৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এম
এশিয়া কাপের গ্রুপ নির্ধারণের পর হয়তো নিজেদের ভাগ্য দেখে হতাশই হয়েছে হংকং। কারণ 'বি' গ্রুপে তারা পড়েছে টুর্নামেন্টের তিন শিরোপা প্রত্যাশী দল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে। অন্য গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে ওমান আর সংযুক্ত আরব আমিরাত।
কাগজে-কলমে শক্তির বিচারে নিশ্চিতভাবেই তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে হংকং। তবে এতে দমে যেতে চায় না দেশটি। বরং বাংলাদেশ বা আফগানিস্তানের মতো প্রতিপক্ষকে হারানোর বিশ্বাস আছে বলে জানালেন হংকংয়ের অভিজ্ঞ তারকা নিজাকাত খান।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং। এক দিন বিরতি দিয়ে বৃহস্পতিবার তারা খেলবে বাংলাদেশের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর আগে সোমবার শেষ প্রস্তুতি সেরেছে তারা।
আরও পড়ুন
আয়ারল্যান্ড দলে নতুন মুখ কালিৎজ |
![]() |
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ-আফগানিস্তানের মতো দলগুলোকে হারানোর বিশ্বাস থাকার কথা বলেন নিজাকাত।
“আমাদের সেই বিশ্বাস আছে (হারিয়ে দেওয়ার)। ও রকম খেলোয়াড়ও আছে, যারা ম্যাচটা জিতিয়ে দিতে পারে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে। এটা ২–৩ ওভারের ম্যাচ। টি–টোয়েন্টি খুব মজার খেলা। আমাদের দল অনেকটা প্রস্তুত।”
বাংলাদেশকে আগেও হারানোর অভিজ্ঞতা আছে হংকংয়ের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের ঘরের মাঠে হংকংয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন নিজাকাত।
প্রায় ১১ বছর আগেই সেই স্মৃতি এখনও যেন তরতাজা তার মনে।
“সেই ম্যাচটা খুব বিশেষ ছিল, বাংলাদেশকে তাদের মাঠে হারানো বেশ কঠিন কাজ। আমার ম্যাচটা ভালোভাবেই মনে আছে। একটা পর্যায়ে তারা ভালো খেলছিল, কিন্তু আমরা ম্যাচে ফিরে আসি। ওই জয়টা খুব স্মৃতিময় ছিল।”
আরও পড়ুন
এশিয়া কাপ শুরু আজ: প্রথম জয়ের খোঁজে থাকা হংকংয়ের সামনে আফগানরা |
![]() |
এসময় তিনি জানান, টি-টোয়েন্টিতে যে কোনো দলই বড় কিছু করতে পারে।
“টি–টোয়েন্টি ক্রিকেটে কোনো হুমকি নেই। যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন, জিতবেন। শক্তিশালী দলের সঙ্গে খেলছেন না দুর্বল দলের সঙ্গে- এতে কিছু যায় আসে না। অতীতে এমন হয়েছে, আমরাও করেছি। আফগানিস্তানকে হারিয়েছি, বাংলাদেশকেও হারিয়েছি। যদি আমরা প্রথম বল থেকে সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি, আপনি জানেন না কী হবে!”
No posts available.
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৯ পিএম
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৭ পিএম
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৭ পিএম
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:১২ পিএম
পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ঝড়ো ব্যাটিংয়ের জবাব দিতে পারল না বাংলাদেশ। ১৪০ রানের মাঝারি লক্ষ্য ৪ উইকেট হারিয়ে মাত্র ১৪.৪ ওভারে ছুঁয়ে ফেলল শ্রীলঙ্কা।
হংকংকে হারিয়ে ইতিবাচক শুরুর পর দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল বাংলাদেশ। আর বাংলাদেশকে উড়িয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করল টুর্নামেন্টের ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
রান তাড়ায় মাত্র ১৩ রানে ১ উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন নিসাঙ্কা ও মিশারা। ক্যারিয়ারের ১৬তম ফিফটিতে ৩৪ বলে ৫০ রান করেন নিসাঙ্কা। আর ১ রানে জীবন পেয়ে ৪৬ রানে অপরাজিত থাকেন মিশারা।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন শেখ মেহেদি হাসান। কিন্তু তিনিই মিশারার ক্যাচ ছেড়ে শ্রীলঙ্কার কাজ সহজ করে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (তামিম ০, ইমন ০, লিটন ২৮, হৃদয় ৮, মেহেদি ৯, অনিক ৪১*, শামীম ৪২*; থুশারা ৪-১-১৭-১, চামিরা ৪-১-১৭-১, শানাকা ৩-০-২৭-০, পাথিরানা ৪-০-৪২-০, হাসারাঙ্গা ৪-০-২৫-২, আসালাঙ্কা ১-০-৬-০)
শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিসাঙ্কা ৫০, কুশল মেন্ডিস ৩, মিশারা ৪৬*, কুশল পেরেরা ৯, শানাকা ১, আসালাঙ্কা ১০*; শরিফুল ৩-০-২৬-০, মুস্তাফিজ ৩-০-৩৫-১, সাকিব ৩-০-২৩-১, মেহেদি ৪-০-২৯-২, রিশাদ ১-০-১৮-০, শামীম ০.৪-০-৪-০)
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুই দলের সাবেক ক্রিকেটাররা সবসময় নানান মন্তব্য করে সংবাদের শিরোনাম হন। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে লড়াইয়ের আগে কথার লড়াইয়ে ঘায়েল করার প্রবণতা দেখা যায় সাবেকদের মধ্যে।
আগামীকাল এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। ম্যাচের ভারতকে খোঁচা মেরে মহারণের উত্তাপটা খানিকটা বাড়িয়েই দিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
আরও পড়ুন
এলিট আম্পায়ার আমিই শেষ না, আরও আসবে: সৈকত |
![]() |
এশিয়া কাপের ফাইনালে ভারত নাকি পাকিস্তানের সামনে পড়তে চায় না। শোয়েব আখতারের মতে, শিরোপা নির্ধারণীর মঞ্চে পাকিস্তানের পরিবর্তে আফগানিস্তানকে পচ্ছন্দ ভারতের।
সম্প্রতি পাকিস্তানের একটি স্থানীয় ক্রীড়া মাধ্যমে এক সাক্ষাৎকারে আখতার ভারতের আক্রমণাত্মক খেলার ধারা এবং ম্যাচের এই ম্যাচটি ঘিরে চাপ নিয়ে কথা বলেন। পাকিস্তানকে পুরোপুরি প্রস্তুত হয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলার ওপর জোর দেন এই ফাস্ট বোলার।
আরও পড়ুন
ইংলিশ ক্রিকেট ব্যক্তিত্বের বিরুদ্ধে মাদক খাইয়ে নারীকে যৌন নির্যাতনের অভিযোগ |
![]() |
শোয়েবের কাছে জানতে চাওয়া হয় পাকিস্তানের বিপক্ষে কেমন ক্রিকেট খেলবে ভারত। জবাব তিনি বলেন,
‘ ব্যাপারটা খুবই স্পষ্ট, তারা আপনার ওপর পূর্ণ আধিপত্য রেখে খেলবে চাইবে এবং আপনাকে পুরো ধসিয়ে দেওয়ার জন্যই খেলবে।’
গ্রুপ পর্বের বাধা পেরোলে সুপার ফোরে ফের পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সেখানে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রত্যক দল তিনটি করে ম্যাচ খেলবে। এই পর্ব চূড়ান্ত হবে কোন দুটি দল ফাইনাল খেলবে। শোয়েব আখতার মনে করেন পাকিস্তানের পরিবর্তে ভারত আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে পচ্ছন্দ করবে।
আরও পড়ুন
আজই কি তাহলে সাকিবকে ছাড়িয়ে রানের ‘রাজা’ হবেন লিটন |
![]() |
‘যদি শক্ত বার্তা দেওয়ার কথা আসে, তাহলে ভারত ফাইনালে পাকিস্তানকে নয়, আফগানিস্তানকেই প্রতিপক্ষ হিসেবে চাইবে।’
সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে ফেভারিট তকমা নিয়েই মাঠে নামে ভারত। তবে শোয়েব সালমান আলি আগাদের সুযোগ দেখছেন। তার জন্য ভালো শুরুর বিকল্প নেই বলেই মনে করেন তিনি।
‘একটা বিষয় নিশ্চিত, পাকিস্তানের সুযোগ রয়েছে। যদি তারা (ভারত) শুরুতে দ্রুত উইকেট না হারায় এবং মোমেন্টাম ধরে রাখে। বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াও তারা চাপ সৃষ্টি করতে পারে এবং সত্যিকার অর্থেই জেতার সুযোগ তৈরি করবে। তাতে পাকিস্তানের ভালো শুরু করাটাই হবে আসল চাবিকাঠি।’
ক্রিকেটে আম্পায়ারিংয়ের জগতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ জায়গায় এখন শরফুদৌল্লাহ ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলে দেশের একমাত্র সদস্য তিনি। দেশসেরা এই আম্পায়ারের বিশ্বাস, সামনে আরও এলিট আম্পায়ার আসবে বাংলাদেশ থেকে।
বাংলাদেশের আম্পায়ারদের মান বাড়াতে ও তাদেরকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্য নিয়ে শনিবার যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত আম্পায়ার সাইমন টফেল। দুই বছরের চুক্তিতে বাঙ্গাদেশের আম্পায়ার, ম্যাচ রেফারিসহ সকল ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কাজ করবেন টফেল।
আরও পড়ুন
ইংলিশ ক্রিকেট ব্যক্তিত্বের বিরুদ্ধে মাদক খাইয়ে নারীকে যৌন নির্যাতনের অভিযোগ |
![]() |
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সংবাদ সম্মেলনে তার কাজের ব্যাপারে ধারণা দেন বিসিবির আম্পায়ার কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। এসময় তাদের সঙ্গেই ছিলেন দেশের সেরা আম্পায়ার সৈকত।
মিঠুর আশা, এই দুই বছরে টফেলের সঙ্গে থেকে আম্পায়ারদের প্রশিক্ষিত করার কার্যক্রম শিখে নেবেন সৈকতও। আর সংবাদ সম্মেলনে সৈকত বলেছেন, টফেলের এডুকেশন প্রোগ্রাম থেকে ভালো মানের আম্পায়ার পাবে বাংলাদেশ।
“অনেকে জানেন কি না জানি না, আমার যে প্রথম দুই ওয়ানডে ছিল, সেখানে ডেব্যু হয়েছে সাইমন টফেলের সঙ্গে। আমি সবসময় বলে এসেছি, আই এম অ্যা বিগ এডমায়ারার অফ হিম।”
আরও পড়ুন
আজই কি তাহলে সাকিবকে ছাড়িয়ে রানের ‘রাজা’ হবেন লিটন |
![]() |
“তিনি শুধু একজন আম্পায়ারই ছিলেন না, অনেক বছর ধরেই আম্পায়ারদের এডুকেশন নিয়ে কাজ করছেন। আমরা সম্প্রতি আম্পায়ারিংয়ে বেশ ভালো করছি। আশা করছি সাইমনের সঙ্গে আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা আরও বেশি এলিট আম্পায়ার পাব এ আশা করছি।”
আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র সদস্য এখন সৈকত। এছাড়া আন্তর্জাতিক প্যানেলে আছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল আরও বেশ কয়েকজন আম্পায়ার। সৈকতের বিশ্বাস, সময় দিলে বাংলাদেশ থেকেও আরও এলিট প্যানেল আম্পায়ার পাওয়া যাবে।
“একজন এলিট আম্পায়ার তৈরির জন্য অনেক সময় লাগে, শর্ট কাটের জায়গা না। রেজিলিইয়েন্স, ডিটারমিনেশন, এগুলো লাগে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমাদের মাইন্ডসেট চেইঞ্জ করা। রেসপেক্টের যে জায়গাটা, আম্পায়ারদের প্রতি এটা একটু কম আছে।”
আরও পড়ুন
গাজার পক্ষে সব সময় প্রতিবাদ করে যাবেন খাজা |
![]() |
“আমরা একটু ক্রিকেটার অরিয়েন্টেড নেশন। এখন ক্রিকেট বোর্ডের যে কর্মকান্ড দেখছি, তাতে মনে হচ্ছে এই দিকেও উন্নতি আসবে। আমাদের স্বপ্ন দেখতে হবে। একজনই তো শেষ নয়। আই এম নট দ্য লাস্ট ওয়ান টু বি এন এলিট প্যানেল আম্পায়ার। আরও অনেক এলিট প্যানেল আম্পায়ার আসবে।”
আরও বেশি এলিট প্যানেল আম্পায়ার পেতে করণীয় কী, সেটিও বললেন সৈকত।
“যখন আমরা দল হিসেবে কাজ করব, স্ট্রাকচার থাকবে, এডুকেশন থাকবে, তখন আরও অনেক এলিট প্যানেল আম্পায়ার আসবে। সিস্টেমটা যদি দাঁড়িয়ে যায়, তাহলে ফিউচারে আমরা আরও অনেক এলিট আম্পায়ার পাব।”
ইংল্যান্ড ক্রিকেটের এক পরিচিত ব্যক্তিত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দুই নারীকে পানীয়তে মাদক মিশিয়ে অচেতন করা ও তাদের মধ্যে একজনকে যৌন নিপীড়নের শিকার করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, চল্লিশ বছরের আশপাশে থাকা ওই ব্যক্তিকে গত ৫ জুন স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ জিজ্ঞাসাবাদ করে। অভিযোগে বলা হয়েছে, ২২ মে লন্ডনের সাউথ-ওয়েস্টে ফুলহাম-সংলগ্ন পারসন্স গ্রিন এলাকার একটি পাবে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন
আজই কি তাহলে সাকিবকে ছাড়িয়ে রানের ‘রাজা’ হবেন লিটন |
![]() |
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক বিবৃতিতে ঘটনার ব্যাপারে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
“আমরা বর্তমানে দুই নারীর পানীয়তে মাদক মেশানো ও এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত করছি। একজন চল্লিশোর্ধ্ব পুরুষকে ৫ জুন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলমান আছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তদন্ত চলমান থাকায় কারও নাম প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন
গাজার পক্ষে সব সময় প্রতিবাদ করে যাবেন খাজা |
![]() |
ইংল্যান্ড ক্রিকেটের শৃঙ্খলাবিষয়ক স্বতন্ত্র সংস্থা
‘ক্রিকেট রেগুলেটর’ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস হাওয়ার্ড বলেন, ‘খেলাধুলা থেকে যৌন অসদাচরণ দূর করা এখন আমাদের অগ্রাধিকার।’
এক বছরে যৌন অসদাচরণের ঘটনায় দুটি মামলায় ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। গত আগস্টে এক কোচকে কিশোরী নারী কর্মীদের উদ্দেশে ‘অশোভন ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি’ পাঠানোর অভিযোগে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়।
এর আগে গত নভেম্বরে আরেক কোচকে প্রি-সিজন ট্যুরে ‘অশোভন আচরণের’ দায়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন লিটন কুমার দাস। বিশেষ করে টি-টোয়েন্টিতে- নিজের শেষ চার ইনিংসে তিন ফিফটি। নিজেদের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি, সেই ছন্দ টেনে এনেছেন এশিয়া কাপেও। হংকংয়ের বিপক্ষে খেলেছেন ৫৯ রানে দারুণ এক ইনিংস।
হংকং ম্যাচে লিটন হয়ে যান টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার রাজা। পাশাপাশি এই সংস্করণে রান সংগ্রাহকের তালিকায় ছাড়িয়ে যান মাহমুউল্লাহ রিয়াদকে। এই স্টাইলিশ ব্যাটার এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। লিটনের ওপরে শুধুই সাকিব আল হাসান।
আরও পড়ুন
ভারত-পাকিস্তানের লড়াইয়ের ভেতর পাঁচ লড়াই |
![]() |
লিটনের নামের পাশে ১০৯ ইনিংসে এখন ২৪৯৬ রান। আজ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লিটনের সামনে এবার সুযোগ সাকিবকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানের রাজা হওয়ার। সাকিবের ১২৭ ইনিংসে ২৫৫১ রান।
সাকিবকে ছাড়িয়ে যেতে লিটনের প্রয়োজন আর ৫৫ রান। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও ৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে তাদের বোলারদের সম্পর্কে ভালো ধারনাও আছে তাঁর।
এর আগে নেদারল্যান্ডস সিরিজে সাকিবকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডও গড়েন ৩০ বছর বয়সী লিটন। এশিয়া কাপে সেমিফাইনালের পথ মসৃণ করতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে বাংলাদেশের। আর অধিনায়ক লিটন দাসকে হতে হবে- ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।