুলতে এই চ্যালেঞ্জিং রান টপকাতে হবে শ্রীলঙ্কাকে। হেরে গিয়েও অবশ্য লিটনদের শেষ চারে উঠিয়ে দিতে পারে লঙ্কানরা। শ্রীলঙ্কা ১০০ বা এর কম রানে আটকে গেলেই আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। আফগানিস্তানকে নিয়ে উঠে যাবে সুপার ফোরে।
আরও পড়ুন
শেষ ওভারে হিসাব নিকাশ বদলে দিলেন নবি |
![]() |
এদিন শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক তুলেছেন নবি। তা না হলে ১৫ রানের বেশি তোলাই হতো না আফগানদের। ইনিংসের শেষ দুই ভারে মূলত বানের পানির মতো রান যোগ হয় স্কোরবোর্ডে। ওভারে দুনিথ ভেল্লালাগকে ৫ ছক্কা মারেন নবি। শেষ ওভারে দলের স্কোরবোর্ডে যুক্ত হয় ৩২ রান। এর আগের ওভারে দুশমন্থ চামিরাকে টানা তিন চার মারেন নবি। অথচ ইনিংসের ১৮ ওভারকালীন মনে হচ্ছিল সাদামাটা পুঁজি গড়তে যাচ্ছে আফগানরা। এক নবিই সব হিসেব বদলে দিলেন। ১৭তম ওভারের সময় আফগানদের রানরেট ছিল ৬.৬৬। পূর্ণাঙ্গ ইনিংস শেষে সেটি দাঁড়ায় ওভারপ্রতি ৮.৪৫ রান।
No posts available.
২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:২২ পিএম
২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৫ পিএম
২০ সেপ্টেম্বর ২০২৫, ৭:১০ পিএম
২০ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৫ পিএম
শুরুতে ঝড় তুললেন সাইফ হাসান। তার বিদায়ের পর দায়িত্ব নিলেন তাওহিদ হৃদয়। দুজনের পঞ্চাশছোঁয়া ইনিংসে সহজ জয় পেল বাংলাদেশ।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্য ১ বল বাকি থাকতে জিতল লিটন কুমার দাসের দল।
মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুতে ঝড় তুলে ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। পরে হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস। দুজনের ব্যাটেই মূলত জয়ের কাজ হয়ে যায়।
এছাড়া লিটনের ব্যাট থেকে আসে ২৩ রান। শেষ দিকে ১৪ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন পাটোয়ারী
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (নিসাঙ্কা ২২, কুশল মেন্ডিস ৩৪, মিশারা ৫, কুশল পেরেরা ১৬, শানাকা ৬৪*, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা ২, ভেল্লালাগে ০*; শরিফুল ৪-০-৪৯-০, নাসুম ৪-০-৩৬-০, তাসকিন ৪-০-৩৭-১, মেহেদি ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-২০-৩)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, তামিম ০, লিটন ২৩, হৃদয় ৫৮, শামীম ১৪*, জাকের ৯, মেহেদি ০, নাসুম ১*; থুশারা ৪-০-৪২-১, চামিরা ৪-০-৩২-১, ভেল্লালাগে ৪-০-৩৬-০, হাসারাঙ্গা ৪-০-২২-২, শানাকা ২.৫-০-২১-২, কামিন্দু ১-০-১৬-০)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
টানা তিন বছর লোকসানের মুখ দেখার পর এবার পরপর দুই বছর লাভ করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে তাদের মুনাফা। ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় প্রায় সাড়ে ৩ গুণ কমেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের লাভ।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত অর্থ বছরে ২৩ কোটি ৮০ লাখ র্যান্ড লাভ করেছে সিএসএ। বাংলাদেশি মুদ্রায় যা ১৬৭ কোটি টাকার বেশি। শনিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানানো হয়েছে।
গত অর্থ বছর তাদের লাভের পরিমাণ ছিল ৮১ কোটি ৫০ লাখ র্যান্ড বা ৫৭২ কোটি টাকার বেশি। তবে এই সময়ে ভারতের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়া আর উল্লেখযোগ্য কোনো খেলা না থাকায় লাভের পরিমাণ কমে যাওয়াকে স্বাভাবিকই মনে করছে প্রোটিয়ারা।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ আয়োজন করেছে সিএসএ। কিন্তু সেগুলো মূলত লোকসানের সিরিজ হিসেবে বিবেচিত। এর বাইরে ব্রডকাস্ট রাইটস, আইসিসির অনুদান ও ৭টি নতুন স্পন্সর থেকে অর্থ উপার্জন করেছে তারা।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আগামীকাল মাঠে নামছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচের আগে আবারো ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচী অনুযায়ী আজ দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো তাদের। তবে ক্রিকইনফোর খবর অনুযায়ী পাকিস্তান দল এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবে না। সংবাদ সম্মেলনের পরিবর্তে অনুশীলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ নিয়ে টানা দু’বার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান। এর আগে গ্রপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সংবাদ সম্মেলন বর্জন করে সালমান আলি আগার দল। ভারতের বিপক্ষে ম্যাচে করমর্দন বিতর্কের জেরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাইক্রফটকে অপসারণ না করা হলে টুর্নামেন্ট বয়কটেরও হুমকি দিয়েছিল তারা। এরপরই পাকিস্তান দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করে।
এরপর অবশ্য আইসিসির বৈঠকে বিষয়টির সমাধান হয়ে যায়। পাকিস্তানের কোচ, অধিনায়ক, মিডিয়া ম্যানেজার এবং টিম ম্যানেজারের সঙ্গে পাইক্রফটের সাক্ষাৎ হয়। ভারত ম্যাচের টসের সময় করর্মন কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন পাইক্রফট।
এদিকে ভারতও আজকে প্রেস কনফারেন্স করবে না। ওমানের বিপক্ষে গতকাল রাতে ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন ভারতের অধিনায়ক।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল সুপার ফোরের দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এর আগে গ্রপর্বের ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যাবধানে হেরেছিল পাকিস্তান।
অরুন্ধতী রেড্ডির বলে ছক্কা মারার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দিলেন অ্যালানা কিং। ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ নিলেন স্নেহ রানা। ইনিংসের ১৩ বল বাকি থাকলেও নতুন উচ্চতায় যেতে পারল না অস্ট্রেলিয়া। তবে এর আগেই অবশ্য বেথ মুনির ঝড়ে রেকর্ড বই ওলটপালট করেছে তারা।
ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন মুনি। চার নম্বরে নেমে ২৩ চার ও ছক্কায় মাত্র ৭৫ বলে ১৩৮ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার। যার সৌজন্যে অস্ট্রেলিয়া পেয়েছে ৪১২ রানের রেকর্ড সংগ্রহ।
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে আবারও সেই পাইক্রফট |
![]() |
মেয়েদের ওয়ানডে ক্রিকেটে এটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে ৩ উইকেটে ৪১২ রান করেছিল তারা। এবার সেটি ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ৯ বলের মধ্যে শেষের ৩ উইকেট হারানোয় তা সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে ৪১২ রানে অলআউট হয় বিশ্বসেরা দল। মেয়েদের ওয়ানডেতে বিশ্ব রেকর্ড অবশ্য অনেক দূরে। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৪৯১ রান করেছিল নিউ জিল্যান্ড। যা এখনও সর্বোচ্চ রানের রেকর্ড।
ভারতের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ রানের রেকর্ডও নতুন করে লিখেছে অস্ট্রেলিয়া। গত বছর তারাই ভারতের বিপক্ষে করেছিল ৩৭১ রান। এছাড়া আর কোনো দল এখন পর্যন্ত ভারতের বিপক্ষে সাড়ে তিনশ রান করতে পারেনি।
আরও পড়ুন
জাতীয় দলের নির্বাচক প্যানেলে শান্ত-সালমা |
![]() |
অস্ট্রেলিয়ার রেকর্ডের কারিগর মুনি। নিজের চতুর্থ সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ৩১ বছর বয়সী ব্যাটার। ১৩৮ রান করার পথে মাত্র ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার।
মেয়েদের ওয়ানডেতে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৫ বলে একশ করেছিলেন অস্ট্রেলিয়ারই কিংবদন্তি অধিনায়ক মেগ ল্যানিং। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরির রেকর্ড আছে অস্ট্রেলিয়ার আরেক সাবেক অধিনায়ক কারেন রল্টনের।
মুনির রেকর্ডের পাশাপাশি জর্জিয়া ভোল ৬৮ বলে ৮১, অ্যাশলে গার্ডনার ২৪ বলে ৩৯ ও অ্যালিসা হিলি ১৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন।
টসের সময় ভারত-পাকিস্তান অধিনায়কের হাত মেলাতে মানা করার অভিযোগে অভিযুক্ত হওয়া ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটে আবারও একই দায়িত্ব দিয়েছে আয়োজকরা। এশিয়া কাপের সুপার ফোরেও ভারত-পাকিস্তান ম্যাচের রেফারির দায়িত্ব পালন করবেন পাইক্রফট।
যে কোনো খেলায় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, রোমাঞ্চ আর আলোচনা-সমালোচনা। সেই ধারা অব্যাহত এবারের এশিয়া কাপেও। মাঠের লড়াইয়ের বাইরেও এবার বিতর্কে জড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।
গ্রপ পর্বের ম্যাচে টসের সময় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা হাত মেলাননি। পরে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, পাইক্রফটই নাকি দুই অধিনায়ককে হাত মেলাতে বারণ করেছে।
সেই ম্যাচের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাইক্রফটকে এশিয়া কাপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। এমনকি এশিয়া কাপ থেকে পাইক্রফটকে অপসারণ না করা হলে টুর্নামেন্ট বয়কটেরও হুমকি দিয়েছিল পিসিবি।
এরপর পরিস্থিতি আরও জটিল হয়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করে পাকিস্তান। ওই ম্যাচে পাকিস্তান খেলবে কি না সেটা নিয়েও দেখা দেয় শংকা। নির্ধারিত সময়ে পাকিস্তান দল মাঠে না পৌঁছানোয় ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে শুরু হয় খেলা।
শেষ পর্যন্ত ম্যাচ শুরুর ঠিক আগে পাইক্রফটের সঙ্গে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের বৈঠকে সমাধান হয়, যদিও তাতেও নতুন করে বিতর্ক দানা বাধে। এই প্রেক্ষাপটের মাঝেই রোববার ফের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য জানিয়েছেন, দলের ফোকাস শুধুই খেলার উপর।
"আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা শেষ কয়েকটি ম্যাচ বেশ ভালো খেলেছি। সেই ধারা বজায় রাখাই এখন লক্ষ্য। আমরা এক ম্যাচ করে এগোতে চাই। যারা ভালো খেলবে, তারাই জিতবে।"
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ৭ উইকেটের বড় ব্যাবধানে হেরেছিল তারা।