ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমন

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৬ অক্টোবর ২০২৪, ৭:১৬ পিএম

news-details
ছবি টি|স্পোর্টস

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের এখন পর্যন্ত একমাত্র জয়টি ধরা দিয়েছিলেল শেষবারের ভারত সফরেই। তবে সিরিজ জয়ের স্বাদ আর মেলেনি৷ এবার সেই লক্ষ্যে তিন ম্যাচের সিরিজে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। রবিবার গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে প্রথম ম্যাচ, যেখানে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।


টসে শান্ত জানিয়েছেন, তিনিও আগে ব্যাটিংই নিতে চাইতেন৷ 


বাংলাদেশে একাদশে জায়গা পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। পেস আক্রমণে আছেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। আর ২০২৩ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।


ম্যাচটি সরাসরি দেখতে চোখ রাখুন টি-স্পোর্টস নেটওয়ার্কে।

বাংলাদেশ একাদশ : পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
ভারত একাদশ : অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, নিতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।

No posts available.

bottom-logo