২৯ ডিসেম্বর ২০২৫, ৪:৩০ পিএম

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রেকর্ড গড়ে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে এবার দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার যদি ১৮ কোটি রুপিও পেতেন, সেটিও অবাক হওয়ার ছিল না মনে করেন তাসকিন আহমেদ।
আইপিএলের নিলামে এবার তিন দলের কাড়াকাড়ির পর মোস্তাফিজকে বিশাল অঙ্কে (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকার বেশি) কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে তার এই মূল্য দেখে একদমই অবাক হননি তাসকিন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে খেলতে ঢাকা ক্যাপিটালসে যোগ দেওয়ার পর সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের তারকা পেসার বললেন, মোস্তাফিজের এটি প্রাপ্যই ছিল।
“এটা তো দৃশ্যমান (বাংলাদেশি পেসারদের কদর বাড়ছে)। আসলে ফিজ বিশ্ব ক্রিকেটে অনেক পরীক্ষিত ও প্রমাণিত একজন প্লেয়ার। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিও পেত, অবাক হওয়ার কিছু হতো না। কারণ ও ডিজার্ভিং একটা ক্রিকেটার।”
আরও পড়ুন
| ধারাবাহিক বোলিংয়ে এবার রিশাদের ২ উইকেট |
|
“ও প্রমাণিত এবং আইপিএলেও অনেক ম্যাচ খেলছে, ভালো করে দেখিয়েছে। আইএল-এ তো দুর্দান্ত খেলেছে। এটা আমার কাছে সারপ্রাইজিং না। আমি মনে করি, ফিজ আরও বেশি ডিজার্ভ করে। তো আশা করছি, এভাবে যদি হতে থাকে আমাদের সব ক্রিকেটারেরই কদর বাড়বে ইনশাআল্লাহ।”
এত দিন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন তাসকিন, মোস্তাফিজ। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ৬ ইনিংসে ৯ উইকেট নিয়েছেন তাসকিন। আর দুবাই ক্যাপিটালসের জার্সিতে মোস্তাফিজের শিকার ৮ ইনিংসে ১৫ উইকেট।
ওই টুর্নামেন্টের পারফরম্যান্সে খুশি তাসকিন। এরপর এবার বিপিএল খেলে আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া বিশ্বকাপের জন্য যথাযথ প্রস্তুতি হয়ে যাবে মনে করেন অভিজ্ঞ এই পেসার।
“আসলে ভালোর শেষ নেই। (আইএল টি২০তে) যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি প্রথমবার আইএল খেললাম। আমরা তিনজন বাংলাদেশি ছিলাম। রিশাদও বিগ ব্যাশ খেলছে। আমাদের জন্য ভালো অভিজ্ঞতা হচ্ছে।”
“ফিজও মাশাআল্লাহ অনেক ভালো করছে। আমি হয়তো মোটামুটি ভালো করেছি। রিশাদও ভালো করছে। এটা অবশ্যই ভবিষ্যতে... আমাদের বিপিএল আছে, এটাও খেলার পর বিশ্বকাপে যখন যাব, আমাদের একটা ভালো প্রস্তুতি হচ্ছে।”
No posts available.
৩০ ডিসেম্বর ২০২৫, ১:১৪ পিএম
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এম
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ এম
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সব খেলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দুপুরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) পক্ষ থেকে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১ জানুয়ারি পর্যন্ত তিন দিনে মোট ৯টি ম্যাচ হওয়ার কথা ছিল।
তবে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ৩০ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির সব ম্যাচ স্থগিত করা হয়েছে। এই ম্যাচগুলোর নতুন সূচি যথাসময়ে জানিয়ে দেবে সিসিডিএম।
স্থগিত হয়েছে যেসব ম্যাচ
৩০ ডিসেম্বর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব - শেখ জামাল ক্রিকেটার্স
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব - ট্রাই স্টেট ক্রিকেটার্স
উত্তরা ক্রিকেট ক্লাব - বিকেএসপি
৩১ ডিসেম্বর
বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব - লালমাটিয়া ক্লাব
ধানমন্ডি স্পোর্টস ক্লাব - ঢাকা ইউনাইটেড
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব - বারিধারা ড্যাজলার্স
০১ জানুয়ারি
শাইনপুকুর ক্রিকেট ক্লাব - উত্তরা ক্রিকেট ক্লাব
শেখ জামাল ক্রিকেটার্স - ট্রাই স্টেট ক্রিকেটার্স
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব - বিকেএসপি

কিংবদন্তি ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি বিখ্যাত ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ নিলামে উঠছে। এই ক্যাপটি ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার এস. ডব্লিউ. সোহোনিকে উপহার দিয়েছিলেন ব্র্যাডম্যান। গত ৭৫ বছরেরও বেশি সময় ধরে এটি সোহোনি পরিবারের কাছেই সংরক্ষিত ছিল।
লয়েডস অকশনস-এ আগামী বছরের ৬ জানুয়ারিতে ১ ডলার থেকে শুরু হবে নিলাম। ব্র্যাডম্যানের এই ক্যাপের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে লয়েডস অকশনসের লি হ্যামস বলেন, ‘এই ক্যাপ ক্রিকেট ইতিহাসের একটি সত্যিকারের মূল্যবান অংশ যা ব্যক্তিগতভাবে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান উপহার দিয়েছেন।’ ‘দ্যা ডন’ হিসেবে পরিচিত ব্র্যাডম্যানের এই ব্যাগি গ্রিন এর আগে কখনও বিক্রির জন্য তোলা হয়নি বা পরিবারের বাইরে কোথাও প্রদর্শন করা হয়নি।
১৯৪৭-৪৮ সালে ভারতের বিপক্ষে সিরিজের সময় এই ক্যাপটি ব্যবহৃত হয়েছিল। প্রকাশ্য নিলামে উঠতে যাওয়া এই ব্যাগি গ্রিন নিয়ে ইতোমধ্যে ব্যক্তিগত সংগ্রাহক, জাদুঘর, প্রতিষ্ঠান এবং ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা হিসেবে সমাদৃত ব্র্যাডম্যান ১৯২৮ থেকে ১৯৪৯ সালের মধ্যে মাত্র ৫২টি টেস্ট ম্যাচে ২৯টি সেঞ্চুরি করেছেন। ১৯৪৮ সালে ব্র্যাডম্যান যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তখন তাঁর ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্যমতে, ১৯২৮ সালে অভিষেকের মৌসুমে ব্র্যাডম্যানের পরা প্রথম ব্যাগি গ্রিন ক্যাপটি ২০২০ সালে সাড়ে চার লাখ ডলারে বিক্রি হয়েছিল।
তবে এখন পর্যন্ত ব্যাগি গ্রিন ক্যাপের জন্য সর্বোচ্চ মূল্যের রেকর্ড শেন ওয়ার্নের দখলে। ২০১৯-২০ সালের ভয়াবহ দাবানলে জরুরি পরিষেবাগুলোর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই লেগ স্পিনারের ক্যাপটি ১০ লাখ ৭ হাজার ৫০০ ডলারে কমনওয়েলথ ব্যাংক কিনে নিয়েছিল। অবশ্য ওয়ার্ন তার পুরো ক্যারিয়ারে কেবল ওই একটিই ক্যাপ ব্যবহার করেছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত করা হয়েছে বিপিএলের মঙ্গলবারের দুই ম্যাচ।
সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকালে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ভিন্ন দুই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। তবে উদ্ভুত পরিস্থিতিতে ম্যাচ দুইটি আজ হবে না।
পরিবর্তিত সূচিতে কবে ও কোথায় হবে ম্যাচ দুটি, তা জানিয়ে দেবে বিসিবি।

বিপিএলে উদ্বোধনী ম্যাচে চার-ছক্কার প্রদর্শনীতে পয়সা উশুল হয়েছে দর্শকদের। দ্বিতীয় ম্যাচ থেকেই পেসারদের দাপট। তা অব্যাহত ৮ম ম্যাচ পর্যন্ত। কনকনে ঠান্ডা আবহাওয়া পেলে যে পেসাররা নিতে পারে এডভানটেজ, তা জানিয়ে দিতে সোমবারের দুটি ম্যাচের স্কোর শিটই যথেষ্ট। সিলেটে একদিনে ২টি ম্যাচের দুটিই লো স্কোরিং। প্রথম ম্যাচে পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ (৫/১৭)-মোস্তাফিজের (২/১২) তোপে চট্টগ্রাম রয়্যালস থেমেছে ১০২/১০-এ। দ্বিতীয় ম্যাচে সেখানে রিপন মন্ডলের তোপে (৪/১৩) নোয়াখালী থেমেছে ১২৪/৮-এ। দুটি ম্যাচেই রান তাড়া করে বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স-রাজশাহী ওরিয়র্স।
গত মাসে দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে কী দুর্দাান্ত পারফর্মই না করেছেন রিপন মন্ডল। ৫ ম্যাচে ১১ উইকেট পেয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী ২২ বছর বয়সী বাংলাদেশ 'এ' দলের এই পেসার। ডেথ ওভারে বলে-কয়ে একটার পর একটা ইয়র্কার দিয়ে কাঁপিয়ে দিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের। বিপিএলেও চেনারূপে হাজির রিপন মন্ডল। প্রথম দুই ম্যাচ সাইডলাইনে ছিলেন, তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়েই রাজশাহী ওরিয়র্স ফ্রাঞ্চাইজিদের দিয়েছেন আস্থার প্রতিদান।
সোমবার রাতে রিপন মন্ডল শো (৪-০-১৩-৪) দেখেছে সিলেটের দর্শক। টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিংয়ের রাতে ২৪টি ডেলিভারির মধ্যে ১৮টি দিয়েছেন ডট। রিপন মন্ডলের দ্বিতীয় স্পেলটি ছিল বলার মতো ( ২-০-৮-৩)। এদিন ইয়র্কারে নয়, শর্ট বলে তিনটি উইকেট শিকার করেছেন রিপন মন্ডল। তিনটিই লং অনে ক্যাচ।রিপন মন্ডল তোপে শেষ পাওয়ার প্লে-কে কাজে লাগাতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। ৩ উইকেট হারিয়ে এই পর্বে যোগ হয়েছে মাত্র ২৪ রান।
রিপন মন্ডলকে দারুণ সাপোর্ট দিয়েছেন রাজশাহী ওরিয়র্সের তানজিম হাসান সাকিব (২/৩১) এবং বিনুরু ফার্নান্ডো (১/২৩)। পেস আতঙ্কে ১২০ ডেলিভারির মোকাবেলায় ৬০টি ডট করেছেন নোয়াখালী এক্সপ্রেস ব্যাটাররা। নোয়াখালীর স্কোরশিটের চেহারা যখন ৯৮/৫, তখন চ্যালেঞ্জিং স্কোরের সম্ভাবনা দেখেছে সবাই। তবে তানজিম হাসান সাকিব-রিপন মন্ডলের ২টি ওভারে এলোমেলো হয়েছে নোয়াখালী। মাত্র ৩ রানে হারিয়েছে তারা ৩ উইকেট।
লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য তাড়াহুড়ো ছিল না রাজশাহী ওরিয়র্সের। ব্যাটিং পাওয়ার প্লে-তে ৫৪/১ স্কোরে বড় জয়ের পথে ধাবিত রাজশাহীকে জয়ের কক্ষপথে ফিরিয়েছেন শান্ত-মুশফিক। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৮ বলে তাঁরা যোগ করেছেন ৬৫ রান। রেজাউর রহমান রাজার শর্ট বলে আপার কাট করতে যেয়ে থার্ডম্যানে ক্যাচ দিয়ে থেমেছেন শান্ত (২০ বলে ২ চার, ১ ছক্কায় ২৪)। মুশফিকুর রহিম ৩০ বলে ১ ছক্কায় ২৮ এবং ইয়াসির আলী রাব্বী ২৬ বলে ১ চার, ১ ছক্কায় ২৩ রানে ছিলেন অপরাজিত। ১৩ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে পয়েন্ট তালিকায় এখন শীর্ষে রাজশাহী ওরিয়র্স (৩ ম্যাচে ৪ পয়েন্ট)। অন্যদিকে হারের বৃত্তে নোয়াখালী (৩ ম্যাচে ০ পয়েন্ট)। এমন হারের ম্যাচেও নোয়াখালী পেসার হাসান মাহমুদ করেছেন দারুণ বোলিং (৪-০-১৯-২)।২৪টি ডেলিভারির মধ্যে ১৫টি দিয়েছেন ডট।

পঞ্চাশ ওভারের লিস্ট 'এ' ক্রিকেটে সবচেয়ে বেশি রান খরচের বিব্রতকর বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার আমান খান। ১০ ওভারে ১২৩ রান দিয়ে রেকর্ডটি নিজের করে নিলেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
ভারতের বিজয় হাজারে ট্রফির ম্যাচে সোমবার এই রেকর্ডে নিজের নাম তোলেন পন্ডিচেরির অধিনায়ক আমান। আহমেদাবাদে ঝাড়খণ্ডের বিপক্ষে ম্যাচে ১০ ওভারে ১২৩ রানের এই স্পেলটি করেন তিনি। লিস্ট 'এ' ক্রিকেটে এটিই সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।
লিস্ট 'এ' ক্রিকেটে সবচেয়ে বেশি রান খরচের আগের রেকর্ডটিও চলতি বিজয় হাজারে ট্রফিতে হয়েছে। গত ২৪ ডিসেম্বর বিহারের বিপক্ষে ৯ ওভারে ১১৬ রান দিয়েছিলেন মিবোম মসু। পুরো ১০ ওভার করলে হয়তো আমানের চেয়েও বেশি রান দিতেন তিনি।
আন্তর্জাতিক ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের রেকর্ডটি বাস ডে লেডের। ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে ১১৫ রান দিয়েছিলেন নেদারল্যান্ডসের পেস অলরাউন্ডার। লিস্ট 'এ' রেকর্ডে তাকে মুক্তি দিয়েছিলেন মসু। আর মসুকেও ছাড়িয়ে গেলেন আমান।
২০২১ সালে স্বরাষ্ট্র দলের হয়ে লিস্ট 'এ' অভিষেক হয়েছিল আমানের। পরে পন্ডিচেরিতে চলে যান তিনি। ২০২৬ সালের আইপিএল নিলামে ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এর আগে ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্স ও ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন আমান।