ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়েছে পাকিস্তান। তাদের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানেই গুটিয়ে যায় আফগানরা।
জয়ের পর সাংবাদিকের করা প্রশ্নে কিছুটা মেজাজ হারালেন হারিফ রউফ। সংবাদ সম্মেলনে ম্যাচে বাজে ফিল্ডিং প্রসঙ্গে প্রশ্ন করলে ক্ষেপে যান পাকিস্তানি পেসার। হারিসের জবাব, ‘আমার মনে হয় আপনি ম্যাচটা ঠিকমতো দেখেননি। ফিল্ডিংয়ে আমাদের তেমন কোনো ভুল হয়নি। ম্যাচটা আবার দেখলে বুঝবেন ফিল্ডিং ভালোই ছিল।'
আরও পড়ুন
তামিম-জাওয়াদদের নিয়ে ইংল্যান্ড সফরে শক্তিশালী দল |
![]() |
ত্রিদেশীয় সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি বলায় ঘোর আপত্তি হারিসের, ‘আপনি বলছেন এটি প্রস্তুতির ম্যাচ ছিল, তবে আমি মনে করি, কোনো আন্তর্জাতিক ম্যাচ প্রস্তুতি ম্যাচ হতে পারে না। চাপ থাকে প্রতিটি ম্যাচেই, আপনি এটাকে হালকাভাবে নিতে পারবেন না। দলের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করাটাই আসল ব্যাপার।’
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে আলোচনা হচ্ছিল। হারিসের কাছে জানতে চাওয়া হয় এই ম্যাচে পাকিস্তান আন্ডারডগ ছিল কি না? এই গতি তারকা বললেন, 'আমাদের চেয়ে কেউ ফেভারিট এটা আমি কখনোই ভাবিনি। আমরাই সবচেয়ে ফেভারিট।’
নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
No posts available.
২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৮ পিএম
২ সেপ্টেম্বর ২০২৫, ১:০১ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ৫২ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ব্রেন্ডন টেলর। এ উইকেটরক্ষক-ব্যাটার সবশেষ টি টোয়েন্টি খেলেছিলেন ২০২১ সালের এপ্রিলে, পাকিস্তানের বিপক্ষে।
অভিজ্ঞ শন উইলিয়ামসকেও দলে ফেরানো হয়েছে। অভিজ্ঞ এই অলরাউন্ডার শেষবার ২০২৪ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্রেইগ আরভিন চোটে ছিটকে পড়লে উইলিয়ামস দলের নেতৃত্ব দিয়েছিলেন।
২০২১ সালে আইসিসির দুর্নীতিবিরোধী নীতি ভঙ্গের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হন টেলর। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ২৫ জুলাই। তারপর আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে খেলেছেন টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে ফেরেন ওয়ানডে সংস্করণে। এবার টি টোয়েন্টিতে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার।
তবে গত মাসে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলা নিউম্যান নিয়ামহুরি, ওয়েসলি মাধেভেরে, ভিনসেন্ট মাসেকেসা ও তাফাদজওয়া সিগা এই দলে নেই। নতুন সংযোজন হিসেবে আছেন ব্র্যাড ইভান্স ও তাদিওয়ানাশে মারুমানি।
আগামীকাল সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে। ৬ ও ৭ সেপ্টেম্বর হবে পরের দুই ম্যাচ। হারারেতে চলতি মাসের শেষ দিকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব হবে। লঙ্কান সিরিজকে সেই প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নগারাভা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস।
সিলেটে গতকাল পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত হয় আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, সবকিছু ঠিক থাকলে নির্বাচন করবেন তিনিও।
গতকাল সিলেটে ছিল বিসিবির পরিচালনা পর্ষদের সভা। আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে যান বুলবুল। সেখানেই সংবাদমাধ্যমকে নির্বাচন প্রসঙ্গে বলেন,
'অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য।'
বিসিবির দায়িত্ব নেওয়ার পর শুরুতে ছোট একটি ইনিংস খেলে চলে যাওয়ার কথা বলেছিলেন বুলবুল। তবে এবার জানিয়েছেন, নির্বাচনেও দাঁড়াবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ধারণা করা হচ্ছে, তিনি হয়তো জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে অথবা ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়ে বোর্ডে প্রবেশ করবেন।
আরও পড়ুন
সিটিতে ৮ বছরের পথচলার ইতি টানলেন এদারসন |
![]() |
বিসিবির সবশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। পরদিনই হয়েছিল বোর্ডের প্রথম সভা। সেই ধারা অনুযায়ী চলতি কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে।
সংবিধান অনুযায়ী, নির্বাচনের অন্তত ৩০ দিন আগে বিসিবি সভাপতির নির্দেশনায় প্রধান নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠাবেন- পরবর্তী সাধারণ সভার জন্য কাউন্সিলর মনোনয়নের বিষয়ে। এ প্রক্রিয়া হবে সংবিধানের ৯.১, ৯.২ এবং ৯.৩ ধারার অনুযায়ী।
১৯ নম্বর ধারা ও ৫ম অধ্যায় অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের নিয়মাবলি প্রণয়ন, তফসিল ঘোষণা, ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।
বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে। ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়। ক্যাটাগরি-৩ এ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।
অনুশীলনে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ছক্কা হাঁকানোর কথা বলে ২০২২ এশিয়া কাপের আগে সাড়া ফেলে দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলি। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য খুব বেশি দেখা যায়নি তার ছক্কার রুপ। এবার বিদায়ই বলে দিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) সোমবার দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
“পাকিস্তানের জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সেরা অর্জন। দেশের হয়ে ক্রিকেট মাঠে খেলতে পারা গর্বের একটি অধ্যায়। আমার পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা, যারা আনন্দের মুহূর্তে এবং কঠিন সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপের সময় আমার প্রিয় মেয়েকে হারানোসহ কঠিন সময়ে তোমাদের শক্তি আমাকে এগিয়ে নিয়েছে।”
আরও পড়ুন
১৪ বছর পর গুজরাটে আইপিএল রেকর্ডধারী পেসার |
![]() |
পাকিস্তানের মিডল অর্ডারে পাওয়ার হিটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান ধরা হতো তাকে। তবে ফর্মহীনতায় দীর্ঘ দিন দলের বাইরে থাকার পর এবার ৩৩ বছর বয়সেই পাকিস্তানের জার্সি তুলে রাখলেন আসিফ। ২০২৩ সালের এশিয়ান গেমসে পাকিস্তানের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি।
পাকিস্তানের হয়ে ৫৮ টি-টোয়েন্টি এবং ২১টি ওয়ানডে খেলেছেন ডানহাতি এই ব্যাটার। টি টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে করেছেন ৫৭৭ রান। তার ক্যারিয়ার সেরা ইনিংস ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৮ সালে ৪১ রান করেছিলেন সেই ম্যাচে।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে ২৫ রান করে পাকিস্তানকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছিলেন এই ব্যাটার।
ওয়ানডেতে পাকিস্তানের হয়ে ৩৮২ রান করেন আসিফ। যার মধ্যে ছক্কা ছিল ২১টি এবং চার ২২ টি। পাকিস্তানের জার্সি গায়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২২ সালে।
এক যুগের বেশি সময় পর হরিয়ানা ছেড়ে নিজের জন্মস্থান গুজরাটে ফিরলেন হার্শাল প্যাটেল। ভারতের সামনের ঘরোয়া মৌসুমে গুজরাটের হয়ে খেলবেন আইপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়া অভিজ্ঞ পেসার।
সব ধরনের কাগুজে আনুষ্ঠানিকতা এরই মধ্যে সেরে ফেলেছেন হার্শাল। বারোদা ও সৌরাষ্ট্র থেকে আসা দুটি দল নিয়ে প্রাক-মৌসুম ত্রিদেশীয় সিরিজ থেকেই গুজরাটের হয়ে খেলতে পারবেন ৩৪ বছর বয়সী এই পেসার।
আইপিএলের নিয়মিত মুখ তিনি। ২০২১ সালের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের হয়ে ১৫ ম্যাচে ৩২ উইকেট নিয়েছিলেন হার্শাল। আইপিএলের এক আসরে এটিই সর্বোচ্চ। ২০১৩ সালে ডোয়াইন ব্রাভোও নিয়েছিলেন ৩২ উইকেট, তবে ১৮ ম্যাচে।
আরও পড়ুন
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দলে ফিরলেন স্টয়নিস |
![]() |
এবার ঘরোয়া ক্রিকেটে গুজরাটে ফেরার মাধ্যমে একটি চক্র পূরণ করেছেন হার্শাল। গুজরাটে জন্ম ও বেড়ে ওঠা এই পেসার ২০০৮-০৯ মৌসুমে এই দলের হয়েই স্বীকৃত ক্রিকেটে যাত্রা শুরু করেন। তবে ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার পর হরিয়ানায় চলে যান তিনি।
পরে হরিয়ানার হয়েই ২০১১-১২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। তিন ফরম্যাটেই ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। সব মিলিয়ে ৭৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে মাত্র ২৪.০২ গড়ে ২৪৬ উইকেট নেন হার্শাল। ইনিংসে ৫ উইকেট নেন ১২ বার।
এছাড়া সাদা বলের ক্রিকেটে নিয়মিতই দলকে এগিয়ে দেন হার্শাল। ২০২৩-২৪ মৌসুমে হরিয়ানার প্রথম বিজয় হাজারে ট্রফি জয়ের মৌসুমেও বড় অবদান রাখেন তিনি। ওই আসরের ১০ ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৯ উইকেট নেন অভিজ্ঞ পেসার।
আইপিএলে উজ্জ্বল পারফরম্যান্সের পর জাতীয় দলে সুযোগ পান হার্শাল। তবে ২০২৩ সালের পর আর ভারতের হয়ে খেলতে পারেননি তিনি। জাতীয় দলের জার্সিতে খেলা ২৫ টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ২৯ উইকেট।
এখন আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা দেখেন না হার্শাল। তাই ঘরোয়া ক্রিকেটেই দিচ্ছেন পূর্ণ মনোযোগ।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রায় ১০ মাসের বিরতি দিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরলেন মার্কাস স্টয়নিস। নিউ জিল্যান্ডের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেন অভিজ্ঞ এই পেস বোলিং অলরাউন্ডার।
আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার কিউইদের বিপক্ষে সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
স্টয়নিস ছাড়াও স্কোয়াডে ফেরার তালিকায় আছেন মিচেল ওয়েন, ম্যাথু শর্ট ও জাভিয়ের বার্টলেট। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন নাথান এলিস, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডি ও ক্যামেরন গ্রিন।
২০২৪ সালে ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন স্টয়নিস। গত বছরের নভেম্বরের পর আর অস্ট্রেলিয়া দলে খেলতে দেখা যায়নি তাকে। এর মাঝেই চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন অভিজ্ঞ তারকা।
এই সময়ে বিশ্বব্যাপী বিভিন্ন লিগে ব্যস্ত সময় কাটান স্টয়নিস। আইপিএলে পাঞ্জাব কিংস ও দা হান্ড্রেডে ট্রেন্ট রকেটসকে ফাইনালে তুলতে তিনি রাখেন বড় ভূমিকা। সেই ধারবাহিকতায় এবার জাতীয় দলে ফিরে আগামী বছরের বিশ্বকাপের জন্যও লড়বেন তিনি।
সামনের অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতি নিতে শেফিল্ড শিল্ডে খেলবেন গ্রিন। এই সিরিজ থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাকআপ হিসেবে যাওয়া ক্যারি ও হার্ডিকে বাদ দিয়েছেন নির্বাচকরা। আর পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন এলিস।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে পাওয়া চোট থেকে সেরে উঠেছেন শর্ট। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাথায় আঘাত পেয়ে কনকাশন হওয়া ওয়েনকেও ফেরানো হয়েছে দলে।
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া মিচেল স্টার্ককে ছাড়াই সিরিজটি খেলবে অস্ট্রেলিয়া। পিঠ নিয়ে সমস্যায় ভোগায় সামনের অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখে কিউইদের বিপক্ষে খেলবেন না দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স।
মাউন্ট মঙ্গানুইয়ে আগামী ১, ৩ ও ৪ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশিস, জশ হেজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।