৩১ আগস্ট ২০২৫, ৮:৩৭ এম
বল হাতে ২ উইকেট আর ব্যাটিংয়ে ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস। স্বপ্নের মতো এক ম্যাচ খেলেছেন সাইফ হাসান। দুর্দান্ত কামব্যাক হয়তো একেই বলে। তবে এটুকুতেই থামতে চান না সাইফ। বরং দৃপ্ত কণ্ঠে বললেন, এখন মাত্র শুরু হয়েছে। ভালোর কোনো শেষ নেই তার।
২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় সাইফের। দুটি ম্যাচ খেলে সেবার বাদ পড়ে যান দল থেকে।
পরে ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে তিনটি ম্যাচ অবশ্য খেলেন সাইফ। ম্যাচগুলোর আন্তর্জাতিক মর্যাদাও ছিল। তবে একই সময়ে ওয়ানডে বিশ্বকাপ চলায়, ওই আসরে কোনো দেশ তাদের মূল দল পাঠায়নি। তাই আসলে জাতীয় দলে ফেরার স্বাদ তখনও পাওয়া হয়নি সাইফের।
অবশেষে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে আবার টি-টোয়েন্টি দলে ফিরলেন ২৬ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার। আর ফেরার ম্যাচটি তিনি রাঙালেন দুর্দান্ত পারফরম্যান্সে।
দশম ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলে হজম করেন বাউন্ডারি। তবে ঘুরে দাঁড়াতে একদম সময় নেননি সাইফ। এক বলই তিনি ফিরিয়ে দেন স্কট এডওয়ার্ডসকে। ওভারের শেষ বলে তার শিকার তেজা নিদামানুরু।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের ১ হাজার ৩৮০ দিন পর প্রথম উইকেটের স্বাদ পান সাইফ। এর আগে খেলা পাঁচ ম্যাচে কোনো উইকেট ছিল না তার। ম্যাচের বাকি সময়ে আরও এক ওভার করলেও উইকেট পাননি তিনি।
চমৎকার বোলিংয়ের পর ব্যাট হাতেও ঝড় তোলেন অভিজ্ঞ ব্যাটার। চার নম্বরে নেমে ১ চারের সঙ্গে ৩টি বিশাল ছক্কা মেরে খেলেন ১৯ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস। তার টানা দুই ছক্কায়ই ম্যাচ জিতে যায় বাংলাদেশ।
এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরস্কারে সাইফও ছিলেন সমান প্রতিদ্বন্দ্বী। তবে সেটি শেষ পর্যন্ত জিতেছেন ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদ। ম্যাচ সেরা না হলেও দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে তৃপ্ত সাইফ।
ম্যাচ শেষে টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাইফ বলেছেন, সামনে আরও ভালো পারফরম্যান্সের চেষ্টা থাকবে তার।
“অনেক দিন পর কামব্যাক হয়েছে। সুযোগটা পেয়েছি আল্লাহর রহমতে। সবই আল্লাহর ইচ্ছা। কষ্ট করলে অবশ্যই ফল পাওয়া যায়। ইনশাআল্লাহ্ সামনে আরও ভালো খেলার চেষ্টা করব।”
“ভালোর তো শেষ নেই। কেবল তো শুরু। মাত্র (দলে) আসা হলো। সবই আল্লাহর ইচ্ছা। চেষ্টা করব আরও হার্ডওয়ার্ক করতে, প্রক্রিয়াটা ধরে রাখতে। ফল আপনাআপনিই চলে আসবে।”
সাইফকে স্কোয়াডে ফেরানোর সময়ই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, দলের প্রয়োজনের সময় ২-৩ ওভার বোলিং করতে পারবেন সাইফ। তাই মিডল অর্ডারের পাশাপাশি কার্যকর অফ স্পিনার হিসেবেও বিবেচিত হয়েছেন তিনি।
লিটন কুমার দাসও জানেন সাইফের বোলিং সামর্থ্য সম্পর্কে। তাই শিশিরের কারণে রিশাদ হোসেনের বোলিং করতে সমস্যা হওয়ায় দশম ওভারে সাইফকে আক্রমণে আনেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে লিটন নিজেই জানান সেই কথা।
“রিশাদ যখন বোলিংয়ে এলো, ততক্ষণে মাঠে শিশির পড়ে গেছে। তখন আমার মনে হয়েছে যে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে রিশাদের। তাই আমি সাইফকে এনেছি যেখতে যে সে কেমন বোলিং করে।”
অধিনায়কের দেখতে চাওয়া দারুণভাবে কাজে লাগান সাইফ। রিশাদের চার ওভারের মধ্যে দুই ওভারে করে দেন তিনি। যেখানে ১৮ রান খরচ করে নেন ২ উইকেট। তার মতে, বিপিএল ও জিএসএল খেলে বোলিংয়ের জন্য প্রস্তুত ছিলেন তিনি।
“আমি তৈরি ছিলাম। গত দুই বছর বিপিএল খেলেছি, জিএসএল (গ্লোবাল সুপার লিগ) খেলেছি। সেখানে বোলিংটা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এমনিতে বোলিং নিয়েও আলাদাভাবে কাজ করেছি। তবে অবশ্যই ম্যাচের বোলিং তো আলাদা। আমার রোল পরিষ্কার ছিল। যখনই ব্যাটিং বা বোলিংয়ে আসা হবে, চেষ্টা থাকবে দলের জন্য অবদান রাখার।”
পরে সাইফ যখন ব্যাটিংয়ে নামেন তখন জয় হাতের নাগালেই ছিল বাংলাদেশের। ৬৫ বলে প্রয়োজন ছিল মাত্র ৪৫ রান। চার নম্বরে নেমে এর মধ্যে ৩৬ রান একাই করেন সাইফ। যেটি তার ক্যারিয়ারের সেরা ইনিংস। আগের পাঁচ ম্যাচ মিলিয়ে করেছিলেন মাত্র ৫২ রান।
বিধ্বংসী ব্যাটিং করার পথে অধিনায়কের সঙ্গে ২৬ বলে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাইফ। পরে ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে লিটনের কাছ থেকে সাহস পাওয়ার কথা জানান তিনি।
“লিটন ভাই অনেক সাপোর্ট করছিলেন। বলছিলেন সময় নিতে। শুরুর দিকে অবশ্যই অনেক নার্ভ কাজ করে। তখন লিটন ভাই সাপোর্ট দিচ্ছিলেন। বলছিলেন যে, এক-দুইটা বল খেললে বুঝতে পারব। তো এরকম সাপোর্ট পেলে আরও ভালো খেলার চেষ্টা করব।”
No posts available.
১ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৪ পিএম
১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৩ পিএম
সম্মানীর অঙ্ক নিয়ে দর কষাকষির পর এক বছর কমিয়ে সাইমন টফেলের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেটের ম্যাচ রেফারি ও ম্যাচ আম্পায়ারদের নিয়ে কাজ করবেন বিশ্বখ্যাত এই আম্পায়ার।
সিলেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের ২১তম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সভার পর সংবাদ সম্মেলনে এসে এই খবর জানিয়েছেন বিসিবি পরিচালক ও সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিম।
“বাংলাদেশের ম্যাচ রেফারি, ম্যাচ আম্পায়ার তথা ম্যাচ অফিসিয়ালস সংক্রান্ত যে বিভাগটা আছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা সাইমন টফেলকে দেখতে পাব। দুই বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে। এই দুই বছরে ম্যাচ অফিসিয়ালদের যত বিভাগ আছে, সেখানে তিনি কাজ করবেন।”
প্রাথমিকভাবে সাইমন টফেলের সঙ্গে তিন বছরের চুক্তি করতে চেয়েছিল বিসিবি। তিন বছরের জন্য ৬ লাখ ৮৫ হাজার ডলার সম্মানী দাবি করেছিলেন টফেল। এছাড়া আবাসন, স্থানীয় যোগাযোগ ও অন্যান্য খরচও বিসিবিকে বহন করার কথা বলেছিলেন তিনি।
তবে এত উচ্চ সম্মানীতে তাকে আনতে রাজি ছিল না বিসিবি। তাই পুনর্বিবেচনা করে টাকার অঙ্ক কিছুটা কমিয়ে নতুন সম্মানী প্রস্তাব করা হয়। সেটি অবশ্য খোলাসা করেনি বিসিবি। তবে দুই পক্ষের সমঝোতা যে হয়েছে, তা দুই বছরের নতুন চুক্তিতেই স্পষ্ট।
বিসিবির আশা, দুই বছরের এই চুক্তিতে সাইমন টফেলের সঙ্গে কাজ করার মাধ্যমে বাংলাদেশের স্থানীয় ব্যক্তিরাই যোগ্য হয়ে উঠবেন। যাতে করে, সাইমন টফেল চলে গেলেও, একই কার্যক্রম অব্যাহত রাখতে পারে বিসিবি।
“আম্পায়ারদের এসেসমেন্ট, মূল্যায়ন, গ্রেডিং করবেন সাইমন টফেল। পাশাপাশি স্থানীয় কিছু টেকনিক্যাল লোকজনকে পাশে রাখবেন, যারা একসময় তার কাছ থেকে কাজটা বুঝে নেবে। আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ংসম্পূর্ণ হবো। পরে সাইমন টফেল যখন থাকবে না, তখনও তার এই কাজ চলমান থাকবে আমাদের নিজস্ব রিসোর্সের মাধ্যমে।”
দীর্ঘ দিন ধরে নানান আলোচনার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আইএমজি-কেই বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন বছরের চুক্তি করা হয়েছে প্রতিষ্ঠানটির সঙ্গে।
সিলেটে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির দিন দুপুরে বোর্ড সভায় বসেন বিসিবি পরিচালকরা। বোর্ডের এই ২১তম সাধারণ সভার পর এসেছে আইএমজিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত।
সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিসিবি সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন এই খবর।
“বিপিএলের স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট ফার্ম হিসেবে আইএমজিকে ঠিক করা হয়েছে। আইএমজি অন্যতম সেরা মার্কেটিং ফার্ম। আমরা জানি বিপিএলের কী অবস্থা এখন। বিপিএলের মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম এটি।”
“আমরা জানি, আইএমজি একটি খ্যাতিমান কনসালটেন্সি ফার্ম। আমরা আশা করছি, বিপিএল আয়োজনে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে।”
পরে আরেক প্রশ্নের জবাবে আইএমজিকে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়ার কথা বলেন ফাহিম।
বিপিএলের পরামর্শক প্রতিষ্ঠান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল পাঁচটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান। সেখান থেকে দীর্ঘ প্রক্রিয়া শেষে আইএমজিকে বেছে নিয়েছে বিসিবি।
ফিফা, অলিম্পিক, এএফপি টেনিস, মেজর লিগ সকার, মোটো জিপি, এনবিএ (বাস্কেটবল), ইউএস ওপেন, উইম্বলডন, রাগবি, লা লিগা, কোপা আমেরিকাসহ বিশ্বের অনেক বড় বড় আসরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আইএমজির।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন ইংল্যান্ড দলে। তবে আচমকাই অনির্দিষ্টকালের জন্য লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন পেসার জেমি ওভারটন। ফলে বছরের শেষের দিকে অ্যাশেজ সিরিজ থেকেও কার্যত ছিটকে গেছেন তিনি।
৩১ বছর বয়সী ওভারটন গত জুলাইয়ে ওভালে ভারতের বিপক্ষে নিজের সবশেষ টেস্ট খেলেন। ওই ম্যাচে তিনি দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নেন। ডানহাতি এই পেসার আগের টেস্টটি খেলেছিলেন ২০২২ সালে।
ইংল্যান্ডের টেস্ট দলে ওভারটন নিয়মিত না হলেও ক্রিস ওকসের দীর্ঘমেয়াদী চোটের সাথে ওভারটনের ৯০ মাইল গতিতে বল করতে পারার ক্ষমতার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচকরা তাকে অ্যাশেজ স্কোয়াডে রাখার ব্যাপারে প্রায় নিশ্চিত ছিলেন। তবে ওভারটন নিজেই সেই পথ বন্ধ করে দিলেন এখন।
দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওভারটন জানিয়েছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শারীরিক ও মানসিকভাবে সব ফরম্যাটে শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলাটা তার পক্ষে আর সম্ভব নয়। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর আকস্মিক সিদ্ধান্তের মূল কারণ এটাই।
তবে অ্যাশেজ সিরিজের সময় অস্ট্রেলিয়াতেই থাকবেন ওভারটন। বিগ ব্যাশ লিগে অংশ নিবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। এই দলটির হয়েই তিনি গত দুই মৌসুম খেলেছেন। সবশেষ আসরে ১১ উইকেট ও ৯৫.৫০ গড়ে ১৯১ রান করে দলের ‘এমভিপি’ নির্বাচিত হন তিনি।
ওভারটন বর্তমানে ইংল্যান্ডের সাদা বলের স্কোয়াডের সাথে আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের সময় নির্ধারিত হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহেই হবে বোর্ড পরিচালক নির্বাচনের ভোট। তবে নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
সিলেটে বিসিবি বোর্ড পরিচালকদের ২১তম সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সভা শেষে সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিম।
“অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট তারিখ নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারব। তবে নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে হবে। এটাই নির্বাচন সম্পর্কিত তথ্য।”
তবে নির্বাচন কমিশন এখনও গঠিত হয়নি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের তত্ত্বাবধানে খুব দ্রুত তিন সদস্যের কমিশন গঠন করা হবে বললেন ফাহিম।
“নির্বাচন কমিশন এখনও গঠিত হয়নি। এটা প্রেসিডেন্টের ওপর ছাড়া হয়েছে নাম প্রস্তাব করার জন্য। তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে। এটা আমরা হয়তো দুই-এক দিনের মধ্যেই জানতে পারব।”
সংবিধান অনুযায়ী, নির্বাচনের অন্তত ৩০ দিন আগে বিসিবি সভাপতির নির্দেশনায় প্রধান নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠাবেন- পরবর্তী সাধারণ সভার জন্য কাউন্সিলর মনোনয়নের বিষয়ে। এ প্রক্রিয়া হবে সংবিধানের ৯.১, ৯.২ এবং ৯.৩ ধারার অনুযায়ী।
১৯ নম্বর ধারা ও ৫ম অধ্যায় অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের নিয়মাবলি প্রণয়ন, তফসিল ঘোষণা, ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।
বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে।
ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়।
ক্যাটাগরি-৩ এ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।
আক্রমণে এসে দ্বিতীয় বলেই সাফল্য পেলেন নাসুম আহমেদ। পরের বলে নিলেন আরেকটি উইকেট। একাদশে ফেরার বাঁহাতি স্পিনারের পর আঘাত করলেন তাসকিন আহমেদ। আরও একবার পাওয়ার প্লেতে নেদারল্যান্ডসকে চেপে ধরল বাংলাদেশ।
প্রথম ৬ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ ৩ উইকেট ৪০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে নির্বিঘ্নে কাটিয়ে দেন ম্যাক্স ও'ডাউড ও বিক্রমজিত সিং। তৃতীয় ওভারে আক্রমণে আনা হয় নাসুমকে। দ্বিতীয় বলে তিনি ফিরিয়ে দেন ১০ বলে ৮ রান করা ও'ডাউডকে। মিড অনে সহজ ক্যাচ নেন তাওহিদ হৃদয়।
পরের বলে বেশ দূর থেকে স্কয়ার কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ তুলে দেন অনিল তেজা নিদামানুরু। তিন ওভারের মধ্যে মাত্র ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস।
এরপর রান আউটের একটি সুযোগ হাতছাড়া করেন শেখ মেহেদি হাসান। পাওয়ার প্লের শেষ ওভারে আঘাত করতে ভুল হয়নি তাসকিনের। স্লোয়ার ডেলিভারিতে তানজিম হাসান সাকিবের হাতে সহজ ক্যাচ তুলে দেন বিক্রমজিত। ১৭ বলে তিনি করেন ২৪ রান।
পরের বলে আরেকটি উইকেট পেতে পারতেন তাসকিন। কিন্তু এবার শরিজ আহমাদের ক্যাচ ছেড়ে দেন সাকিব। ক্রিজে এখন শরিজের সঙ্গী অধিনায়ক স্কট এডওয়ার্ডস।